নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

সামু লাভারস্‌ আসুন সামুর পেয়েলায় ঘূর্ণায়মান তরলের শেষ চুমুকটা উপভোগ করি... একসাথে... স্মৃতিচিহ্ণতে...

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৪৬

প্রিয়জন/বন্ধুগন...

কতোনা সময় এই সামুতে আটকে আছে আমার ও আমাদের স্মৃতিচিহ্ণ নিয়ে... অনুভবের অভিজ্ঞতায় বলতে পারি যে ভালোবাসলে ব্যাথা হয় হৃদয়ে... প্রেমিকার আগমন, প্রস্থান অথবা দূরত্বে যেমন হৃদপিন্ডে ব্যাথা হয় তেমনি সামুতে লিখতে বসলে, চলে গেলে, দূরত্ব বাড়লে বা নতুন করে ফিরে আসবার সময়কালেও বুকে ব্যাথা হয়... এটা নিখাদ আবেগ আমি বলি নিখাদ ভালোবাসা... সামুর প্রতি ভালোবাসা

অর্ধযুগের উপর এই সামুর সাথে আছি অথবা সামু আমার সাথে আছে... কি দারুন একটা ব্যাপার... কি দারুন সব অনুভূতি... যা কিনা গল্প করে বা ভাষাতে প্রকাশ কোনকালেও সম্ভব নয়... আমি ভালোবাসতে জানি তবে তার প্রকাশ কতোটুকু করতে পারি তা জানিনা... অবশ্য তার প্রয়োজনও মনে করিনা... আমি ভালোবাসি আমি অনুভব করি... আর ভালোবাসাটা তীব্র হলে যার প্রতি ভালোবাসা সেও অনুভব করবে...

এখানে সামুর অস্তিত্ব হলো আমার প্রিয়জনেরা যারা আমার ভালোবাসাটা অনুভব করতে পারে... আমি বিশ্বাস করি তারা অনুভব করতে পারে, দারুনভাবেই পারে... তাইতো থেকে বা না থেকেও হৃদয়ে ব্যাথা অনুভব করি সামুর জন্য প্রিয়জনদের জন্য...

আজ এই মুহুর্তে মনে হচ্ছে প্রিয় সামুর দেহের চারপাশে নিকৃষ্ট ভাইরাস/ব্যাকটেরিয়ার দল পদচারনা শুরু করেছে... এরা সবসময়ই ক্ষতিকর এরা শুধুমাত্র ধ্বংস করতে জানে অসাধারণ কিছু সৃষ্টি করতে জানেনা... আর এর থেকে প্রতিকারের কোন ব্যাবস্থা আছে কিনা তা স্রেফ সময়ই বলতে পারে... আমি অন্তত জানিনা... আমার তরফ থেকে তাদের জন্য শুধুমাত্র ঘৃণা... এক আসমান পরিমান ঘৃণা...


তাই সামু লাভারস্‌ আসুন সামুর পেয়েলায় ঘূর্ণায়মান তরলের শেষ চুমুকটা উপভোগ করি... একসাথে... স্মৃতিচিহ্ণতে...

আপনাদের জন্য...


ফিরে আসা
_________



ফিরে আসা ছাড়া কোন উপায় নেই আমার

তোমার উপস্থিতি ও অক্ষরগুলো একত্রিত হয়ে সুনামি হয়ে যায়
প্রবল বেগে এসে ঝাপটা মেরে আমার অন্তরপিন্ডের
স্পন্দন বাড়ায়

ফিরে আসতেই হয় আমাকে
তোমার ছাঁয়ায় নিজেকে জুড়িয়ে নিতে
বহুরূপের স্পর্শে মোহিত ও শব্দহীন কথাগুলোতে আন্দোলিত হতে

বারবার ফিরে আসতে হয় ঘুমহীন স্বপ্নের প্রেরণায়।।


___________


অদৃশ্য
____

মন্তব্য ৮৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! কত দিন পর আপনাকে অনলাইনে দেখলাম! সেই পুরানো দিনগুলোর কথা মনে পড়ল!

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৬

অদৃশ্য বলেছেন:



কাল্পনিক ভাই... আন্তরিক ধন্যবাদ জানবেন... খুবই খুশি হলাম আপনাকে পেয়ে... ইদানিং মাঝে মাঝে আসি তবে কোন লিখা দিতে ইচ্ছা করেনা... আবার মন্তব্য করতেই ইচ্ছা করেনা... তবে ব্লগে আসি দৃশ্যত না হলেও অদৃশ্যে... হ্যাঁ, পুরাতন অনেক ঘটনা মনে পড়ে প্রায়শই... আজ অনেকেই নাই... আফসোস হয়, কোন কিছুকেই আটকে রাখা যায়না, সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যেতে থাকে...

আপনার জন্য অনেক অনেক শুভকামনা...

২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৩

শামছুল ইসলাম বলেছেন: সামুর প্রতি আপনার নিখাদ ভালবাসার প্রকাশটা মন ছুঁয়ে গেছেঃ

//প্রেমিকার আগমন, প্রস্থান অথবা দূরত্বে যেমন হৃদপিন্ডে ব্যাথা হয় তেমনি সামুতে লিখতে বসলে, চলে গেলে, দূরত্ব বাড়লে বা নতুন করে ফিরে আসবার সময়কালেও বুকে ব্যাথা হয়... এটা নিখাত আবেগ আমি বলি নিখাত ভালোবাসা... সামুর প্রতি ভালোবাসা//

দারুণ বলেছেনঃ

//আমি ভালোবাসি আমি অনুভব করি... আর ভালোবাসাটা তীব্র হলে যার প্রতি ভালোবাসা সেও অনুভব করবে...//

ফিরে আসা কবিতাটাও অনবদ্য হয়েছে।

ভাল থাকুন।সবসময়।

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৩

অদৃশ্য বলেছেন:



দারুন বললেন আর আমিও দারুন কিছুই অনুভব করলাম... আপনার এই কথাগুলো আমার জন্য খুবই মূল্যবান... এসব কথা সবসময়ই আমাকে উৎসাহিত করে... গভীরে যেতে সাহায্য করে... আপনার আগমনে খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ।

১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩৩

অদৃশ্য বলেছেন:



আপনাকেও আন্তরিক ধন্যবাদ...
শুভকামনা...

৪| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫১

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩৭

অদৃশ্য বলেছেন:



আপনার উপস্থিতিতে সবসময়ই খুশি হই... আশাকরছি ভালো সময় চলছে আপনার...

শুভকামনা...

