নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

যমুনার ছাঁয়া

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

যমুনার ছাঁয়া

__________





আমি এক ডানা ভাঙ্গা পাখি কৌশলে অতিক্রম করি যমুনার বুক

সাথে উড়ে যায় ছায়া

রুপালী

ধুসর

সবুজ

ধাতব জানালায় পড়ে থাকা বাঁকানো চিবুক



আর তুমি জলে থাক

মাছ হও

কীট হও

স্রোত হও

কখনোবা বালি ছুয়ে দুলে যাও জলের মাস্তুল





তোমাকে দেখে যাই, ছুঁয়ে যাই

তবুও বুঝে উঠতে পারিনা



এ মনদেহ ও তোমার শতরুপের মাঝে

এখনো বিস্তর ফারাক রয়ে গেছে যমুনা !!

মন্তব্য ৮৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

লেখোয়াড় বলেছেন:
প্রথম প্লাস।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২০

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সুহৃদ... খুশি হলাম... প্লাসতো পেলাম, তবে কথা হলো লিখাটি আপনার মনে ধরলো কিনা তা কিন্তু বুঝে উঠতে পারলাম না...


শুভকামনা...

২| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পাঠের জন্য... খুশি হলাম... আর যাকিছু অসাধারণ তা আপনার হোক...


শুভকামনা...

৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

লেখোয়াড় বলেছেন:
মিতা, কাকে কল্পনা করলেন?

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

অদৃশ্য বলেছেন: সুহৃদ, আপনি কি কাউকে কল্পনা করতে পারলেন লিখাটি পাঠের পর ? আমি চেয়েছি অন্তত কেউ একজন যেন কিছু একটা কল্পনা করতে পারে... আড় আমার কল্পনাকে প্রকাশ করে দিলে লিখাটি শুধু আমারই থেকে যাবে আর কারও হবেনা...

লিখাটির ভালোমন্দ নিয়ে কিছুই কি বলবেন না...
সুহৃদের জন্য শুভকামনা...

৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার হয়েছে। শুধু তাই নয়, কবিতার বিভিন্ন রূপও শিখছি। :)

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন কাল্পনিক ভাই... আপনাকে পেয়ে খুশি হলাম... দেখছি ইদানিং আপনিও ব্লগে খুব কম যাওয়া আসা করছেন... আশা থাকবে খুব ব্যস্ততার ফাঁকেও ব্লগে আপনাকে পাওয়া যাবে...

মাঝে মাঝে দু'একটি কবিতা ঝেড়ে দিননা... মন্দ হবেনা বলেই মনে হয়...

শুভকামনা...

৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

আলম দীপ্র বলেছেন: চমৎকার ! দারুন ! দারুন!

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

অদৃশ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে দীপ্র... খুব খুশি হলাম লিখাটি পড়ে গেলেন বলে, মন্তব্য করে গেলেন বলে... যা কিছু দারুন তা আপনার হয়ে যাক...


শুভকামনা...

৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো কবিতা

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন নাজমুল ভাই... খুশি হলাম খুব সময় করে লিখাটি পাঠের জন্য... এসব কথাতেই প্রেরণা পাই...


শুভকামনা...

৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল + + + ।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

অদৃশ্য বলেছেন: লিখাটি পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... খুশি হলাম খুব... আর আপনাকে মনে হয় আজই আমার ব্লগে প্রথম দেখলাম... শুভেচ্ছা...


শুভকামনা...

৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

 বলেছেন: ++++++++ :)

১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

অদৃশ্য বলেছেন: স্বাগতম!... শুভেচ্ছা... আন্তরিক ধন্যবাদ জানবেন... আর নাম ধরে ডাকার কোন সুযোগইতো আপনি রাখেননি...


'' পেন্টাবক্স ''... এটা ক্যামন লাগলো জানায়েন...


শুভকামনা...

৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মামুন রশিদ বলেছেন: চমৎকার!

১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মামুন ভাই... খুব খুশি হলাম...


শুভকামনা...

১০| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সুমনদা... আপনার প্রকৃত অনুভূতিটা জানিয়ে জাবার জন্য... এই লিখাটির শেষাংশ নিয়ে আমিও তৃপ্ত নই...


শুভকামনা...

১১| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

অন্ধবিন্দু বলেছেন:






কবিতা,

জলের জৌলুস, ছায়ার পতন ... অদৃশ্যর, মিঠা পানির কবি হৃদয় যেনো যন্ত্রদানব-নিসর্গে পরিণত না হয়। মানবীয় উচ্চারণে স্পন্দিত হোক সবুজের বহুরূপ, যমুনা অথবা পিপাসিত কোনও ছায়ার প্রসন্ন ললাট।

আমি কবিতার সাথে কথা বললুম, কবির সাথে নয়।

ইতি,
অন্ধবিন্দু

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২

অদৃশ্য বলেছেন: খুব সুন্দর কথা বললেন অন্দবিন্দু... আর আপনি নিশ্চয় জানেন যে সুন্দররে মাঝে মোহ থাকে... মানুষ তাতে আবিষ্ট হয়...

