![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!
মানি না ! এই রেজাল্ট মানি না !!
পাকা জাম দেখছেন ? বৃষ্টি আসলে ঝরে যায় । মাত্র ১ সপ্তাহের ভিতর !
A পেলাচ প্রাপ্ত বাচ্চাগুলো ঠিক এভাবেই ঝরে যাবে ভর্তি পরীক্ষায় !!!
প্রায় ৫৮ হাজার A পেলাচ ধারীদের ভেতর ৫৮ % ই ফেল করবে আপাতত ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় ! আমি আশাবাদী ! সরকারই আমাকে এই আশাটা দেয় !!! ডোন্ট মাইন্ড A পেলাচ ধারীরা !!! আশায় বাধি খেলাঘর !!!!
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৭
আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: In2the Darkভাই খুব দুঃখ লাগে যখন দেখি এ প্লাস প্রাপ্ত ছেলে গুলা ঢাকা ভার্সিটিতে ৪৫-৫৫ % পর্যন্ত ফেল করে !! আগামি ১০ -১৫ বছর পর দেখবেন এ দেশ মেধা শূন্য হয়ে পড়েছে !!!
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৪
In2the Dark বলেছেন: সত্যি বলছি, আমিও মন থেকে এই রেজাল্ট মানি না। কিন্তু আমাদের মানা না মানাতে তো আর কারো কিছু যায় আসবে না।
স্কুলের শিক্ষক, বাসায় বাবা মা তারা কর্ম দেখে না দেখে ফল। তাই তো ছাত্ররা কর্ম না করেই ফলের পেছনে ছুটছে।
আর সরকার নিজেদের সাফল্য বেশি দেখানোর জন্য গনহারে A+ দিয়ে যাচ্ছে তাদেরকেও যাদের পড়ালেখা করার যোগ্যতাটুকু নেই। আর সবচেয়ে মেধাবীরা তো A+ নিশ্চিতই পেতে পারে। মাঝখান দিয়ে অন্যায় করা হচ্ছে সৎ থাকা মেধার দিক দিয়ে মধ্যম শ্রেনীর ছাত্রদের সাথে কারন তাদের সততা তাদেরকে A+ দেয়না।
আর একটা কথা সবাই শুধু A+ চায় কেন, পুরাই Fade Up with আল of দোজ পিপলজ।