![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
রক্তাক্ত পতন, আমার অথবা জাতির ইশ্বরের
__________________________________
জিয়াদ
আমারো এক জগৎ আছে কল্পনার
সেখানে পাহাড়, সাগর, নদী, বৃক্ষ, তৃণ, খাল, বিল, রং, কাঠামো
সবই কল্পনার
সেখানে ছাঁয়া ও অবয়ব আছে
মুহূর্তে পরিবর্তনশীল
আছে প্রস্তর যুগের কুপ
যার জলে ভেসে ওঠে আদিমের কৃষ্ণ সফেদ লাশ
আমি দেড় ফুট ব্যাসের কয়েকশ' ফুট গভীর নতুন একটি কুপ খনন করছি আর তার দেহে গেঁথে দিচ্ছি ইস্পাতের ধারালো ফলা
আমার জন্য
তোমার আত্মার শান্তির জন্য
যখনই তোমাকে মনে পড়বে বা আমাকে স্মরণ করবে আমি ঝাপিয়ে পড়বো কুপের ভেতর, ফলাগুলোর বিষাক্ত চুম্বনে ক্ষতবিক্ষত দেহে পতন হবে আমার
তুমি উপভোগ করো
রক্তাক্ত পতন, আমার অথবা জাতির ইশ্বরের
পাথরের আঘাতে থেতলে দিও আমার মুখশ্রী, চোখের ভেতরে তোমার আঙুলগুলো ঢুকিয়ে চোখটা গেলে দিও, সর্বাঙ্গে গেঁথে দিও ইস্পাতের ফলা, মাথা ঠেসে রেখে দিও কাদাবালি জলের ভেতর সহস্র বছর
হাসি মুখে উপভোগ করো আমার যত ছটফটানি, যত কান্না, কষ্ট সব
এসব আমার প্রাপ্য
প্রায়শ্চিত্ব আমাকেই করতে হবে।।
_________
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
অদৃশ্য বলেছেন: কাল্পনিক ভাই... আমিও খুবই খুশি হলাম এই লিখাটিতে প্রথম আপনার মন্তব্য পেয়ে... আপনাদের দোয়াতে ভালোই আছি... শুধু নিয়মিত হতে পারছিনা সামুতে, এই যা...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
নুর ইসলাম রফিক বলেছেন: এসব আমার প্রাপ্য
প্রায়শ্চিত্ব আমাকেই করতে হবে।।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
অদৃশ্য বলেছেন: খুশি হলাম আপনাকে লিখাটিতে পেয়ে... আন্তরিক ধন্যবাদ জানবেন পাঠের জন্য...
শুভকামনা...
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: মন্তব্যহীন।।।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
অদৃশ্য বলেছেন: খুব খুশি হলাম আপনাকে দেখে... আপনার আগমন পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সেলিম ভাই সময়করে লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য... সবসময়ই খুশি হই...
শুভকামনা...
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
সুমন কর বলেছেন: অসাধারণ এবং প্লাস।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সুমন দা সময়করে লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য... আপনার আগমন ও পাঠ সবসময়ই আনন্দের...
শুভকামনা...
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
নেক্সাস বলেছেন: সুন্দর
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন নেক্সাস... খুব খুশি হয়েছি...
মৃত্যু সুন্দর হোক...
শুভকামনা...
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
নেক্সাস বলেছেন: প্রিয় অদৃশ্য অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
অদৃশ্য বলেছেন: আপনিওতো অনেকদিন গ্যাপ মেরেছিলেন... আর আমারতো মাঝে মাঝেই গ্যাপ হয়ে যায়... তারপর সামু ঠিক টেনে নিয়ে আসে...
শুভকামনা নেক্সাস...
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
আলম দীপ্র বলেছেন: অসাধারণ প্রিয় ব্লগার !
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
অদৃশ্য বলেছেন: খুব খুশি হই এভাবে আপনাকে নিয়মিত দেখে... লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
দীপ্রর জন্য শুভকামনা...
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক অনেক ভালোলাগা
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন অরুদ্ধ সকাল... খুব খুশি হলাম আপনাকে পেয়ে...
শুভকামনা...
