![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
তার ছায়া, অন্য আলোকে
_________________
তবুও
তার ফেলে যাওয়া ছায়া ছুয়ে জেনে নিতে ইচ্ছে করে
অনাগত ভবিষ্যত ও সুপ্ত পদচারনার কথা
কোথায়, কত দূরে!
সেই দূর্লভ গিরগিটিও সুবিখ্যাত চিত্রকর কখনো কখনো লতায় পেচানো অজগর
আর আলোছায়া ঘন বন
তার কোমল ঘাসের নিচে শুয়ে থাকে বিছার স্বপন
বক্রতার সীমা অতিক্রম করে যায় তার ছায়া
অর্কের তেজ স্তিমিত হবার পরেও
তার চোখ
অসীমে চেয়ে থাকে
ছায়া অথবা ছায়া মানবী
তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে
সেইসব হারানো নক্ষত্রাদি
( নিভৃতে )
দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।।
__________________
_________ বাকী অরিন্দম
১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৩
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আপনাকে দেখে... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
আপনার প্রথম প্লাসটা আমার ভাগ্যে ছিলো... নতুন লিখা দিন
লাবনীর জন্য
শুভকামনা...
২| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
একজন আরমান বলেছেন:
ছায়া, তার ছায়া
তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে
সেইসব হারানো নক্ষত্রাদি
নিভৃতে
দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।।
এই লাইনগুলি বেশি ভালো লেগেছে।
১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫
অদৃশ্য বলেছেন:
আরমান ভাই
খুবই খুশি হলাম আপনাকে পেয়ে... আন্তরিক ধন্যবাদ জানবেন এই পাঠ ও মন্তব্যের জন্য...
খেয়াল করবেন____ ছায়া, তার ছায়া / ছায়া, ছায়া মানবী এখানে কিছুটা দ্বিধায় আছি এখনো... আরো কিছু জায়গাতে কাজ করার আছে
শুভকামনা...
৩| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
বোকামন বলেছেন:
হে প্রকৃতি ভ্রমরা কবি !
কোমল ঘাসে নিজেকে বিলিয়েছেন কতবার !
চেয়ে থাকা ও চোখের সুকোমল দৃষ্টিতে অদৃশ্য আর থাকেনা কিছুই বুঝি !!
ভালোলাগার ভাষা ভালোলাগায় দৃশ্যত হোক .....।
১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯
অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন
আপনাকে দেখলে খুশি হই... খুব ভালো লাগে... ভালোলাগার কিন্তু অনেক রকম চেহারা থাকে...
কোমল ঘাসে দেহ মেলানোর শান্তিটা একেবারেই অন্যরকম... কিছুটা বিস্তৃত জায়গায় কিছুটা একাকী... আহা কি শান্তি
বোকামন সবসময় সুন্দর করে বলে... অথবা, বোকামনের কথা সুন্দর
শুভকামনা...
৪| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯
নেক্সাস বলেছেন: তবুও
তার ফেলে যাওয়া ছায়া ছুয়ে জেনে নিতে ইচ্ছে করে
অনাগত ভবিষ্যত ও সুপ্ত পদচারনার কথা
কোথায়, কত দূরে!
+++++++
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১
অদৃশ্য বলেছেন:
প্রিয় নেক্সাস
খুবই খুশি হলাম আপনাকে দেখে... এটা খুবই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা রইলো...
শুভকামনা...
৫| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২
সমুদ্র কন্যা বলেছেন: শিরোনামটাই যেস একটা কবিতা।
চমৎকার লিখেছেন কবি।
শুভকামনা।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম... এই সময় পাঠ ও মন্তব্য আনন্দদায়ক ও অনুপ্রেরণার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
আপনার নতুন লিখার অপেক্ষায় থাকলাম...
শুভকামনা...
৬| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: নিভৃতে
দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।।
চমৎকার !
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭
অদৃশ্য বলেছেন:
ভাই অভি
খুবই খুশি হই এভাবে আপনাকে নিয়মিত পেয়ে... পাঠ ও মন্তব্য আনন্দের... আন্তরিক ধন্যবাদ জানবেন
শুভকামনা...
৭| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৩
সায়েম মুন বলেছেন: সুন্দর একটা কবিতা।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনাকে সবসময়ই আশা করি এখানে...
আপনাদের ভালো লাগলে খুশি হই আর খারাপ লাগলে চিন্তিত হয়ে পড়ি...
শুভকামনা...
