নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

সংখ্যা ও নামহীন

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০

সংখ্যা ও নামহীন

_____________





কিভাবে যেন সুন্দর একটি সন্ধ্যা অনাকাঙ্খিত বিষণ্ণতায় ভরে উঠলো, রাত্রির আঁধারগুলো শুধুই বিষকাঁটা



আমার ছোবড়াসুতো ও কার্পাসের বাগানে ছুটাছুটি করছে বৃশ্চিকের দল, ঘুমাতে পারিনা

দন্ডায়মান পায়ের নীচে খেলা করছে টুকরো কাঁচ পাথরেরা



দেহের পর্দা সরিয়ে

প্রতিনিয়ত রক্ত আর হৃদয় খেয়ে যাচ্ছে ওরা।।



মন্তব্য ৭৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১৫

টুম্পা মনি বলেছেন: বরাবরের মতই চমৎকার লিখেছেন। কিন্তু কিউরিয়াস মাইন্ড জানতে চাচ্ছে এতদিন কেন অদৃশ্য হয়েছিলেন? কোন অসুখ করেছিল নাকি?

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫

অদৃশ্য বলেছেন: টুম্পাকে দেখে খুবই খুশি হলাম... কিছু একটা লিখাটা দরকার ছিলো তাই লিখে ফেললাম... ভালো খারাপ কিছুতো একটা হয়েই যাবে...

শারিরিক না হলেও মানসিক সমস্যাতে মনে হয় ভুগছিলাম। আপনি যেন কোন পার্টের চিকিৎসক হতে যাচ্ছেন? সেবা নিতে আবার সামুতেই আসতে হলো।

শুভকামনা...

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩

অদৃশ্য বলেছেন: অনেক খুশি হলাম আপনাকে দেখে দূর্জয়ভাই... লিখাটি পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আশাকরছি এতোদিন লিখালিখি সহ সবকিছুই ভালো চলছিলো আপনার...


শুভকামনা...

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
হা... নামহীনদের নাম সংখ্যায় থাকে
খেয়ে গেলে পড়ে সংখ্যারা আরও বাড়ে !

ওই চলছে, অদৃশ্য। দেহ রেখে রক্ত আর হৃদয়ের ছুটোছুটি।

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২১

অদৃশ্য বলেছেন: অন্ধবিন্দু... আপনি চমৎকার কথা বলেন সবসময়ই... অনেক খুশি হলাম আপনাকে আবারো দেখে... এতোদিন ভালো ছিলেন আশাকরি...


নামহীনদের নাম সংখ্যাতে থাকে অথবা চিহ্নে... শুভকামনা...

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৩

আহসান জামান বলেছেন:
চমৎকার, ভালো থাকবেন কবি।

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৬

অদৃশ্য বলেছেন: আহসান ভাই, সালাম জানবেন... বেশ কিছুদিন পর আপনাকে আবারো দেখে খুবই ভালো লাগলো... খুশি হলাম অনেক... আপনাদের লিখাগুলো অনেকদিন পাঠ করা হয়ে ওঠেনি... আশাকরছি সামনে হবে... ভালো থাকবেন সবসময়...


শুভকামনা...

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন ভ্রাতা ।

অনেকদিন পরে লিখলেন !

কেমন আছেন ? :)

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

অদৃশ্য বলেছেন: অপূর্ণ, আপনি চমৎকার প্রাণবন্ত একজন ব্লগার... আপনাকে দেখে অনেকেরই অনেককিছু শেখার আছে... আমি আপনার বা আপনাদের মতো মানুষদের দেখি আর ভাবি আমি কেন অমন হতে পারিনা...

এই হাসিটা খুবই আন্তরিক... শুভকামনা...

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সন্ধ্যাকালীন যন্ত্রনা !
কেমন আছেন কবি ?
নিয়মিত না পেলে হরতাল ডাকবো চিন্তা করছি

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১

অদৃশ্য বলেছেন: যন্ত্রণা আর যন্ত্রণা, অভি, কখন কোন কালের যন্ত্রণা যে শুরুহয়ে যায় মাঝে মাঝে বুঝে উঠতে পারিনা... আপনাদের ছাড়া আসলেও ভালো ছিলামনা...