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
মামুন রশিদ বলেছেন: আমরা সবাই রক্তাক্ত হয়েছি ।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২
অদৃশ্য বলেছেন: হবারই কথা, যাদের হয়নি তারা হয়তো অতিমানব... খুব খুশি হলাম মামুন ভাই... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
ইয়াশফিশামসইকবাল বলেছেন: This is not only a poem but a bloody Slapping to HM and FS
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপনার আগমন পাঠ ও মন্তব্যের জন্য... খুশি হয়েছি...
শুভকামনা...
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
তুষার কাব্য বলেছেন: অসাধারণ।অজান্তেই একটা দীর্ঘশ্বাস আকড়ে ধরল
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
অদৃশ্য বলেছেন: খুব খুশি হলাম... আপনার আগমন পাঠ সবসময়ই আনন্দদায়ক... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০২
টুম্পা মনি বলেছেন: রক্তাক্ত হলুম। কিন্তু আপনি এতদিন কোথায় ছিলেন?
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
অদৃশ্য বলেছেন: শুনেছি ডাক্তারা হৃদয়টাকে দেহের বাহিরে রেখে দেন !... কথাটা সত্য নাকি টুম্পা ?
এতোদিন ধরে মনে হয় গর্ত খুড়ছিলাম জিয়াদের পতনের জন্য... আর দ্যাখেন এখন নিজেই সেই গর্তে পড়বার জন্য প্রস্তুতি নিচ্ছি... চাইলে আপনিও সেই গর্তে দু'একবার পড়তে পারেন... কেউ খুশি না হলেও জিয়াদ খুশি হবে...
আপনাদের আশেপাশেই ছিলাম... শুঢু দেখা হয়নি এই যা...
টুম্পার জন্য শুভকামনা...
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: ক্লান্ত মনে কবিতায় ভালোলাগা। আর কি বলবো ভ্রাতা।
আপনি অনেক দিন পরে পোস্ট দিলেন, কেমন আছেন?
শুভকামনা সবসময়।।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন অপূর্ণ... আপনাকে দেখলে সবসময়ই ভালোলাগে... অবিরাম ভালোলাগা দিয়ে যাচ্ছেন প্রিয়জনদের... ব্যাপারটা চমৎকার...
একটু অনিয়মিত হয়ে পড়েছি... আশাকরছি ঠিক হয়ে যাবে...
শুভকামনা...
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনিও নাই, আপনার মিতাও নাই!
কিভাবে চলবে বলুন ?
জীবন এখন ক্লান্ত ভীষণ,
তবুও ভালো থাকুন । ++
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
অদৃশ্য বলেছেন: সুহৃদ আমার উপর রাগ করেই চলে গেলেন, এমনটা মনে হয় মাঝে মাঝে... যদিও তা নয়... আমার প্রায়শই মনে হয় সুহৃদ আমাকে অহংকারী ভাবেন... আসলে আমি তেমন কখনোই নই...
সুহৃদকে আমার ভালো বন্ধু মনে হয়েছে সবসময়... আমি তাকে পছন্দ করি...
আন্তরিক ধন্যবাদ জানবেন স্বপ্নচারী... খুব খুশি হলাম... যারা চমৎকার সুন্দর কথা বলতে পারেন তাদের আমি সবসময়ই পছন্দ করি... আমি কথা বলা শেখার চেষ্টা করি তাদএর কাছ থেকে... ক্লান্তির পর নিশ্চয় আনন্দদায়ক কিছু অপেক্ষা করছে আপনার জন্য...
শুভকামনা...
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৪
এহসান সাবির বলেছেন: এসব আমাদের প্রাপ্য
প্রায়শ্চিত্ব আমাদেরই করতে হবে।।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন এহসান ভাই... আপনাকে পাওয়াটা সবসময়ই ভালোলাগার... তবে কথা হলো আমিতো আপনাদএর ওদিকে মোটেও যেতে পারছিনা... কতো কি না জানি লিখে ফেলেছেন! নিয়মিতশবার চেষ্টা করছি...
শুভকামনা...
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০২
বিদ্রোহী বাঙালি বলেছেন: তবু ভালো আপনি কবিতার ভাষায় আপনার কষ্টটা কিছুটা বের করে দিয়েছেন, যারা নির্বাক হয়ে আছে, তারা মনে হয় আরও বেশী কষ্ট পাচ্ছে। শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দিক সৃষ্টিকর্তা।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭
অদৃশ্য বলেছেন: ঠিক বলেছেন, কিছুটা মাত্র কষ্টানুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছি... আরও কিছুটা পারলে আরেকটু শান্তি পেতাম...