দারুন কাজ করেছেন আপনি ! আমার কবিতার সাথে কথা বলেছেন... আমিওতো ঠিক এমনটাই চাই যে কেউ আমার কবিতার সাথে কথা বলুক... কবিতার সাথে কথা বলতে ক'জন পারে বলুন...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...

১২| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

অশ্রুত প্রহর বলেছেন: কবিতাটি ভাল লাগল। :-)

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য... খুবই খুশি হলাম...


শুভকামনা...

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

সকাল হাসান বলেছেন: অন্য ধরনের কবিতা! ভাল লাগল!

লেখার স্টাইলটা অন্যদের থেকে ব্যতিক্রম! শুভ কামনা!

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আমার ঘরে এসে লিখাটি পড়ে যাবার জন্য ও চমৎকার মন্তব্য করে যাবার জন্য... ব্যতিক্রম কিছু করতে পারার আনন্দই আলাদা, বহুদিন থেকেই সে চেষ্টা করছি... আরও চেষ্টা করবো... হুতো করতেই থাকবো...


শুভকামনা...

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন:



দারুণ টোন বাজছে মনে। কবিতায় ভালোলাগা।

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২১

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন এভাবে সময়করে আন্তরিকতার সাথে লিখাটি পাঠ করে যাবার জন্য... খুবই খুশি হলাম... অনুপ্রাণিত হলাম...


শুভকামনা...

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

গোর্কি বলেছেন:
আপনাকে আবার রেগুলার দেখে খুব ভালো লাগছে সুপ্রিয় কবি। বরাবরের মতই মুগ্ধপাঠ। শুভকামনা এবং ভালো থাকা হোক সারাবেলা।

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়... আপনাকে দেখলে খুবই ভালো লাগে... অনুপ্রানিত হই...

আমার যতো ভালোলাগার বিষয়গুলো আছে তার ভেতরে সামুও একটি... আমি একটু দুরে গেলেও ঘুরে ফিরে আবার আসি... এটি একটি শূন্যমোহ বা শূন্যজগতের প্রতি মোহ... আরও কতোদিন থাকবে কে জানে...

শুভকামনা....

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

ভালো থাকবেন :)

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন অপূর্ণ... সবসময়ই খুশি হই... আর আপনিও ভালো থাকবেন খুব...


শুভকামনা...

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৭

টুম্পা মনি বলেছেন: তোমাকে দেখে যাই, ছুঁয়ে যাই
তবুও বুঝে উঠতে পারিনা

এ মনদেহ ও তোমার শতরুপের মাঝে
এখনো বিস্তর ফারাক রয়ে গেছে যমুনা !!

হুম অসাধারণ লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন টুম্পা... দেরি হয়ে গেলো জবাব দিতে, সামুর প্রবলেম... খুবই খুশি হলাম...

যা কিছু অসাধারণ তা আপনার হোক...

শুভকামনা...

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৩

তুষার কাব্য বলেছেন: বাহ...

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে এভাবে সবসময় লিখাগুলো পাঠ করে যাবার জন্য... খুবই খুশি হই...


শুভকামনা...

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

এহসান সাবির বলেছেন: তোমাকে দেখে যাই, ছুঁয়ে যাই
তবুও বুঝে উঠতে পারিনা ..........

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন এহসান ভাই... আপনি এলে সবসময়ই ভালোলাগে... খুশি হই...


শুভকামনা...

২০| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুন্দর অনুভব...
প্লাস নম্বর পাঁচ :)

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মইনুল ভাই... প্লাস কোন ব্যপারনা, আপনার পাঠ ও মন্তব্যটাই আসল ব্যপার... অনুপ্রাণিত হই সবসময়...


শুভকামনা...

২১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কবিতা , অদ্ভূত সজীব !

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

অদৃশ্য বলেছেন: দারুন বললেন অভি " অদ্ভূত সজীব''... শব্দকে সুন্দর কথায় রুপান্তর করবার দায়িত্ব মনে হয় কবিদেরই... আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

২২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

অদৃশ্য বলেছেন: কলমের কালি শেষ হয়ে গেলে খুঁজে নেব বাতাসের রস... বাতাসের রসটা ক্যামন হয় কে জানে... খুবই খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

২৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

অদৃশ্য বলেছেন: সুন্দর যা কিছু তা আপনার গল্পে জমা হতে থাকুক... আন্তরিক ধন্যবাদ জানবেন নিয়মিত সময় ও পাঠের জন্য...


