নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

জোছনা ও আমার পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানাচ্ছি

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

জোছনা ও আমি

__________









সেই চাঁদ

কখনোবা মেঘের আড়াল কখনোবা গ্রহণে

আমি চুপচাপ চেয়ে দেখি চন্দ্রছায়ায়, চন্দ্রাহত নয়নে



পূর্ণতা পাক যৌবনা চাঁদ



আলোর মূর্ছনা

আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা।।







_________________

________ বাকী অরিন্দম









____ প্রিয়জনদের সবাইকে ঈদের শুভেচ্ছা ____

মন্তব্য ৭২ টি রেটিং +১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রিয় অদৃশ্য,জোছনা পান করতে সবাই জানেনা..........

অসম্ভব সেই সুন্দরকে ছুঁতে হলে সুন্দর হতে হয়।
মন জুড়ে যাদের নদী থাকে,তারাই পারে।

শুভেচ্ছা নাউম বেয়াই( অজানা দেশের না জানি কি)।
লেখায় দৃশ্যমান থেকো এভাবেই।

ঈদ প্রীতি রইলো।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

অদৃশ্য বলেছেন:
সাজিপা


আরও একটি কথা বাদ থেকে গেলো... জোছনা পান করতে চাইলে মায়াময়ী হতে হয়...

''অজানা দেশের না জানি কি'' হয়ে থাকতে বড়ই ইচ্ছে করে...

বুকের ভেতরে সেই নদীটির জন্য হাজার বছর অপেক্ষা করা যায়... তারপর একদিন নদীর জলে জোছনারা সাঁতার কাটবে, স্নান করবে...

ঈদের শুভেচ্ছা রইলো... হয়তো ক'দিন আর দেখা হবে না...

শুভকামনা...

২| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঈদের দিন ক্লাস, মিডটার্ম, পড়ালেখা, একাকীত্ব......

ঈদের শুভেচ্ছা।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫

অদৃশ্য বলেছেন:
খুশি হলাম আপনাকে দেখে... এভাবে মাঝে মাঝে এলে, খোঁজ নিলে ভালো লাগে...

কিন্তু পরক্ষনেই মনটা ভারাক্রান্ত হলো... ক্লাস মিডটার্ম... পড়ালেখা... এসব সমস্যা না হলেও একাকীত্বটা সমস্যা... সম্ভবত আপনি আপনজনদের ছেড়ে দূরে আছেন... তাই কিছুটা অভাববোধ আপনার হবেই... আমি ফিল করছি

আপনার সময় আনন্দময় হোক... প্রার্থনা...

স্বর্ণাদির জন্য
শুভকামনা...

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের শুভেচ্ছা রইল।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৩

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন কান্ডারীভাই... বেশ দেরি হয়ে গেলো জবাব দিতে... আশাকরছি কিছু মনে করেননি...



শুভকামনা...

৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

আমিনুর রহমান বলেছেন:




অল্প কিন্তু ভীষণ গভীর কিছু লাইন।
ভালো লাগা রইল।


ঈদ মোবারক কবি।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৬

অদৃশ্য বলেছেন:
আমিনুর ভাই

আশাকরছি ভালো আছেন... জবাব দিতে দেরি হবার জন্য দুঃখিত... আন্তরিক ধন্যবাদ জানবেন...

লিখাটি ভাব অনুভব করলেন বলে খুবই খুশি হলাম...

শুভকামনা...

৫| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮

একজন আরমান বলেছেন:
স্বল্প কথায় মনের পূর্ণ ভাব প্রকাশ।

সবাই চন্দ্রাহত হতে পারে না !

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০০

অদৃশ্য বলেছেন:
আরমান ভাই

আন্তরিক ধন্যবাদ জানবেন... ক'দিন নেটেই ঢুকিনি... দারুন বললেন... অনুভব করলে ঠিক তাই...

সবাই চন্দ্রাহত হতে পারেনা...

শুভকামনা...

৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

গোর্কি বলেছেন:
শারদীয় শুভেচ্ছা


ঈদের আগাম শুভেচ্ছা

উৎসবমুখর অবকাশ দিনগুলো কাটুক অনাবিল আনন্দে প্রিয় ভাইডি।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

অদৃশ্য বলেছেন:
প্রিয় গোর্কি

দূর্গা পূজায় এবার তেমন একটা ঘোরা হয়ে ওঠেনি... অতীতেই সম্ভবত পূজায় বেশি মজা করে ফেলেছি... আর ঈদের দিন ব্যাস্ততায় কেটেছে... সন্ধায় আড্ডা...


শুভকামনা...

৭| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন হাসান ভাই... এইসব শুভেচ্ছা আমাকে সবসময়ই আনন্দ দেয়...

দেরি হয়ে গেলো...

শুভকামনা...

৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা।।


শারদীয় শুভেচ্ছা :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০

অদৃশ্য বলেছেন:
আলাউদ্দিন ভাই

আন্তরিক ধন্যবাদ জানবেন... খুব খুশি হলাম... আর দেরির জন্য দুঃখিত


শুভকামনা...

৯| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: শারদীয় ও ঈদের শুভেচ্ছা।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

অদৃশ্য বলেছেন:
প্রোফেসর

খুশি হলাম... আমার এলাকায় মোড়ে মোড়ে শারদীয় উৎসবের সাঁজগোজ... তবুও আগের মতো আর পূজায় মজা করতে পারিনা...


শুভকামনা...

১০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আলোর মূর্ছনা
আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা


----
ঈদের শুভেচ্ছা

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই

খুশি হলাম খুব... দেরি হয়ে গেলো... ভালো আছেন আশাকরছি...



শুভকামনা...

১১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা।+++++++++++++++++++++++++++++++++ ঈদ মোবারক ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২০

অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম... মনে রেখেছেন এটা ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন... দেরির জন্য দুঃখিত



শুভকামনা...

১২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

শব্দহীন জোছনা বলেছেন:
কই আমি ছিলাম নাতো ;)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

অদৃশ্য বলেছেন:
বাহ্‌, বেশ নামতো... শব্দহীন জোছনা... জোছনারা নিঃশব্দেই কথা বলে... আপনার আগমন আনন্দদায়ক... খুশি হলাম



শুভকামনা...

১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আলোর মূর্ছনা
আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা !



ঈদ মোবারক প্রিয় অদৃশ্য !

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫

অদৃশ্য বলেছেন:
প্রিয় অভি

খুব খুশি হলাম... দেরির জন্য দুঃখিত... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

১৪| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৮

শ্যামল জাহির বলেছেন: ঈদ শুভেচ্ছা কবি!

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্যামল জাহির... খুবই খুশি হলাম... দেরির জন্য দুঃখিত...



শুভকামনা...

১৫| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩

সায়েম মুন বলেছেন: সুন্দরম। ঈদের শুভেচ্ছা রইলো।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৯

অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম সায়েম ভাই...বেশ দেরি হলো... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

১৬| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা।। অসাধারণ একটা লাইন।

অদৃশ্য’র জন্যও ইদুল আযহার শুভেচ্ছা থাকলো।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০

অদৃশ্য বলেছেন:
কবি

দেরি হয়ে গেলো, দুঃখিত... আপনার ভালো লেগেছে জেনে প্রিত হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

১৭| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: আলোর মূর্ছনা
আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা।।


পূর্নতা পাক যৌবনবতি চাঁদ । শুভকামনা ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

অদৃশ্য বলেছেন:
মামুন ভাই

পূর্ণতা পাক যৌবনবতী চাঁদ...

দেরির জন্য দুঃখিত... আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

১৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রাইসুল নয়ন বলেছেন:

ঈদ'টা ঈদ হোক আর পূজা'টা পূজা!!

শুভেচ্ছা রইলো কবি।।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

অদৃশ্য বলেছেন:
প্রিয় নয়ন

ভালো বললেন... যারটা যার মতো হলে তবেই না সুন্দর... আমাদের এলাকায় দুটোই জমজমাট হয়েছে...

খুশি হলাম...

শুভকামনা...

১৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০

ভিয়েনাস বলেছেন: আলোর মূর্ছনা
আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা।।

ঈদ শুভেচ্ছা আপনার জন্যও

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

অদৃশ্য বলেছেন:
প্রিয় ভিয়েনাস

খুবই খুশি হলাম... দেরির জন্য দুঃখিত... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

২০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!
আপনার জন্যও রইল ঈদের অনেক শুভেচ্ছা :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩

অদৃশ্য বলেছেন:
কাল্পনিক ভাই

খুবই খুশি হলাম... দেরির জন্য দুঃখিত... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

২১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
জ্যোৎস্না ও আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

অদৃশ্য বলেছেন:
প্রিয় নাজিম

খুবই খুশি হলাম... দেরির জন্য দুঃখিত... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

২২| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৩

প্রত্যাবর্তন@ বলেছেন: অতৃপ্তি রয়ে গ্যালো ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

আপনার অতৃপ্তিতে আমিও জেন অনেক কিছুর অভাববোধ করছি... জোছনারা ম্লান হয়ে যাচ্ছে বোধহয়... খুশি হয়েছি... ভাবছি, কিভাবে আপনার অতৃপ্তি ঘুচানো যায়...


শুভকামনা...

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

প্রত্যাবর্তন@ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

এইসব শুভেচ্ছা আমার চলার গতি তরান্বিত করে... পিছুটান তৈরী করে...


শুভকামনা...

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভেচ্ছা জানবেন, কবি অদৃশ্য :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

অদৃশ্য বলেছেন:
মইনুল ভাই

খুবই খুশি হলাম আপনার আগমনে... এটা আনন্দদায়ক... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

দেরির জন্য দুঃখিত...

শুভকামনা...

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আপাকেও শুভেচ্ছা :)ঈদ মোবারক সুপ্রিয় ব্লগার। :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই

সবসময়ই খুশি হই আপনাকে পেলে... আন্তরিক ধন্যবাদ জানবেন... দেরির জন্য দুঃখিত...



শুভকামনা...

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

শেরজা তপন বলেছেন: শুভেচ্ছার দারুন প্রকাশভঙ্গী। আপনাকেও শুভেচ্ছা। ভাল থাকুন।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

অদৃশ্য বলেছেন:
তপন ভাই

এলেন... পাঠ করলেন... শুভেচ্ছা জানালেন... এসব আমার জন্য অনেক... আপনার উপস্থিতি আমার জন্য সবসময় খুবই আনন্দের...


শুভকামনা...

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

আরজু পনি বলেছেন:

আমি বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে শুষে নেব সমস্ত জোছনা।।...অসাধারণ প্রকাশ !

মনে হলো বুকের ভেতরে সবলে একটা ধাক্কা মেরে গেল !

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা রইল প্রিয় অদৃশ্য !:#P

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় আরজুপনি

এভাবে প্রিয়জনরাই বলে... এভাবে প্রিয়জনরাই অনুভব করে... আপনার পাঠ ও মন্তব্য সবসময়ই প্রেরণাদায়ক... খুশি হই

দেরির জন্য দুঃখিত... লিখাগুলো দেখেছি আজ সকালেই...

শুভকামনা...

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

রহস্যময়ী কন্যা বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো ভাইয়া :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম রহস্যময়ী... এইসব শুভেচ্ছা আনন্দের... আন্তরিক ধন্যবাদ জানবেন... দেরির জন্য দুঃখিত



শুভকামনা...

২৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

জুন বলেছেন: জ্যোৎস্না ও আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই অদৃশ্য :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩

অদৃশ্য বলেছেন:
জুনাপু

খাবার আইটেমটা দেখে মুখে জল এসে গ্যাছে... এটার নাম কি, আমার কাছে অনেককিছুর মিক্সড্‌ একটি মজাদার খাবার মনে হচ্ছে... পরে কখনো জানিয়েন...

দেরির জন্য দুঃখিত...

শুভকামনা...