আমপাবলিকের জন্য জন্য হরতাল ডাকা মানে হলো অহেতুক কিছুটা সময় নষ্ট করা... আর নিজের ক্ষতিসাধন করা... যদিও আপনি এমন বলাতে আমি তৃপ্তির ঢেকুর তুলছি... হাহ হাহ হাহ...

সামনে সাথে থাকার ইচ্ছা নিয়েই শুরু করা... শুভকামনা অভি...

৭| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
যাপিত জীবনে সংখ্যাদেরই জয় হয় কিংবা হচ্ছে ৷

পরিভ্রমণে কৃতজ্ঞতা ৷

সবকিছু নিয়েই ভাল থাকা হোক ৷বহুদিন.....

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

অদৃশ্য বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই... বারবার ফিরে আসবার জন্য আপনাদের মতো মানুষরাই অন্যকে অনুপ্রাণিত করে থাকে...

আশাকরছি সামনে নিয়মিত দেখা হবে... অনেক কথাও হবে... আপনার জন্যও প্রার্থনা...

শুভকামনা...

৮| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

বাহ শেষ কথাটা দারুণ !

আপনাকে দেখেও খুব দারুণ অনুভব করছি, প্রিয় অদৃশ্য (বাকী অরিন্দম)।

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩

অদৃশ্য বলেছেন: হলোইবা দারুন অথবা দারুন নাইবা হলো... এই যে আপনি আপনারা আমার ঘরে এসে খোঁজখবর করছেন এইটাই হলো প্রকৃত দারুন বিষয়... এটাই হলো বিস্ময়কর আন্তরিকতা... আমি নিজে সম্ভবত আপনাদের থেকেও অনেক বেশি বেশি দারুন অনুভব করছি... এটা দারুন দারুন এক ভালোলাগার ব্যাপার... আমিও মনে করেছি প্রিয় আরজুপনিও অনেকভালো আছেন...

আশাকরছি সামনে দেখবার সুযোগ হবে আপনাদের কথার মায়াজাল...

শুভকামনা...

৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার চরণগুলো । :)

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭

অদৃশ্য বলেছেন: আপনাদের ভালোলাগাগুলো আমাকে আরও লিখতে অনুপ্রাণিত করে থাকে, খুব... আশাকরছি খুব ভালো ছিলেন... আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

১০| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//আমার ছোবড়াসুতো ও কার্পাসের বাগানে ছুটছুটি করছে বৃশ্চিকের দল//


ওয়াও!!!!!!!!!!

অদৃশ্য, সুন্দর :)

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

অদৃশ্য বলেছেন: মাঈনুল ভাইকে দেখে খুব ভালো লাগলো... দীর্ঘ বিরতির পর সেদিন আপনার লিখাতেই প্রথম মন্তব্য করেছিলাম, বাংলাতে করতে পারিনি এজন্য দুঃখিত... আশাকরছি ভালো সময় পার করেছেন...


শুভকামনা...

১১| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৪

আমিনুর রহমান বলেছেন:




পাঠে মুগ্ধতা ... কেমন আছেন?

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪

অদৃশ্য বলেছেন: আমিনুর ভাইকে দেখে ভালো লাগলো অনেক... দ্যাখেন আমি খোঁজ খবর কবিনা আপনাদের অথচ আপনি, আপনারা কিভাবে আমার খবর নেন... মাঝে মাঝে খুবই লজ্জা পেয়ে যাই... ভালো ছিলাম, কিছুটা সমস্যাতো থাকেই... আপনিও ভালো ছিলেন আশাকরছি...


শুভকামনা...

১২| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ফিরে আসার জন্যে ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৮

অদৃশ্য বলেছেন: সেই কবে থেকে আপনি আমার সাথে আছেন! মাঝে মাঝে আমি বিস্মিত হয়ে যাই... সমটয়া কিন্তু মোটেও কম নয় হাসান ভাই... আপনাদের ছেড়ে বা এই সামুকে ছেড়ে বেশ কিছুদিন হারিয়ে থাকাটা মনে হয় আমার জন্য অনেক কষ্টের... তাই ঘুরেফিরে এখানেই...

কৃতজ্ঞতা জানবেন... শুভকামনা...

