![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
শব্দের মাঝে শূন্যতা অথবা কবিতা
০
__
নদীতে জল নেই, স্রোত নেই, পঁচেগলে ভেসে ওঠে লাশ
পূতিগন্ধময় মৃত্যপুরী যেন আমাদের আবাস
ক্ষীণ জলেই ভেসে যাচ্ছে জীবনের ঘ্রাণ
ক্ষীণ জলেই ভেসে যাচ্ছে বিবেক
মনুষ্যত্ব
প্রিয় স্বদেশ
তুমি হ'য়োনাকো পিশাচের সাম্রাজ্য।।
১
__
সে রেগে গেলে মরুতে আগুন ঝরে
নির্জলা প্রান্তরে
পিপাসীরা ডুকরে মরে
ক'ফোটা জল দিও মেঘ
জীবন ও মরুর 'পরে।।
______________
_____ বাকী অরিন্দম
০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪৮
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে... খুবই খুশি হলাম সময়করে নিয়মিত লিখাগুলো পড়ছেন বলে... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
অল্প কথায় কি সুন্দর অভিব্যক্তি। ++++
০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫৭
অদৃশ্য বলেছেন:
এটা সবসময়ই আনন্দের যখন অন্তত প্রিয়জনেরা সময়করে এসে লিখাগুলো পাঠ করে যান... এসবই আমাকে অনুপ্রাণিত করে ... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৩| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে চমৎকার লেখা।
০৫ ই মে, ২০১৪ সকাল ১০:২৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই... কিছু একটা লিখবার তাগিদ ছিলো তাই এভাবেই লিখে ফেললাম... যে যেভাবে নেয় আরকি... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
শুভকামনা...
৪| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৫৩
শাহজাহান মুনির বলেছেন: ক'ফোটা জল দিও মেঘ
জীবন ও মরুর 'পরে।।
ভালো লাগলো ।
০৫ ই মে, ২০১৪ সকাল ১০:২৯
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পড়ে গেলেন বলে... খুব খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৪৭
মামুন রশিদ বলেছেন: প্রিয় স্বদেশ
তুমি হ'য়োনাকো পিশাচের সাম্রাজ্য।।
কায়মনোবাক্যে এটাই কামনা করি ।
১ ক্লাসিক
০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৩
অদৃশ্য বলেছেন:
আপনার মতো আমাদের সবারই এমনটা কামনা করা উচিৎ... ব্যাপারগুলো আসলেই ভয়াবহ... আপনার নিয়মিত পাঠ আমাকে অনেক অনুপ্রাণিত করে মামুন ভাই... প্রথমটা খোলামেলা ছিলো... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//জলে ভেসে যাচ্ছে জীবনের ঘ্রাণ
জলে ভেসে যাচ্ছে বিবেক
মনুষ্যত্ব//
০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৮
অদৃশ্য বলেছেন:
আপনার মন্তব্য থেকে লিখাগুলো আবারো পাঠ করলাম আড় অনুভব করবার চেষ্টা করলাম জীবন বিবেক আর মনুষ্যত্বের বিষয়টাকে... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
শুভকামনা...
৭| ০৫ ই মে, ২০১৪ রাত ২:০৮
টুম্পা মনি বলেছেন: নদীতে জল নেই, স্রোত নেই, পঁচেগলে ভেসে ওঠে লাশ
এখানেই দুঃখ ! কি হচ্ছে প্রিয় স্বদেশে!
সমসাময়িক বিষয় নিয়ে অসাধারণ কবিতা।
০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৬
অদৃশ্য বলেছেন:
টুম্পামনিকে দেখে খুশি হয়েছি... আমাদের মেরুদন্ডহীন হতে আর খুব একটা দেরি নেই সম্ভবত... সময়করে লিখাগুলো পড়ে যান বলে ভালোলাগার শেষ থাকেনা... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৮| ০৫ ই মে, ২০১৪ রাত ২:৪২
বাংলার নেতা বলেছেন:
সুখবর! সুখবর!! সুখবর!!!
