![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
অত্যন্ত দুঃখিত হাসান ভাই, মামুন ভাই, অভি, আহমেদ আলাউদ্দিন, সুমন দা, দূর্জয় ভাই, নাজমুল ভাই, ঘূনপোকা, এহসান ভাই... আর যারা লিখাটি পড়ে গেছিলেন তাদের কাছেও দুঃখ প্রকাশ করছি... আমার শেষ পোষ্টটিতে কিছুটা এডিটের কাজ করার পর পোষ্টটি সাবমিট করতে গেলে সমস্যা তৈরি হয় এবং ডাবল ওপেন হয়ে যায়... একটি কাটতে গিয়ে দুটিই নাই হয়ে গেলো... এটা খুবই হতাশার ব্যাপার, কেননা সেখানে ৯ টি মূল্যবান মন্তব্য ছিলো... আর অনেকেই লিখাটি পড়েছিলেন...
আপনাদের আন্তরিক পাঠ সবসময়ই আমাকে অনুপ্রাণিত করেছে... এই ব্লগে এলেই আমি অনেকটা শান্তি বোধ করতাম... আপনারা সবাই দারুনভাবেই আমার পাশে ছিলেন... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
@ আলজাহাঙ্গীর... আপনি চাইলে প্রিয়কবির সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন... Delowar Hossain Monju এই নামেই তাকে পেয়ে যাবেন...
সবাই ভালো থাকুন
শুভকামনা...
২| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০
অদৃশ্য বলেছেন:
এই লিখাটি প্রথম পাতাতে চলে গ্যাছে... আমি কিন্তু এটা ব্লগের ভেতরেই রাখতে চেয়েছিলাম... আজ সকাল থেকেই কিছুটা সমস্যা হচ্ছে আমার পিসিতে...
আপনি মন্তব্য করবার আগেই লিখাটি গায়েব হয়ে গ্যাছে ভাইজান... ভালো থাকবেন...
শুভকামনা...
৩| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৪
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: মরিছে তাপে মরিছে লাজে
চরণে তব বিনতা
ক্ষমো হে মম দীনতা...
আসিবো ফিরিয়া আপনার লয়ে
অদৃশ্য বিনতায় মুগ্ধ হয়ে...
৪| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৫১
অদৃশ্য বলেছেন: জীবনের জন্য অনেক কিছুরই প্রয়োজন... আমি চেষ্টা করি... কি বাস্তব কি ভার্চুয়্যাল... আমার কাছে চেষ্টাটাই মুখ্য পারা না পারা পরের কথা... এখানে এই দীর্ঘ সময়ে আপনাদএর মতো নতুনদের দেখেছি আর বিষ্মিত হয়েছি...
হয়তো দেখা হবে... হয়তো বা ...
শুভকামনা...
৫| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমাদের মন্তব্য ইম্পোর্টেন্ট না। আপনার কবিতাটা না হারালেই হয়।
শুভকামনা রইল, প্রিয় কবি।
৬| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:১০
অদৃশ্য বলেছেন: ধন্যবাদ হে শুভাকাঙ্খী... লিখাটি সেভ করা ছিলো... একটি লিখা হারিয়ে যাওয়া অনেক কষ্টের, আপনি অনুভব করতে পারেন...
প্রিয় আহমেদের জন্য
শুভকামনা...
৭| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা হারাননি জেনে ভালো লাগলো।
শুভকামনা।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৪২
অদৃশ্য বলেছেন:
খুশি হলাম...
ভালো থাকুন
শুভকামনা...
৮| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
মামুন রশিদ বলেছেন: এটা নিয়ে গ্লানিবোধ করার কোন কারন নেই । ভালো থাকবেন প্রিয় অদৃশ্য । আপনার হৃদয় দিয়ে লিখা কবিতা সব সময় পড়তে চাই ।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩
অদৃশ্য বলেছেন: মামুন ভাইয়ের লিখালিখি কেমন চলছে... যাওয়া হয়নি অনেকদিন...
শুভকামনা...
৯| ১৮ ই মে, ২০১৪ রাত ৮:৩০
একজন ঘূণপোকা বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা হারাননি জেনে ভালো লাগলো।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪
অদৃশ্য বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা...
শুভকামনা...