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৯

বৃতি বলেছেন: অনেক অনেকদিন পর অদৃশ্যকে দেখছি :) ভালো আছেন নিশ্চয়ই?

কবিতা বরাবরের মত ভালো লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

অদৃশ্য বলেছেন: অনেক অনেকদিন পর নিজের ঘরে বসে বৃতির সাথে কথা বলছি... বেশ ভালো লাগছে... আশাকরি আপনিও খুব ভালো ছিলেন...

হ্যাঁ, ভালোই ছিলাম... আবার ভালো ছিলামওনা তেমন বলতে গেলে... ভালো থাকবার জন্যইতো আবারো আপনাদের কাছাকাছি এলাম...

শুভকামনা...

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০

টুম্পা মনি বলেছেন: হাহাহা আমার গাইনী নেয়ার ইচ্ছে আছে। তাই হয়ত ডাক্তার হিসেবে আপনার খুব একটা হেল্প করতে পারব না। তবে ব্লগে ছাইপাস লিখে আপনাকে বিরক্ত অবশ্যই করতে পারব। নিয়মিত চিকিৎসা নিতে চলে আসবেন ব্লগে। এখানে ডাক্তার হিসেবে আমরা সব ব্লগাররা আছি।

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫

অদৃশ্য বলেছেন: গাইনী! হ্যাঁ এটাতে এক্সপার্ট হতে পারলে আপনাকে আর গল্প কবিতা লিখে খেতে হবেনা... হাইভোল্টেজ পারসন হয়ে যাবেন, হাহ হাহ হাহ, মজা মারলাম... বাংলাদেশে গাইনীর খুবই প্রয়োজন, আর কে বলেছে আপনাকে যে আপনি আমাকে হেল্প করতে পারবেননা... কমপ্লিট করুন দেখুন ঠিকই আপনাকে খুঁজে বের করবো, পূর্ব পরিচিতির কারনে ফিস হাফ... হাহ হাহ হাহ... অসংখ্য ধন্যবাদ টুম্পা... এই ব্লগে এলে সত্যি আমি খুবই ভালো বোধ করি... সবকিছু কি ভাষা দিয়ে প্রকাশ করা যায়?

অনেক ভালো থাকুন
শুভকামনা...

১৫| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮

তুষার কাব্য বলেছেন: দেহের পর্দা সরিয়ে
প্রতিনিয়ত রক্ত আর হৃদয় খেয়ে যাচ্ছে ওরা।।

বাহ...কি অসাধারণ অনুভুতির প্রকাশ..

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

অদৃশ্য বলেছেন: অনেকদিনবাদে আপনাকে দএখে খুবই খুশি হলাম তুষার কাব্য... এসব সবসময়ই ভালোলাগার... দেখা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

১৬| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

মামুন রশিদ বলেছেন: ফিরে আসায় আনন্দিত । ভালো লেগেছে কবিতা ।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭

অদৃশ্য বলেছেন: মামুনভাইকে দেখে অনেক খুশি হলাম... আপনাদের মতো মানুষরা নিয়মিত থাকলে আমি কি আর ফাঁকে থাকতে পারি বেশিদিন... নেশাটা সম্ভবত তীব্র হয়ে গ্যাছে ভাইজান...


শুভকামনা...

১৭| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগছে আপনাকে দেখে....

শুভ কামনা সব সময়।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

অদৃশ্য বলেছেন: আমিও কিন্তু অনেক আনন্দিত অনেকদিনবাদে এভাবে আপনাদের কেছে পেয়ে... প্রিয়জনেরা কাছে থাকলে কারনা ভালোলাগে বলুন... খুবই খুশি হলাম এহসান ভাই...



শুভকামনা...

১৮| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭

জুন বলেছেন: অদৃশ্য থেকে দৃশ্যমান দেখে অনেক ভালোলাগলো :)
+

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৭

অদৃশ্য বলেছেন: জুনাপাকে দেখে আমিও অনেক খুশি হয়েছি... মাত্রই আপনার চিঠিটা পড়ে আসলাম... বুঝতেই পারছেন ওটা পাঠের পর আমিও স্মৃতি আঁচড়াচ্ছি... ভালো থাকবেন সবসময়...


শুভকামনা...