আপনার আগমন পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... খুশি হলাম খুব...
শুভকামনা...
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
হাসান মাহবুব বলেছেন: আমাদের ক্ষমা করো না জিহাদ...
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
অদৃশ্য বলেছেন: ঠিক বলেছেন হাসান ভাই... আমরা ক্ষমা পাবার যোগ্য নই... আড় এ যোগ্যতা অর্জনের জন্য আরো কতশত যুগ অপেক্ষা করতে হয় কে জানে...
আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
শুভকামনা...
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
আহসান জামান বলেছেন: চমৎকার পড়তে
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আহসান ভাই... খুব খুশি হয়েছি আপনাকে লিখাটিতে পেয়ে...
শুভকামনা...
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
জিয়াদ যেখানেই থাকবে আশা করি শান্তিতে থাকবে।
অদৃশ্য ভাই কেমন আছেন আপনি ?
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
অদৃশ্য বলেছেন: জিয়াদ মৃত্যুর আগে যে কষ্টটা পেয়েছে সেই অনুপাতে তার জন্য সেরা শান্তির জায়গা থাকা দরকার... কিন্তু আমরা এই স্মৃতিটা বিলীন হবার আগ পর্যন্ত কষ্টে থাকবো বলেই মনে হয়... যদিও সারা বিশ্বে এমন ঘটনা/দূর্ঘটনা অনেক, যেটা আপনাকে স্পর্শ করবে সেটাই আপনাকে রক্তাক্ত করবে...
ভালো আছি কান্ডারী ভাই আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায়... আশাকরছি আপনিও ভালো আছেন...
শুভকামনা...
২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯
অন্ধবিন্দু বলেছেন:
রক্তাক্ত পতনে যতন করে ধাক্কা লাগিয়ে দিলুম, অদৃশ্য।
এইটুকো তো করতে পারি আমরা ...
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭
অদৃশ্য বলেছেন: আপনাকে লিখাটিতে পেয়ে খুবই খুশি হলাম অন্ধবিন্দু... হ্যাঁ, আমরা ধাক্কাদিতেতো উস্তাদ... অন্যকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মাঝে যে এক বিশেষ আনন্দ আছে তা আমরা ভালোভাবেই জেনে ফেলেছি... তাই তার চর্চাও নিয়মিত করছি...
আন্তরিক ধন্যবাদ জানবেন অন্ধবিন্দু সাথে কৃতজ্ঞতাও...
শুভকামনা...
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
মাহমুদ০০৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আমাদের ক্ষমা করো না জিহাদ...
কই গেলেন ভাই ?
আমি থাকলে দেখি আপনি থাকনে না ?
যান এইবার গেলাম ।
এইবার আপ্নে আসেন
ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল ।
১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৭
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন মাহমুদ ভাই...
শুভকামনা...
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
জোহান বলেছেন: ভাইয়া অনেক দিন পর আসলাম সামুতে,,,আমাকে চিনতে পারছেন?
১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৯
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক দিন পর জোহান... আন্তরিক ধন্যবাদ জানবেন... ভালো থাকবেন...
শুভকামনা...
২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অসাধারণ!
১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৫০
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৫| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১
শায়মা বলেছেন: জিয়াদের কথা ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসে।
ভাইয়া অনেকদিন তোমাকে দেখিনা আর।
১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৫২
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন বরুণা দি... এইতো...
শুভকামনা...
২৬| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৫
আরজু পনি বলেছেন:
১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৫
অদৃশ্য বলেছেন:
শত আনন্দের পরেও আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি... আমরা কেউই অমর নই, এর এটা একটা কারণ হতে পারে...
শুভকামনা...
২৭| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৮
অদৃশ্য বলেছেন:
প্রিয় আরজুপনিকে যা লিখলাম আপাতত সেটা ছাড়া আর কিছুই মনে আশছে না আপনার মন্তব্যের জবাবে...
শুভকামনা...