৩০| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

লেখোয়াড় বলেছেন:
"অস্থিরতা উষ্কে দিয়ে সবুজ ফুঁড়ে বেরোয় আগুন
সুবাস সমেত, ভালোবাসাময়।"

মিতা,

আপনার আগের কবিতার শেষ দুটি লাইন, ওখানে আমার মন্তব্যে আমি কোড করেছিলাম। কয়েকমাস আগেই বলেছিলাম আপনাকে, দুবছর আগের আপনি আর এখনকার আপনি অনেক পার্থক্য। পরিবর্তনটা আমাকে বিস্মিত করছে দিন দিন। দক্ষ ও পরিপক্ক হয়ে ওঠার জন্য যা যা দরকার তার অনেক কিছুই দেখতে পাচ্ছি।

আপনি বলে থাকেন আপনার কবিতায় কিছুটা ঢেউ থাকতে হবে, কবিতা খটমট হবে না, কবিতা হবে ভেজা আর সিক্ত। আজকাল আপনার কবিতায় শুধু ঢেউ থাকে না, আরো থাকে আচ্ছন্নতা, নিষিক্ততা, মোহ'তা আর মাদকতা।

আজকাল আপনার কবিতা শুধু ভেজা আর সিক্ত হয় না, আরো হয় কোমল, দীর্ঘ ছাপ ফেলে যাওয়া, দুরদৃষ্টি সম্পন্ন, মায়াজাল অনুরক্ত, নিবিড় আর পূর্ণ।

"অস্থিরতা উষ্কে দিয়ে সবুজ ফুঁড়ে বেরোয় আগুন
সুবাস সমেত, ভালোবাসাময়।"

............... এই লাইন দুটি তারই প্রমাণ ও স্বাক্ষর। কি গভীর চেনতাসমৃদ্ধ, এবং এত সহজ আর সুন্দর করে হৃদয় থেকে বের করে দিলেন! আহা!

আমি সেদিন যখন ওই লাইনদুটি পড়েছিলাম তখন ঠিক আমার মনের এবং জীবনের সাথে মিলে গিয়েছিল। তাই তখন আমি যেমন বিস্মিত হয়েছিলাম, যেমন আশ্চর্য হয়েছিলাম, তেমন, তেমনি চমকে উঠেছিলাম।

মনে করিয়ে দিই....... সেদিন ছিল ১লা অক্টোবর, ২০১৩। এটার পিছনে অনেক কথা লুকিয়ে আছে, সময় হলে হয়তো একদিন শোনাতে পারবো।

...........................................

মিতা, শুভেচ্ছা জানিয়ে এই কবিতাটি দিয়ে গেলেন, ছোট ছয় লাইনের কবিতা, কিন্তু হৃদয়ের দাবী এতটুকুও কম নয়। শুধু মুগ্ধতা, ভাললাগা, ভাল লাগল, আসাধারণ এগুলো বলে আপনাকে ছোট করতে চাই না, নিজেও লজ্জা পেতে চাই না।

শুধু বলি আপনার কবিতার মর্ম বুঝতে হলে যতটুকু সহজ আর কোমল হতে হবে, সেটুকু হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছি। বাকীটুকু আপনাদের আশির্বাদ।
....................................................

মিতা,

জং ধরা চিঠির প্রথম পর্বে আপনাকে উত্তর করেছি, দেখবেন নিশ্চয়ই।
আপনার জন্য অপেক্ষায় আছি, ব্লগে বাস্তবে।

ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬

অদৃশ্য বলেছেন:
সুহৃদ

ভাবছি কি লিখবো আপনার মন্তব্যে... ভেবে ভেবে হয়রান হয়ে গেছি, প্রতিকথা লিখার মতো সমৃদ্ধ কোন শব্দ বা ভাব কোন কিছুই পেলাম না আপাতত...
অথবা আপনার এইসব কথার কোন প্রতিকথা হতে পারেনা... হতেই পারেনা... কোন প্রকার কথাতেই আপনার এইসব আন্তরিকতার, ভালোবাসার প্রতি ক্ষুদ্র বাভের প্রকাশও সম্ভব নয়...

শুনেছি হৃদয় উন্মুক্ত হলেই মানুষ মানুষকে এভাবে বলতে পারে, ভাবাতে পারে... আপনি অবশ্যই উন্মুক্ত হৃদয়ের অধিকারী... হৃদয় উন্মুক্ত হলে তবেইতো মানুষ মহৎ হৃদয়ের সন্ধান পায়... আপনি সেই পথেই থাকুন...