শুভকামনা...

২৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

সকাল রয় বলেছেন:
অনেক সুন্দর কথামালা

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

অদৃশ্য বলেছেন: সকাল দা আপনাকে লিখাটিতে পেয়ে খুবই খুশি হলাম... কথামালা আপনার ভালোলেগেছে জেনে প্রিত হলাম... ব্যস্ততা ও নেটের সমস্যার জন্য কারো লিখাই ঠিকমতো পড়তে পারছিনা... আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

অদৃশ্য বলেছেন:





আমি আন্তরিকভাবে দুঃখিত...আমার পিসিতে নেট এর সমস্যা আবার সামুতেও ঠিকমতো ঢুকতে পারছিনা বলে আপনাদের মন্তব্যগুলোর জবাব দিতে দেরি হচ্ছে...

আশাকরছি খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে...
শুভকামনা সকলের জন্য...

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

অদৃশ্য বলেছেন: দু'তনদিন আমার পিসিতেই সমস্যা ছিলো আর সামুর সমস্যাতো দেখি এখনো আছে... কে জানে কবে ঠিক হয়...


সামুর জন্য শুভকামনা...

২৬| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার !

ভাল থাকবেন ভাই ।

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

অদৃশ্য বলেছেন: খুবই খুশি হলাম মাহমুদ লিখাটিতে আপনাকে পেয়ে... আন্তরিক ধন্যবাদ জানবেন... যা কিছু চমৎকার তা আপনার হয়ে যাক...


শুভকামনা...

২৭| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে!

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

অদৃশ্য বলেছেন: অনেক অনেকদিন পর মাসুম ভাইকে দেখলাম এবং খুবই খুশি হলাম... এই সমটয়করে আসা ও লিখাটির আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনার ভালোলাগাটা আমারকাছে অনেক কিছু...

আশাকরছি ভালো আছেন...
শুভকামনা...

২৮| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভাল লাগা।। :-)

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মায়াবী ছায়া... খুবই খুশি হলাম আপনাকে লিখাটিতে পেয়ে... এইসব ভালোলাগাগুলো থেকেই আমি প্রেরণা খুঁজে নেই...


শুভকামনা...

২৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সাধুবাদ জানাই।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

অদৃশ্য বলেছেন: অনেকদিন পর দেখা হলো আপনার সাথে... এটা খুবই আনন্দের... আমি খুবই খুশি হয়েছি... এই সময় পাঠ ও মন্তব্য আমাকে অনেক প্রেরণা যুগিয়েছে আর এখনো যুগিয়ে যাচ্ছে...


শুভকামনা...

৩০| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

একজন সৈকত বলেছেন:
কবিতার কতরূপ!
আহা যমুনা-
অনেক ভালো লাগা রেখে গেলাম! ভালো থাকুন।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পাঠ ও চমৎকার মন্তব্যের জন্য... অনেক খুশি হলাম... কৃতজ্ঞতা জানবেন...

আপনার ভালোলাগা আমার চলার পথ দীর্ঘ করবে...

শুভকামনা...

৩১| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর...

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

অদৃশ্য বলেছেন: সময়করে এলেন... লিখাটা পড়লেন... মন্তব্য করলেন... আন্তরিক ধন্যবাদ জানবেন... খুবই খুশি হয়েছি... ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে কিছু একটা এঁকে ফেলি... সুন্দর যা কিছু তা আপনার ক্যানভাসে লেপ্টে থাকুক...

শুভকামনা...

৩২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

গেওর্গে আব্বাস বলেছেন: অনবদ্য।

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

অদৃশ্য বলেছেন: প্রিয়কবি... আপনাকে আবারো আমার ব্লগে পাবো সেই আশা মনে হয় ছেড়েই দিয়েছিলাম... এটা খুবই আনন্দের ব্যাপার যে আপনি আবারো ব্লগে এলেন, লিখলেন... এটা সৌভাগ্যই বলতে হবে... আমাদের মতো তরুনরা এতে খুবই অনুপ্রাণিত হবে...

আপনি যখন চলে গেলেন এখান থেকে সে সময়টা খুবই হতাশার ছিলো...

নিয়মিত লিখুন... আপনার শব্দের/কথার যাদু দেখবার জন্য আমরা বসে আছি...

মঙ্গলে থাকুন... শুভকামনা প্রিয়কবি...

৩৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৫

নস্টালজিক বলেছেন: এই লেখাটা কি আগে কোথাও পড়েছিলাম?

শুভেচ্ছা, অদৃশ্য। ভালো দৃশ্যকল্প সাজিয়েছেন।


ভালো থাকুন নিরন্তর।

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

অদৃশ্য বলেছেন: খুব খুশি হলাম নস্টালজিক আপনাকে দেখে... যমুনা নিয়ে আগেও লিখেছি... হয়তো তার কিছুটা ফ্লো এখানেও আপনি দেখতে পেয়েছেন... তবে এটা আগে কোথাও দেখেননি বলেই মনে হয়...