২৮| ১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৯
গোর্কি বলেছেন:
আমরা আমাদের অতীত ইতিহাস ভুলে গেছি। অন্ধকারে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। ক্ষমা নেই আমাদের ক্ষমা নেই।
খুব শীঘ্রই দেখতে পাবার আশায় রইলাম সুপ্রিয় ভাইটি। খুব ভাল থাকা হোক এই বসন্তে। শুভকামনা সতত।
১১ ই মে, ২০১৫ দুপুর ১:০০
অদৃশ্য বলেছেন:
আপনাকে অনেক ফিল করি প্রিয় গোর্কি... চেনা ছবিগুলো সবসময়ই আমাকে টেনে রাখে... আপনার অপেক্ষাতেও রইলাম...
শুভকামনা...
২৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৫
এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!
১১ ই মে, ২০১৫ দুপুর ১:০১
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন... এসব আনন্দের...
শুভকামনা...
৩০| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
লেখোয়াড়. বলেছেন: ..................
মিতা, তাহলে আপনি আর আসবেন না?
আমাদের সাথে কথা বলবেন না?
আমরা আপনাকে আর দেখদে পাবো না??
১১ ই মে, ২০১৫ দুপুর ১:০৬
অদৃশ্য বলেছেন:
আমাকে দেখার কিছু নাই সুহৃদ... ভিড়ের হাজারো মানুষের মাঝের একটি মুখ আমার... স্মৃতিতে রাখার মতো নয় কখনোই... বরং আপনারা আমাকে এভাবে মনে রাখেন এটা ভেবেই আমি আরও বেশি আশ্বর্য হয়ে যাই... ভাবাবেগে উড়তে থাকি... এই বারবার ফিরে আসাটা আপনাদেরমতো কিছু প্রিয় মুখের জন্যই বোধহয়...
শুভকামনা...
৩১| ১০ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৪
লেখোয়াড়. বলেছেন: মিতা................!!!
আজ আপনাকে আমার ব্লগে দেখলাম!!
কি সমস্যা আপনার??
আমাকে বলুন, প্লিজ।
আমাকে এভাবে আপনি শাস্তি দিতে পারেন না।
আমি আপনাকে শুধু একজন ব্লগার হিসেবে দেখি না, তার থেকেও অনেক কিছু।
যদিও আপনি সেটা বোঝেন, প্লিজ কথা বলুন।
১১ ই মে, ২০১৫ দুপুর ১:১২
অদৃশ্য বলেছেন:
মানুষকে কষ্ট দেওয়াটা অন্যায়... সে যদি সুহৃদ/প্রিয়জন হয় তো তা মহা অন্যায়... মনে হয় আপনার মতো আমিও কিছুটা অনুভব করি বা করতে পারি... আপনার মন্তব্য আমাকে আবারো আবেগে ভাসালো...
শুভকামনা...
৩২| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:০৩
আরজু পনি বলেছেন:
দৃশ্যমান হওয়ার জন্যে ধন্যবাদ দিতে এলাম।
আশাকরি বুঝতে পেরেছেন কী বোঝাতে চেয়েছি ।
১১ ই মে, ২০১৫ দুপুর ১:১৬
অদৃশ্য বলেছেন:
আমাকে স্মৃতিতে রেখে দেবার জন্য আন্তরিক ধন্যবাদতো আপনার পাওনা প্রিয় আরজুপনি... আমি বরং কিছুটা ক্ষমা চেয়ে নিতে পারি আপনার/ আপনাদের কাছ থেকে... আপনাদের প্রতি সম্মান/ভালোবাসার প্রকাশ ধরে নিতে পারেই এই আসাটাকে...
শুভকামনা...
৩৩| ১২ ই মে, ২০১৫ সকাল ১১:১০
অন্ধবিন্দু বলেছেন: অদৃশ্যকে অদৃশ্য দেখতে চাইনে...
কবিতা চাই ...
২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৭
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন অন্ধবিন্দু... অনেকদিন পর আপনাকে দএখে খুবই খুশি হলাম...
শুভকামনা...
৩৪| ১২ ই মে, ২০১৫ সকাল ১১:২৩
লেখোয়াড়. বলেছেন: মিতা...................
তবে আপনাকে পাওয়া গেল!!
কেন এভাবে চলে যান আমাদের ছেড়ে??
আরজুপনি আপনাকে খুঁজেছিল অনেক, আমি বলতে পারিনি আপনার খবর।
যদি পারেন তো তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন।
আর আমার সাথে? সে চাওয়া কি আমার পূরণ হবে!!!
