নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

জেনে গেছি, যা তোমাদের জন্য তা আমার জন্য নয়

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

জেনে গেছি, যা তোমাদের জন্য তা আমার জন্য নয়
________________________________





পাখাওয়ালা ঘোড়ায় চেপে নৈঃশব্দ্যের সমুদ্র ভ্রমণ আমার জন্য নয়, প্রতিকূলতাকে নিজের করে নেওয়াটাও নয়
আমার জন্য অশ্বক্ষুরের পেষানো ধুলো
ধুলোময় আঁধার
নক্ষত্র-নয়নের গভীরে কাদা-হৃদয়ের হাহাকার

শব্দের শ্লেষ্মা দিয়ে পতঙ্গ বানাবার দক্ষতা আমার নেই
জলের উপরে মাকড়সাকে হাঁটাবার যাদুটাও জানা নেই
আমার জন্য নির্ধারিত পতন
চিড় ধরা মাটিতে তড়িৎ গেঁথে যাওয়া, অগ্নিবলয়ে হারিয়ে যাওয়া

ভাবি, কার জন্য
কাঙ্খিত সেই ঝিনুক খোলা ভোর! গোধূলির উষ্ণ প্রেমময় দৃশ্য!
হৃদয় ভূমিতে কম্পন জাগানো কবিতার শব্দ, ছন্দ ও সুর

আমার জন্য প্রথম আলোয় বিধ্বস্ত সকাল, নরম সূর্যতাপেই পুড়ে যাওয়া
ছাই, ধুলো হতে হতে বিলীন হওয়া

জেনে গেছি
যা তোমাদের জন্য তা আমার জন্য নয়
আমি জটিল সময়ের ফাঁদে আটকা পড়া মুমূর্ষ-হৃদয় অর্বাচীন এক, কবিতাও আমার জন্য নয়।।



____
অদৃশ্য
____

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার!!

আমি জটিল সময়ের ফাঁদে আটকা পড়া মুমূর্ষ-হৃদয় অর্বাচীন এক, কবিতাও আমার জন্য নয়।। এই লাইনটা খুব ভালো লাগলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

অদৃশ্য বলেছেন:



আপনার উপস্থিতিতে খুবই খুশি হয়েছি কাল্পনিক ভাই... প্রিয়জনদের কোনকিছু ভালোলাগাতে পারার ব্যাপারটাই আলাদা... আপনার চমৎকার মন্তব্য সবসময়ই আমাকে উৎসাহ যুগিয়েছে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

প্রিয় কাল্পনিক ভাইয়ের জন্য
শুভকামনা...

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

মায়িশা মাসুদ মীম বলেছেন: ভালো লিখেছেন

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

অদৃশ্য বলেছেন:



এটা আমার সৌভাগ্য... সু-স্বাগতম, সামুতে এবং আমার ব্লগে... আপনার আন্তরিক পাঠ ও ভালোলাগা আমার জন্য আনন্দের...

শুভকামনা...

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

অদৃশ্য বলেছেন:



চমৎকার যা কিছু তা হাসান মাহবুবের হয়ে যাক... আমার জন্য থাকুক শুধু তার অনুভব... আপনাকে এভাবে পাই বলে খুব খুশি হই... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...


শুভকামনা...

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: সবটাই ভালো লেগেছে তবে শেষের প্যারাটা বেশি ভালো লেগেছে।
কবিতা অবশ্যই আপনার জন্য।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

অদৃশ্য বলেছেন:



সবটুকু ভালোলাগবার পরেও তার ভেতর থেকে বাড়তি ভালোগাটা আমার জন্য আনন্দের... আপনার উপস্থিতি ও আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনার কথা ধরেই বলি, কবিতা অনেকের জন্য এবং আমিও তাকে অন্তর থেকে চাই...


শুভকামনা...

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কথাগুলো হৃদয়ে গেঁথে গেছে।সত্যিই ভালো লাগলো। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

অদৃশ্য বলেছেন:



আপনার কয়েকটি শব্দের বন্ধনে আমিও আবেগ আপ্লুত হলাম... আপনার উপস্থিতি, আন্তরিক পাঠ ও মন্তব্য আমার জন্য আনন্দের ও প্রেরণার... খুশি হলাম খুব...


শুভকামনা...

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

অদৃশ্য বলেছেন:



আপনার উপস্থিতিতে খুশি হলাম... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

অদৃশ্য বলেছেন:



আপনার ভালোলাগা আমার জন্য আনন্দের... আপনার উপস্থিতি, আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ... খুশি হলাম...


শুভকামনা...

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা রেখে গেলাম :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

অদৃশ্য বলেছেন:



খুশি হলাম খুব আপনাকে লিখাটিতে পেয়ে... যা রেখে গেলেন তা আনন্দের... আপনার উপস্থিতি, আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ...