৮| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২
প্রত্যাবর্তন@ বলেছেন: ছায়াময়, মায়াময় ।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন
লিখাটিতে আরো কিছুটা সময় দেবার প্রয়োজন ছিলো, আপাতত তা করতে পারিনি... কিছু শব্দ ও কথার পরিবর্তন প্রয়োজন মনে করছি...যা চাইছি তা এখনো পাইনি... পরে এটাতে সময় দিতে হবে...
কোমল হৃদয়ে সবকিছুই ছায়াময় মায়াময় হয়ে যায়... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৯| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
গোর্কি বলেছেন:
-মাটি, মায়া ও মমতা: অনুভূতির চমৎকার প্রকাশ।
-আপনার লেখা এতোটাই পরিচ্ছন্ন এবং নান্দনিকতায় পূর্ণ যে বুঁদ হয়ে পড়লাম। -আমার কাছে অসাধারণ লেগেছে।
-শুভেচ্ছা রইল।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩
অদৃশ্য বলেছেন:
গোর্কি
খুবই সুন্দর করে বলে গেলেন... এই মেঘাচ্ছন্ন সকালে ময়ূর যেন পেখম মেললো... এভাবে বললে কার না ভালোলাগে বলুন... এইসব আন্তরিক মন্তব্যে সবসময়ই অনুপ্রাণিত হই...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
১০| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে
সেইসব হারানো নক্ষত্রাদি
দারুণ ++
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০১
অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই
আমি ভাবতাম আপনি দেশে থেকে ব্লগিং করেন... জানলাম যে আপনিও দেশের বাইরে প্রিয়জন আত্মিয়স্বজন ছেড়ে (?) বসবাস করছেন... স্বাভাবিক ভাবেই অতি আনন্দের দিন সবার কথা মনে পড়বে, মন খারাপ হবে...
আপনার স্বপ্ন পূরন হোক এই প্রত্যাশা... আপনাকে পেলে সবসময়ই খুশি হই...
শুভকামনা...
১১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৫
টুম্পা মনি বলেছেন: তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে
সেইসব হারানো নক্ষত্রাদি!
অদ্ভুত সুন্দর!!
অনেক ভালো লাগল।
বরাবরের মতই চমৎকার!
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮
অদৃশ্য বলেছেন:
খুশি হলাম খুব... আপনার এই নিয়মিত সময় দেয়াটা খুবই ভালোলাগার, সাথে পাঠ ও মন্তব্য আনন্দ ও অনুপ্রেরণার...
টুম্পামনির জন্য
শুভকামনা...
১২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । খুব ভাল লেগেছে ।
+++
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
অদৃশ্য বলেছেন:
মামুন ভাই
ভালো লেগে থাকলে সেটা অবশ্যই আনন্দের... আপনাকে নিয়মিত পাচ্ছি, আনন্দের... এই পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭
পেন আর্নার বলেছেন: বক্রতার সীমা অতিক্রম করে গেলো তার ছায়া
অর্কের তেজ স্তিমিত হবার পরেও
তার চোখ
অসীমে চেয়ে থাকে
ছায়া, ছায়া মানবী
ভাললাগা জানবেন। সাবলীল লিখেছেন, পড়তেও খুব সাবলীল লেগেছে সেজন্য।
একান্ত শুভকামনা।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯
অদৃশ্য বলেছেন:
পেন আর্নার
আপনাকে স্বাগতম...এই উপস্থিতি পাঠ ও আন্তরিক মন্তব্যের জন্য খুবই খুশি হলাম...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
১৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার হয়েছে কবি।
ভাললাগা রেখে গেলাম।
+++
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩
অদৃশ্য বলেছেন:
ভাই শোভন
খুবই ভালো লাগলো আপনাকে দেখে... সেই যে কুনব্যাঙের পোষ্টটা দিলেন তারপর আর খবর নাই...
এই উপস্থি পাঠ ও মন্তব্য সবসময়ই অনুপ্রেরণার... নতুন পোষ্টের অপেক্ষায় আছি...
শুভকামনা...
১৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। কবিতা ভাল লাগলো ।+
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... খুবই খুশি হলাম এই পাঠ ও মন্তব্যের জন্য...
এখন অপেক্ষায় আছি আপনার বছর পূর্তির জন্য...
শুভকামনা...
১৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৬
ভিয়েনাস বলেছেন: বক্রতার সীমা অতিক্রম করে গেলো তার ছায়া
অর্কের তেজ স্তিমিত হবার পরেও
তার চোখ
অসীমে চেয়ে থাকে ...........চমৎকার
ভালো লাগা জানালাম।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
অদৃশ্য বলেছেন:
ভিয়েনাস
আপনার ভালোলাগায় সবসময়ই আনন্দ পাই... এইসব পাঠ মন্তব্যে সবসময়ই অনুপ্রাণিত হ্ই...
খুশি হলাম খুব
শুভকামনা...
১৭| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তবুও
তার ফেলে যাওয়া ছায়া ছুয়ে জেনে নিতে ইচ্ছে করে
অনাগত ভবিষ্যত ও সুপ্ত পদচারনার কথা
কোথায়, কত দূরে!
শুরুটা চমৎকার ভাবে সামনে এগিয়ে নিয়েছে।
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সময়করে লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য...
আপনাদের এইসব মন্তব্যগুলো আমাকে সবসময়ই সাহস যোগায়...
শুভকামনা...
১৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫
একজন আরমান বলেছেন:
দুটো প্রায় একই অর্থ প্রকাশ করে, কিন্তু পুরপুরি এক না।
আমার কাছে
ছায়া, তার ছায়া টাই মানানসই মনে হয়েছে।
ছায়া, ছায়া মানবী বললে মনে হয় কাল্পনিক কিছু।
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬
অদৃশ্য বলেছেন:
আরমান ভাই
আপনাকে আবারো দেখে খুবই খুশি হলাম...
ঠিক, দুটো ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে... তবে লিখাটিতে কাল্পনাকেই বাস্তবরুপ দেবার চেষ্টা করা হয়েছে
প্রথম লিখেছিলা___ ছায়া, ছায়া মানবী, শান্তি পেলাম না
পরে লিখলাম ___ ছায়া, তার ছায়া, সেম
আবার লিখলাম ___ ছায়া অথবা ছায়া মানবী... শান্তি পাইনি
এই ছায়া/ছায়া মানবী শব্দটাকেই এভোয়েড করতে চাচ্ছি, প্রাথমিকে ছিলো বলেই নতুন কিছু তৈরী হচ্ছে না... কমন হয়ে গ্যাছে... সময় লাগবে বদলাতে...
লিখাটি অনেক জায়গাতেই কাজ করবার ইচ্ছা আছে, এখানে কুইক দিয়েদিলাম... সময়নিয়ে সেটা করবো
আলোচনায় আসবার জন্য খুশি হয়েছি...
শুভকামনা...
১৯| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: ছায়ার মাঝে অসীমের বিস্তার। ভালো লাগলো অনেক।
২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
আন্তরিক ধন্যবাদ আপনাকে... চমৎকার বললেন
এই পাঠ ও আন্তরিক মন্তব্য সবসময় ভালোলাগার... খুশি হই...
শুভকামনা...
২০| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার হয়েছে অরিন্দম।
নতুন করে আর বলার কিছু নেই। কবিতা খুব ভাল লিখেন আপনি।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৩
অদৃশ্য বলেছেন:
নাজিম ভাই
খুব খুশি হলাম সময়করে লিখাটি পড়ে গেলেন বলে...আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
কবিতা লিখার চেষ্টা করি....
শুভকামনা...
২১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২২
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল কবি।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
অদৃশ্য বলেছেন:
প্রোফেসর
এটা ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
খুশি হয়েছি...
শুভকামনা...
২২| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮
জুন বলেছেন: অর্কের তেজ স্তিমিত হবার পরেও
তার চোখ
অসীমে চেয়ে থাকে
কি সুন্দরই না লাগলো কথাগুলো অদৃশ্য, অল্পকথায় ব্যাপক ভাবের প্রকাশ।
+
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আপনাকে পেয়ে... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
সকাল রয় বলেছেন:
এতক্ষনে অরিন্দম কহিলা....
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০০
অদৃশ্য বলেছেন:
আরে সকাল দা যে!
ইদানিং ব্লগে আপনাকে খুব কম চোখে পরে... আশাকরছি ভালো চলছে আপনার সময়... আপনাকে দেখে খুশি হয়েছি খুব
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
২৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
শুকনোপাতা০০৭ বলেছেন: দৃশ্যত নয়,অদৃশ্যে,অন্য আলোকে... লাইন টা অসম্ভব পছন্দ হয়েছে
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি আনন্দদায়ক... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
খুশি হলাম
শুভকামনা...
২৫| ২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৪
রাইসুল নয়ন বলেছেন:
কবি!!!