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০০
অদৃশ্য বলেছেন:
সুহৃদ... আপনাকে ও প্রিয় আরজুপনির জন্য শুভকামনা অনেক অনেক... ভালো থাকুন প্রতিটি সময়...
৩৫| ১৬ ই মে, ২০১৫ সকাল ৯:৪০
লেখোয়াড়. বলেছেন:
কি হলো মিতা!
লেখা কই? কথা কই?
আমি যে বড্ড একা হয়ে যাচ্ছি।
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০২
অদৃশ্য বলেছেন:
সুহৃদ... দিনকে দিন মনে হয় বিচ্ছিন্নতাবাদীদের দলে ভিড়ে যাচ্ছি... যখন এমনটা হচ্ছহে তখন আমিও কিন্তু একা হয়ে যাচ্ছি... শুভকামনা...
৩৬| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫০
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫
অদৃশ্য বলেছেন:
এহসান ভাই, খুবই খুশি হলাম শুভেচ্ছাটুকু পেয়ে... এজন্যইতো আপনাদের কিছুতেই ভুলতে পারিনা... আপনার জন্যও অনেক অনেক শুভকামনা...
৩৭| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০২
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!
কেমন আছো???
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮
অদৃশ্য বলেছেন:
শায়মাপুনি !!!!!!!!!!!!
আপনি কেমন ছিলেন! আছেন!... আমিও আছি, আপনাদের মতো মানুষরা আমাকে ভালো থাকতে সবসময় সহযোগিতা করে... অনেক শুভকামনা...
৩৮| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৩
শায়মা বলেছেন: ব্লগে তো আর আসোইনা ভাইয়া।
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯
অদৃশ্য বলেছেন:
আসিনা ঠিক তবে আপনাদের মিস করি অনেক... এই ব্লগটা আমার অনেক আনন্দ বেদনার সাক্ষী তাই সামুকে চাইলেই ভুলতে পারিনা... ভালোবাসার জায়গাগুলোর মাঝে সামুর নামটাও সেঁটে আছে... আর সামুর সাথে আপনারাও...
শুভকামনা...
৩৯| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭
লাবনী আক্তার বলেছেন: ইদানিং আপনি কেমন গাছাড়া ভাব ধরে আছেন, ঘটনা কি? আপনাকে দেখা যায়না...
আমার কোন এক লেখায় এই কমেন্ট টা আপনি দিয়েছিলেন। কিন্তু এখনত দেখছি এটা আপনার জন্য প্রযোজ্য।
আপনার লেখা মিস করি ভাইয়া।
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০
অদৃশ্য বলেছেন:
এভাবে মনে রাখবার জন্য আন্তরিক ধন্যবাদ লাবনী...হ্যাঁ সত্যই তাই যে ওটা এখন আমার জন্যই প্রযোজ্য... আপনার লিখাওতো মিস করি, করছি... ভালো থাকবেন...
শুভকামনা...
৪০| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬
লেখোয়াড়. বলেছেন:
মিতা.............
আপনি একা হয়ে যাচ্ছেন না। আমি আছি, আমরা আছি। আপনি আসুন। কথা বলুন।
"একজন" বেশ অসুস্থ। এখন ভালর দিকে। পরিস্কার করে কিছু বলেন না। তো উনার একটু খোঁজ খবর নেন।
আপনি শুধু শুধু নিজেকে দুরে রেখে কষ্ট পান।
চলে আসুন।
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
অদৃশ্য বলেছেন:
আশাকরছি উনি এখন ভালো আছেন... আপনার মন্তব্যেই জানতে পেরেছিলাম, খোঁজও নিয়েছিলাম... সংবাদটুকু দেবার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে...
সুহৃদের জন্য শুভকামনা...
৪১| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
লেখোয়াড়. বলেছেন:
মিতা,
আপনার এই শেষ লেখাটি পোস্ট দেওয়া ২৮ ডিসেম্বর ২০১৪, তারপর আর কোন পোস্ট নেই। সুদীর্ঘ অাট মাস আপনার কোন পোস্ট নেই। মাঝে মাঝে আসছেন যে না তা নয়, হুট করে এসে দু একটি কথা বলে আবার ছুট, বড়ই অদ্ভূত! আপনি আসলেই রহস্যময়!!