১৯| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর ভাইয়া।


আপনার ফিরে আসা দেখে খুব ভালো লাগল।


ভালো থাকবেন।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯

অদৃশ্য বলেছেন: আরে লাবনী যে, ক্যামন চলছে সময় আপনার... আশাকরছি ভালো... আপনাকে দেখেও খুব খুব খুশি হলাম... যেখানে আত্মিয়স্বজন... প্রিয়জন, সেখানেতো ফিরে আসতেই হয়...


শুভকামনা...

২০| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

লেখোয়াড় বলেছেন:
Mita,

anek din por bloga ese dekhi bangla lekha jay na!!
ei jonno kono kotha bolte parsi na.

oh! ki je kori!!!

aapnara bangla lekhen ki bhabe??

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

অদৃশ্য বলেছেন: আরেহ! সুহৃদ যে! ... অনেকদিন পর আপনাকে পেলাম আর দেখতে হলো কিনা আপনার কষ্ট, এটা মোটেও ঠিকনা... বাংলা না হলে আমরা কথাই বলতে পারবোনা, শান্তিও পাবোনা... আশাকরছি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে...


শুভকামনা...

২১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ!!!!!

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০০

অদৃশ্য বলেছেন:
আপনাকে পেয়ে অনেক খুশি হলাম শোভন... বেশকিছুদিন বাদে এসে সবাইকে খুঁজছিলাম... অনেককে পেয়ে গেলাম... আশাকরছি ভালো আছেন আপনি...


শুভকামনা...

২২| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০০

লেখোয়াড় বলেছেন:
mita,

kintu somadhanta ki??

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৭

অদৃশ্য বলেছেন: সমাধানটা আমিও ঠিক জানিনা... ব্রাউজারটা চেন্জ করে দেখতে পারেন অথবা হিস্টরি, কুকিজ ফেলে দিয়েও ট্রাই মারতে পারেন... আমারো অনেক সময় এমনটা হয়েছে... অথবা এক্সপার্টের সাহায্য নিন...


শুভকামনা সুহৃদ...

২৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

ইমিনা বলেছেন: :) :) :)

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

অদৃশ্য বলেছেন: একটি কবিতা লিখবার চেষ্টা করেছিলাম... আর আপনি কিনা এভাবে হেসে দিয়ে গেলেন... মনে হচ্ছে কমেডি কিছু হয়ে গ্যাছে...


ইমিনার জন্য শুভকামনা...

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




এমনিতেই আপনি 'অদৃশ্য'.... তারমধ্যে যদি আবার 'দীর্ঘ বিরতিতে' যান, তবে আমাদের কেমন লাগবে, বলুন তো? আপনার কবিতাগুলো কিন্তু আমার খুব পছন্দের......

আশা করছি নিয়মিত হবেন :)

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮

অদৃশ্য বলেছেন: আমি আগেও আপনাকে বলেছি কিনা মনে পড়ছে না... আপনাকে দেখে প্রতিবারই আমার টনি ডায়েসের ( এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেতা ) কথা মনে যায়... আপনার এই ছবিটাতে আপনার চেহারা, হাসি অনেকখানি টনি ডায়েসের সাথে চলে যায়!

আপনাদের জন্যইতো ব্লগ ছেড়ে বেশিদিন বাইরে থাকতে পারিনা... আপনাদের কথা, উপস্থিতি সবসময়ই আমাকে টানে... খুবই অনুপ্রেরণা পাই...

শুভকামনা মাইনুল ভাই...

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

গোর্কি বলেছেন:
অনেকদিন বাদে ফিরে এলেন। দেখে যারপরনাই ভাল লাগছে। কবিতা বরাবরের মতই পাঠে তৃপ্তি। খুব ভাল থাকবেন এবং শুভকামনা অবিরত সুপ্রিয়।

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫

অদৃশ্য বলেছেন: শ্রদ্ধেয় গোর্কি, আপনাকে দেখে আমিও যে কতোটা আনন্দিত তা তো বলে বুঝাতে পারবোনা... আমি বুঝতে পারছিলাম যে আপনিও ব্লগ ছেড়ে যেতে চাচ্ছেন... বিয়টা আমাকে হতাশ করেছিলো... অনেক প্রিয় মানুষরা ছেড়ে চলে গ্যাছেন... কিছুটাতো কষ্ট লাগেই... যতোই ভার্চূয়াল হোক না কেন...

