![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
অ্যাডাল্ট পেজ
সীমানার ওপার থেকে বীর্যনিক্ষেপ করলে আমাদের বাতাসগুলো কুয়াশাবদ্ধ হয়
খুব কাছে থেকেও আমরা ঠিকঠাক সবকিছু দেখতে পারিনা
অথচ কাঁটাতারে আগুল লাগলে বহুদূরের আলোকসজ্জা আরো উজ্জল হয়ে উঠে যৌবনার অতিউন্মুক্ত দেহের কম্পনে মাঠ ঘাট ভেসে যেতে চায়
নর্তকীদের সুডৌল স্তন, মসৃণ নাভিপাশ ও ভরাট নিতম্বের কম্পনে মৌসুমি বায়ূর সাথে ভেসে আসে যাদুমৃত্যুর রসদ, নৃত্যকলার ঘর্ষণে উরুসন্ধির মুখে জমে ওঠে ফেনসিডিল, বেয়ার, হুইস্কি ও শ্যাম্পেনের ফেনা
আমাদের
নেশাগ্রস্ত মন্ত্রীসভা থেকে সুশীলসভা
সাধারণসভা থেকে পথসভার শিশ্নগুলো দাড়িয়ে যায়, দৌড়ায়
হুমড়ি খেয়ে পড়ে ফেনার ভেতর, ঘোরগ্রস্ত
ওরা জানে এই ফেনার নীচেই আছে বিধাতার দর্শন, বহুগমনের পথ
স্থলনের স্থান, কোন আবেগ অনুভূতি সহিংসতা ও মৃত্যু সে পথে যেতে
বাধা হয়ে দাড়াতে পারবেনা
তারা আজও জানেনা
বহুগামী নারীর যোনিগর্ভে বীর্যপাতের পর
হৃদপিন্ডে কামড় বসায় ধারালো বিবেক
হায়
আমিও বিবেককে হারিয়ে ফেলেছি
তাই কামাতুরার যৌনাবেদনে আমার ঘুমন্ত গোখরা ফনা তুললে
স্নানঘরের দেয়ালে ঠেস দিয়ে মৈথুনে মেতে যাই
জাগতিক বিষের উদ্গিরণে।।
______________
_____ বাকী অরিন্দম
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
অদৃশ্য বলেছেন:
কথায় আছে না, প্রয়োজন আইন মানেনা... কোনটা উচিৎ আর কোনটা অনুচিৎ এই বিষয়টা নিয়ে আপনার মতো আমিও ভাবছি... নিশ্চয় জানেন অনেক কিছুই মানুষের বোধের বাহিরে থেকে যায়...
শুভকামনা...
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাথরুমের দেয়ালে ঠেস দিয়ে মৈথুনে মেতে যাই
জাগতিক বিষের উৎগীরণে।
.............. যত ইচ্ছা চালিয়ে যান।
ধন্যবাদ। ভাল থাকবেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
অদৃশ্য বলেছেন:
এজন্যই এটা ''অ্যাডাল্ট পেজ''... এখানে যতবার চোখ রাখবেন ততবারই নিজেকে দেখতে পাবেন... আমি না আপনি...
শুভকামনা...
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
মামুন রশিদ বলেছেন: বিবেক পোড়া কবিতা, স্খলনের কবিতা ভালো লেগেছে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
অদৃশ্য বলেছেন:
প্রিয় মামুন ভাই
খুবই খুশি হলাম লিখাটিতে আপনাকে পেয়ে... সত্য বলতে কি, লিখাটি পোষ্ট করবার সময় জানতাম এই লিখাতে অনেককেই পাওয়া যাবেনা মন্তব্যে...
আপনি এলেন অনুভব করলেন... এটা অনেক... এটা অনুপ্রেরণার...
শুভকামনা...
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন জাত কবির উচ্চ মার্গিয় কবিতা ,চমৎকার !
