![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
রাত্রির রহস্য উদ্ধারে
---------------------
আমি রাত্রির জন্য অপেক্ষা করি, খরস্রোতায় সারাটাদিন ভেসে গেলে নেমে আসে আঁধার
আমি অপেক্ষা করি আরো আঁধারের ঘনবদ্ধতার
এরপর
জমাট রাত্রির রহস্য খুঁজতে খুঁজতে প্রভাত সম্মুখে পড়ে গেলে অপেক্ষা হতে থাকে দীর্ঘতর
কপাটখোলা চোখে
রাত্রির রহস্য উদ্ধারে বসে আছি হাজার বছর।।
০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২২
অদৃশ্য বলেছেন: আহা কি চমৎকার করেই না বললেন কথাগুলো... এভাবে কথা বললে কার না ভালোলাগে বলুন... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭
মামুন রশিদ বলেছেন: দীর্ঘ অপেক্ষার পর রাত আসে । রহস্য থেকে যায় অধরা ।
ভালো লেগেছে কবি ।
০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মামুন ভাই... খুশি হয়েছি...
শুভকামনা...
৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২০
নস্টালজিক বলেছেন: রাত্রিকথন। সুন্দর।
শুভেচ্ছা নিরন্তর।
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩
অদৃশ্য বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখে খুব খুব খুশি হয়েছি... আমিতো ভেবেছিলাম নির্ঘাৎ আপনি আমাকে ভুলে গ্যাছেন... মাঝখানে বেশ কিছুদিন অফ ছিলাম বলে আপনারও খোঁজ খবর তেমন একটা নেওয়া হয়নি... আন্তরিক পাঠের জন্য ধন্যবাদ...
শুভকামনা...
৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪১
আমিনুর রহমান বলেছেন:
এতো সুন্দর করে লেখেন কিভাবে ! কবিতায় +
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
অদৃশ্য বলেছেন: আন্তরিক পাঠের জন্য ধন্যবাদ জানবেন আমিনুর ভাই... আমি লিখি সাধারণ... আপনি তা সুন্দর চোখে দ্যাখেন...
শুভকামনা...
৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৮
অশ্রুত প্রহর বলেছেন: রহস্য উদ্ঘাটন এতটা সহজতর নয়...:-)
তবে -
লেখনী অনেক ভালো লাগলো :-)
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
অদৃশ্য বলেছেন: আমার ঘরে স্বাগতম... খুব খুশি হলাম এলেন বলে আর আন্তরিক পাঠ ও মন্তব্য করলেন বলে...
শুভকামনা...
৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৯
এহসান সাবির বলেছেন: আপনাকে নিয়মিত পাচ্ছি এটা অনেক সুখের বিষয়.......
ভালো লাগা রইল......
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২
অদৃশ্য বলেছেন: আর অনেকদিনবাদে এসে আপনাকেও আমার পাশে পাচ্ছি নিয়মিতভাবে এটা নিশ্চয় আরও সুখের বিষয়... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
এহসান ভাইয়ের জন্য
শুভকামনা...
৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩
তুষার কাব্য বলেছেন: কপাটখোলা চোখে
রাত্রির রহস্য উদ্ধারে বসে আছি হাজার বছর।।
অসাধারণ অনুভুতির প্রকাশ...
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
অদৃশ্য বলেছেন: খুবই খুশি হলাম... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্য সবসময়ই আনন্দদায়ক... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অদৃশ্যকে দৃশ্যমান পেলাম সুন্দর কবিতায়...
অনেক শুভেচ্ছা.........
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
অদৃশ্য বলেছেন: আর মাঈনুল ভাইকে এখানে দৃশ্যমান দেখেও অনেক অনেক খুশি আমি... এভাবে আপনাকে লিখাতে পেলে খুব ভালো লাগে...আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০
সালমান মাহফুজ বলেছেন: ভালো লিখেছেন । সুখপাঠ্য !
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১
অদৃশ্য বলেছেন: স্বাগতম আমার ঘরে... খুব খুশি হলাম লিখাটিতে আপনাকে পেয়ে... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অপেক্ষা বোধহয় দূর্জ্ঞেয় রহস্যঘেরা ৷ তবু ছায়া হয়ে থাকা ৷
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২০
অদৃশ্য বলেছেন: খুব সুন্দর করে বললেন জাহাঙ্গীর ভাই... আপনার এই নিয়মিত পাশে থাকাটা আমার জন্য খুবই অনুপ্রেরণার...
শুভকামনা...
১১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার । কেমন আছেন ?