আশাকরছি নিয়মিত হবেন আপনিও... আপনার জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে জানবার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছি...

প্রিয় গোর্কির জন্য
শুভকামনা...

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০

ইমিনা বলেছেন: না, না ...
আমি জাস্ট তিনটা মুগ্ধতার হাসি রেখে যেতে চেয়েছিলাম কিন্ত ঐরকম কোন ইমো পাই নি :||

( আপনি শুধু প্যাঁচ ধরতে চাইতেছেন :(( :(( :(( )

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

অদৃশ্য বলেছেন: হাহ্‌ হাহ্‌ হাহ্‌... আমি কিন্তু মোটেও কোন প্যাঁচের মধ্যে যেতে চাইনি... আমি মোটেও ওই টাইপের মানুষ নই... আপনার হাসিটার কোন অর্থ ধরে নেব সেটা ভেবেই ওভাবে বলেছিলাম...

লিখাটি অনেকবার পড়বার পর আমার কেন জানি মনে হচ্ছে আমার ভাবনা থেকে পাঠকের ভাবনা অনেকটা ভিন্ন হয়ে গ্যাছে... যেটা আমি লিখাটির সময় মোটেও ভাবিনি... আপনার অসামান্য হাসিটাতে আমিও মুগ্ধ হলাম...

শুভকামনা...

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১

ইমিনা বলেছেন: লিখাটি অনেকবার পড়বার পর আমার কেন জানি মনে হচ্ছে আমার ভাবনা থেকে পাঠকের ভাবনা অনেকটা ভিন্ন হয়ে গ্যাছে...
...............
জ্বি, এত বড় বিরতি নিলে এমনই মনে হবে
B-)) B-)) B-)) ( বিকট হাসি)

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৭

অদৃশ্য বলেছেন: আপনার এই প্রাণ খোলা হাসিটা সংক্রমণ ঘটিয়েছে... হাহ্‌ হাহ্‌ হাহ্‌... মন যা বলে তাই নাকি মাঝে মাঝে ঠিক হয়ে যায়... শূন্যতায় অনেক রহস্য...

আন্তরিক ধন্যবাদ জানবেন, ইমিনা... শুভকামনা...

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১০

লেখোয়াড় বলেছেন:
মিতা,

আপনি খানিকটা বদলে গিয়েছেন।
সেটা কেমন তা পরে বলবো।

আজকে থেকে আমি মনে হয় বাংলা লিখতে পারছি।
পরে কি হবে জা নি না।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩

অদৃশ্য বলেছেন: সুহৃদ... আপনি বাংলা লিখতে পারছেন জেনে খুশি হলাম... আশাকরছি খুব শিঘ্রই আমরা আপনার কাছ থেকে নতুন লিখা পেয়ে যাব...

আপনি বলছেন আমি বদলে গেছি? ... খুব জানতে ইচ্ছা করছে যে আপনি আমার বদলানোর ক্যামন দৃশ্যনুভব করতে পারছেন...আপন মনে করে বলে গেলে খুশি হতাম...

শুভকামনা...

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: পড়তে ভাল লাগল, তবে কম বুঝলাম।

ভাল থাকুন কবি।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

অদৃশ্য বলেছেন: আপনার মতো আমারও পড়তে কিছুটা ভালো লেগেছে তবে বুঝার ব্যাপারে আমিও আপনার মতোই মনে হচ্ছে... শুধু এটুকুই বলতে পারি, এটা এক বা অনেকটা বিষণ্ন সময়ের/মনের ভাবনার বহিঃপ্রকাশ...


আপনার জন্যও শুভকামনা...

৩০| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১

সকাল রয় বলেছেন:
বেশি বেশি লিখতে পারেন না _____

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৩

অদৃশ্য বলেছেন: আরে সকালদা যে! ... আমি খুবই খুশি হই আমাকে দেখলে... আজও তার থেকে আলাদা কিছু হলোনা... প্রিয়জনেরা খোঁজ খবর নিলে খুবই ভালো লাগে...মনে হয় আমি অস্তিত্ত্বহীন নই...