৫| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫১

ডরোথি গোমেজ বলেছেন: পেয়ালায় তরল ঘুর্ণায়মান হয় কিনা জানিনা, তবে সামুর পেয়ালায় হলেও হতে পারে।
আপনার বুকে ব্যথা অনুভব করতে পারছি কারণ আমারো অল্প অল্প করছে :D

১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৪৫

অদৃশ্য বলেছেন:



পেয়ালায় তরল ঘূর্ণায়মান হয় কিনা তা এখনই আপনাকে পরিক্ষা করে নেওয়া দরকার... একটা নতুন অভিজ্ঞতাতো হয়ে যাবে... আর সামুর পেলায় অনেক কিছুই হয়ে যায়... এটস্‌ ম্যাজিক্যাল...

আর শেষের অংশটুকু হলো অনুভূতি অথবা সন্দেহজনক অনুভূতি... মানে হলো হয়তো ব্যাথা করছে কিন্তু আপনার মনে হচ্ছে এটা ব্যাথা না অন্য কিছু... আবার হয়তো ব্যাথা হচ্ছেনা কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা ব্যাথা...

খুবই খুশি হলাম আপনার উপস্থিতিতে... ধন্যবাদ জানবেন...
শুভকামনা...

৬| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:০০

জুন বলেছেন: অনেকদিন পর দৃশ্যমান হলেন অদৃশ্য। দেখে ভালোলাগলো অনেক।
শুভকামনা :)

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৪০

অদৃশ্য বলেছেন:



এই যে আমাকে দেখে আপনার ভালো লাগলো এই ব্যপারটাই তো আমার পরম পাওয়া... ঠিক সেভাবেই আপনার উপস্থিতিতে আমি অনেক অনেক আনন্দিত... আমি অনুভব করছি আপু... আপনি অদৃশ্যকে ভুলে যাননি !!

এর মধ্যে আপনার দু'টি লিখা পড়েছি... নির্বাচিততে এসেই পেয়েছিলাম... এভাবে আরও অনেকের লিখা পড়তাম, যখনই আসতাম... শুধু মন্তব্য করা বা কিছু লিখা থেকে দূরে থেকেছি... ভ্রমণ আমার খুবই প্রিয় বিষয়... নিজেরর এতো সুযোগতো হয়না তবে অন্যেরটা জানতে আমার এতোটুকু আগ্রহের কমতি নেই...

শুভকামনা অনেক অনেক আপনার জন্য...

৭| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দৃশ্যমানরা অদৃশ্যহয়ে গেলে হয়? মান অভিমান ভুলে কাপিয়ে তুলুন লিখনির ঝড়ে। ভাল থাকবেন অনেকেকে দেখতে পাবেন যারা আগেও ছিল এখনো আছে।

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৯

অদৃশ্য বলেছেন:



এসব আসলে সময়ের ফের... জীবনের কোনকিছুই খুব সরলভাবে চলেনা... অনেক অনেক অনভূতি নিয়েই আমাদের জীবন... তবে কথা হলো ভালোবেসে যতদূরেই যাননা কেন, তা আপনাকে কাছে টানবেই... আসা না আসাটা আপনার ইচ্ছা... জীবনেতো মান-অভিমান থাকবেই... সামু নিশ্চয় এর ব্যাতিক্রম নয়... আমিও চাই সবাই ফিরে আসুক... যারা মানুষকে অনুপ্রাণিত করতে, ভালোবাসা ও সম্পর্ক শেখাতে এতটুকু কার্পন্য করেনা...

আপনার আগমন ও মূল্যবান মন্তর‌্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... অনেক অনেক খুশি হয়েছি...।
শুভকামনা...

৮| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:১২

ডরোথি গোমেজ বলেছেন: পড়ে অনেক অনেক ভালো লাগলো, হাসলামও।

মানে হচ্ছে ব্যাখ্যাতীত, আবার ব্যাখ্যাতীতও নয়।
অদৃশ্য, কিন্তু তার আবার অস্তিস্ত্ব আছে। হাহাহা

ঘূর্ণন তৈরি হয় কিনা তাতো দেখালেন না?

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৭

অদৃশ্য বলেছেন:



আমিও ঠিক তেমনটাই চেয়েছিলাম যে আমার জবাবে আপনি কিছুটা কুল ফিল করেন... এইবার আমার কিছুটা হাসবার পালা... অদৃশ্য তবে তার অস্তিত্বের অনুমান করা যায় সাভাবিকভাবেই... এটা সত্যই হাস্যকর তাইনা... তবুওতো কাউকে হাসানো গেলো...

আমি আপনাকে বলেছিলাম যে একটা পেয়ালা নিন আর ট্রায় মারুন... দেখুন ঘূর্ণন তৈরী হয় কিনা আর যদি তা হয় তবে তার ভেতরে একনজরে তাকিয়ে থাকুন আর দেখুন... কি দেখতে পাবেন সেটাতো আর বলতে পারছিনা...

আচ্ছা একটি কথা বলতেই হচ্ছে আর সেটা হলো কয়েকমাসতো ব্লগে আছেন, ব্লগ লিখেননা কেন... খুব খুশি হয়েছি আপনার ফের আগমনের জন্য... এসব সবসময়ই ভালোলাগার...

শুভকামনা...

৯| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৩

আহমেদ জী এস বলেছেন: অদৃশ্য ,



কথাগুলো চমৎকার করে বলেছেন । ভালোবাসা অনুভবের ব্যাপার । এটা অনুভব করে নিতে হয় । আপনার ফিরে আসাতে অনুভব করছি, সামুকে একবার কেউ ভালোবেসে ফেললে তার ফিরে যাবার সব রাস্তা বন্ধ ।
সামুর দেহের চারপাশে নিকৃষ্ট ভাইরাস/ব্যাকটেরিয়ার দল পদচারনা শুরু করেছে বলে যে বাস্তবতার কথা বলেছেন তা একমাত্র ঋদ্ধ ব্লগারদের হ্যান্ডওয়াশেই তাড়ানো সম্ভব ।
শুধু শেষ চুমুকটা উপভোগ করা নয় , আসুন প্রতিটি চুমুকই উপভোগ করি , প্রতিদিন ।

১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:১০

অদৃশ্য বলেছেন:



চমৎকার মন্তব্য করলেন আহমেদ ভাই... আপনাকে সাধুবাদ এইজন্য যে আপনি অনেকদিন থেকে সামুতে নিয়মিত আছেন... আর আপনার সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণাটাও চমৎকার... আপনার পাঠ প্রতিক্রিয়াও অত্যন্ত চমৎকার... এসব পজিটিভ ব্যাপার...
আপনাদের মতো কিছু মানুষই সবসময় অন্যদেরকে দারুনভাবে অনুপ্রাণিত করে থাকে... তারা ফিল করতে শেখে... যা জীবনে চলার পথে খুবই প্রয়োজন...