বাংলাদেশের নদীগুলোতে মাছের বদলে লাশ পাওয়া যাচ্ছে!
০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:০৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখাটি পাঠ করবার জন্য... খুশি হলাম আপনার মন্তব্যে... তবে কথা হলো খুশি হওয়াটা কি ঠিক হলো?
শুভকামনা...
৯| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৬
জুন বলেছেন: জলে ভেসে যাচ্ছে জীবনের ঘ্রাণ
জলে ভেসে যাচ্ছে বিবেক
মনুষ্যত্ব।
সত্যি অদৃশ্য
০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:০৯
অদৃশ্য বলেছেন:
খুশি হলাম আপনাকে দেখে... সময়করে লিখাটি পড়লেন মন্তব্য করলেন বলে খুবই ভালো লাগলো... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১০| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রিয় স্বদেশ এখন মৃত্যু উপত্যকা।
সমসাময়িক প্রসঙ্গে কবিতা ভালো লাগলো।
০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১৬
অদৃশ্য বলেছেন:
এইসব ভালোলাগা শব্দগুলোই আমাকে আনন্দ দেয়... সময়করে লিখাটি পড়ে গেলেন বলে খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন... সমসাময়িক বিষয়গুলোকে পাশ কাটিয়ে সবসময় যাওয়া যায় না, তাই এই লিখা...
শুভকামনা...
১১| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:২৬
আমি স্বর্নলতা বলেছেন: প্রথমটা একদম বর্তমান প্রেক্ষাপট নিয়ে লেখা।
ভীষণ ভালো লাগল দুটি কবিতাই।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:১২
অদৃশ্য বলেছেন:
বাহ্, খুব তাড়াতাড়ি আপনি মন্তব্য করতে পারছেন দেখে খুব ভালো লাগলো... স্বাগতম... খুব খুশি হয়েছি লিখাটিতে আপনাকে পেয়ে... আপনার ভালো লাগা আমাকে আনন্দ দিয়েছে... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১২| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৫
অন্ধবিন্দু বলেছেন:
প্রিয় স্বদেশ
তুমি হ'য়োনাকো পিশাচের সাম্রাজ্য।।
অদৃশ্য
স্বদেশ নিজেও যাচ্ছে ভেসে ক্ষীণ জলে। কারণ জীবনের ঘ্রাণ,বিবেক,মনুষ্যত্বের পিপাসীয় ডুকরে মরছে আমাদের প্রিয় স্বদেশ। ‘ক'ফোটা জল দিও মেঘ’ কিন্তু ওতেও যে পিশাচের চোখ। শব্দ শূন্য থাক প্রায়ই, মুণ্ডিত মাথায় রক্তাক্ত প্রতিটি শব্দ...
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩২
অদৃশ্য বলেছেন:
আপনি চমৎকার কথা বলেন... এই ব্লগের সবচে বড় পাওয়াগুলোর একটি হলো অন্যের কথা... এখানে অন্যের কাছ থেকে প্রতিনিয়ত চমৎকার সুন্দর, অসাধারণ সব কথা শোনা যায়... যা কিনা কথা শিখতে খুব সাহায্য করে...
এমন একটি লিখা লিখবার জন্য ভেতর থেকে চাপ পাচ্ছিলাম... বুকে চাপ নিয়ে বেশিক্ষণ থাকা যায়না... তাই এই প্রকাশ... হয়তো বন্ধুদের অনেকেই নিরাশ হবেন, তবুও এটা না লিখেতো আর উপায় ছিলোনা...
শব্দ শূন্যই থাকুক তাহলে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১৩| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:১২
আমি স্বর্নলতা বলেছেন: একদিন ছয় ঘন্টা পর আমাকে জেনারেল করা হয়েছে।
তাই মন্তব্য দেয়ার সৌভাগ্য হয়েছে আমার।
০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫৮
অদৃশ্য বলেছেন:
কপাল আপনার! ... ইদানিং এই জেনারেল হতে একএকজনের ৩/৪ মাস জেল খাটতে হয়... অন্তর্জালিক জেল আরকি... অভিনন্দন, নিশ্চয় অনেক পূণ্নি করে ফেলেছেন তাই আপনার জেলবাস মউকুফ... হাহ হাহ হাহ... আমি কিন্তু মাঝে মাঝেই মজা করি, মাইন্ডটাইন্ড করে ফেলেন না কিন্তু...