বেশি বেশি লিখার ব্যাপারে যদি বলি তাহলে... দীর্ঘ কবিতা (?) লিখতে কেন যেন মন টানেনা... মাঝারির মধ্যেই কিছু একটা দাড় করাতে পারলে বেশি ভালো লাগে... আর বেশি বেশি বলতে যদি বেশি পোষ্টএর কথা বলেন তো আসলে, আপনি জানেনইতো যে আমি একজন স্লো রাইটার... আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

৩১| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৭

আলম দীপ্র বলেছেন: নিয়ে গেলাম । :D :D :D

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন দীপ্র... খুশি হলাম খুব...


শুভকামনা...

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

দ্য ইলিউশনিস্ট বলেছেন: আমার অবাক লাগে, কিভাবে এত অল্প কথাই এত গুছিয়ে অনুভূতি গুলো প্রকাশ করেন!

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৪

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন দ্যা ইলিউশনিস্ট... আপনাকে দেখে অনেক খুশি হলাম... আমিও অবাক হয়ে যাই যখন কাউকে গিটারে চমৎকার সুর তুলতে দেখি... কয়েকটা তারে টোকা দিয়ে কিভাবে তা আপনার/আমার অনুভূতিতে আঘাত/আন্দোলিত করে তা ভেবে অবাক হয়ে যাই... আন্তরিক পাঠের জন্য ধন্যবাদ... কথা হবে...

শুভকামনা...

৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩

লেখোয়াড় বলেছেন:
মিতা,

একটু ধৈর্য ধরুন, কথা বলবো, কথা বলার জন্য তো আপনাকে অনেক খুঁজেছি।
আবার পালিয়ে না যান!!!

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩

অদৃশ্য বলেছেন: সুহৃদ, পালিয়ে যাওয়াটা কি খারাপ কিছু... প্রয়োজনে পালিয়ে যাওয়াটা আমার মনে হয় ভালো কিছুই... এতে ফিলিংস তৈরি হয়...

হ্যাঁ, কথা হবে... আমিও খাপছাড়া ভাব থেকে বেড়িয়ে আসবার চেষ্টা করছি...

শুভকামনা...

৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

সেজুতি_শিপু বলেছেন: দেহের পর্দা সরিয়ে

প্রতিনিয়ত রক্ত আর হৃদয় খেয়ে যাচ্ছে ওরা।।

চমৎকার বলেছেন ।

অনেক ভাল লাগলো ।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫

অদৃশ্য বলেছেন: আপনার লিখা আশাকরি নিয়মিত পাঠের সুযোগ হবে... আর আমার ঘরে এলেন পাঠ করলেন বলে খুবই খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫২

লেখোয়াড় বলেছেন:
মিতা,
আপনার পরিবর্তনের কথা বলেছিলাম।

আপনি তো মাঝে মাঝে ব্লগ থেকে বিরতি নেন। আগেও একবার হারিয়ে গিয়েছিলেন, এবার আবারো গেলেন। তবে এবার একটু কম সময়ের জন্য।

আপনি এভাবে হারিয়ে যেয়ে যখন ফিরে আসেন তখন আপনার ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার আপনার যে পরিবর্তনটা বেশি লক্ষ্য করছি সেটা হলো আপনার মানসিক পরিপূর্ণতা। লোকে বলে কোন চাপ থেকে কিছুটা বিরতি নিলে অনেকটা ফ্রেশ হওয়া যায়। প্রতিবার ব্লগ থেকে বিরতি নিয়ে আপনি বেশ ফুরফুরে হয়ে ফিরে আসেন। আর গতবার ফিরে আসার পর আপনার লেখায় ম্যাচিওরিটি খুব চোখে পড়েছিল।

আর এবার ওই যে বললাম............. মানসিক পরিপূর্ণতা। আপনি এখন মনের দিক দিয়ে অনেকটা উন্নত, বলিষ্ট ও ধাবমান। কিছুটা দার্শনিকও বলতে পারি।