কিছু কিছু মানুষ হারিয়ে গেলে তাদের আর ফিরে পাওয়া যায়না... আর কিছু কিছু আছে যারা আসলে হারাতেই চায়না... হাহ হাহ হাহ... আপনার আগমন আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক...

আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...

১০| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রথমেই বলে নেই
সামুয় আমি শিশু;
চিনিনে জানিনে অত
বুঝিনে বহু কিছু।

দেখেই বুঝেছি তোমা
অদৃশ্য কি শক্তি;
পোষ্টখানি পুরো পড়ে
এসে গেলো ভক্তি।

সেকি ধার কবিতায়
গভীরতা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

আহলান সাহলান
সামুর তুমি রত্ন;
হও প্লিজ রেগুলার
লিখায় কর যত্ন।

১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:১৯

অদৃশ্য বলেছেন:



আপনার ছড়া পাঠকরে মুগ্ধ হয়ে গেলাম... এভাবে কারো প্রশংসা করলে মুগ্ধ না হয়ে উপায় আছে বলুন... আর আপনি নিজেও যে একটা সামুর রত্ন তার প্রমানতো আপনার মন্তব্যের মাধ্যমেই রেখে গেলেন... চমৎকার ছড়া... চমৎকার ভাব... চমৎকার অনুপ্রেরণা.... চমৎকার উপদেশ...

যদি নিয়মিত থাকি তবে নিয়মিতই দেখা হবে আশাকরি... আগমন ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা

১১| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: :( :( :(

ভাইয়া আমিও খুব ভয়ে আছি!

২১ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৮

অদৃশ্য বলেছেন:



শায়মাপুনি! ... কিসের ভয়... আপনার জন্য না সামুর জন্য... এজন্য বললাম যে আমরা ঠিক মরে যাব অথচ সামু তরতাজা সতেজ থেকে যাবে... হাহ হাহ হাহ... সুতরাং ...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
শুভকামনা...

১২| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সামুর উপর কালো থাবা পড়েছে।

শংকিত আমরা আপনার মতোও। অদৃশ্য থেকে দৃশমান হওয়ায় আপনাকে ধন্যবাদ।

ভাল থাকুন নিরন্তর।

২১ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৫

অদৃশ্য বলেছেন:



আপনার প্রিয় জিনিস নিয়ে যদি কেউ নোংরা চিন্তাভাবনা করে তবে তার প্রতি ঘৃণা বা রাগতো হতেই পারে... খারাপ চিন্তাভাবনাকারীরা সব সময়ই উদ্বেগের কারন... আন্তরিক ধন্যবাদ জানবেন স্মৃতিতে আমাকে রাখবার জন্য ও লিখাটিতে সময় দেবার জন্য... আশাকরছি দেখা হবে নিয়মিত...

শুভকামনা...

১৩| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

অন্ধবিন্দু বলেছেন:
অদৃশ্য,
উপস্থিতি জানালাম, অনুভব করুন অনুভব করুন। দেহ বিলীন পাখিদের, বিপর্যস্ত বিধ্বস্ত মননের, দৃশ্যের বিভ্রমে কোনও এক কাব্য পাঠকের এবং তার অলিখিত অভিমান... অনুভব করুন।

উধাও হবার আগে নোটিশ দিতে পারতেন। অথবা ফেসবুকে অন্তত কানেক্ট থাকতে পারতেন। দূরত্বে যেমন আপনার হৃদপিন্ডে ব্যাথা হয়, তেমন একটি হৃদপিন্ড কি আমাদের নেই ? সে হৃদপিন্ড কি উদ্বিগ্ন/আন্দোলিত হতে পারে না, কাহারও অনুপস্থিতিতে ?

হয়তো আমার পুরনো কথাটিই ঠিক, ভার্চুয়াল সম্পর্কগুলো বড়ই ঠুনকো ...

২১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৩

অদৃশ্য বলেছেন:



প্রিয় অন্ধবিন্দু... অনুভব করছি... করেছি... স্মৃতিবিভ্রম না হলে তা করতেই থাকবো... আপনি এসেই চমৎকার কিছু স্মরণ করিয়ে দিলেন... আহ্‌, আমার অনুভূতি আরও তীব্র হোক...
বলতে গেলে আসলে আমিও ঠিক কাজ করিনি... হয়তো আমি নিয়মিত সময় না দিতে পারায় আমার মতো কেউ কষ্ট পেয়েছে ( এই কষ্টটাকে একটু অন্যভাবে ভাবতে হবে )... তার প্রতি বা তাদের প্রতি অন্যায় করেছি... আমি কারও মনকষ্টের কারন হলে তার কাছে অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী... এমনটা আমি মোটেও করতে চাইনা... তবে হয়ে যায়...

অবশ্যই আপনাদের প্রত্যেকের আমার থেকেও উন্নততর হৃদয় আছে... আমি বিশ্বাস করি যে আমার হৃদয়টা এখনো অপরিপক্ক... মাঝেমাঝেই না বুঝে ভুল ভ্রান্তি করে ফেলে...

কথার কথায় বলতে হয় যে আপনার পুরনো ধারণা অনেকটা ঠিক... ভার্চুয়াল কিছু সম্পর্ক আসলেও ঠুনকো হতে পারে তবে ভার্চুয়াল সব সম্পর্কে মোটেও ঠুনকো ভেবে ভুল করবেন না... কিছু সম্পর্ক অসাধারণ দৃঢ়তা নিয়ে থাকে... আর উদাহারণ আসলে সেগুলোই... এমনকি দৃশ্যের বাইরে থেকেও সেসব সম্পর্ক অত্যন্ত বিশ্বস্ত ও দৃঢ়...

আপনার ওদিকে কতোদিন যাওয়া হয়নি... মাঝে মাঝে এসেছি, নিজের লিখার কিছু জবাব দিয়েই আবার চলে গেছি... আপনাকে এই লিখাতে পেয়ে খুব খুব খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সব সময়ের...

অন্ধবিন্দর জন্য শুভকামনা...

১৪| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: এক সময় আমি আপনার লেখার নিয়মিত পাঠক ছিলাম।

২১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৪

অদৃশ্য বলেছেন:



অত্যন্ত খুশি হয়েছি মাসুম ভাই আপানকে লিখাটিতে পেয়ে... অনেকদিনবাদে একটি লিখা দিয়ে আমি ভেবেছিলাম পরিচিত তেমন কাউকেই পাবোনা... কিন্তু আমার সে ধারণা আপনারা ভুল প্রমাণ করেছেন... আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে আপনি আপনার অনেক মূল্যবান সময় আমার লিখা পাঠ করে খরচ করেছেন... আমি বহুবার অনেককেই বলেছি যে এর প্রতিদান কোনভাবেই সম্ভবনা... মনের গভীর থেকে আপনার জন্য ভালোবাসা...