এখন প্রাণ খুলে লিখুন... নিজের জন্য... আমাদের জন্যও...
শুভকামনা...
১৪| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৭
গোর্কি বলেছেন:
স্বদেশ হিতসাধন - এই চেতনা বোধহয় আমাদের এখনও অভাব। তবে নৈরাশ্যের কোনো কারণ দেখি না। এখনও আশাবাদী। শব্দের মাঝে শূন্যতা এর সার্থক প্রয়োগ। বরাবরের মতই পাঠে মুগ্ধতা। শুভকামনা সুপ্রিয়।
০৭ ই মে, ২০১৪ সকাল ৮:৫৬
অদৃশ্য বলেছেন:
শ্রদ্ধেয়
খুবই খুশি হলাম আপনাকে পেয়ে... আপনাকে ব্লগেও তেমন একটা দেখা যায় না আর নতুন কোন লিখাও দিচ্ছেননা বেশ কিছুদিন, ভাবছিলাম আপনিও হারিয়ে যাচ্ছেননাতো...
আমাদের অনেক অভাব আছে, আর আপনি সেটা আমার থেকেও অনেক বেশি জানেন... আশার কথা ভাবি বলেইতো এমন লিখা, নিরাশ হতে চাই না... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
শুভকামনা...
১৫| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯
আমি স্বর্নলতা বলেছেন:
জেল বাস??
আমি একদম ভাবিনি একদিন পর জেনারেল হব। যাক, মডুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাকে সুযোগ দেয়ায় জন্য।
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০৩
অদৃশ্য বলেছেন:
হ্যাঁ, মডুদের প্রতি কৃতজ্ঞ থাবেন ঠিকঠাক... মডুদের কুনজরে পড়লে কিন্তু শেষ... হাহ হাহ হাহ
তবে কথা হলো যা কিছু সত্য যা কিছু সঠিক তার প্রকাশ করতে কখনো কুন্ঠা বোধ করবেন না... তাতে কে আপনাকে ভালো চোখে দেখলো আর কে আপনাকে খারাপ চোখে দেখলো তাতে কিছু আসে যায় না...
বিবেক জাগ্রত থাকা চাই... লিখালিখি চলুক...
শুভকামনা...
১৬| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা ।
০৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৪
অদৃশ্য বলেছেন:
লিখাটিতে সেলিম ভাইকে পেয়ে খুবই খুশি হলাম... এসবই ভালোলাগার ব্যাপার... আপনার আগমন সবসময়ই আনন্দদায়ক আমার কাছে... আর আন্তরিক পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত হই সবসময়ই... আন্তরিক ধন্যবাদ জানবেন...
সেম মন্তব্য ২টা চলে এসছিলো, একটা ডিলিট করে দিলাম...
শুভকামনা...
১৭| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় অদৃশ্য,
সময়োপযোগী লেখা। হতাশার প্রতিধ্বনি। আমরা কি এই অবস্থা থেকে মুক্তি পাব না?
১১ ই মে, ২০১৪ সকাল ৯:২০
অদৃশ্য বলেছেন:
প্রোফেসরকে দেখে খুবই খুশি হলাম... এতো কম লিখা দেন কেন বলেনতো? আপনার গল্পগুলো কিন্তু আমার দারুন লাগে... মাঝে মাঝেই গিয়ে ঘুরে আসি... তাড়াতাড়ি লিখা দিন...