যেমন আমাকে বলেছেন প্রয়োজন ও শূণ্যতা মানুষকে রহস্যময় করে দেয়। এসব কথা অনেক উঁচুদরের, এবং এদের স্থায়িত্ব অনেক বেশি। যদিও আপনি কবিতার মাধ্যমে এসব অনেক বলেছেন। কিন্ত কবি হিসেবে আপনি একক আর অব্যয়, কিন্তু ব্যক্তি হিসিবে আপনি বহু ও বিস্তারিত। তাই ব্যক্তি হিসেবে আপনি অনেক বেশি পরিপক্ক এখন।

তবে যেটা আমাকে বলেছেন এভাবে যে," আমি রহস্য পছন্দ করি... তবে রহস্য করে কাউকে বিরক্তকরাটা আমার স্বভাব নয় সুহৃদ"........ না এটা আমি মানতে পারলাম না, আপনি প্রথম থেকেই এখন পর্যন্ত আমার কাছে সমান রহস্যময়। প্রথম দিকে আমার সাথে আপনার আলোচনাগুলো পড়লেই বুঝতে পারবেন।

আর এখানো আপনি আমার কাছে রহস্যময় বলেই এখানো কোন টঙ ঘরে মুখোমুখি বসে চা খাওয়া হয়নি। কখনো হবে কিনা জানিনা। তবে আমি বিরক্তিবোধ করি না। ধৈর্য্য নিয়ে অপেক্ষা করছি। কবে আপনার অদৃশ্যতা বা রহস্যময়তা উন্মোচিত হবে.................

নামহীন কিংবা সংখ্যাহীন থাকার অর্থই হলো অচেনা কিংবা ধুম্রতা।

ভাল থাকেন মিতা। রাগ করবেন না যেন।

৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

অদৃশ্য বলেছেন: সুহৃদ, সারাদিন লগইন ছিলাম... কিন্তু আপনার মন্তব্যের জবাব বা অন্যদের লিখাতে মন্তব্য করবার সময় করতে পারিনি... কথা হবে...


শুভকামনা...

৩৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার ভ্রাতা ++++++

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

অদৃশ্য বলেছেন: এটা খুবই আনন্দের বিষয় যে আপনি আবারো আমাদের মাঝে ফিরে এলেন... চলে গেলে খুব কম মানুষই ফিরে আসতে চায়... আর আসলেও তাকে আর আগের মতোকরে পাওয়া যায় না, যদিও সেটাই স্বাভাবিক...

আশাকরছি আপনাকে আমরা আপনার লিখালিখিতে আরো চমৎকারভাবেই পাবো... এই আগমন পাঠ ও মন্তব্য আমার কাছে সবসময়ই প্রিয় ও প্রেরণাদায়ক...

শুভকামনা কান্ডারী ভাই...

৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!

১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৬

অদৃশ্য বলেছেন:



আন্তরিক ধন্যবাদ জানবেন... নিয়মিত নই বলে অনেক দেরি হয়ে গেলো আপনার মন্তব্যের জবাব দিতে...
অনেক অনেক শুভকামনা...

৩৯| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:২৫

সুলতানা রহমান বলেছেন: আপনি খুব চমৎকার লেখেন!

চৌদ্দ এর পরে ষোলতে এসে নতুন পোস্ট! আপনার লেখায় যেমন সজীবতা আছে তেমন মন্তব্যেও … আশা করি আবার লিখবেন। :)

৪০| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:৪১

অদৃশ্য বলেছেন:



প্রশংসার জন্য ধন্যবাদ... অবশ্য যদি আমি সত্যিকার অর্থেই ভালো লেখক হতে চাইতাম তবে আপনাকে বলতাম যে প্রশংসার থেকে আমার ভুলগুলো নিয়ে আলোচনা/সমালোচনা করুন... যদিও মানুষের সমালোচনা থেকে দূরে থাকাটাই ভালো... আপনার এমন মন্তব্যে আমি অনুপ্রাণিত... যে কাউকে এমন মন্তব্য করুন না কেন সে ই প্রেরণা পাবে... আপনার উপস্থিতিতে খুশি হয়েছি...