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
অদৃশ্য বলেছেন: খুব ভালো আছি অপূর্ণ... আশাকরছি আপনিও ভালো খুব... লিখাটি সময়করে পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
সুমন কর বলেছেন: অ-সা-ধা-র-ণ !!!!
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
অদৃশ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিকভাবে লিখাটি পাঠের জন্য... খুবই খুশি হলাম... যা কিছু অসাধারণ তা আপনার হয়ে যাক...
শুভকামনা...
১৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার চরন ।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
অদৃশ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখাটি পাট ও আন্তরিক মন্তব্যের জন্য... খুব খুশি হলাম...
শুভকামনা...
১৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!! ++++++++++++++++++
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
অদৃশ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শোভন... খুব খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
শুভকামনা...
১৫| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২
লেখোয়াড় বলেছেন:
আজ আমি সুন্দরের কাছাকাছি বসে আছি।
আজ আমি স্বপ্নচূড়ার আহোরণ করে আছিভ
কোথায় সে আমার আলোকের ধারা রাত্রির আঁধার পেরিয়ে।
মিতা, ব্যস্ত বুঝি খুব।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
অদৃশ্য বলেছেন: অথবা... কোথায় যে আমার গহীন রাত্রি আলোকের ধারা পেরিয়ে... আমি আলোকে অতিক্রম করে আঁধারের রহস্য খুঁজছি সুহৃদ...
সুহৃদ অনেকটা ব্যস্ত থাকার কারনেই আপনার সাথে কথা বলতে পারিনি ঠিকমতো... আপনার মন্তব্যের জবাবের জন্য মনের স্থিরতা দরকার ছিলো... আমি দুবার চেষ্টা করেও অফ গেছি, কেননা গুছিয়ে কিছুই হচ্ছিলোনা... ভাবলাম, সুহৃদতো তাই পরে বললেও সমস্যা নেই...
শুভকামনা...
১৬| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। এক সময় আমার নিজেরও রাতের রহস্য উদ্ধার করতে ইচ্ছে হত। পরিশেষে বুঝেছি রাত কেবল অন্ধকার আর ভয়াবহতা দিয়ে ভরা।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
অদৃশ্য বলেছেন: তাই কি টুম্পা...রাত কেবলই অন্ধকার আর ভয়াবহতা দিয়ে ভরা ? জানিনা কেমন ভাবনা বা দৃশ্য থেকে আপনার এই মতামত... তবে আমার কাছে সেই অন্ধকারের ভেতরে অনেক সুন্দর কিছু আছে বলেই মনে হয়... আঁধারের রহস্যের সমাধান করাটা নিশ্চয় খুব সহজ কিছু নয়... তাইতো হাজার বছর ধরে চোখের কপাট খুলে বসে আছি... খুব খুশি হলাম টুম্পা লিখাটির আন্তরিক পাঠের জন্য...
শুভকামনা...
১৭| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জমাট রাত্রির রহস্য খুঁজতে খুঁজতে প্রভাত সম্মুখে পড়ে গেলে অপেক্ষা হতে থাকে দীর্ঘতর !
কিছু কিছু সময় থাকে,
অনুভবের আর অপেক্ষার !!
অনেক ভালো লাগলো । ++
ভালোই থাকুন ।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
অদৃশ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পড়ে যাবার জন্য... খুশি হলাম খুব...
হ্যাঁ, ঠিকই বলেছেন, সুন্দর বলেছেন... কিছু কিছু সময় থাকে অনুভবের আর অপেক্ষার... আবার মাঝে মাঝে মনে হয় প্রতিটি সময়ই যেন অনুভূতি আর অপেক্ষার...
শুভকামনা স্বপ্নচারী...
১৮| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
হাসান মাহবুব বলেছেন: রাত্রির হাত ধরে ঘোরের জগতে যেতে সবাই পারে না, কেউ কেউ পারে। অপেক্ষা করে।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
অদৃশ্য বলেছেন: কথাটা মনে হয় আপনার মুখেতেই মানিয়ে গেলো হাসান ভাই... দারুনভাবেই বলে গেলেন কথাটি... আপনাকে দেখে খুশি হলাম... যদিও সবসময়ই খুশি হই... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৯| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
দ্য ইলিউশনিস্ট বলেছেন: বেশ ভাল লেগেছে। আপনি যে কোন বিষয় খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন।
০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
অদৃশ্য বলেছেন: সময়করে লিখাটি পাঠ করলেন বলে খুবই খুশি হলাম... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন... আপনাদের ভালোলাগাগুলোই আমাকে আরও কিছু লিখতে প্রেরণা যোগায়...
শুভকামনা...
২০| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: রাত্রিমগ্নতা শুভ হোক কবি !