মিতা,
আপনাকে অনেক ডেকেছি, আপনার কাছে অনেক কিছু চেয়েছি, কিন্তু সব কিছুতে আমার প্রাপ্তি শূণ্য। আপনার নিকট থেকে কোন কিছু পেতে হলে যেভাবে বলার দরকার আমি হয়তো সেভাবে বলতে পারিনি। তাই বুঝি আমাকে দ্রোহের আগুনে পুড়ে পুড়ে দগ্ধ হতে হচ্ছে!!
মিতা,
কোন কিছু ম্রিয়মাণ হওয়া আগে তাতে একটু সুখের পরশ দেওয়া জরুরী হয়। কত সন্ধ্যা চলে যাচ্ছে আমাদের জীবনের সনাতনী কক্ষপথে, এখানে সবকিছু কি ম্রিয়মাণ হয় সুখের পরশ ছাড়া? হয় বোধহয়। কখনো আপনার নিকট থেকে অবজ্ঞার বার্তাবহ হতে চাইনি, তাইতো এতদিন, এত সময় ধরে আপনার জন্য অপেক্ষা করি।
মিতা,
মন হৃদ্যতার চৌকাঠ পেরোলে ইচ্ছারা সামনে এসে দাঁড়ায়, স্বপ্নরা জাগতিক ভাবনাকে তুচ্ছ করে আত্মাকে নিয়ে যায় অন্তর্লোকে। যেখান থেকে শূণ্যতার প্রতিবিম্ব দুরে চলে যায়, সব ভাললাগা জড়ো হয় এক মোহগ্রস্থ মোহনায় জীবনের সন্ধানে। আমি কে?
আপনাকে প্রশ্ন করার আমি কে??
মিতা,
ভাল থাকেন।
আমার ডাক নাহয় শুনলেন।
৪২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮
অদৃশ্য বলেছেন:
আপনি প্রিয়জন... আপনি সুহৃদ... প্রশ্ন আপনি করবেননাতো কে করবে... তবে ক্ষেত্রবিশেষে উত্তর দেবার ক্ষমতা আমার থাকে বা থাকেনা... আপনি বুঝবেন যে উত্তর দেবার চেয়ে প্রশ্ন করা সহজ... ভালো থাকুন সর্বদা...
সুহৃদের জন্য শুভকামনা...
৪৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬
লেখোয়াড়. বলেছেন:
মিতা কেমন আছেন!!??
হঠাৎ দেখছি আপনাকে।
আরো কিছু খবর বলুন।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২
অদৃশ্য বলেছেন:
এইতো ভালো... খারাপ আছি বলতে ভালো লাগেনা... মানসিক শান্তিতে নাই বলতে ভালো লাগেনা...
সুহৃদের জন্য শুভকামনা...
৪৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪
গোর্কি বলেছেন:
এখন থেকে আশা করি নিয়মিত পাব আপনাকে। শুভকামনা রইল সুপ্রিয়।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
অদৃশ্য বলেছেন:
শ্রদ্ধেয় গোর্কি
আপনার এমন উপস্থিতি সমসময়ই আনন্দময় ও প্রেরণাদায়ক... কে না চায় প্রিয়জনদের সাথে একসাথে থাকতে... তবে প্রয়োজন ও সময় আমাদের বিচ্ছিন্ন করে রাখে...
শুভাকামনা আপনার জন্যও...
৪৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৪
পেন আর্নার বলেছেন: অনেকদিন হয়ে গেছিলো, আপনাকে পাইনি। আপনার উপস্থিতি কাম্য।
তাহলে কিছু কথা বলা যেতো কবিতা/লেখা নিয়ে।
শুভকামনা কবি।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
অদৃশ্য বলেছেন:
অনেকদিনপর আপনাকে দেখলাম... খুবই ভালোলাগার... আপনারা আমাকে মনে রেখেছেন এটা আমার কাছে বিস্ময়ের...
ইদানিং মনে হয় কবিতা আমার জন্য নয় বা আমি কবিতার জন্য নই... লিখা দিয়ে আমি নতুন পৃথিবী সৃষ্টি করতে পারবোনা... নতুন মনও সৃষ্টি করতে পারবোনা... হতাশা আমার উপর চাপ সৃষ্টি করছে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৪৬| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
সুপান্থ সুরাহী বলেছেন: খুব ভাল লাগা।
কেমন আছেন?