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
অদৃশ্য বলেছেন:
আমার বিশ্বাস ছিলো যে লিখাটিকে সবাই খারাপ চোখে দেখবে না... আপনিও তাদের মাঝে একজন... এরকম কথা সবসময়ই ভাবনার জগৎকে প্রসারিত করে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মানাভিমানের কবিতা। কবিতায় খোভ প্রকাশ পেয়েছে দারুণভাবে।
মোবাইল থেকে পড়া, তাই কমেন্ট করতে পারি নাই সেভাবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
অদৃশ্য বলেছেন:
আপনি যা বললেন লিখাটি আসলে তাই... কিছু কিছু সময় মনের কথাগুলো আটকে রাখা সম্ভব হয়না... এভাবেই প্রকাশ করে ফেলি...
মোবাইল থেকে পড়লেন এবং কষ্ট করে চমৎকার মন্তব্যও করলেন বলে খুবই খুশি হলাম... এসব সবসময়ই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...
প্রিয় আহমেদের জন্য
শুভকামনা...
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
অদৃশ্য বলেছেন:
এইসব ভালোলাগা আমাকে পথ চলতে দারুনভাবেই উৎসাহিত করে... আন্তরিক ধন্যবাদ জানবেন লিখাটি পাঠ ও আন্তরিক মন্তব্যের জন্য... খুশি হয়েছি
প্রিয় মাসুম ভাইয়ের জন্য
শুভকামনা...
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
তারা আজও জানেনা
বহুগামী নারীর যোনিগর্ভে বীর্যপাতের পর
হৃদপিন্ডে কামড় বসায় ধারালো বিবেক
দুর্দান্ত বলেছেন কবি।
++++
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
অদৃশ্য বলেছেন:
এভাবেই আপনি সবসময় আমাকে প্রলুব্ধ করেন সামনে চলবার জন্য... আর আমিও আপনার ও আপনাদের এমন কথায় চোখমুখ বন্ধ করে সামনে চলতে থাকি...
বলার অপেক্ষা রাখেনা যে আমি খুবই খুশি হয়েছি আপনার এই উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য...
প্রিয় শোভনের জন্য
শুভকামনা...
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: বিবেকের বুকে ছুড়ি চালিয়েছেন রিতীমত !
চমৎকার !
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
অদৃশ্য বলেছেন:
ছুড়ি চালানোর চেষ্টা করেছি মাত্র... শল্যবিদ্যা আমার তেমন একটা জানা নেই... এ বিদ্যাটা মাঝে মাঝে খুব দরকার হয়ে পড়ে নিজের জন্য...
আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য সবসময়ই আমাকে আনন্দ দেয়... প্রাণিত হই... আন্তরিক ধন্যবাদ জানবেন...
প্রিয় অভির জন্য
শুভকামনা...
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
আমিনুর রহমান বলেছেন:
এত ক্ষোভ আর অভিমান!
লিখনী আর শব্দ এর ব্যবহার দুর্দান্ত ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
অদৃশ্য বলেছেন:
ঠিকই দেখেছেন আপনি... আমার ভেতরে চোখ রাখলে আপনার মতো আমিও এমনটাই দেখতে পাই... এই ভাবটা প্রকাশের জন্য তৎক্ষনাত এই শব্দগুলোই আমাকে সাহায্য করেছে...
আপনার নিয়মিত আগমন ও আন্তরিক পাঠ আমাকে দারুনভাবে প্রভাবিত করছে... আন্তরিক ধন্যবাদ জানবেন...
প্রিয় আমিনুর ভাইয়ের জন্য
শুভকামনা...
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
সোমহেপি বলেছেন: কিছুই বলার নাই!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
অদৃশ্য বলেছেন:
আপনার এই ''কিছু বলার নাই'' এতেই অনেক কিছু বলা হয়ে গ্যাছে... সময়করে এলেন পাঠ করলেন বলে খুবই খুশি হলাম...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
সোমহেপির জন্য
শুভকামনা...