অনেক অতীত দুয়ারে দাঁড়াল।
ভালো লাগলো কবিতার আবেগ( যতটা বুঝেছি)।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩
অদৃশ্য বলেছেন:
নয়ন ভাই
অনেক অনেক খুশি হলাম আপনাকে দেখে... খুব ভালোলাগলো
সেই কবে শেষ পোষ্ট দিয়েছিলেন তার পর আর খবর নাই... আশাকরবো খুব তাড়াতাড়ি লিখা পোষ্ট করবেন...
আপনার পাঠ ও মন্তব্য সবসময়ই আনন্দদায়ক...
শুভকামনা...
২৬| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগল।
ভাল থাকুন।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
অদৃশ্য বলেছেন:
শ্রাবণকে দেখে খুবই খুশি হলাম
এভাবে মাঝে মাঝে দেখা দিলে ভালো লাগে... তবে নিয়মিত লিখা দিলে আরও ভালো লাগবে...
আপনার নতুন লিখার অপেক্ষায় থাকলাম...
শুভকামনা...
২৭| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে
সেইসব হারানো নক্ষত্রাদি
( নিভৃতে )
দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।।
অদৃশ্য, এই কয়েকটা লাইন অসাধারণ।
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১
অদৃশ্য বলেছেন:
রিয়াদ ভাই
খুবই খুশি হলাম আপনাকে দেখে... এভাবে মাঝে মাঝে এলে মন ভালোলাগায় ভরে যায়...
প্রিয়জনকে কিছু ভালোলাগাতে পারাটা খুবই আনন্দের... আপনার নিয়মিত লিখালিখি প্রত্যাশায় রইলো...
শুভকামনা...
২৮| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২
আরজু পনি বলেছেন:
প্রথমদিন কবিতাটা পড় খুব বিশেষ কিছু ভাবি নি ।
কিন্তু আজকে মনে হলো শিরোনামটাই আমাকে ধাক্কা মারলো !
কবিতার ভেতর কি যেন .................. ! ! !
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪০
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম... এভাবে নিয়মিত সময় দেন বলে খুবই ভালো লাগে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শিরোনামেই লিখাটির মূল বক্তব্য... তার ছায়া অন্য আলোকে
কেউ একজন যাকে আমি কল্পনা করছি পার্থিব অপার্থিবের মিলনের মাঝে... কল্পনার পাখনা মেলাতে চাইছিলাম নিজের মতো করে... তবুও চাইলেইতো আর ওড়া যায় না...চাইলেইতো আর সবকিছু হয়না...
লিখাটিতে আমি তৃপ্তি পাইনি মোটেও, যত সময় যাচ্ছে ততই বুঝতে পারছি কল্পদৃশ্যগোলো আরো জোড়ালো হতে পারতো... ফ্লো আরও সুন্দর হতে পারতো... সোজা কথায় এটার পেছনে আরও সময় দিতে হবে, নিভৃতে...
অবশ্যই কবিতার ভেতর কিছু আছে... সেই কিছুটাকে দেখবার রাস্তাটা সহজ করে দেবার দায়িত্বতা ছিলো আমার... কিন্তু বক্রতার কারনে আপনার দেখতে সমস্যা হচ্ছে...
নিজের কোন কিছু অন্যকে ফিল করানোটা সবসময়ই যে ফিল করলো তার উদারতা...
শুভকামনা...
২৯| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৬
মাহমুদ০০৭ বলেছেন: তবুও
তার ফেলে যাওয়া ছায়া ছুয়ে জেনে নিতে ইচ্ছে করে
অনাগত ভবিষ্যত ও সুপ্ত পদচারনার কথা
কোথায়, কত দূরে!
[/sb
এ কথা আমিও বলতে চাই ।
কবিতার অনুভূতিটা মনে অনুরণ সৃষ্টি করল ।
ভাল থাকুন কবি ভাই ।
আপনি অদৃশ্য , কবিতা গুলোও অদৃশ্য অনুভবের ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
অদৃশ্য বলেছেন:
মাহমুদ ভাই
খুব খুশি হলাম আপনাকে দেখে... এভাবে সময়করে এসে লিখাগুলো পাঠ করে গেলে ভালো লাগে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
এইসব কথা সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে...
শুভকামনা...
৩০| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়ে খুবই আরাম পেলাম.. কবিতা কবিতা কবিতা... শুভ কামনা কবি...
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
অদৃশ্য বলেছেন:
আপনার এই মাঝে মাঝে আগমনটা খুবই আনন্দদায়ক... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
অনুপ্রাণিত হই...