১০| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা তো আছে ! আপনার লিখা বারবার পড়া আর বারবার মন্তব্য করা আনন্দদায়ক আমার জন্য ।
মামুন ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলবো - এটা নিয়ে গ্লানিবোধ করার কিছু নেই !
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৫
অদৃশ্য বলেছেন: ধন্যবাদ অভি...
শুভকামনা...
১১| ১৯ শে মে, ২০১৪ সকাল ৮:৪০
অদৃশ্য বলেছেন:
ধন্যবাদ অভি, ধন্যবাদ মামুন ভাই...
ভেবেছিলাম লিখাটির মন্তব্যগুলো বোধহয় হারিয়েই গেলো... আশার কথা সেগুলো জায়গামতোই আছে... আমার লাপটার সমস্যার জন্যই এতোসব উল্টাপাল্টা...
আবারো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এই লিখাটি যারা তাদের বহুমূল্যবান সময় ব্যয় করে পাঠ ও মন্তব্য করে গেলেন...
কিছুদিনের জন্য ব্লগের বাইরে থাকতে চাই... কিছুটা মানসিক চাপ তৈরি হচ্ছে, এজন্যই... যা কিনা কোনভাবেই হতে দেওয়া যাবেনা... তাই অনেক প্রিয়জনদের ছেড়ে কিছুটা সময় নিজের মতো বা অন্যের মতো থাকবার ইচ্ছা নিয়েই বিদায় নিলাম...
@ কান্ডারী ভাই, মাঝে ঘুরে যাব আপনার আপনার কাছ থেকে পাওনা পোষ্টটা ছাড়লেন কিনা তা দেখবার জন্য... @ স্বপ্নাতুর আহসান, আমার ব্লগে স্বাগতম ভাই... তবে দুঃখের বিষয় হলো আপাতত আপনার লিখাগুলো হয়তো পড়া হবেনা... পরে কখনো সময়করে পড়া যাবে...
প্রিয়জনেরা সাবই ভালো থাকুন... সুস্থ থাকুন... শান্তিতে থাকুন, এমনই প্রত্যাশা সবসময়ের...
শুভকামনা...
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬
অদৃশ্য বলেছেন: ধন্যবাদ অদৃশ্য...
আপনার জন্যও শুভকামনা...
১২| ১৯ শে মে, ২০১৪ সকাল ৮:৪৬
আ আ খান বলেছেন: কিন্তু কি হলো? চলে যাবেন মানে কি?
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮
অদৃশ্য বলেছেন: দন্যবাদ খান সাহেব... আপনাকে মনে হয় প্রথম দেখলাম এদিকে...
শুভকামনা...
১৩| ১৯ শে মে, ২০১৪ সকাল ৮:৪৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে ৷
কবিতা হারায়নি সংগৃহীত আছে জেনে ভাল লাগল ৷সবসময় ভাল থাকুন শুভকামনা সবসময়ের জন্য ৷ পথ চলা হোক সুন্দর ৷
ধন্যবান্তে......
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২১
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৪| ১৯ শে মে, ২০১৪ সকাল ৯:২০
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া কোথায় যাচ্ছেন? তারাতারি ফিরে আসুন। আপনার কবিতা মিস করব অনেক।
যাক,যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২২
অদৃশ্য বলেছেন: লাবনীর কবিতার কি অবস্থা, আর গল্প ঠিকঠাক চলছেতো?
শুভকামনা...
১৫| ২০ শে মে, ২০১৪ রাত ১২:৩৫
এহসান সাবির বলেছেন: নাহ্! ভালো লাগল না।
শুভ কামনা সব সময়।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৩
অদৃশ্য বলেছেন: ঠিক তাই, আমিও ফিল করি...
শুভকামনা...
১৬| ২২ শে মে, ২০১৪ বিকাল ৫:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা দুঃখজনক। আমার এরকম অনেক বেশি ঘটেছে। নিজের পোস্টের লেখার তো সফট কপি থাকেই, কিন্তু বিরাট কমেন্ট লেখার পর দেখেছি উলটাপালটা বাটনে চাপ লেগে মুহূর্তে সব হাওয়া হয়ে গেছে।
কমেন্ট মডারেশনে ঢুকলে ডিলিট হওয়া কমেন্টগুলো দেখা যায়। ওখান থেকে কপি-পেস্ট করে পাবলিশ করা ছাড়া গতি দেখি না, যেহেতু মূল পোস্ট হারিয়ে গেছে।
মূল কথায় আসি। ফেইসবুকে আপনাকে ‘অদৃশ্য’ নামে খুঁজে পাই নি। আপনার ফেইসবুক আইডি জানা নেই।
এখানে আপনার জন্য একটা মেসেজ আছে। আশা করি শীঘ্র জবাব দেবেন।
আপনার ই-মেইলও জানা দরকার।
শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৪
অদৃশ্য বলেছেন: খলিল ভাই ভালো আছেন আশাকরি...