''মুক্তি''টা অভিধানেই বেশি মানানসই... বাস্তবে মুক্তি শব্দটা ফিল করতে চাইলেই অনেক অনেক কাঁটা উড়ে এসে স্বাসদ্বারে বিঁধে যায়... সম্ভবত আমি জানিনা আপনার প্রশ্নের উত্তর... তবে এদেশের একজনশিসেবে সে আশা আমাকে করতেই হবে... পরবর্তিদের জন্য... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৮| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:৪৯
একজন ঘূণপোকা বলেছেন: নির্জলা প্রান্তরে
পিপাসীরা ডুকরে মরে
ক'ফোটা জল দিও মেঘ
জীবন ও মরুর 'পরে।।
পুরা কবিটাই সুন্দর, বাট এই লাইনগুলা বেশি সুন্দর
১১ ই মে, ২০১৪ সকাল ৯:২৯
অদৃশ্য বলেছেন:
আপনার ভালো লাগায় আমি খুশি হয়েছি... কাউকে কিছু ভালোলাগাতে পারাটা আসলে অনেক আনন্দের... আপনার আগমন পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৯| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪২
আরজু পনি বলেছেন:
প্রথম লেখাটা যেন বর্তমান সময়েরই কভার ফটো ।
আর বৃষ্টি, তার দেখা তো পেলাম ...
এতো অল্প করে কী করে এতো দারুণ প্রকাশ করেন ভেবে পাই না ।
শুভেচ্ছা রইল, প্রিয় অদৃশ্য ।
আপনার ব্লগে এলেই মনে হয় সুহৃদের ব্লগ থেকে ঢুঁ দিয়ে আসি ।।
১১ ই মে, ২০১৪ দুপুর ১২:১৩
অদৃশ্য বলেছেন:
হ্যাঁ, বর্তমান ঘনার প্রভাব আছে লিখাটিতে থে শুধু যে বর্তমানকেই দেখবেন এমন নয়... অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে... হয়তো ভবিষ্যতেও ঘটবে...
বৃষ্টি আমাদের শান্তির পরশ দিয়ে যাচ্ছে ঠিকই তবে জীবন ও মরুর জন্য জলের প্রয়োজনটা বোধহয় আরও বেশি...
আপনি ভালোলাগা চোখে দ্যাখেন বলেই আপনার ভালো লাগে... অনেকের কাছেই এমন লিখা পঁচা, উচ্ছিষ্টের মতোন... আপনি এলে ভালোলাগে, সুহৃদের কথা বেশি মনে পড়ে...
আমার ধারনা সুহৃদ মুখোশ পাল্টিয়েছে... তিনি যে মুখোশেই থাকুন, ভালো থাকুন...
শুভকামনা...
২০| ১১ ই মে, ২০১৪ সকাল ৮:৪০
এহসান সাবির বলেছেন: সমসাময়িক কবিতা । কবিতা দিয়ে অনেক কথাই একটু অন্য ভবে বলা যায়।
ভালোলাগা।
১১ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭
অদৃশ্য বলেছেন:
হ্যাঁ, ঠিক বলেছেন... আপনি চাইলে বা চেষ্টা করলে অনেক কাথই একটু অন্যভাবে বলা যায়... যেহেতু অতীতকে আমরা খুব ছাড়াছাড়ি ভুলে যাই তাই বর্তমানটা বেশি নজরে পরে যায়... আপনাকে এভাবে নিয়মিত লিখাগুলোতে পাই বলে খুবই খুশি হই... এসব ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২১| ১২ ই মে, ২০১৪ রাত ১২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
প্রিয় স্বদেশ
তুমি হ'য়োনাকো পিশাচের সাম্রাজ্য।।
এই লাইন দুটো ভীষন শক্তিশালী একটি কবিতা। আমার ভালো লেগেছে। কঠিন বিষয় সহজ করে বলাটা সহজ না।
১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৭
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুবই খুশি হলাম কাল্পনিক ভাই... লিখাটিতে সময় দিলেন এবং এর ভেতরে ঢুকে স্বাদ নিলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... ঠিক বলেছেন, কঠিন বিষয় সহজ করে বলাটাই আসলে কঠিন কাজ... আপনার ভালোলাগা সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২২| ১২ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নদীতে জল নেই, স্রোত নেই, পঁচেগলে ভেসে ওঠে লাশ
কথাগুলো যেন বর্তমানের অামাদের স্বদেশের আয়না। অনেক ভাল লাগা রইল।
১২ ই মে, ২০১৪ বিকাল ৪:২৪
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আপনাকে... এভাবে এলে কার না ভালোলাগে বলুন... খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য...