শুভকামনা...
৩১| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
শেরজা তপন বলেছেন: গদ্য নিয়ে আমার কারবার-কবিতা তেমন বুঝিনা, তারপরেও ভাল লেগেছে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
অদৃশ্য বলেছেন:
আরে শ্রদ্ধেয় তপন ভাই যে...
অনেক অনেক খুশি হলাম আপনাকে দেখে... এই আগমন পাঠ ও মন্তব্য যথেষ্ট আনন্দদায়ক...
যে এমন চমৎকার লিখে তাকেতো কবিতা বুঝতেই হবে... হালকার উপর ঝাপসা হলেও তা বুঝতে হবে ভাইজান...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
বটবৃক্ষ~ বলেছেন: তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে
সেইসব হারানো নক্ষত্রাদি! খুব চমৎকার ভাইয়া!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... অত্যন্ত খুশি হলাম আপনাকে দেখে... এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
যা কিছু চমৎকার তা বটবৃক্ষের ছায়ায় মেশানো থাকুক আর তার লতায় পেচানো থাকুক...
শুভকামনা...
৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯
বটবৃক্ষ~ বলেছেন: এমন সুন্দর করে স্বাগতম জানালে বারবার না এসে পারা যায়না! অবশ্যি আসবো বারবার!!
আপনাকেও দাওয়াত!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫
অদৃশ্য বলেছেন:
আন্তরিকতা কাকে বলে সেটার প্রমানতো রেখেই গেলেন আবারো... মানুষ আন্তরিক হলে তার সাথে মন খুলে কথা বলা যায় অনেকটা সময়... অনেকটা পথ একসাথে হেঁটে যাবার ইচ্ছেরা জেগে ওঠে...
অবশ্যই... আপনার মতো মানুষরাই আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে...
কথা হবে...
শুভকামনা...
৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮
শাহেদ খান বলেছেন:
তবুও
তার ফেলে যাওয়া ছায়া ছুয়ে জেনে নিতে ইচ্ছে করে
অনাগত ভবিষ্যত ও সুপ্ত পদচারনার কথা
--এটুকুতেই কবিতা হয়ে যায় একটা !
তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে
সেইসব হারানো নক্ষত্রাদি
( নিভৃতে )
দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।।
-- প্রগাঢ়তায় মুগ্ধতা।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬
অদৃশ্য বলেছেন:
শাহেদ ভাই
আপনি আমার ভাবগুলো অনুভব করতে পারছেন বলে খুবই ভালো লাগছে আমার...
আজ আপনার কাছ থেকে অনেক কিছু পেয়ে গেলাম যা কিনা আমার ভাবনাতেই ছিলোনা...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
শাহেদ খান বলেছেন: বইয়ের কোনও কবিতা খুব ভাল লেগে গেলে, সে বইয়ের আরও দু'চার পাতা পেছনে উল্টে দেখা তো নিতান্ত স্বাভাবিক একটা ঘটনা !
আমার পড়তে ভাল লাগছিল, আনন্দটাই আমার বড় পাওয়া। আপনার আনন্দ দেখে ভাল লাগছে আরও।
নিয়মিত যোগাযোগ হবে, আশা রাখছি। ভাল থাকবেন, ব্যস্ততায় বা অবসরে।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯
অদৃশ্য বলেছেন:
খুবই ভালোলাগবার মতো কথা... আপনাদের মতো মানুষদের এইসব আন্তরিক কথাবার্তাই সামুতে পথ চলার প্রিয় সাথী হয়ে যায়... আপনাদের মতো মানুষরা সামুতে অনেককেই দারুন ভাবেই অনুপ্রাণিত করে থাকেন এটা আমার দেখা...
এইসব আন্তরিকতার কোন প্রতিদান হতে পারেনা... এইসব অনুভব শুধুমাত্র হৃদয়কেই স্পর্শ করে ...
নিয়মিত কথা হবে... আপনিও ভালো থাকুক এই প্রার্থনা...
শুভকামনা...
৩৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।।
কবিতায় অনেক ভাললাগা
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
অদৃশ্য বলেছেন:
রাসেল
খুবই খুশি হলাম এই লিখাটিতে আপনাকে দেখে... এভাবে এলে, কথা বললে খুব ভালো লাগে...
ভালো থাকা হোক...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
লাবনী আক্তার বলেছেন: নিভৃতে
দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।
১ম প্লাস ভাইয়া।