শুভকামনা...
১৭| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয় কবি আপনার পোস্টের অপেক্ষাতে রইলাম। পছন্দের মানুষ গুলো হারিয়ে গেলে খুব কষ্ট পাবো।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫
অদৃশ্য বলেছেন: আমিও পাই, আর আমিও পাবো... ভালো ছিলেন আশাকরি...
শুভকামনা...
১৮| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই খুব দ্রুত ফিরে আসবেন প্রত্যাশা রইল। শুভ কামনা সব সময়ের জন্য। আপনি ছাড়া ব্লগে ভাল লাগবে না সময়গুলো।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭
অদৃশ্য বলেছেন: কান্ডারি ভাই, আপনি আছেনতো? নাকি হারাইছেন? জ্বীনের পোষ্টটা কিন্তু এখনো পাইনি...
শুভকামনা...
১৯| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে খুঁজছি।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩১
অদৃশ্য বলেছেন: খলিল ভাই, খুঁজতে খুঁজতেই আমাদের জীবনটা শেষ হয়ে যাবে...
কবিতাটি আপনার ব্লগে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২০| ৩১ শে মে, ২০১৪ সকাল ৭:৫৮
শ্রাবণ জল বলেছেন: কতদিন??
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫
অদৃশ্য বলেছেন: আপনি কোথায়? একেবারে হাওয়া হয়ে গেলেন যে? মাঝে মাঝে শীতের ব্যাঙ হওয়া ভালো... আর আপনিতো দেকছি ১১ মেসে শীতের দেশের ব্যাঙ, বছরে ১ বার দেখা পাওয়া যায়!
কোথায় আপনি? শুভকামনা জানবেন...
২১| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৫২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
দীর্ঘ না হোক বিরতি ৷
সুন্দর থাকুন সবসময় ৷
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৬
অদৃশ্য বলেছেন: সুহৃদ
শুভকামনা...
২২| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩
আরজু পনি বলেছেন:
এই ব্লগে এলেই আমি অনেকটা শান্তি বোধ করতাম... আপনারা সবাই দারুনভাবেই আমার পাশে ছিলেন... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের......
এভাবে প্রত্যাশা করিনি...
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭
অদৃশ্য বলেছেন: মানুষের জীবনের চেয়েও স্বপ্ন ও আশা আকাঙ্খা অনেক বেশী দীর্ঘ... তাহলে বলুন এক জীবনে কি হব পূরণ হবার? ভালো আছেন আশাকরি...
শুভকামনা...
২৩| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২
লেখোয়াড় বলেছেন:
মিতা,
আপনি আবার কোথায় অদৃশ্য হলেন।
এমনিতেই আপনার স্বভাব লোকচক্ষুর আড়ালে থাকা।
আবার আপনি চলে গেলেন, এখন কার সংগে কথা বলবো বলেন তো???
কিভাবে একটু সখি পাই বলেন তো??
ধুরররররররররর....... অদৃশ্য কোথাকার.............
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৯
অদৃশ্য বলেছেন: সখি খুঁজতে এলেন আমার কাছে !! কেমনে আপনারে এখন আমি সখি খুঁজে দেই বলুনতো? আমিতো ভাবি সখি খোঁজার জন্য আপনি পারফেক্ট ম্যান...
শুভকামনা সুহৃদ...
২৪| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০২
লেখোয়াড় বলেছেন:
মিতা,
তাহলে আপনার ব্লগে ফেরার সময় এখনো হয়নি!!
তা একবার এসে বলে যাবেন কি কবে আপনার সেই সময় হবে।
খুব অনুভূত হচ্ছেন কিন্তু।
নাকি নিজের চরিত্রের মতো অদৃশ্য আর রহস্যময় থাকবেন??
