![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
তোমাকে
______
তোমাকে পাবার জন্য অতিক্রম করি শাহবাগ থেকে টিএসসি
অতঃপর
বাংলা একাডেমি চত্ত্বরের এক সুদীর্ঘ মনুষ্য সমুদ্র
দৈহিক উষ্ণতা প্র:শ্বাস আর হাজারো শব্দের গতি ও চাপে সৃষ্ট অনন্য এক জলহীন সমুদ্র
তার বহুমুখী স্রোতে সাঁতার কাটি
কখনো উপর কখনো নীচে কখনো এপাশ কখনো ওপাশ, এভাবেই অতিক্রান্ত হতে থাকে অগনিত চিত্রে অঙ্কিত
আলো ও আঁধার
লিটলম্যাগ চত্ত্বর তিনপ্যাচে বাঁধবার পর তোমাকে পেলাম
তোমাকে ব্যাক পকেটে ঢুকিয়ে ফিরতি পথ ধরলাম
এখন গন্তব্য আমার নির্জনতা
সেখানে অনুভবে বিদ্ধ হোক তোমার শূন্যতা।।
________________________
_______________ বাকী অরিন্দম
( বি:দ্র:- ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন )
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
অদৃশ্য বলেছেন:
সুহৃদ
লিখাটিতে প্রজন্ম চত্বরের কিছুটা সম্পৃক্ততা থাকলেও পুরো লিখাটিতে আমি অন্য কিছুই ইঙ্গিত করেছি... আপনার ভাবনার পথটুকু কিছুটা পরিষ্কার করেদিলাম আরকি...
লিখাটির বক্তব্যে শাহবাগ না থাকলেই ভাবনাটা অন্য দিকে যেতে পারতো...
শুভকামনা...
২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
লেখোয়াড় বলেছেন:
মিতা, আপনার কবিতা পড়ে অনেক ভাবনা মনে খেলা করে ছিল।
কিন্তু আমি সবকিছুকে বাদ দিয়ে দেশপ্রেমকে দখতে চেয়েছি।
যুদ্ধ ও সংগ্রামকে দেখতে চেয়েছি................
আপনি পথ পরিস্কার করে দিলেও আর অন্য দিকে যাবো না।
তোমাকে মানে তো অনেক কিছু হতে পারে..........
তো.............
আপনার খবর কি?
ভাল আছেন তো..........?
মাঝে মাঝে তো হাওয়া হয়ে যান............!!
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
অদৃশ্য বলেছেন:
সুহৃদ
অনেক ধন্যবাদ আবারো মন্তব্যের জন্য.... ঠিক আছে, তবুওতো আপনি একটি দৃশ্য তৈরী কেরেছেন... আমিও চাইনা আপনি আমার ভাবনায় ভাবুন.... তা আপনার মতোই হোক..
সময়টা ঠিক ভালো থাকবার মতো নয়...
শুভকামনা....
৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
অনেক অনেক ধন্যবাদ আপনাকে.... এভাবেই সবসময় আপনাকে পেয়ে যাচ্ছি...
আশাকরছি সন্তানের সাথে চমৎকার সময় পার করছেন...
শুভকামনা...
৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
শুভকামনা ...
৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
টানিম বলেছেন: ভাল লাগলো । ধন্যবাদ
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই উপস্থিতি ও পাঠের জন্য.... খুশি হলাম..
শুভকামনা....
৬| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
টানিম বলেছেন: পড়ে দেখার অনুরোধ রইল । পোস্টে এ যেয়ে হতাশ হবেন না ।
Click This Link
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
অদৃশ্য বলেছেন:
ধন্যবাদ আপনাকে ... সময়করে গিয়ে পড়ে আসবো...
শুভকামনা...
৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় করে আসবার জন্য... আশাকরছি ভালো আছেন...
কেন জানিনা ওই হাসিটা একদম আপনার সাথে যাচ্ছে না...
শুভকামনা....
৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩
অনিক বাংলা বলেছেন: ভাল লাগলো
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই উপস্থিতি ও লিখাটি পাঠ করবার জন্য... খুশি হলাম
শুভকামনা...
৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!!!
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই উপস্থিতি ও লিখাটি পাঠ করবার জন্য... খুশি হলাম
শুভকামনা...
১০| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোনটা যায়?
শুভ সকাল।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫২
অদৃশ্য বলেছেন:
চশমা ছাড়া হাসিটাই বোধহয় আপনার সাথে বেশি যায়... এমনইতো মনে হচ্ছে...
শুভ সকাল...
শুভকামনা...
১১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগা রইল।
শুভেচ্ছা কবি।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় করে লিখাটি পড়বার জন্য.... বেশ ক'দিন পর আপনাকে দেখে ভালো লাগলো...
শুভকামনা...
১২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
আলম িসিিদ্দকী বলেছেন:
দৈহিক উষ্ণতা প্র:শ্বাস আর হাজারো শব্দের গতি ও চাপে সৃষ্ট অনন্য এক জলহীন সমূদ্র
এক জলহীন সমূদ্র
এক জলহীন সমূদ্র
এক জলহীন সমূদ্র
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখাটি সময়করে পড়বার জন্য... অনেকদিন বাদে আপনাকে দেখে খুশি হলাম...
শুভকামনা...
১৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
মাক্স বলেছেন: সুন্দর!!+++++
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
অদৃশ্য বলেছেন:
মাক্স অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই উপস্থিতির জন্য ও লিখাটি আন্তরিক পাঠের জন্য...
শুভকামনা...
১৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
বৃতি বলেছেন: ভাল লাগলো ।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
অদৃশ্য বলেছেন:
বৃতি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই উপস্থির জন্য ও লিখাটি আন্তরিক পাঠের জন্য...
শুভকামনা...
১৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
সায়েম মুন বলেছেন: সুন্দরম।
লিটলম্যাগ চত্ত্বর তিনপ্যাচে বাঁধবার পর তোমাকে পেলাম
তোমাকে ব্যাক পকেটে ঢুকিয়ে ফিরতি পথ ধরলাম
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখাটি আন্তরিক পাঠের জন্য... আপনাকে সবসময় এভাবে পাই... খুশি হই
শুভকামনা...
১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪
শেরজা তপন বলেছেন: আপনার লেখার মর্মোদ্ধার করতে পারলাম না। কিসের ইঙ্গিত করেছেন অনেক ভেবেও বুঝলাম না। একটু খোলসা করেন?
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
অদৃশ্য বলেছেন:
তপন ভাই
অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখাটি পড়বার জন্য... আপনার জন্য কিছুটা ক্লিয়ার করেছিলাম... আশাকরছি দেখে গেছেন...
শুভকামনা...
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩২
মাহবু১৫৪ বলেছেন: +++++++++
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সময়করে লিখাটি পড়বার জন্য... অনেকদিন পর আপনাকে দেখে খুশি হলাম...
শুভকামনা....
১৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪
স্বপনবাজ বলেছেন: চমৎকার!!!!
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
অদৃশ্য বলেছেন:
স্বপনবাজ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পাঠ করবার জন্য...অনেকদিন পর আপনাকে দেখে খুশি হলাম...
শুভকামনা...
১৯| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম কয়েক লাইন পড়ে অন্য কিছু মনে এলেও লাস্ট দুই লাইনে সেই বিভ্রান্তি কেটে যায় । ভালো লেগেছে ।
এখন গন্তব্য আমার নির্জনতা
সেখানে উল্টেপাল্টে দেখবো তোমার শূন্যতা।।
---- শেষ লাইন দুইটা টাচিং
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখাটি সময়করে পড়ে যাবার জন্য.... আবার আপনাকে দেখে খুব খুশি হলাম...
কিছুটা সম্পৃক্ততা ছিলো বলা যায়.... আমি ওই সময়ের ভেতর দিয়েই চলেছিলাম... যাক সারমর্মটাতো পেয়েছেন...
