নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

শব্দের মাঝে শূন্যতা অথবা কবিতা

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪

শব্দের মাঝে শূন্যতা অথবা কবিতা

_____________________













___









বানের জলেরা ফিরে গেলে

আধভেজা মাঠ



বিস্তির্ন প্রান্তর

অঙ্কুরিত সবুজের অপরুপ মলাট











___









গুটিসুটি মেরে কান্না করে ভাতের থালায় সেদ্ধ চাউল

আমি তাদের দগ্ধ দেহে লবন ছিটাই



বুঝে গেছি

পেটের ও দেহের ক্ষুধা তীব্র হলে মানুষ শ্লীলতা ভুলে যায়।।











___









তারা এসে দেখেছিলো বিকেলের রোদ, ফিরতি পথে ফেলে গেলো

চন্দ্রপারদ, তারা এসে শুয়েছিলো রাতের পাথারে

রত্নসব রেখেছিলো বিমুঢ় আঁধারে



তারা নিঃস্ব হয়েছিলো

বহুদিন খুঁজেছিলো বিস্মৃত আঁধার ।।











_______________

______ বাকী অরিন্দম

মন্তব্য ৫৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৪

লাবনী আক্তার বলেছেন: গুটিসুটি মেরে কান্না করে ভাতের থালায় সেদ্ধ চাউল
আমি তাদের দগ্ধ দেহে লবন ছিটাই

বুঝে গেছি
পেটের ও দেহের ক্ষুধা তীব্র হলে মানুষ শ্লীলতা ভুলে যায়।।




সুন্দর লিখেছেন ভাইয়া। ভালোলাগা রইল অনেক।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সময়করে লিখাটি পাঠের জন্য... খুব খুশি হলাম...



লাবনীর জন্য
শুভকামনা...

২| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০০

অপর্ণা মম্ময় বলেছেন: অনেকদিন পর আসলাম এমন মনে হচ্ছে। ১ নাম্বার টা খুব ভালো লাগলো

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩২

অদৃশ্য বলেছেন:
আপনার ঠিকই মনে হচ্ছে... এই দিকে যে অদৃশ্যে একজন আছে সেটা আপনি একদমই ভুলে গেছিলেন... আর আমিও ভাবছিলাম যে দেখি দিদির কবে অদৃশ্যের কথা মনে পড়ে... হয়তো আর কখনোই মনে পড়বেনা...

কিন্তু আপনি আমার সেই নেগেটিভ ভাবনাকে ফুক দিয়ে উড়িয়ে দিয়ে ঠিকই আমার খোঁজ করলেন... অথচ আমি তার আগে যেতে পারলাম না... এইসব খুব ভালোলাগার ব্যপার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

অপর্ণাদির জন্য
শুভকামনা...

৩| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


পেটের ও দেহের ক্ষুধা তীব্র হলে মানুষ শ্লীলতা ভুলে যায়।।
বাণী চিরন্তনী।



শব্দের মাঝে শূন্যতা অথবা কবিতা- শিরোনামটাও অদ্ভুত সুন্দর।


কবিতাগুলো অসাধারণ।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৮

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম কবি আপনাকে লিখাগুলোতে পেলাম বলে... আপনার কথা সবসময়ই প্রেরণাদায়ক... আন্তরিক ধন্যবাদ জানবেন...



খলিল ভাইয়ের জন্য
শুভকামনা...

৪| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

আমিনুর রহমান বলেছেন:




পেটের ও দেহের ক্ষুধা তীব্র হলে মানুষ শ্লীলতা ভুলে যায়।।


অসাধারণ +++

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২২

অদৃশ্য বলেছেন:
আরে আমিনুর ভাই যে! এর মাঝে আমি আপনার ঘরে বেশ ক'বার গেছি... লিখাগুলোতো ড্রাফটে নিয়েছিলেন আবার দেখলাম সেগুলো জায়গামতো... এটাই ভালো কথা

লিখাগুলোতে আপনাকে পেয়ে অনেক খুশি হলাম... এটা আমাকে খুবই অনুপ্রাণিত করে... আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

৫| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

শেখ মারুফ বলেছেন: সুন্দর লিখেছেন .