শুভকামনা...

১৫| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: অদৃশ্য, কতদিন পর!

মিস করি আপনাকে। এবং যেসকল ভয়ানক গুজব শুনছি সামুকে নিয়ে আজকাল, তাতে অনুভূতিটা প্রগাঢ় হচ্ছে আরও।

২১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৪

অদৃশ্য বলেছেন:



প্রোফেসর... আমিও আপনাকে মিস করি... আমার অতি পরিচিত কয়েকজনের মাঝে আমিও একজন যে কিনা আমার ঘরে নিয়মিত আসতো... আমাকে অনুপ্রাণিত করতো...

সামুকে নিয়েতো আর কম কিছু শুনিনা... সামু টিমের সামুকে রক্ষার আন্তরিক চেষ্টার পরও এর উপর হায়েনার চোখ... আশাকরি সব ঠিক হয়ে যাবে... তবে আমার মনেও যথেষ্ট সন্দেহ... হারাবার ভয় আমার ভেতরেও আছে... তাইতো সামুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এলাম...

আপনার লিখা অনেকদিন পড়া হয়না... আশাকরি সামনে হবে...
শুভকামনা...

১৬| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৫২

ফয়সাল রকি বলেছেন: সামু লাভারস্‌ আসুন সামুর পেয়েলায় ঘূর্ণায়মান তরলের শেষ চুমুকটা উপভোগ করি... একসাথে... স্মৃতিচিহ্ণতে.
চমৎকার টাইটেল।

২২ শে মে, ২০১৬ সকাল ১১:৫৫

অদৃশ্য বলেছেন:



আন্তরিক ধন্যবাদ জানবেন রকি... আমার ঘরে সু-স্বাগতম... আপনার পছন্দে আমি খুশি হয়েছি...

শুভকামনা...

১৭| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

এহসান সাবির বলেছেন: আরে ভাইরে.............!! একদম নামের সাথে কাজেরও মিল করে দেখাইলেন..........!!

তো খবর কি? কেন এই নিরবতা?

আপনাকে মিস করেছি অনেক.........
নতুন পোস্ট চাই....

শুভ কামনা সব সময়।

২২ শে মে, ২০১৬ দুপুর ১২:০৫

অদৃশ্য বলেছেন:



এহসান ভাই, আশাকরি ভালো আছেন... আর লজ্জা দিবেন না... মানুষের মন, কখন কি করতে চায় তার কোন ঠিক নাই... তবে প্রশান্তি জিনিসটা আসলে আলাদা একটা ব্যাপার... আনি থাকলেও আপনি নিয়মিত আমার ব্লগে এসেছেন, এটা দারুন ব্যাপার... প্রিয়জন ছাড়া এমনটা আর কে করে বলুন... আপনি অনুভব করতে পারেন এবং করাতেও পারেন... এসব আমার ভেতরে দারুন সব আশার সঞ্চার করে...

আপনাকে পেয়ে খুব খুব খুশি হয়েছি... আশকরছি সামনে আবার কথা হবে...
শুভকামনা...


১৮| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:০৪

গেম চেঞ্জার বলেছেন: আপনার নিক নিসেন অদৃশ্য!!!!!!!!!!!!!

কি করে আশা করি দৃশ্যমান থাকবেন????????

নিয়মিত হোন। আছি, সাথেই।

২২ শে মে, ২০১৬ দুপুর ১২:১২

অদৃশ্য বলেছেন:


আপনি যদি ঠিক বলে থাকেন তবে নাম ব্যক্তির চারিত্রিক গুনাবলী কিছুটা প্রকাশ করে !... একদম ঠিক না হলেও অনেকের সাথে তা মিলেও যায় !... তবে আশা করা যেতে পারে আংশিকের উপর... আমার ঘরে আপনাকে সু-স্বাগতম... খুবই খুশি হলাম আপনার উপস্থিতিতে...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...

১৯| ২১ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭

অপ্‌সরা বলেছেন: :(:( :( ভাইয়ু!!!!!!

২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৩১

অদৃশ্য বলেছেন:



ভয় পাওয়া বা আপসেট হবার কিছু নেই শায়মাপুনি... এরকম অনেক সাইটই বছরের পর বছর ধরে থেকে যায় কিন্তু আমরা মানুষরা হুট করে মরে যাই... খেয়াল করে দেখুন আপনি সামুতে আসবার পর সামুর কতোজন ব্লগার মৃত্যুবরণ করেছেন... অথচ সামু ঠিকই চলতেছে... এরকম আমরাও মরে যাব আর সামু ঠিক সতেজ থেকে যাবে...

''বরুণা'' দি'কে খুব মিস করি... তার অর্থ এইনা যে অপস্‌রা কে মিস করিনা...
শুভকামনা...

২০| ২১ শে মে, ২০১৬ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: সামুর এই ক্রান্তিকালে আপনার মত একজন পুরোনো ব্লগারকে ফিরে আসতে দেখে খুব ভালো লাগলো।

২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৪

অদৃশ্য বলেছেন:


সত্য বলতে কি হাসান ভাই, বিষয়টাতে আমি খুবই মর্মাহত হয়েছি... বাসায় ব্রডব্যান্ড ব্যবহার করি, কয়েকদিন থেকে সামুতে ঢুকতে পারছিলাম না... ভাবলাম এমনিই হয়তো, কিন্তু পরে জানতে পারলাম এই ঘটনা... মন আর মেজাজ দুইটাই খারাপ হয়ে গেলো...

আমি এর আগেও এমনটা করেছি অনেকদিন আসিনি... তবে আপনার ক্ষেত্রে এমনটা কখনো হতে দেখিনি আমি অন্তত... এটা দারুন ব্যাপার... আমি আগেও বলেছি যে আপনি একজন পিওর সামু লাভার...

শুভকামনা...

২১| ২২ শে মে, ২০১৬ রাত ২:৪৩

বৃতি বলেছেন: ফিরে আসা ছাড়া কোন উপায় নেই আমার
বারবার এভাবে ফিরে আসুন অদৃশ্য :)

২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৫০

অদৃশ্য বলেছেন:



তার মানে হলো আবার আমাকে চলে যেতে হবে !... তারপর বছরখানেক পর আবার ফিরে এসে এমন একটি লিখা দিয়ে দিলাম তারপর আবার গুম হয়ে গেলাম তারপর... হাহ্‌ হাহ্‌ হাহ্‌... ভালোই বলেছেন... ভাবনাতে থাকলো বিষয়টা... আর নতুন কবিতা কোথায়?