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
হাসান মাহবুব বলেছেন: ভয়াবহ লিখেছেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
অদৃশ্য বলেছেন:
এভাবেই সবসময় আপনাকে পাশে পাই... আশা থাকবে সামুতে যতদিন আছি এভাবেই পাশে থাকবেন... আপনার দু'টো শব্দই আমার কাছে অনেক ভারী...
আন্তরিক ধন্যবাদ...
হাসান ভাইয়ের জন্য
শুভকামনা...
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ক্ষোভ ঘনীভূত হয়ে অদ্ভূত সুন্দর প্রকাশ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হই আপনাকে দেখে... ইদানিং নিয়মিত আপনাকে পাচ্ছি যা আমার জন্য খুবই আনন্দের... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
একজন সুপ্রিয় ব্লগার আমাকে বললেন লিখুন কিছু... সহমর্মীতা জানিয়ে... ঠিক তখন আমি এই লিখাটির মাধ্যমে নিজের ক্ষোভের প্রকাশ করছিলাম একান্তে... সহমর্মীতা এলো কিনা বুঝা যায় না... তবে ক্ষোভ যে এসেছে তা পরিষ্কার...
প্রিয় দূর্জয় ভাইয়ের জন্য
শুভকামনা...
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
অদৃশ্য বলেছেন:
আপনার শুভকামনা আমার চলার পথকে দীর্ঘায়িত করুক... প্রিয়জনদের প্রার্থনা সবসময়ই আন্তরিক হয়... এটা সবসময়ই ভালোলাগার...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
প্রিয় কান্ডারী ভাইয়ের জন্য
শুভকামনা...
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২
সায়েম মুন বলেছেন: অনেক ভাল লাগলো কবি।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
অদৃশ্য বলেছেন:
কবি, সবসময়ই খুশি হই আপনাকে পেলে... আপনার সবসময়ের এইসব ভালোলাগাগুলো আমাকে দারুনভাবেই প্রাণিত করে...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
লেখোয়াড় বলেছেন:
মিতা,
অসম্ভব ব্যতিক্রমী একটা লেখা।
আপনার স্বভাবের বাইরে।
আপনি পেরেছেন আপনাকে ভাঙতে।
আমি স্তব্ধ হয়ে বলতে পারি এমন লেখার কোন তুলনা হয় না।
সব প্রশাংসা আপনার প্রাপ্য রইল।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
অদৃশ্য বলেছেন:
আপনি খুব ভালো অনুভব করতে পারেন, আবার প্রকাশও... এজন্যই আপনাকে খুব বেশি পছন্দ করি... আপনাকে বেশি পছন্দ করায় এখনো আমার কোন ক্ষতি হয়নি...
ঠিক আমার স্বভাবের বাইরে বললে ভুল হবে... ক্ষভের প্রকাশ এর আগেও আমি করেছি কিছুটা ভিন্নভাবে... অবশ্য তা কম... এখানে পার্থক্যটা শব্দের ব্যাবহারের ভেতরে হতে পারে...
আমি চেষ্টা করেছি নিজেকে প্রকাশ করার... এখন আপনাদের চোখে দেখছি... লিখাটিতে আপনি যা বললেন তারও কোন তুলনা হয়না...
সুহৃদের জন্য
শুভকামনা...
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
অদৃশ্য বলেছেন:
লজ্জা পেলাম খুব... লিখাটিতে সময় দিলেন বলে খুবই খুশি হয়েছি... এভাবে নিয়মিত সাথে থাকবার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
মারাত্মক !
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
অদৃশ্য বলেছেন:
এটা খুবই ভালোলাগার... আপনার এই আগমন, আন্তরিক পাঠ ও মন্তব্য আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করেছে... করবে
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
একটাই ধূমকেতু বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
অদৃশ্য বলেছেন:
বেশ কিছুদিন বাদে আপনাকে আবারো দেখে খুবই খুশি হলাম... আপনার উপস্থিতির এই প্রমাণটা আমার খুব পরিচিত বলে আরও মজা পেলাম... আন্টরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
আমিও ভাবনায় পড়ে গেছি...