০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৪
অদৃশ্য বলেছেন: অভিকে কেন জানি ব্লগে খুব কম দেখতে পাচ্ছি... মনে হচ্ছে আপনি ব্যস্ত সময় পার করছেন... আশাকরবো ব্যস্ততার ফাঁকেও ব্লগে ঢুঁ মারবেন আর লিখালিখি চালিয়ে যাবেন...
শুভকামনা...
২১| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
শায়মা বলেছেন: ভাইয়া দারুন কাব্য!!
রাতেই মনে হয় মানুষের মনে নানা অনুভুতির সঞ্চার হয়। কিন্তু আমি ছোট থেকেই রাত জাগতেই পারিনা। কাজেই নো অনুভুতি!!!
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
অদৃশ্য বলেছেন: তার আর একটা মানে হলো আপনি স্বপ্নও দ্যাখেননা... যা কিছু দৃশ্যমান আপনি শুধু তার পেছনেই ছুটছেন... আহা, ভাবতেই পারছিনা যে আমার শায়মাপুনি শুধু ঘুমায়, স্বপ্ন দ্যাখেনা বা দেখতে পারেনা...
আপনাকে আমার ঘরে দেখলেই খুশি হই... প্রিয়জনেরা কাছে এলে কার না ভালোলাগে বলুন... তবে কথা হলো প্রিয়জনেরা স্বপ্ন দ্যাখেনা জানলে মনটা ক্যামন হয়ে যায়...
শায়মাপুনির জন্য
শুভকামনা...
২২| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭
বৃতি বলেছেন: সুন্দর।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
অদৃশ্য বলেছেন: খুবই খুশি হলাম বৃতি... পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... ভাবছিলাম কোথায় গেলেন... গিয়েছিলাম ওদিকে নতুন লিখা দিলেন কিনা দেখবার জন্য... যা কিছু সুন্দর তা আপনার হয়ে যাক...
শুভকামনা...
২৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২
জুন বলেছেন: রাত্রির রহস্য উদ্ধারে বসে আছি হাজার বছর।।
হাজার বছর ধরে পথ হাটিতেছি রাত্রির রহস্য উদ্ধারে অদৃশ্য ।
কবিতায় ভালোলাগা ।
+
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
অদৃশ্য বলেছেন: একটু আগেই আপনার ওদিক থেকে ঘুরে এলাম নতুন কিছু পাওয়া যায় কিনা দেখবার জন্য... আর এখন বণলতা সেনকে খুঁজে পেতে হলে রাত্রির রহস্য উদ্ধারের চেষ্টা করা ছাড়াতো উপায় নেই আপু... আর সেই চেষ্টা হাজার রাত্রিতেও কি সফল হবে ?
এই সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
জুনাপুর জন্য
শুভকামনা...
২৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
মাহমুদ০০৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রাত্রির হাত ধরে ঘোরের জগতে যেতে সবাই পারে না, কেউ কেউ পারে। অপেক্ষা করে।
আসলেই । কবিতায় ভাল লাগা । রাতে পড়লে বোধ হয় ভাল হত ।
ভাল থাকবেন ভাই ।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সময় করে লিখাটি পাঠের জন্য... খুবই খুশি হলাম... হাসান ভাই তার গভীরতম ভাবনার প্রকাশ করেছেন এই কথাগুলোর মাধ্যমে... আপনিও সেটা ফিল করলেন... এটা ঠিক যে রাত মনঃসংযোগ বৃদ্ধি পায়...
প্রিয় মাহমুদের জন্য
শুভকামনা...
২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মারাত্নক ++
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
অদৃশ্য বলেছেন: আপনাকে দেখে খুব খুশি হলাম... সময়করে আসা ও লিখাটির আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
সায়েম মুন বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
অদৃশ্য বলেছেন: আরে সায়েম ভাই যে !! বহুদিন বাদে আপনাকে আমার ঘরে দেখলাম মনে হয়... মাঝখানে বেশ ব্যস্ত সময় পার করেছেন বলেই জানি আর আমিও বেশ কিছুদিন অফ ছিলাম... তাই অনেকদিন পর আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... ভালোআছেন আশাকরি...
শুভকামনা...
২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা আছেন কেমন ?
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
অদৃশ্য বলেছেন: বেশ কিছুদিন বাদে ব্লগে এসে আপনাকেই খুঁজছিলাম... দেখলাম আপনিও হাওয়া হয়ে গ্যাছেন ! মনটা খুবই খারাপ হয়েছিলো আপনাকে না দেখতে পেয়ে... আজ আপানকে দেখে অনেক খুশি হয়েছি... আর আশাকরছি যে আপনাকে নিয়মিত দেখতে পাব...