'' একটা ইরেজার খুঁজছি, ম্যাজিক ইরেজার ……ভুলগুলি মুছবো, আবার লিখবো …লিখবো আবার মুছবো …'' - আপনার ওখানে গিয়ে লিখাটি দেখলাম, ক'দিন আগেও একবার দেখেছিলাম... কথা হলো তবে কি আপনি সেই ইরেজারটা পেয়ে গ্যাছেন... সেই হিসেবে আপনার ওখানে কোন লিখা না থাকবারই কথা... যদিও আমার মতে মানুষের সবকিছুই ভুল হতে পারেনা... তবে এটা ঠিক যে ভুল ও শুদ্ধ দুটোই মানুষের সাথে আঠার মতো লেগে থাকে আমৃত্যু... তাহলে অর্থ দাড়ালো এই যে আপনার ওখানে কিছু লিখা অন্তত থাকা প্রয়োজন ছিলো... আর ভুলগুলো মুছে দিয়ে সেখানে নতুন করে শুদ্ধটুকু লিখে ফেললেন... আপনার ব্লগ পাঠের অপেক্ষায় রইলাম...

আন্তরিক ধন্যবাদ জানবেন
শুভকামনা...

৪১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:০৬

সুলতানা রহমান বলেছেন: ম্যাজিক ইরেজার পাই নি, তবে কি বোর্ড ইরেজারের ব্যবহার বড্ড বেশি করি। জানেন তো, যে একবার ঘর পালায় সে বার বারই পালায় … আমিও মুছে যাওয়া শিখে ফেলেছি … এবং এও জানি বার বারই আমি এটা করতে থাকবো।

তাই আর এখন লেখার চেষ্টা করবো না। শূন্য পড়ে থাক আমার বাড়ি … পেয়ালায় লাল জল উপচে পড়ুক … মাঝে মাঝে তৃষ্ণা বাড়িয়ে দিক তা …

আপনি লিখুন। আমি এসে পড়ে যাবো। অনেকেরটা পড়ি, শুধু লগ ইন করা হয় না।

আমরা মানুষেরা ভেতরটা কেমন তা দেখি না কারণ আমরা আসলে দেখতে পাই না। কিন্তু কে কেমন প্রকাশ করে তা দিয়েই বিচার করি। আপনার প্রকাশ ভালো, প্রাণবন্ত …

:)

০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৪৩

অদৃশ্য বলেছেন:



আপনার ঘর পালানোর কথা শুনে মনে পড়ে গেলো যে আমি সত্যই একবার পালিয়েছিলাম... পালানোর একটা নেশা আমার ভেতর চেপে বসেছিলো কিন্তু খুব বেশি দীর্ঘ হয় নি... কয়েকদিন মাত্র... তারপর ফের মায়ের কোলে... হাহ হাহ হাহ

কিন্তু সেই ইচ্ছেটা সম্ভবত আমার ভেতরে বাসা বেঁধে আছে এখনো... মাঝে মাঝে সেটা জেগে ওঠে কিন্তু বাস্তবতার কারনে তা আর সম্ভব হয়ে ওঠে না... কিন্তু সামুতে ঠিকই তার প্রকাশ ঘটেছে... বাস্তবে যেমন ঘর ছেড়েছি আবার ফিরে এসেছি প্রিয়জনের টানে ঠিক সামুতেও তাই... ঘর ছাড়ি আবার ফিরে আসি প্রিয়জনের/প্রিয়কিছুর টানে...

আপনার অভিমান/অনুরাগ দৃশ্যমান... কেন তা জানিনা, সবসময় সব কিছু জানাও বোধহয় ঠিক নয়... আপনার এই অভিমান/অনুরাগ থেকেই সৃষ্টিহোক অসাধারাণ কিছু...

ঠিক কথা যে আমরা কারও ভেতরটা দেখতে পারিনা... আমরা অনুমান করে নিই তার প্রকাশের উপর বা তার কর্মের ভিত্তিতে... খুব কাছাকাছি থেকেও একজন মানুষকে পুরোপুরি চেনাটা খুব সহজ ব্যাপার নয় বা অধিকাংশ মানুষই তা পারেনা... কারন আত্মা একটি বিশেষ রহস্য আর মানুষের মন ক্ষনে ক্ষনে পরিবর্তনশীল...

আপনার প্রাণবন্ত উপস্থিতি আমাকে ভাবনার গভীরে যেতে সাহায্য করেছে... অনুপ্রাণিত হলাম...

আপনার নতুন লিখার অপেক্ষায়
শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.