শুভকামনা...
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
ধূর্ত উঁই বলেছেন: এক কথায় অসাধারণ।
তারা আজও জানেনা
বহুগামী নারীর যোনিগর্ভে বীর্যপাতের পর
হৃদপিন্ডে কামড় বসায় ধারালো বিবেক
তাই কামাতুরার যৌনাবেদনে আমার ঘুমন্ত গোখরা ফনা তুললে
স্নানঘরের দেয়ালে ঠেস দিয়ে মৈথুনে মেতে যাই
জাগতিক বিষের উদ্গীরনে।।
চমৎকার লিখেছেন কবি।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
অদৃশ্য বলেছেন:
এটাই আমার জন্য সবথেকে ভালোলাগার যে লিখাটি আপনি গভীরভাবে অনুভব করলেন... আর আপনার দেখাদেখি সেই চেষ্টাটা আমিও করছি...
আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্য প্রেরণাদায়ক... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
প্রত্যাবর্তন@ বলেছেন: সুতীব্র । ধারালো । ভিন্নরকম ।
ভিন্নযাত্রায় উজ্জলতর হয়ে উঠুন ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন
ভাবছিলাম লিখাটিতে আপনাকে পাবো কিনা... আশা ছিলো যে আপনি আসবেন... আপনার আগমনে আমি ইদানিং দারুনভাবে প্রাণিত হচ্ছি... আপনার উপস্থিতি ও কথা যেমন আমাকে অনেক আনন্দ দেয় ঠিক তেমনি গভীরভাবে ভাবনার যোগানও দেয়... যা আমার চলার পথে দারুনভাবে সহযোগিতা করছে... আমার পথ দীর্ঘ করছে...
তীব্রতা মাত্রাকে বাড়ানোর চেষ্টা করেছি যেন তাতে ধার সৃষ্টি হয় আপনা আপনি... আপনি বললেন... এটা খুবই ভালোলাগার... আর প্রিয়জনদের প্রার্থনা সবসময়ই আন্তরিক হয়...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
সোহানের রোজনামচা বলেছেন: খুব ভাল হয়েছে।অভিনন্দন।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
অদৃশ্য বলেছেন:
ঘরে নতুন কারো উপস্থিতি সবসময়ই আনন্দদায়ক... খুবই খুশি হলাম এই উপস্থিতির জন্য... এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
সিস্টেম অ্যাডমিন বলেছেন: "হায়
আমিও বিবেককে হারিয়ে ফেলেছি"
ভাল বেশ ভাল !
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
অদৃশ্য বলেছেন:
ঘরে নতুন কেউ এলে সবমসয়ই ভালো লাগে... আপনার আগমনেও খুব খশি হলাম... আর লিখাটির আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
বিবেক হতাশায় নিমজ্জিত... তলিয়ে যাচ্ছে...এতোটাই যে সম্ভবত আমরা শ্বাঁস বন্ধ করে সে গভীরতায় যেতে পারবোনা...
শুভকামনা...
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
তাসজিদ বলেছেন: ১৮+ হলেও চমৎকার
১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি অবশ্যই আমার জন্য আনন্দের... ঘরে নতুন কাউকে দেখলে কারনা ভালোলাগে বলুন... খুবই খুশি হলাম আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আহসান জামান বলেছেন:
বাহ্!