আমিতো ছিলাম, আছি ভালোই... আপনার কি অবস্থা ভাইজান... আশাকরি সব ঠিকঠাক আছে, চলছে আপনার...
কথা হবে কান্ডারী ভাই... শুভকামনা...
২৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
ইমিনা বলেছেন: এ যেন আমারই মনের কথা ...
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
অদৃশ্য বলেছেন: আপনি কিন্তু আমাকে ভয় দেখিয়ে গেলেন ! ... আপনার আগমনের কোন চিহ্ন আমার ভিজিটর লিষ্টে নাই অথচ আপনাকে এখানে দেখতে পাচ্ছি, কি বিস্ময়ের ব্যপার বলুনতো !!
আর দ্যাখেন কিভাবে একজন ভুতের মনের কথা আমি লিখে ফেললাম !... তাহলে আমিও কি ওদেরই একজন হয়ে গেলাম নাকি !
আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
শুভকামনা...
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১
ইমিনা বলেছেন: না, না, আমাকে ভূত ভেবে দূরে ঠেলে দিবেন না প্লিজ। যদিও মানুষের সমাজে আজকাল খুব অস্বস্তি বোধ করি।
অনুসারিত লিস্ট থেকে আপনার কবিতায় সরাসরি চলে এলাম। তাই আমার আগমনের কোন চিহ্ন দেখতে পান নি
আর, আমার কথাগুলো যদি অন্য কারো লেখায় ফুটে উঠে তবে ভেবে নিতেই পারি যে এটা একটা টেলিপ্যাথির শুভ লক্ষন
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১
অদৃশ্য বলেছেন: আচ্ছা, অনুসারিতদের ব্লগে গেলে তারা আমাকে দেখতে পাবেনা ! এইটাতো একদমই জানাছিলোনা ! যাক তবুও ভালো যে ভূত আমার ঘাড় মটকানোর কোন পরিকল্পনা করেনি এই বাঁচা...
মানুষ দ্যাখে... মানুষ জানে... বোঝে... শোনে... আবার কথাও বলে রসিক বেরসিকের মতো, তাইতো মানুষের সমাজে মানুষরাই অস্বস্তি বোধ করে...
আমি যদি লেখক হতে পারতাম তবে বোধহয় আরও ভালো টেলিপ্যাথিক্যাল শুভ লক্ষনের প্রকাশ ঘটাতে পারতাম... আপনার আগমন আন্তরিক কথাবার্তায় আমি খুবই আনন্দ পাচ্ছি... ব্লগে এই বিষয়গুলোই সব থেকে মজার, টানের...
ইমিনার জন্য
শুভকামনা...
৩০| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
আহসান জামান বলেছেন:
ভীষণ ভালোলাগা দৃশ্যপট; স্বপ্নচোখ ভাবান্তরে উড়ে যায়।
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪
অদৃশ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন আহসান ভাই... আপনি সময়করে আমার লিখগুলো পড়ে গেলে খুব ভালোলাগে... খুশি হই...
শুভকামনা...
৩১| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৫
লেখোয়াড় বলেছেন:
মিতা, কেমন আছেন?
ব্লগে আজ আপনার ৬ বছর ১ সপ্তাহ।
কখন যে ৬ বছর পূর্ণ করলেন!!
দেখে নিন আপনার নিজেকে।
ভাল থাকুন।
৩২| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
অদৃশ্য বলেছেন: সুহৃদ, এইতো আছি ভালো... কি বিস্ময়ের ব্যাপার তাইনা, দেখতে দেখতে এই ব্লগেই অর্ধ যুগ পার করেদিলাম !!! এতে সত্যই খুব বিস্মিত আমি...
আর এই অর্ধযুগে কতো প্রিয়জনদের পেয়েছি !! এতে আমি খুবই আনন্দিত...
নিজেকেতো এখনো দেখতে পারিনি সুহৃদ... এই পরসংখ্যান দিয়ে কি নিজেকে দেখা সম্ভব...
৬ বছর হবার পর থেকেই ভাবছিলাম যে একটা অর্ধযুগীয় পোষ্ট দিতে হবে... কি দেব এখনো ঠিক করে উঠতে পারিনি... ভাবনা চলছে দেখা যাক কিছু লিখতে পারি কিনা...
অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে ব্যাপারটা আপনি খেয়াল করেছেন... খুশি হয়েছি সুহৃদ...
শুভকামনা...