লিখালিখিতে আমি আমার ভাবনাগুলোকে মজাট বাধানোর চেষ্টা করি... আমি ভালো কারিগর নই... চেষ্টা করছি ... এখন চেষ্টা করছি অনুভূতিগুলো প্রকাশের... আর আপনি বা আপনার মতো কিছু মানুষ সবসময়ই আমাকে দারুনভাবেই সাহায্য করতেন সে পথে চলতে... আরও ভাবনার গভীরে যেতে...

অনেক কথা বলার আছে বা ছিলো... পরে কখনো হবে কথায় কথায়...

শুভকামনা...

৩১| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর!

শুভেচ্ছা।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনার ভালোলাগায় খুবই খুশি হলাম... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য সবসময়ই ভালোলাগার...

দেরির জন্য দুঃখিত...

শুভকামনা...

৩২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

লেখোয়াড় বলেছেন:
মিতা,

কি ব্যাপার, আপনার ঈদ এখনো শেষ হয়নি?
নাকি দেশের বাড়ি গিয়ে আমাদের ভুলে গেলেন?

চলে আসুন তাড়াতাড়ি।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

অদৃশ্য বলেছেন:
সুহৃদ

ঈদতো আপনাদের দোয়াই ভালোভাবেই শেষ হলো... ভালোভাবে চলেও এলাম... আর এসেই দেখলাম আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভরপুর আমার ঘর...

ব্লগ শুরুর পর থেকে কিছু মানুষ আমার মনে জায়গা করে নিয়েছে যাদের আমি চাইলেও ভুলে যেতে পারিনা... কখনো স্মৃতিক্ষয় হয়ে গেলে তা ভিন্ন ব্যাপার...

আপনার প্রথম পত্রের জবাবটা আমি দেখেছি... খুব ঝাড়লেন আমাকে, ভাবছি ওখানেই বা কি লিখবো আপনাকে... আপনার মন্তব্যের/ জবাবের প্রতিকথা লিখতে গেলে অনেক ভাবনায় পড়তে হয়...

২য় পত্রটিও দেখেছি...

শুভকামনা...

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

বোকামন বলেছেন:
বৃক্ষের পাতায় শুয়ে শুয়ে এহেন কবিতা পাঠ করতে পারলে নিশ্চয়ই

শুষে নেওয়া সমস্ত জোছনা ......।

ঈদ মুবারাক প্রিয় শ্রদ্ধেয় কবি :-)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন

খুবই খুশি হলাম আপনাকে দেখে... আর বৃক্ষের পাতায় শোবার জন্য সেই ফিলিংসটা খুবই জরূরী... অনুভব আপনাকে হালকা করবে বৃক্ষের পাতায় শোবার প্রস্তুতির জন্য...

আপনি পারবেন... আমার বিশ্বাস... কেননা, আপনার বোকা মন আছে...

শুভকামনা...

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০

বোকামন বলেছেন:
শুষে নেওয়া যাবে সমস্ত জোছনা

দুখিঃত :-(
পোর্টেবল ডিভাইস থেকে লিখি, ভুল হয়ে যায় না চাইলেও ....।

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬

অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন

আমিতো তা জানি... এবং এই কথাটি না লিখলেও কোন সমস্যা ছিলোনা... আমি তখনই এভাবেই পড়েনিয়েছিলাম...

আমি শিখছি আপনার কাছ থেকে...

শুভকামনা...

৩৫| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১

বোকামন বলেছেন:
ওহ ! *দুঃখিত

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

অদৃশ্য বলেছেন:


আমার মন______ বোকামন ______প্রিয়মন



শুভকামনা...

৩৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬

জুন বলেছেন: এটা স্রেফ ঘন দুধ এর সেমাই যার উপরে জাফরান ছিটিয়ে দেয়া হয়েছে। তাই রঙ্গটা এমন সুন্দর অদৃশ্য।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৬

অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জুনাপু... খাবারটার ডিটেইল জানাবার জন্য... খাবারটা যে অনেক সুস্বাদু তা দেখলেই বোঝা যায়...

জাফরান দামি জানতাম... তবে কতোটা তা জানা ছিলোনা... সেদিন ডিসকোভারিতে জাফরানের উৎপাদনের ডিটেইল দেখলাম... মুগ্ধ হলাম...

শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.