১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
অদৃশ্য বলেছেন:
কবি
খুব খুশি হলাম লিখাটিতে আপনাকে পেয়ে... আশাকরছি লিখাটি আপনি অনুভব করতে পেরেছেন... আপনার উপস্থিতি আমাকে আনন্দ দিচ্ছে... অনুপ্রাণিত হচ্ছি...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ধূর্ত উঁই বলেছেন: কবিতায় বিপ্লবী ছোঁয়া।
১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
অদৃশ্য বলেছেন:
আপনাকে আবারো পেলাম বলে খুবই ভালো লাগলো... পরিস্থিতি বলছে বাঙালীদের বিপ্লবী হয়ে ওঠা এখন বোধহয় অনেক দূরের পথ... তবুও অন্যায়, অত্যাচার, অনাচার, আগ্রাসনের বিরুদ্ধে দাড়ানোর জন্য সেটার প্রয়োজন খুব...
আমরা চিপার মধ্যে পড়ে গেছি... এর থেকে কবে যে আমরা বের হতে পারবো কে জানে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
টাফ রাইটিং। ক্লাসিক!
১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
অদৃশ্য বলেছেন:
আপনাকে বেশ কিছুদিন বাদে দেখে খুবই খুশি হলাম... লিখাটি ফিল করলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... আমি চেষ্টা করেছি আমারমতো করে... আর আপনাদের মন্তব্যে আপনাদের মতো করেই দেখছি...
সময়করে এলেন আন্তরিক পাঠ ও মন্তব্য করলেন... এর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
খেয়া ঘাট বলেছেন: কবিতার লাইনগুলো পড়তে বেশ ভালোই লেগেছে, তবে সবকিছু ঠিকমতো বুঝতে পারিনি।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
অদৃশ্য বলেছেন:
লিখাটিতে আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
অ্যাডাল্ট পেজে আসলে সবকিছুই উন্মুক্ত... এর থেকে বেশি আর বলা বা বুঝানো ঠিক হবেনা...
শুভকামনা...
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
শাহেদ খান বলেছেন: সুগভীর ! খুব অন্যরকম !
+++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭
অদৃশ্য বলেছেন:
এই লিখাটিতে আপনাকে পেয়ে প্রিত হলাম... এটা অনেক পাওয়া...আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন শাহেদ ভাই...
শুভকামনা...
২৯| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮
বৃষ্টিধারা বলেছেন: তারা আজও জানেনা
বহুগামী নারীর যোনিগর্ভে বীর্যপাতের পর
হৃদপিন্ডে কামড় বসায় ধারালো বিবেক
ভালো লাগলো খুব ।
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩
অদৃশ্য বলেছেন:
খেয়াল করেছেন নিশ্চয় যে এই লিখাটিতে আমার ব্লগিয় কোন নারী বন্ধুরা বা শুভাকাঙ্খিরা মন্তব্য করতে ইতস্তত বোধ করেছেন... আমি সেটা জানতাম যে খুব সাহসী আর মনখোলা না হলে এমন লিখাতে কারো মন্তব্য পাওয়া কঠিন...
এই লিখাটিতে আপনি একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করলেন... অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
বৃষ্টিধারার জন্য
শুভকামনা...
৩০| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩
মাঘের নীল আকাশ বলেছেন: শব্দের গাঁথুনী চমৎকার এবং ভাবও সুগভীর।
আপনার কবিতা প্রথম পড়লাম এবং ভাল লাগলো।
ভাল থাকবেন।
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩
অদৃশ্য বলেছেন:
আমার ঘরে স্বাগতম... এটা সবসময়ই আনন্দের যখন নতুন কেউ বেড়াতে আসে... খুবই খুশি হলাম... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যে অনেক আনন্দ পেয়েছি... ফিল করলেন বলে সেটা খুবই ভালোলাগার...
আপনার এই প্রথম পাঠই আমার জন্য অনুপ্রেরণা... সময় পেলে এসে এসে ঘুরে যেয়েন...
আপনিও ভালো থাকুন
শুভকামনা...
৩১| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬
বৃষ্টিধারা বলেছেন: হুম,আমি নিজে ও সেটা খেয়াল করেছি ।
তাই তো মন্তব্য করলাম ।
কবিতা কবিতা ই .....