'' বারবার ফিরে আসতে হয় ঘুমহীন স্বপ্নের প্রেরণায় ''

প্রিয় বৃতির জন্য
শুভকামনা...

২২| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:১০

বিজন রয় বলেছেন: ওয়েলকামব্যাক।

লিখুন বেশি বেশি।

শুভকামনা।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৯

অদৃশ্য বলেছেন:



আর আপনার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এভাবে নিয়মিত আমার ব্লগে আপনার মূল্যবান উপস্থিতির জন্য... আমিও আপনাকে দেখে খুবই খুশি হয়েছি বরাবরের মতো...

বেশি বেশি লিখাটা কঠিন ব্যপার তবে মাঝে মাঝে লিখবো আর বেশি বেশি আপনাদের লিখা পড়বার চেষ্টা করবো... এমনই ইচ্ছা...
আপনার জন্য অনেক অনেক শুভকামনা...

২৩| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনি নিয়মিত হলে কথা হবে নিয়মিত।

আশা করি নিয়মিত হবেন। :)

২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:২৭

অদৃশ্য বলেছেন:



আমিতো আসলে সামুতে নিয়মিতই... কখনো কখনো মনটা খারাপ হয়ে গেলে একা একা সময় পার করি... কখনো কখনো একা একা থাকতে ভালো লাগে... আর সুযোগ পেলেই সামুতে ঢুঁ পারতে ভুলিনা... আশাকরি আমাদের ভার্চুয়াল দেখা ও কথা নিয়মিতই হবে...
আন্তরিক ধন্যবাদ আবারো
শুভকামনা...

২৪| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৮

প্রামানিক বলেছেন: আশা করি আপনি নিয়মিত হবেন।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২

অদৃশ্য বলেছেন:



আন্তরিক ধন্যবাদ জানবেন প্রামানিক ভাই... সময়করে এলেন বলে খুবই খুশি হলাম... আশাকরি সামনে আপনার আরও লিখা পড়বার সুযোগ হবে...

শুভকামনা...

২৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৩:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: আপনার ফিরে আসা নিয়ে অনুভূতি গুলো মন ছুঁয়ে গেলো । আশা রাখি নিয়মিত লিখবেন এখন থেকে । পুরনো ব্লগারদের এই অতীতচারন গুলো আমার খুব ভালো লাগে , আমি এমনিতেই বেশী বেশী স্মৃতিকাতর , হবে হয়তো একারনেই আমার এই ধরনের লেখা খুব ভালো লাগে ।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

২৬| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৬

অদৃশ্য বলেছেন:



লিখাটি আপনার ভালোলাগায় প্রিত হলাম... এইসব অতি সামান্য টাইপের লিখাগুলোও আপনাদের ভালোলাগে বলেইতো বারবার লিখতে ইচ্ছে করে... এই উপস্থিতি ও পাঠও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

২৭| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৩১

অদৃশ্য বলেছেন:




নতুন পোষ্টের অপেক্ষায় আমিও আছি... আপাতত আপনাদের লিখা ক'দিন ঠিকঠাক পাঠ করি... তারপর না হয় কিছু একটা লিখা যাবে...

আন্তরিক ধন্যবাদ জানবেন
শুভকামনা...

২৮| ০২ রা জুন, ২০১৬ সকাল ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ওয়েলকাম ব্যাক! নিয়মিত হতে চেষ্টা করুন!

০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৪০

অদৃশ্য বলেছেন:




আপনার আগমনে খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন... নিয়মিত থাকার চেষ্টাতেই আছি...

শুভকামনা...

২৯| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৫২

আরজু পনি বলেছেন: !:#P

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৮

অদৃশ্য বলেছেন:



ভাবছিলাম কোথায় গেলেন আপনি আবার... কয়েকদিনতো আপনাকে চোখেই পড়লোনা... খুবই খুশি হলাম আপনাকে দেখে... আর সুহৃদের ওখানেতো কোন সাঁড়াশব্দ নাই... সেই যে ডুব দিয়েছেন তো আর উঠার নাম নাই... দ্যাখেননা চেষ্টা করে কোথায় সুহৃদ... কিভাবে ওনাকে আবারো নিয়মিত করানো যায়...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
শুভকামনা...

৩০| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৫

রেজওয়ান তানিম বলেছেন: কি যে বলব, ব্লগের কাছে আমার কত ঋণ তা অনেকটা ব্যাখ্যার অতীত।

ভালবাসার কথা যেমন কোনভাবেই প্রকাশযোগ্য নয়।

আপনি আবারো ফিরে এসেছেন দেখে ভাল লাগল অনেক।

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:০৮

অদৃশ্য বলেছেন:



আর আমিও আপনাকে এই লিখাতে পেয়ে প্রিত হলাম... অনেক কিছুরই সঠিক প্রকাশ খুবই কঠিন বা অসম্ভব একটি কাজ... ভাবনার ভেতর থেকে অনুভব করে নিতে হয়... ব্লগের/ব্লগারদের কাছে ঋণের ব্যাপারে আপাতত নাই বা বললাম... আপনার লিখালিখি ঠিকঠাক চলছে জেনে খুবই ভালো লাগলো...

কথা হবে...
প্রিয় তানিমের জন্য
শুভকামনা...

৩১| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৫১

বিজন রয় বলেছেন: তোমার বহুরুপের স্পর্শে মোহিত ও শব্দহীন কথাগুলোতে আন্দোলিত হতে

বহুরূপ হবে কি?

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৯

অদৃশ্য বলেছেন:



ঠিক করে দিয়েছি... সাথে একটি বাড়তি শব্দও বাদ দিয়ে দিলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন ভুলের দিকে নজর দেবার জন্য... যদিও আমার নিয়মিত বানান ভুল হয়, অবশ্য আমি চেষ্টাও করে থাকি তা ঠিক রাখার কিন্তু সেটাতো আমার পিছ ছাড়েনা...

শুভকামনা...