আপনার আগমন আমাকে অনুপ্রাণিত করে... আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

৩৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমি এক ডানা ভাঙ্গা পাখি কৌশলে অতিক্রম করি যমুনার বুক
সাথে উড়ে যায় ছায়া
রুপালী
ধুসর
সবুজ
ধাতব জানালায় পড়ে থাকা বাঁকানো চিবুক

আর তুমি জলে থাক
মাছ হও
কীট হও
স্রোত হও
কখনোবা বালি ছুয়ে দুলে যাও জলের মাস্তুল

অদ্ভুত হয়েছে! মনে হচ্ছে আমিও এক ডানাভাঙ্গা পাখি, উড়ে যাই জল ছুঁয়ে ছুঁয়ে!

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

অদৃশ্য বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম... খুবই খুশি হয়েছি আপনাকে দেখে আর এই লিখাটিতে পেয়ে... আন্তরিক ধন্যবাদ জানবেন এই আগমন পাঠ ও মন্তব্যের জন্য... আমিও বেশ কিছুদিন ব্লগে ছিলামনা তাই আপনার ওদিকেও যাওয়া হয়ে ওঠেনি...


শুভকামনা...

৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

অরুদ্ধ সকাল বলেছেন:
কেমন আছেন কবি ভ্রাতা

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

অদৃশ্য বলেছেন: আপনার মন্তব্যের জবাবটা না দিয়েই অন্যগুলো দিয়েদিলাম... আসলে ভেবেছিলাম দিয়েছি... এখন খেয়াল করে দেখলাম যে ভুল হয়ে গ্যাছে...

খুবই খুশি হলাম... আপনারা এভাবে আসেন, পড়েন, অনুপ্রাণিত করেন বলেই বারবার আসতে হয়... আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

ইমিনা বলেছেন: আমি কিছু বুঝি নাই /:) /:) /:)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২

অদৃশ্য বলেছেন: বাহ্‌, বেশতো... আমার সাথেমিলে গ্যাছে একদম... আপনার মতো আমিও কিছু বুঝি নাই...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

নেক্সাস বলেছেন: আর তুমি জলে থাক
মাছ হও
কীট হও
স্রোত হও
কখনোবা বালি ছুয়ে দুলে যাও জলের মাস্তুল



বাহ বাহ বাহ

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

অদৃশ্য বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখতে পেলাম নেক্সাস... এটা খুবই আনন্দের... খুবই খুশি হয়েছি আপনাকে পেয়ে... ইদানিং ব্লগে তেমন একটা আসা হয়না... আপনারওতো একই অবস্থা...

ভালো থাকবেন... শুভকামনা সবসময়ের...

৩৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সেলিম ভাই... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য খুশি হলাম খুব... আপনার অনেক লিখা পাঠ বাদ রয়ে গ্যাছে... ইদানিং নিয়মিত হতে পারছিনা... তবে সামু আমার অনেক পছন্দের অন্যতম একটি, এটি ছাড়া অনেককিছু নাই নাই লাগে...


শুভকামনা...

৩৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০

জুন বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত...আমার পিসিতে নেট এর সমস্যা আবার সামুতেও ঠিকমতো ঢুকতে পারছিনা বলে আপনাদের মন্তব্যগুলোর জবাব দিতে দেরি হচ্ছে...

এমন বিজ্ঞপ্তি দেখে ভাবলাম পরেই আসি কিছু বলার জন্য চমৎকার কবিতায়।
সত্যি অসাধারণ কারিকুরি প্রতিটি অক্ষরে অদৃশ্য।
+

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

অদৃশ্য বলেছেন: জুন আপুকে দেখে খুবই খুশি হলাম... মাঝখানে বেশ ঝামেলা হচ্ছিলো ল্যাপটপে... আর সাথে সামুর সমস্যাও ছিলো... সবমিলিয়ে আমি লেট লতিফ হয়ে গেছি আরকি...

আমার লিখাতে আপনার মন্তব্য সবসমুই আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

৪০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

অদৃশ্য বলেছেন:



আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...

৪১| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

অদৃশ্য বলেছেন:




আন্তরিক ধন্যবাদ জানবেন সাথে শুভকামনা...

৪২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে, শুভেচ্ছা।এত অনিয়মিত কেন?

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

অদৃশ্য বলেছেন:




ভালো লেগেছে! জেনে খুশি হলাম...

কতো সমস্যা থাকেনা... মানুষের মনইতো সবথেকে বড় সমস্যা, জানেনইতো... খোঁজ নেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আর ভালো থাকুন প্রতিটি সময়...

শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.