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫

অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... লিখাটি আন্তরিক পাঠ করলেন বলে খুব ভালো লাগলো... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

৬| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৮

উদাস কিশোর বলেছেন: খুব ভাল লাগলো

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

অদৃশ্য বলেছেন:
অনেক খুশি হলাম আপনাকে দেখে... সময়করে লিখাটি পাঠের জন্য অনেক ধন্যবাদ...




শুভকামনা...

৭| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭

বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো লাগলো ।

ভালো থাকবেন । ফারহা কে আদর অনেক । :)

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

অদৃশ্য বলেছেন:
আপনার ভালোলাগায় খুশি হলাম... অনেক ধন্যবাদ জানবেন... ভালো থাকার চেষ্টারত... পৌছে দিয়েছি...




শুভকামনা...

৮| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: পুরাই অন্যরকম হইছে!

ভালা পাইছি

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

অদৃশ্য বলেছেন:
আপনার ভালো লাগলে আমারো ভালো লাগে মাসুম ভাই... নিয়মিত পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

৯| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:০১

বৃতি বলেছেন: আপনার কবিতা মানে অন্যরকম অভিজ্ঞতা। চমৎকার লিখেন আপনি!

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

অদৃশ্য বলেছেন:
আপনাকে লিখাতে পেলে ভালো লাগে... খুব খুশি হয়েছি... আর আপনার ভালোলাগা আমাকে প্রেরণা যোগায়... আন্তরিক ধন্যবাদ জানবেন...

১০| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৬

মারুফ হোসেন বলেছেন: সুন্দর লিখেছেন, শুভেচ্ছা।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৭

অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... আপনার সময় ও পাঠ আমার জন্য অনেক আনন্দের... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

১১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৪

সকাল রয় বলেছেন:

অল্প কথায় গল্প

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১১

অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সকাল দা... আপনাকে পেলে অনেক খুশি হই... এটা খুব ভালোলাগার...




শুভকামনা...

১২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য !

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২১

অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ অভি... এই উপস্থিতি সবসময়েই আনন্দের... খুব খুশি হই...




শুভকামনা...

১৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:২০

টুম্পা মনি বলেছেন: তারা এসে দেখেছিলো বিকেলের রোদ, ফিরতি পথে ফেলে গেলো
চন্দ্রপারদ, তারা এসে শুয়েছিলো রাতের পাথারে
রত্নসব রেখেছিলো বিমুঢ় আঁধারে

অসাধারণ লিখেছেন!

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম টুম্পা আপনাকে লিখাগুলোতে পেয়ে... এটা সবসময়ই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

১৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:




গুটিসুটি মেরে কান্না করে ভাতের থালায় সেদ্ধ চাউল
আমি তাদের দগ্ধ দেহে লবন ছিটাই

বুঝে গেছি
পেটের ও দেহের ক্ষুধা তীব্র হলে মানুষ শ্লীলতা ভুলে যায়।।



দারুণ।

++++

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাইকে নিয়ে পোষ্টটা দেখেছি... আপনার এই কাজগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং... পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

১৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট্ট এবং যথাযথ পর্যবেক্ষণ। ভাল লাগল।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

অদৃশ্য বলেছেন:
প্রোফেসর, আপনাকে পেলে খুব খুশি হই... এইসব ভালোলাগা বুঝানো যাবেনা... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

১৬| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ৩:০২

গোর্কি বলেছেন:
বস্তুজগত থেকে ভাবজগতে শুন্যে ভাসমান শব্দমালায় কবিতাখানি মুগ্ধপাঠ। শুভকামনা সুপ্রিয়।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬

অদৃশ্য বলেছেন:
শ্রদ্ধেয় আপনার নতুন পোষ্টের অপেক্ষাতে আছি কিন্তু... নতুন বা চমৎকার কিছু নিয়ে আসুন আমাদের জন্য... আপনার পাঠ আমাকে প্রেরণা যোগায়...




শুভকামনা...

১৭| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫২

মাহমুদ০০৭ বলেছেন: শব্দের মাঝে শূন্যতা অথবা কবিতা অথবা শূন্যতার স্থায়ী গল্প ।

১ নং টা বেশি ভাল লাগল ।

কেমন আছেন ভাই ?