চলে আসুন।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮
অদৃশ্য বলেছেন: ব্লগটা নিজের ঘরের মতো হয়ে গ্যাছে আমার কাছে... যদিও জানি যে এটা একটা সাময়িক ব্যাপার... তারপরেও এমনটা অনুভূত হয়... কেননা পার্থিব সবকিছুইতো সাময়িক তাইনা... তাহলে এটাকে আমার একটা ঘর ভাবতে ক্ষতি কি... আর নিজের ঘরের প্রতি টান কার নেই বলুনতো?
আমি রহস্য পছন্দ করি... তবে রহস্য করে কাউকে বিরক্তকরাটা আমার স্বভাব নয় সুহৃদ... প্রয়োজন ও শূন্যতা মনে হয় মানুষকে রহস্য করতে বাধ্য করে...
শুভকামনা...
২৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: অদৃশ্যকে আশা করছি ফিরে পাব আবার।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০
অদৃশ্য বলেছেন: প্রোফেসর মানুষ ইচ্ছে করে মরে যেতে চায় না... বারবার ফিরে আসাটাই মানুষের স্বভাব...
শুভকামনা...
২৬| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৩
অপ্সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
অদৃশ্য বলেছেন: প্রিয় বরুণাদিকে দেখে খুশি হয়েছি কিন্তু...
শুভকামনা...
২৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক ।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২২
অদৃশ্য বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই...
শুভকামনা...
২৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৩
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২২
অদৃশ্য বলেছেন: ধন্যবাদ এহসান ভাই...
শুভকামনা...
২৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৮
লেখোয়াড় বলেছেন:
মিতাগো!
এখনো কি হলো না সময় ফেরার
এখনো কি হলো না সময় মুখোমুখি বসবার!
মিতা, ফিরে আসুন, ফিরে আসুন।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৪
অদৃশ্য বলেছেন: সুহৃদ... ফিরে আসাটা বড় কথা নয়... টিকে থাকাটাই বড় মনে হয়...
আশাতো ছিলো একদিন কোন এক গাছতলার টঙ দোকানে বসে বসে চা খাব...
শুভকামনা...
৩০| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯
ইমিনা বলেছেন: এতো দিন কোথায় ছিলেন?
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫
অদৃশ্য বলেছেন: আপনার প্রতি রাগটা ধীরে ধীরে কমে যাচ্ছে মনে হয়...
শুভকামনা...
৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১১
মাহমুদ০০৭ বলেছেন: দূর! আপনি নাই একদম ভাল লাগতাছে না , কই গেলেন ?
ভাই ৫ মিনিটের জন্য হলেও এসে জানান দেন আমি আছি /।
আজ কতদিন হল ।
কেমন আছেন ভাই ? কনন সমস্যায় নাই ত আপনি ?
ভাল থাকার কামনা ।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৮
অদৃশ্য বলেছেন: মানুষ কতো সহজেই মানুষের প্রিয় হয়ে যায়... আপনি, আমি, আমরা... আমি মুগ্ধ হয়ে যাই...
শুভকামনা মাহমুদ ভাই...
৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪০
লেখোয়াড় বলেছেন:
মিতা!!
আজ আপনাকে দেখলাম আমার ভিজিটর লিস্টে!
ব্যাপার কি? ভাল কিছু অপেক্ষা করছে কি আমার জন্য??
কথা বলুন না !!
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩০
অদৃশ্য বলেছেন: বেঁচে আছি জাজান দিতে এসেছিলাম... মরে গেলে কে বলবে, কে জানাবে...
শুভকামনা সুহৃদ...
৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩
আরজু পনি বলেছেন:
দীর্ঘশ্বাসের ইমো থাকলে সেটাই দিয়ে যেতাম ...
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩২
অদৃশ্য বলেছেন: দৃশ্য এবং কথা এই দুটো বিষয় মানুষের সব থেকে প্রিয় বলেই আমার মনে হয়...
অনেক কিছু মিস হয়ে যাচ্ছে মনে হচ্ছে...
শুভকামনা...
৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২২
অপূর্ণ রায়হান বলেছেন: অনেকদিন পরে ভ্রাতাকে দেখলাম । কেমন আছেন ?
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩
অদৃশ্য বলেছেন: একটা ঘুরনা দিয়ে গিয়েছিলাম... আপনারা কেমন আছেন তা জানবার জন্য...