অনেক ভালো লাগলো আপনার কবিতা ।
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩
অদৃশ্য বলেছেন:
সম্ভবত আমি সেটা বুঝতে পেরেছি... তাইতো ওভাবে কথা বললাম আপনার সাথে... তবে হ্যাঁ দু'একজন ছিলেন যারা আমাকে তাদের পোষ্টে করা মন্তব্যের জবাব দিতে গিয়ে আমাকে বলেছেন লিখাটিতে তাদের পাঠের কথা ও ভালোলাগার কথা...
আমি যা কিছু প্রকাশ করতে চাই তার জন্য আমার কবিতা প্রয়োজন... আমি চেষ্টা করি একটি কবিতা লিখার...
আপনার আন্তরিকতা আমাকে দারুনভাবেই মুগ্ধ করছে... এটা ফিলিং এর ব্যাপার...
শুভকামনা...
৩২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তারা আজও জানেনা
বহুগামী নারীর যোনিগর্ভে বীর্যপাতের পর
হৃদপিন্ডে কামড় বসায় ধারালো বিবেক .................................................
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২
অদৃশ্য বলেছেন:
লিখাটিতে আপনাকে পেয়ে অনেক অনেক খুশি হলাম... আপনার এই আগমন পাঠ ও মন্তব্য আমাকে আরও অনুপ্রাণিত করবে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১
জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনার প্রায় লেখায়ই দেখলাম বহু পাঠক ও প্রতিক্রিয়া ৷ এখানে থমকে গেলাম পাঠ অনেক কিন্তু প্রতিক্রিয়া কম ৷ সবাই মনে হয় উপরিকাঠামো নিয়েই চিন্তিত ৷ আঙ্গিক অনুভূতির প্রকাশে নিরেট সত্যটিতে শঙ্কিত ৷
কবিতাটিকে আয়না ধরলে ব্যক্তিত্বে আঘাত প্রচণ্ড হানে ৷ প্রতিফলন মুখ ফিরিয়ে নেওয়া ৷
ব্যক্তি থেকে সমাজ উঠে আসে নেশাগ্রস্ত মন্ত্রীসভা থেকে সুশীলসভা লাইনে ৷ শুধু প্রকাশেই নয় বিবেককে প্রচণ্ড আচঁড়ে মারে ভয়ঙ্কর শব্দচয়নে ৷ ভাল থাকবেন কবি ৷
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫
অদৃশ্য বলেছেন:
দেখুন লিখাটি লিখবার পর আমি ভাবছিলাম কে কিভাবে নেবে লিখাটি, পুরোটায় বয়ঃপ্রাপ্তদের ভাষায় হয়ে গ্যাছে লিখাটা... কিন্তু আমি চাইছিলাম লিখাটি পাঠকের দৃষ্টি কারুক... পাঠক পাঠ করুক সাথে উপলব্ধি... কিছুটা ভিন্ন আঙ্গিকে...
নামকরণটা একটা সতর্কতা ছিলো... এটাই বলা যে লিখাটি সবার জন্যই তবে যারা দেখতে পারেন না তাদের জন্য নয়... লিখাটি আসলে তেমনই যেমনটা আপনি বললেন... উলঙ্গ হয়ে আয়নার সামনে দাড়িয়ে নিজের শরীরে চাবুক মারা...
হয়তো মন্তব্য কম এসেছে তবে পজিটিভ মন্তব্য এসেছে আর পাঠকও লিখাটি পজিটিভলি নিয়েছে বা দারুনভাবেই ফিল করেছে বলেই আমর মনে হয়...
পরিশেষে আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য এই লিখাটির পেছনে আমার ভাবনা ও শ্রমকে আরও খানিকটা স্বার্থকতার দিকে এগিয়ে নিলো...
আপনিও ভালো থাকবেন আর সময় পেলে এদিকে ঘুরে যাবেন, ভালো লাগবে আমার...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি ত খুবই পুরানো ব্লগার, এত Adult আলোচনা কি উচিৎ।