শুভকামনা...
২৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:১৬
মাহমুদ০০৭ বলেছেন: কবিতা ভাল লেগেছে - কিন্তু এই কবিতার কথা বলতে আসিনি ।
একটু আগে আপনার মা, চোখের পাতায় যেন ফুটে আছে ওজনের ফুল
-- বাকী অরিন্দম (ব্লগার 'অদৃশ্য') পড়লাম শাহেদ ভাইয়ের সঙ্কলনে ।
নিজেকে ধরে রাখতে পারলাম চোখে , পানি এসে গেছে ভাই , পানি এসে গেছে । পিসি থেকে উঠে যাচ্ছি , আর কিছু পড়া হবে না , এখন ।
১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৩২
অদৃশ্য বলেছেন:
প্রিয় মাহমুদ ভাই, আপনার এই অনুভূতির প্রকাশের বিপরীতে কি বলা ঠিক হবে আমি ঠিক বুঝে উঠতে পারছিনা...
তবে এটুকু বলতে পারি যে ওই কবিতাটির অক্ষর/শব্দগুলোর সাথে আমার অনুভব যা কিনা হৃদরক্ত মিশ্রিত তা মিলেমিশে একাকার হয়ে আছে... সম্ভবত আমার পরে আপনিই লিখাটি চমরভাবে ফিল করতে পেরেছেন অথবা হয়তো আমার থেকেও বেশি ছিলো আপনার ফিলিংস্...
শুভকামনা...
২৪| ১২ ই মে, ২০১৪ রাত ৮:৪৩
আহসান জামান বলেছেন:
চমৎকার প্রকাশ নিপুন কল্পচিত্রে; জয় হোক বোধ ও বিবেকের। ভালো থাকবেন।
১৪ ই মে, ২০১৪ সকাল ৯:২২
অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আহসান ভাই...'' জয় হোক বোধ ও বিবেকের '' ... তাই হোক তাই হোক... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৫| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২
ছায়াপাখির অরণ্য বলেছেন: ভালো লাগলো আপনার লেখা!
শুভেচ্ছা জানবেন।
১৫ ই মে, ২০১৪ সকাল ৮:৪৮
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখাটি পাঠ করবার জন্য... খুশি হলাম খুব... আপনার ঘর গিয়ে দেখে এলাম... অনেকদিনইতো ব্লগে আছেন... তবে লিখা কিছু পেলাম না, সম্ভবত সব ড্রাফট্ করে রেখেছেন... তাই বুঝে উঠতে পারলাম না যে আপনার লিখাগুলো কি ধরণের... আশাকরি সামনে বুঝতে দেবেন সেটা...
শুভকামনা...
২৬| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ভালো লেগেছে ভাইয়া
আর এই লাইনটা সবচেয়ে সুন্দর
ক'ফোটা জল দিও মেঘ
জীবন ও মরুর 'পরে।।
কোন কবিতায় এই মেঘ নামটা দেখলেই আমার কাছে তা আরেকটু স্পেশাল হয়ে যায়
১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৫
অদৃশ্য বলেছেন:
অনেকদিবাদে আপনাকে দেখতে পেলাম... খুব ভালো লাগলো... দু'টা লাইন ভালোলাগায় প্রিত হলাম... আপনার উপস্থিতি ও পাঠ সবসময়ই আনন্দদায়ক... আন্তরিক ধন্যবাদ জানবেন...
ভালোলাগায় মেঘ, তাইতো...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:২৫
আজীব ০০৭ বলেছেন: ক'ফোটা জল দিও মেঘ
জীবন ও মরুর 'পরে।।
ভালো লাগলো কবিতা................
+++