![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!
আমার এক বন্ধু আছে ! নাম তার......... খুবি স্মার্ট !
মেয়ে দেখলে আরও বেশি স্মার্ট হয়ে যায় ! ( যদিও প্রেম করে না )
সেদিন রাস্তায় দাড়িয়ে আছে আমাদের সাথে । হঠাৎ দেখল এক মেয়ে তার দিকে বার বার তাকাচ্ছে । তা দেখে তো সে ফিদা !
সে বলল দেখ দেখ মেয়েটি আমার দিকে বার বার তাকাচ্ছে !
আমি তো অবাক ! হাচাই তো ! ঘটনা কি ? ওমা মেয়েটি তো তার দিকে এগিয়েও আসছে ।
তা দেখে তো বন্ধু আমার পুরাই আসমানে ! চুল- টুল ঠিক ঠাক করে কি ভাব আমাদের কে চিনেই না !
তার পর মেয়েটি কাছে এসে জিজ্ঞেস করলো “ আরে সানি না ? তোমাকে সেই ছোট দেখেছিলাম । অনেক বড় হয়ে গেছ । ভালো আছ ?
প্রত্তত্তরে বন্ধু কাঁচুমাচু হয়ে বলল “ জী আপু ,ভালো । আপনি ভালো ? ”
আমি বললাম বন্ধু ক্যামনে কি? এই ভাবে আসমান থেকে পরলা কেন ?
তারপরটা আর না ই বা বললাম !!!!
©somewhere in net ltd.