৩২| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৫১

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আপনি ধরে নিয়েছেন নাকি সামুর দিন প্রায় শেষ? না, আমার তো মনে হয় ঢিমেতালে হলেও আরও অনেকদিন থাকবে। আপনার ফিরে আসাটা পেয়ালার শেশ চুমুক না হোক, পেয়ালা আরেকটু পূর্ণ করুক, এই কামনা করি। ভালো থাকবেন অদৃশ্য ভাই। :)

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫০

অদৃশ্য বলেছেন:



শিরোনামটি দেখে আপনি ঠিক তেমনটাই ভেবে ফেলেছেন তাইনা... শিরোনামটা দেখতে সেরকম মনে হলেও আসলে এর ভেতরটা অন্যরকম... আপনি চাইলে সেটাকে বিভিন্নভাবে ভাবতে/ভাংতে পারেন... তবে কথা হলো একটি ব্লগে যদি ব্লগারই না থাকে তবে তা দৃশ্যত মৃত... আর অনেক অনেক কম ব্লগার থাকলে তা মূমুর্ষ...
সেই চেষ্টাটাই চলছে আসলে... সামু ব্লগারহীন হোক তাহলেইতো সামু শেষ... একজন সামুলাভার হিসেবে এই সময়ে চুপ করে দৃশ্যের বাইরে থাকাটা আমার জন্য ঠিক মনে হয়নি তাই দৃশ্যমান হওয়া সাথে অন্যদেরকেও দাওয়াত করা হয়েছে এই শিরোনাম বা লিখাটির মাধ্যমে... আশাকরি কিছুটা বুঝাতে পেরেছি...
তবে আপনার মন্তব্যে ভালো কিছুর ছাঁয়া দেখতে পেয়েছি... আমার অনুমান ঠিক হোক, এখানে মারামারি কাটাকাটি যাই করিনা কেন এটাকে একটি পরিবার ভাবতে হবে ... যে যার ভালোটা দেওয়ার চেষ্টা করতে হবে... দেখবেন সবকিছু দারুন... প্রেমিকতো এমনি এমনি হওয়া যায়না, মনের ভেতরে সেই অনুভূতিটা আসতে হবেতো তাইনা...

আপনার আগমনে খুশি হয়েছি খুব... আন্তরিক ধন্যবাদ জানবেন
শুভকামনা...

৩৩| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কল্লোল পথিক বলেছেন:


ভালো বলেছেন।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৭

অদৃশ্য বলেছেন:



ধন্যবাদ আপনাকে... ব্যাপারটা বুঝতে পারার জন্য ও আপনার উপস্থিতির জন্য...

শুভকামনা...

৩৪| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৯

শাহেদ খান বলেছেন: বাকী ভাই, যেখানে নিজের একটা আত্মিক অংশ রেখে গেছেন, তা থেকে হয়তো দূরে চলে যাওয়া যায়; ছেড়ে চলে যাওয়া যায় না। 'ফিরে আসা' ব্যাপারটা তাই আপেক্ষিক - স্থান বা সময়ের ভেদে।

আমিও আসলাম অনেকদিন পর। আপনার পোস্ট দেখে ভাল লাগল।

তবে, 'শেষ চুমুক'-এর কথা বলছেন কেন?

৩৫| ২১ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৯

অদৃশ্য বলেছেন:



আরে শাহেদ ভাই যে, অনেকদিনবাদে! খুবই আনন্দের ব্যাপার এটি... আমি মনে মনে চাইছিলাম আমার এই পোষ্টটিতে আমার পুরনো বন্ধুরা আসুক, যদিও আমি খুব ভালো করেই জানি যে সেটা খুবই অসম্ভব একটি ব্যাপার... তার পরেও আশা ছিলো যে হয়তো অনেককেই দেখতে পাবো... সেখানে আশাহত হতে হয়নি... মন্তব্যে বা মন্তব্য ছাড়া অনেককেই পেয়েছি...

তবে দুঃখের বিষয় হলো ব্লগের অনেক পুরনো ও পরিচিত কিছু ব্লগার আমার লিখাটি দেখবার পরেও আমার ঘরে আসেনি... এটাতে আমি হতাশ হয়েছি... আমি ভেবেই নিয়েছি সেসব ব্লগার আমার সম্পর্কে ভালো ধারণা পোষন করেনা... এসব আমাকে সবসময়ই আঘাত করে...

এখন আপনার মন্তব্যে আসি... আত্মিক অংশ ছেড়ে গেলেই কি ছেড়ে যাওয়া যায় না... দূরে যাওয়া যায় না... আমি মনে করি যায় সবসময়ই তা করা যায়... অথবা এমনি এমনিতেই তা হয়ে যায়... হয়তো স্মৃতিতে থেকে যায় তবে বাস্তব দৃশ্য অনেকরকম হতে পারে... সর্বোপরি মৃত্যু চিন্তা আপনাকে সবসময়ই মাথায় রাখতে হবে... তাই ফিরে আসাটা সবসময়ই আবেগের... ফিরে না আসাটা অনেক ক্ষেত্রেই হতাশার...

''শেষ চুমুক''... প্রিয়জনদের মুখ শেষবার দেখবার জন্য আকুলতা... হয়তো শেষ বারের মতো তাদের সংস্পর্শে নিজেকে জুড়িয়ে নেবার সুযোগ পাবার আহ্বান... অথবা বিদায় বলবার শেষ একটা সুযোগ... এভাবে, যে কোন দিক থেকে আপনার ভাববার সুযোগ থাকলো...

আবারো বলছি আপনার উপস্থিতিতে খুবই খুশি হয়েছি... আশাকরি সামনে আপনি আপনার নতুন সব লিখা নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন...

শুভকামনা...

৩৬| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৪১

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

নতুন পোস্ট আশা করেছিলাম।
কবিতা।

২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৪

অদৃশ্য বলেছেন:



এইতো ভালো চলছে... আমি সাধারণত সপ্তাহে ২/১ দিন ব্লগে আসিনা বা লগইন করিনা অনেক আগে থেকেই এমন অভ্যাস... অবশ্য এর পরেও মাঝে মাঝে প্রায় সবদিনই ব্লগে ঢুকি... অনেক সময় আগে লিখা পড়েফেলি পরে সময়করে মন্তব্য করি... অনেক সময় এমন হয় যে পড়তে পারলাম কিন্তু মন্তব্য করবার সময় পাচ্ছিনা...

নতুন লিখা আছে কিন্তু এখনই দেবার মতো কোন ইচ্ছা তৈরি হচ্ছে না... মানে হলো আপাতত লিখা দিতে ভালোলাগছে না তাই আরও ক'টা দিন পরই কোন লিখা পোষ্ট করবো...
আন্তরিক ধন্যবাদ জানবেন নিয়মিত খোঁজ খবর করবার জন্য...
শুভকামনা...

৩৭| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:২২

লেখোয়াড়. বলেছেন: মিতা!!!

আপনি ব্লগে ফিরেছেন তাহলে??