ভাল থাকবেন ।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০২

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম মাহমুদ ভাই লিখাতে আপনাকে পেয়ে... এটা সবসময়ই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

১৮| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৩

অদৃশ্য বলেছেন:





আন্তরিক দুঃখ প্রকাশ করছি এজন্য যে আপনাদের মন্তব্যগুলোর জবাব দিতে আমার কিছুটা দেরি হয়ে যাবে...

সবাইকে শুভেচ্ছা
শুভকামনা...

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

অদৃশ্য বলেছেন:
আন্তরিক দুঃখ প্রকাশ করছি এজন্য যে আপনাদের মন্তব্যগুলোর জবাব দিতে আমার কিছুটা দেরি হয়ে যাবে...



অনেকটা দেরি হয়ে গেলো বলে একটু বেশি দুঃখিত...



১৯| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

এহসান সাবির বলেছেন: শব্দের মাঝে শূন্যতা অথবা কবিতা
অথবা আমি...............!!

কবিতায় ভালোলাগা।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি সবসময়ই আনন্দের... খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

২০| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৩

আহসান জামান বলেছেন:
অসাধারণ চিত্রকল্প ও দৃশ্যধারণ।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি আমাকে প্রাণিত করে আহসান ভাই... আপনার চোখ ও ভাবনা অসাধারণ... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

২১| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৫

মামুন রশিদ বলেছেন: বুঝে গেছি
পেটের ও দেহের ক্ষুধা তীব্র হলে মানুষ শ্লীলতা ভুলে যায়।।


অস্বীকার করার উপায় নাই ।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

অদৃশ্য বলেছেন:
আপনার সময় ও পাঠ আমার জন্য আনন্দদায়ক মামুন ভাই... খুব খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

২২| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আহা! কী সত্য কথা!

কবিকে অনেক শুভেচ্ছা :)

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম মইনুল ভাই... আপনার উপস্থিতি অনেক আনন্দের... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

২৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

শ্রাবণ জল বলেছেন: তারা নিঃস্ব হয়েছিলো
বহুদিন খুঁজেছিলো বিস্মৃত আঁধার

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮

অদৃশ্য বলেছেন:
যাক আপনাকে দেখা গেলো... এই মাঝে মাঝে দেখতে পাওয়াটা আসলে অনেক... আপনি এলে ভালো লাগে... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

২৪| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৩:২৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাকী অরিন্দম.........................................চমৎকার........আবারো পড়লাম......সুন্দর......

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২০

অদৃশ্য বলেছেন:
আপনার পাঠ ও মন্তব্যে অনেক খুশি হলাম... এটা খুবই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন... আবারো পাঠের জন্য কৃতজ্ঞতা জানবেন...



শুভকামনা...

২৫| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিস্মৃত আধারে বসা পাঠকেরা আরো কবিতা চায়।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩

অদৃশ্য বলেছেন:
অনেক খুশি হই আপনাকে দেখলে... বরাবরের মতোই খুশি হলাম লিখাটি পাঠের জন্য... আসবে ... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

২৬| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

অদৃশ্য বলেছেন:
আপনার ভালোলাগাটা আমার কাছে বিশেষ কিছু হাসান ভাই... এইসব ভালোলাগা আমাকে অনুপ্রাণিত করে... খুশি হই সবসময়... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

২৭| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারণ হইছে। ++++++

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম কান্ডারী ভাই লিখাগুলোতে আপনাকে পেয়ে... আপনার আগমন ও পাঠ ও মন্তব্য সবসময়ই আমাকে প্রেরণা যোগায়... আন্তরিক ধন্যবাদ জানবেন...




শুভকামনা...

২৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৯

রাসেলহাসান বলেছেন: তারা এসে দেখেছিলো বিকেলের রোদ, ফিরতি পথে ফেলে গেলো
চন্দ্রপারদ, তারা এসে শুয়েছিলো রাতের পাথারে
রত্নসব রেখেছিলো বিমুঢ় আঁধারে ।।

অসধারন!

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতিতে খুশি হয়েছি... সময়করে লিখাগুলো পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... যা কিছু অসাধারণ তা আপনার হোক...




শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.