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
অদৃশ্য বলেছেন:
আরে সুপান্থ যে !!! এই বেশ ভালো আছি... আপনাকে অনেকদিনবাদে দেখে খুবই খুশি হলাম... ইদানিং ব্লগে নিয়মিত নই, আপনাদের সাথে দেখাও হয়না ঠিকমতো আর আপনাদের অনেক লিখা পাঠ বাদ পড়ে গেছে... খোঁজ নিলেন বলে খুবই খুশি হয়েছি...
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা...
৪৭| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন: আমিও অনেক দিন পর পর আসি। ব্যস্ততা বেড়ে যাচ্ছে...
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
অদৃশ্য বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইলো সুপান্থ সাথে শুভকামনাও...
৪৮| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
রুদ্র জাহেদ বলেছেন: এসব আমার প্রাপ্য
প্রায়শ্চিত্ব আমাকেই করতে হবে।।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
অদৃশ্য বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইলো রুদ্র সাথে শুভকামনাও...
৪৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
লেখোয়াড়. বলেছেন:
মিতা খুঁজে গেলাম আপনাকে।
ভুলিনি, ভুলিনি।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
অদৃশ্য বলেছেন:
সুহৃদ নতুন বছরের শুভেচ্ছা রইলো, সাথে শুভকামনাও... আমিও কি ভুলে গেছি নাকি ?
৫০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
অদৃশ্য বলেছেন:
এহসান ভাই নতুন বছরের শুভেচ্ছা রইলো সাথে শুভকামনাও... আপনার আন্তরিকতায় মুগ্ধ...
৫১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
বৃতি বলেছেন: একবছর ধরে আপনার নতুন পোস্ট নেই আপনাকেও ব্লগে দেখি না। কেমন আছেন, অদৃশ্য?
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
অদৃশ্য বলেছেন:
আরে বৃতি যে!... আশাকরছি ভালো চলছে আপনার সময়...
হৃদপিন্ডে ভাইরাস এ্যাটাক করেছিলো! ... জানেনতো ভালো না লাগাটাও একটি বিশেষ রোগ... এখনো আংশিক আক্রান্ত অবস্থাতে আছি...
তবে ব্লগে এলে প্রিয়জনদের দেখলে মনটা ভালো হয়ে যায়... খুব ভালো লাগে... তারপরেও অনিয়মিত ছিলাম বা আছি... মাঝে মাঝে আপনাদের খুঁজে যাই...
শুভকামনা...
৫২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৭
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৫৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২০
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৫১
অদৃশ্য বলেছেন:
এভাবেই প্রিয়জনদের ভালোবাসায় আমি সিক্ত হয়ে এসেছি বারবার... যদিও ভার্চু্য়্যাল তার পরেও এর দারুন একটা প্রভাব আছে... এসব আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করে সবসময়...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৫৪| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:০৭
শায়মা বলেছেন: ভাইয়া! তুমি!!!!!!!! কোথায় ছিলে!!!!!!!
১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩০
অদৃশ্য বলেছেন:
এইতো শায়মাপুনি... আমি এখানে... এই ব্লগের ভেতরে আটকে আছি... খুব খুশি হলাম আপনাকে দেখে... আমি এমনিতেই আপনার ওখানে গিয়েছিলাম... ইদানিং তো মন্তব্য করা হয়না... মাঝে মাঝে অফ লাইনে এর ওর ব্লগ ঝুরে আসি...
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা...
৫৫| ২৮ শে মে, ২০১৬ রাত ৮:০১
সুপান্থ সুরাহী বলেছেন: উফ! কি ভীষণ যন্ত্রণাময়!
কেমনাছেন আপনি?
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম সুপান্থ আপনাকে দেখে... আমিতো আছি মোটামোটি, আপনার খবর টবর কি? অনেকদিন আগেই সম্ভবত জেনেছিলাম চাকুরিতে ঢুকেছেন... এখনো আশাকরি তা ঠিকঠাক চলছে... সবকিছু ঠিকঠাক চলুক এমনই দোয়া থাকবে সবসময়...
সুপান্থর জন্য
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পেলাম প্রিয় অদৃশ্য ভাই।
আশা করি ভালো আছেন।