শুভকামনা...
৩৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯
সুমন কর বলেছেন: কবিতা সংগ্রহে অাছে জেনে খুশি হলাম। কিন্তু বিরতি কেন ? এভাবে সব প্রিয়মুখ চলে গেলে বিরাট শূন্যতা সৃষ্টি হয়। যা খুব কষ্টের।
অাশা করি, তাড়াতাড়ি ফিরে অাসবেন।
শুভ কামনা রইলো।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮
অদৃশ্য বলেছেন: আপনি অনুভব করেন, আমিও অনুভব করি এভাবে অনেকেই... যখন মানুষ কাছের হয়ে যায় তখন মনে হয় এমনই হয়... এটা দারুন একটা ব্যাপার...
শুভকামনা আপনার জন্যও...
৩৬| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮
ইমিনা বলেছেন: আমি জানি আপনার রাগের কারন। কিন্তু ...
ক্ষমা চাইতে গিয়েও ক্ষমা চাইতে পারি নি। আমার সমস্যাটা এখানেই। কিন্তু খুব করে আপনার ফিরে আসার পথে চোখ রেখেছিলাম।
ফিরে এসেছেন - এটাই আমার আনন্দ
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯
অদৃশ্য বলেছেন: হ্যাঁ, রাগ বা রাগের মতোই কিছু একটা হয়েছিল... কিছুটা আঘাত পাবার মতো করেও ভাবতে পারেন... সেসবের এখন আর কিছুই অবশিষ্ট থাকলোনা... এখন শুধুই ইমিনার জন্য শুভকামনা...
বারবার হারিয়ে যেতে চেয়েও আবার ফিরে আসাটা আপনাদের মতো কিছু মানুষদের জন্যই... যারা আমাকে প্রতিনিয়ত আমার স্বপ্ন দেখতে ও সেই স্বপ্নের পথে চলতে অনুপ্রাণিত করে চলেছে...
শুভকামনা...
৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
তুষার আহাসান বলেছেন: বহুদিন কোন পোস্ট দেন নি দেখছি।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
অদৃশ্য বলেছেন:
আর সম্ভবত বহুদিন পর আপনাকে আমার ঘরে পেলাম আহাসান ভাই... আমি কিন্তু আপনার ছোট গল্পের ভক্ত সেই শুরু থেকেই... ভালো থাকুন...
শুভকামনা...
৩৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি ছিলেন কই এতদিন বলেন তো ?
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
অদৃশ্য বলেছেন:
আরে কি সৌভাগ্য আমার! অপর্ণাদি যে!!... অদৃশ্যের থাকার জায়গার অভাব আছে বলুনতো... ব্যাপারটা এমন যে, ধরুন আপনি একটি বই পড়ছেন আর অদৃশ্য ঠিক তার আগের বা পরের বন্ধ দু'পাতার মাঝে লুকিয়ে আছে অথবা চ্যাপ্টা লেগে আছে... এমন আরও অনেক অনেক যায়গা আছে লুকাবার দিদি... খুবই খুশি হয়েছি আপনাকে দেখে...
আর নুহাটাতো শেষ করতে পারলেন না ( বলতে গেলে মনে হয় আমাদের অত্যাচারেই )... এখন আবার নবনীতাকে নিয়ে শুরু করেছেন দেখছি... দেখা যাক নবনীতা কতটুকু নিজেকে প্রকাশ করতে পারে...
অপর্ণাদির জন্য শুভকামনা...
৩৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
আরজু পনি বলেছেন:
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২
অদৃশ্য বলেছেন:
প্রিয় আরজুপনির জন্য শুভকামনা...
৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
অপর্ণা মম্ময় বলেছেন: কাম ব্যাক সুন এন্ড বি রেগুলার।
নবনীতাও শেষ হবে না। আর ধারাবাহিক কিছুই লিখবো না ভাবছি। আমার ধৈর্য থাকে না আসলে
১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৫
অদৃশ্য বলেছেন:
আসিতো প্রায়ই... এসে এসে আপনাদের দেখে আবার চলে যাই। জীবনেতো কতোকিছুই শেষ হয়না... তার জন্য কি নতুন কিছু শুরু হওয়া কখনো থেমে থাকে... থাকেনা
অনেক অনেক শুভকামনা আপনার জন্য...
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আমি