৩৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
একটাই ধূমকেতু বলেছেন:
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
অদৃশ্য বলেছেন: ধুমকেতু, অনেকদিন বাদে আপনাকে দেখে খুবই খুশি হলাম... এতোদিন ভালো ছিলেন আশাকরি... আপনার হাসিটাই বলছে যে আপনি বেশ ভালো ছিলেন... মনে করে আসবার জন্য ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০০
রঙ তুলি ক্যানভাস বলেছেন: রাত্রিকাব্যে অন্ধকার ভাললাগা।
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০
অদৃশ্য বলেছেন: আপনাকে দেখে খুবই খুশি হলাম... এই আগমন ও পাঠ খুবই আনন্দদায়ক... আন্তরিক ধন্যবাদ জানবেন...
আপনার নিকটা দেখলেই একটা ছায়া চোখের সামনে এসে দাড়ায়... '' কেউ একজন একহাতে রং আর অন্যহাতে তুলি নিয়ে ক্যানভাসের সামনে দাড়িয়ে গভীর ভাবনায় মগ্ন ''...
শুভকামনা...
৩৫| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
লাবনী আক্তার বলেছেন: আহা! কি সুন্দর কবিতা।
বরাবরের মতই ভালোলাগা রইল ভাইয়া।
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
অদৃশ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাবনী... খুশি হলাম আপনাকে লিখাটিতে পেয়ে... আপনার পাঠ ও মন্তব্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে... যা কিছু সুন্দর তা আপনার হোক...
লাবনীর জন্য শুভকামনা...
৩৬| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০
গোর্কি বলেছেন:
আলো না হলে রাত্রির রহস্য আঁধারেই বন্দি হয়ে থাকবে। সুপ্রিয় কবির কাছ থেকে এমন রহস্যময় পঙ্ক্তিগুলো, আহা! শুভকামনা সবসময়।
১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪
অদৃশ্য বলেছেন: খুবই খুশি হলাম আপনাকে লিখাটিতে পেয়ে শ্রদ্ধেয় গোর্কি... এর চেয়েও বেশি খুশি হয়েছি আবারো আপনাকে লিখাসমেত ব্লগে ফিরতে দেখে... প্রিয়জনদের কাছে পেলে কার না ভালো লাগে বলুন...
আন্তরিক ধন্যবাদ জানবেন লিখাটির আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য... খুবই প্রেরণা পাই...
শ্রদ্ধেয় গোর্কির জন্য
শুভকামনা...
৩৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৪
একজন সৈকত বলেছেন:
"আমি রাত্রির জন্য অপেক্ষা করি, খরস্রোতায় সারাটাদিন ভেসে গেলে নেমে আসে আঁধার
আমি অপেক্ষা করি আরো আঁধারের ঘনবদ্ধতার "
--------------অসাধারন! +++
২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পাঠের জন্য... খুবই খুশি হলাম আপনাকে লিখাটিতে পেয়ে... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ...
শুভকামনা...
৩৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
নিমচাঁদ বলেছেন: ভালো লিখেছেন
২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১
অদৃশ্য বলেছেন: ব্লগেতো আপনাকে অনেকদিন থেকেই দেখি... সম্ভবত আমার ঘরে আজই প্রথম দেখলাম আপনাকে... খুবই খুশি হয়েছি... লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৮
একলা ফড়িং বলেছেন: থাকুক না রহস্যটুকু! উদ্ধারে কাজ নেই! রহস্যতেই রাত্রিকে মানায় ভালো!
+++++
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০
অদৃশ্য বলেছেন: খুব খুশি হলাম আপনাকে পেয়ে... এই আগমন পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
আমিও চাই রহস্যটা থাকুক... আর আমি তা উদ্ধারে সহস্র বছর পার করে দেব...
শুভকামনা...
৪০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮
অরুদ্ধ সকাল বলেছেন:
অতীব সুন্দর
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
অদৃশ্য বলেছেন: খুব খুশি হলাম আপনাকে পেয়ে অরুদ্ধ সকাল... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... এমন মন্তব্য সবসময়ই আমাকে দারুনভাবে অনুপ্রেরণা যোগায়...
শুভকামনা...
৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: জমাট রাত্রির রহস্য খুঁজতে খুঁজতে প্রভাত সম্মুখে পড়ে গেলে অপেক্ষা হতে থাকে দীর্ঘতর
দারুণ..........!
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন পেছনের এই লিখাটিও পাঠ করে যাবার জন্য... এটা খুবই আনন্দের...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯
অন্ধবিন্দু বলেছেন:
আহা ... আত্মিক অনুভবে পিপাসার্ত হলেম।
আমিতো পাথর ছিলেম চিঁড় ধরা প্রতিটি রাতে ...
কবিতা হোক কথা হোক
কবিতার আরাধনায় কবিরা পরিণত হোক ...