ভাল খবর।

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৩১

অদৃশ্য বলেছেন:



সুহৃদ...
না ফিরে আর উপায় কি বলুন... আপনাদের জাগাতেইতো ফিরে আসা... কে লিখবে আপনার মতো গরম গরম কবিতা... কে বলবে কথা আপনার মতো করে... অনেককে দিয়ে অনেককিছুই হয়... তবে সবাইকে দিয়েতো আর সবকিছু হয়না... কি বলেন...

আর আপনাকে দেখা গেলো এইটা আরও ভালো খবর...
সুহৃদের জন্য
শুভকামনা...

৩৮| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:২১

লেখোয়াড়. বলেছেন: মিতা,
অদৃশ্য হয়ে থাকা আপনার নিকট থেকে শিখেছি, তাই সে অপরাধ আমার নয়।
আমি তো নিমিত্ত মাত্র।

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৫২

অদৃশ্য বলেছেন:



সুহৃদ
আপনি কি জানেননা যে দেখা যায় বা দেখানোটা যার অভ্যাস এমন কোন কিছুর পক্ষে অদৃশ্য হয়ে থাকাটা কতোটা কঠিন... অদৃশ্য হয়ে থাকার জন্য সম্ভবত সাধনার প্রয়োজন... আমি সাধারণ মানুষ লোক দেখানোর অভ্যাসটা টাই আমারও আছে... অদৃশ্যের জন্য যে সাধনার প্রয়োজন তা আমার কাছাকাছি থাকলেও ধরা ছোঁয়ার বাহিরে... রুহ্‌কে নিয়ণ্ত্রণ করবার শক্তি এখনো হয়ে উঠেনি...

শুভকামনা...

৩৯| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:২২

লেখোয়াড়. বলেছেন:
মিতা,
আরজুপনি ব্লগে গুলশান কিবরীয়াকে মিতা বলে ডাকে, বলুন তো এটা কি হতে দেওয়া যায়? এই ডাকটা শুধু আমার আর আপনার, না কি বলেন?

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৩:১২

অদৃশ্য বলেছেন:


ক"দিন আগে প্রিয় আরজুপনির ওখানে অনুরোধ করে এসেছিলাম যে যেভাবেই হোক আপনাকে যেন খুঁজে বের করে... আশার কথা হলো ঢিলটা জায়গামতোই ছুঁড়েছিলাম, কাজ হয়েছে... আমি খুশি... প্রিয় আরজুপনির প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেলো...

আরজুপনি আর গুলশান কিবরীয়ার রশায়নটা আমার জানা নেই... তাই আগ বাড়িয়ে কিছু বলে ফেলাটা ঠিক হবেনা... শেষে দু'জনই আমার দিকে পাথর ছুড়বে... তবে কথা হলো, সুহৃদ আর মিতাতে অন্য কেউ ভাগ বসাক তা আমিও চাইনা আপনার মতো... তারপরেও এখানে প্রিয় আরজুপনি বলে কথা... যে কিনা অনেক সময় অনেককে বিপদের হাত থেকে রক্ষা করে... এই যেমন আমাকেও করলো... এগুলোর প্রতিদান দিব কিভাবে... তাই ছাড় দেওয়া ছাড়া মনে হয়না কোন উপায় আছে... তারপরেও আপনার কথাটা মাথায় থাকলো, দেখা যাক কিছু একটা করা যায় কিনা...

সুহৃদ, আপনার উপস্থিতিতে অনেক খুশি হয়েছি...
শুভকামনা...

৪০| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৫

সারাফাত রাজ বলেছেন: অদৃশ্য মানব,
আপনি নিশ্চয় খুব ভালো কবিতা লেখেন। কিন্তু ঈশ্বর বোধহয় আমাকে কবিতার ব্যাপারে অক্ষম করে রেখেছেন। আমি আপনার কোন গদ্য পড়তে চাই। এটা কি সম্ভব? আমি অনেক নীচে নেমেও আপনার লেখা কোন গল্প পেলাম না। কিন্তু এটা পড়ার ব্যাপারে আমি সত্যিকারের অধীরতা প্রকাশ করছি। আমি যতোদূর জানি, কোন সত্যিকারের কবি যখন কোন গল্প লেখে তখন সেই গল্পের মান সর্বচ্চো পর্যায়ে পৌছে।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা জানবেন নিরন্তর।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৪১

অদৃশ্য বলেছেন:



আরেব্বাস পরিব্রাজক যে আমার ঘরে ! ... রাজ ভাই খুবই খুশি হলাম আপনাকে আমার এখানে দেখে... এটা অবশ্যই আনন্দের আমার কাছে...
আপনার মন্তব্য পাঠের পর ভাবছিলাম কি জবাব দিব আপনাকে... ভাবছিলাম একজন পরিব্রাজকের সাথে কবিতা না যাবার ব্যাপারটি কতোটা গ্রহনযোগ্য... বা কতোটা মানানসই... এজন্য বললাম যে আমার কাছে একজন পরিব্রাজক সবসময়ই কবিতার মতো... তার পথচলা, দৃশ্য অবলোকন, উপলব্ধিবোধ, সামান্য ও অসামান্য কোন কিছুর প্রতি তার প্রবল টান, এসব সবসসময়ই আমার কাছে কবিতার মতো...
একজন পরিব্রাজক কবি হবেন এমন নয় তবে একজন পরিব্রাজক কবিতাকে ফিল করবেননা এমন ভাবতে আসলেই কষ্ট লাগে... পরিব্রাজক ও কবিতা পাশাপাশি পথে অনির্দিষ্টের পথে চলছে সবসময়... সীমাহীন কষ্টের ভেতর থেকে সুখের ও সীমাহীন সুখের ভেতর থেকে কষ্টের স্ফুলিঙ্গের সন্ধান বের করে আনাটাই তাদের কাজ... তাদের কাজ, যারা কোনদিনও দেখেনি এমন কোন কিছুর সৌন্দর্য বা কষ্টকে বা অসুন্দরকে তাদের চোখের ভেতর দিয়ে হৃদয়ে ঢেলে দেওয়া... আমার কাছে পরিব্রাজকের সাথে কবিতা সবসময়ই মানানসই...
এখন হয়তো আপনার সেই অনুভূতি নেই তবে সামনে হবেনা এমনতো আর বলা যায়না... দোয়া করছি কবিতার অনুভূতির জন্য স্রষ্ঠা আপনাকে সাহায্য করুন... আমার মনে হয় তাতে আপনার ভবিষ্যত ভ্রমণ আরও সুখকর হবে... শুধু চোখের দেখা আর হৃদয় দিয়ে দেখার মাঝে পার্থক্য থেকে যায় সবসময়...