শুভকামনা...
২০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
ভিয়েনাস বলেছেন: ভালো লাগলো
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পড় যাবার জন্য জন্য... অনেক খুশি হলাম..
শুভকামনা...
২১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১০
আরজু পনি বলেছেন:
বইমেলা চলাকালীন লেখা বোঝাই যাচ্ছে...ম্যাগাজিন নাকি বই কিনেছিলেন? একটা রিভিউই না হয় দিয়ে দিন, আমরা "তোমাকে" জানতে পারি
রূপক প্রকাশে বেশ লাগলো।।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
অদৃশ্য বলেছেন:
আরজুপনি
আপনাকে দেখে খুশি হলাম... সময়করে লিখাটি পড়বার জন্য অনেক ধন্যবাদ...
আমি ভালো রিভিউ লিখতে পারিনা.... যদি কখনো সম্ভব হয় দিয়ে দেব... অবশ্যই বইটির লেখকের সম্মতি নিয়ে...
শুভকামনা...
২২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
ইনকগনিটো বলেছেন: আহা, বই!
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
অদৃশ্য বলেছেন:
ইনকগনিটো
সময়করে আপনার এই উপস্থিতি খুবই ভালোলাগার.... লিখাটি পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ...
'' বই ''
শুভকামনা...
২৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া!
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
অদৃশ্য বলেছেন:
আপুনি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পড়ে যাবার জন্য... এভাবে সবসময় আসেন, খুশি হই....
শুভকামনা....
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
shfikul বলেছেন: অনেক অনেক ভালো লেগেছে।
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপানকে সময়করে লিখাটি পাঠ করবার জন্য.... খুশি হলাম...
শুভকামনা...
২৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
শত রুপা বলেছেন:
মিথ্যা বলেছিলাম যে একক,
অচন্চল আমি, বসেছিলাম একা।
আমার অবক্ষয়
সত্যের অপচয় আমি আমার ভিতর থেকে আমি দেখেছিলাম।
মনের ভিতরে
যমুনার , গংগার আহ্লাদেও জেগে ছিল এক ভয়।
তারপর তোমার ইশারায়,
তোমারই একক ইশারায়
জেগে উঠে
আমি রন্ধনে ভ্রমনরত এক জোনাকী।
সমস্ত বন্ধনেও জানি, দেখা হবে,
সমুদ্রেই দেখা হবে। সেখানেই হবে পরিণয়।সীমান্তে । অচন্চল বসে আছি একা।
আমার অপচয় দূর থেকে আমি দেখি একা , তোমার ভিতরে, সকল অরন্ধনে।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
অদৃশ্য বলেছেন:
''সমস্ত বন্ধনেও জানি, দেখা হবে,
সমুদ্রেই দেখা হবে। সেখানেই হবে পরিণয়।সীমান্তে । অচন্চল বসে আছি একা।''
__________ এভাবে আবার আপনাকে পেয়ে খুবই খুশি হয়েছি....
শতরুপা
ভেবেছিলাম আপনিও বোধহয় ডুবে গেলেন যমুনার চোরাবালিতে... শুনেছি যমুনায় চোরাবালি আছে... দেখা হয়নি কখনো... তাই ভাবছিলাম যমুনার চোরাবালি খুঁজতে বের হবো... অথবা চোরাবালিতে ডুবে যাওয়া আপনাকে...
যাক তার আর দরকার হলোনা... যমুনা বোধহয় এখনো ততটা নিষ্ঠুর হয়নি...
শুভকামনা....
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
লেখোয়াড় বলেছেন:
তোমাকে পেলাম হে শাহবাগ জলহীন অসীম সমুদ্রে
তোমাকে পেলাম ওগো বাংলা খোলা আকাশের নীচে।
মিতা,
কেমন আছেন?
আপনার লেখা তাই কথা না বলে পারলাম না।
যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে কবিতায় কিংবা সংগ্রামে।
মিতা,
বাকী অরি................ ?? বাদ দিন না।
শুভকামনা।