আর গল্প লিখবার মতো আগ্রহ এখনো আমার তৈরি হয়নি... গল্প পড়তে ভালো লাগে তবে লিখার জন্য নিজের ভেতরে টান আসেনা... তাই যেটার প্রতি ভালোবাসা তৈরি হয়নি তার যথাযথ প্রকাশ সম্ভব নয়... আর আপনি ঠিকই খেয়াল করেছেন, আমার এই ব্লগ শুধুমাত্র কবিতার জন্য... আর আমি কবিতার পথের একজন সাধারণ শ্রমিক মাত্র, স্বপ্ন এর কারিগর হবার, সৌন্দর্যের... আর এটা নিশ্চয় জানেন যে স্বপ্ন আর বাস্তব সবসময়ই বিশার দুরত্ব বজায় রেখে চলে...

আন্তরিক ধন্যবাদ জানবেন... সময় পেলে মাঝে মাঝে ঘুরে যাবেন, ভালো লাগবে...
শুভকামনা...

৪১| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:২১

লেখোয়াড়. বলেছেন:
ক"দিন আগে প্রিয় আরজুপনির ওখানে অনুরোধ করে এসেছিলাম যে যেভাবেই হোক আপনাকে যেন খুঁজে বের করে... আশার কথা হলো ঢিলটা জায়গামতোই ছুঁড়েছিলাম, কাজ হয়েছে... আমি খুশি... প্রিয় আরজুপনির প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেলো...

মিতা,
আমার ফিরে আসার ব্যাপারে তো আরজুপনির কোন ভূমিকা নেই। শুধু শুধু আপনি শ্রদ্ধা করছেন।
তিনি নিজেই তো আমার কোনদিন খোঁজ নেন নাই।

আর তিনি নিজেও তো হাওয়া।

৪২| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০১

অদৃশ্য বলেছেন:



বলেন কি !!!... আমিতো ভাবলাম তার মাধ্যমেই আপনাকে আবারো ফিরে পেলাম... আর আপনি কিনা বলছেন যে তিনি আপনার খোঁজও করেননি... এটা মনে হয় ঠিক না, আমি খেয়াল করেছি যে আপনার অনুপস্থিতিতে তিনি আপনার ব্লগে সবসময় মন্তব্য করেছেন, সেটাই কি খোঁজ করা নয়... অকারনে দোষ দিয়েননা, শেষে দেখবেন তিনিও হাওয়া হয়ে গ্যাছেন...

তাকে আমি এমনিতেও শ্রদ্ধা করি... তার অনেক হেল্পফুল কাজের জন্য... আপনাকে খোঁজার ব্যাপারটার বিষয়ে আপাতত না হয় কাটছাঁট করে নিলাম... আর আমি আশাবাদি তিনিও ব্যস্ততার শেষে আাবরো সরব হবেন...

কিন্তু আপনি কেন উলকি ভুলকি মারছেন... আরেকটু সক্রিয় হোন... অনেকদিন আপনার লিখা পড়া হয়নি...

সুহৃদ,
সামনের ক'দিন ব্লগে অনিয়মিত থাকবো... আশাকরছি সামনে আরও কথা হবে
শুভকামনা...

৪৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫

অদৃশ্য বলেছেন:



ঈদ মোবারক বিজন দা... দেরিতে এই আর কি...
শুভকামনা...

৪৪| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬

তুষার আহাসান বলেছেন: একরাশ ভাল লাগা।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১

অদৃশ্য বলেছেন:



আহাসান ভাই!! খুবই খুশি হয়েছি আপনাকে দেখে... আশাকরছি ভালো আছেন আপনি... এভাবে আপনি মাঝে মাঝে এসে ঠিকই আমাকে বিস্ময় উপহার দিয়ে যান... আপনার উপস্থিতি ও মন্তব্য আমার জন্য সবসময়ই আনন্দের এবং অনুপ্রেরণার...

শুভকামনা...

৪৫| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: কিরে অজানা দেশের না জানি কি,
খবর কি?
"ফিরে আসা ছাড়া কোন উপায় নেই আমার "
...............
শুধু আগের মত থাকতে জানিনা।
কেমন করে আবার মন বসাই?
খুব ইচ্ছা করে।

শুভেচ্ছা আর শুভকামনা সারাবেলার।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

অদৃশ্য বলেছেন:



অবশ্যই এটা আমার সৌভাগ্য যে ব্লগে/আমার ব্লগে বহুদিন পর সাজি আপুর উপস্থিতি ও মন্তব্য... আমি আপনার অনুভূতিটুকু অনুমান করতে পারছি... আমি বিশ্বাস করি যে আপনি সামুকে অনেক ভালোবাসেন... প্রিটি মুহুর্তই পেছনে চলে যাচ্ছে, যেখানে আমরা চাইলেও যেতে পারিনা... আমরা বড় হয়ে যাচ্ছি, চুল, দাড়ি সাদা হয়ে যাচ্ছে সময়ের তাপে... তাই ঠিক আগের মতো থাকতে পারাটা মনে হয়না খুব সহজ... মন বসানোটাও খুব সহজ নয় আপু... তবে চাইলে বা চেষ্টা করলে অনেকটা কাছাকাছি আসা যায়...

আশাকরবো আপনিও সরব হবার চেষ্টা করবেন... পারলে নিয়মিত, না হলে মাঝে মাঝেই আমাদের জন্য কিছু উপহার স্বরূপ রেখে যাবেন ব্লগে... কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন...

প্রিয় সাজি আপুর জন্য
শুভকামনা...

৪৬| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

পথহারা মানব বলেছেন: ফিরে আসতেই হবে আমাকে..
কারন তুমি যে আমার অস্তিত্বের প্রতিটি বিন্দুতে
আমি কি করে না ফিরে আসি
যেখানে আমার অচেনা বন্ধুগুলো, কত গুনীজন, কত মহাজন মিলেমিশে হয় একাকার, যেমনটা হয় মহাসিন্ধুতে!

শুভেচ্ছা ফিরে আসার জন্য।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪

অদৃশ্য বলেছেন:



আন্তরিক ধন্যবাদ জানবেন পথহারা মানব... আমার ঘরে আপনার প্রথম আগমন অবশ্যই আনন্দের... আর ফিরে আসা নিয়ে যা লিখলেন তা অতি চমৎকার... মানুষ একা থাকতে পারেনা, এজন্যই আদমের জন্য হাওয়া... আর আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আপনজনদের, প্রিয়জনদের, পরিচিতজনদের সাথে আর অচেনাকে আপন করে পথ চলাতেই জীবনের স্বাদ... এই স্বাদটুকু পাবার জন্যই আমরা ফিরে আসি...

আপনার জন্য অনেক অনেক
শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.