শুভকামনা...

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বাহ। দারুণ। শব্দে শব্দে মোহগ্রস্ত।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

অদৃশ্য বলেছেন:



খুশি হলাম আপনাকে দেখে... আর আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... কিভাবে মোহ তৈরি করা যায় তা নিয়ে অনেক ভাবি, হয়ে ওঠেনা...


শুভকামনা...

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

জেন রসি বলেছেন: অর্থবহ সবকিছু যখন হঠাৎ করে অর্থহীন হয়ে যায় তখন মনে হয় বেঁচে থাকাটাই একটা ফাঁদ।

চমৎকার কবিতা। আপনার হাতেই শব্দগুলো কবিতা হয়ে উঠেছে। কবিতা আপনার জন্যই। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

অদৃশ্য বলেছেন:


দারুন বললেন... আপনি কোনকিছুকে অনেক অর্থবহ ভাবছেন কিন্তু অনেকটা সময়পর বুঝতে পারলেন তা প্রকৃত অর্থে কোন অর্থই প্রকাশ করছেনা, অথবা ভুল অর্থ বহন করছে... তখন হতাশা ভর করে, সবকিছু জটিল মনে হয়... আপনার কথায় বললে সেটা অনেকটাই ফাঁদের মতো...

আমি কবিতাকে চাই... তবে কবিতা আমার জন্য কিনা সেটা জানতে আরও অনেক সময় প্রয়োজন... আপনার প্রার্থনা কবুল হোক...

লিখাটি ভালোলাগায় খুশি হলাম খুব... আপনার আন্তরিক উপস্থিতি, পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন...
শুভকামনা...

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার লেখনি।


অনেক অনেক ভালোলাগা++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

অদৃশ্য বলেছেন:



স্বাগতম... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... অনেক অনেক খুশি হলাম...

শুভকামনা...

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

সাহসী সন্তান বলেছেন: চমৎতার কবিতা! উপলব্ধির ব্যাপারটা কবিতায় অন্যমাত্রা যোগ করে দিছে! অনেক ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

অদৃশ্য বলেছেন:


আন্তরিক ধন্যবাদ জানবেন আন্তরিক পাঠ ও চমৎকার মন্তব্যের জন্য... উপলব্ধিগুলোকে আরও ধারালোভাবে প্রকাশ করতে চেয়েছিলাম... আরও তীব্রতা দিতে চেয়েছিলাম...

খুশি হলাম এবং আপনার জন্যও
শুভকামনা...

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

অনর্থদর্শী বলেছেন: শব্দ নেই, শব্দ বারেবারেই কম পড়ে যায়। আর অনেককিছু বলা বাকি থেকে যায়। তার চেয়ে চলুন পাখিদের ভাষাটা আগাগোড়া শিখে নিই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

অদৃশ্য বলেছেন:



আন্তরিক ধন্যবাদ জানবেন অনর্থদর্শী... খুব ভালো লাগলো আপনার চমৎকার মন্তব্য ও উপস্থিতি... ঠিক তাই, আপনার কথা ধরেই বলি যে লিখাটি লিখবার সময় দারুন কিছু শব্দকে ধরবার জন্য ছটফট করছিলাম, চাইলেই কি পাওয়া যায় তা... তাই লিখাতে যা বলতে চেয়েছি এবং যেভাবে বলতে চেয়েছি বা যে রূপ দিতে চেয়েছি তার অনেকটাই অনুপস্থিত...

পাখিদের ভাষা জেনে মনুষ্য ভাষার সাথে সহাবস্থান করতে পারাটা আসলেই উপভোগ্য হবে... পাখিদের ভাষা শিখার ইচ্ছা তৈরি হলো আপনার প্রকাশ থেকে...

শুভকামনা...

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
+।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

অদৃশ্য বলেছেন:



সময়করে আপনার এই উপস্থিতি ও আন্তরিক মন্তব্য সবসময়ই ভালোলাগার... খুশি হলাম খুব...


সুমন দা'র জন্য
শুভকামনা...

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষাদময় কাব্য কিছুক্ষণ মোহিত করে রাখলো ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

অদৃশ্য বলেছেন:



আপনার আগমন, আন্তরিক পাঠ ও মন্তব্যে খুশি হলাম... যা বললেন তাতো ঠিকই, শব্দগুলো থেকে বিষাদের জল টপ টপ করে পড়ছে... উপলব্ধিগুলোই তেমন আসলে...


সাধুর জন্য শুভকামনা...

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর। অভিমান মেশানো শব্দমেলা। তবে তাই হোক নিজের জন্য গড়ে নিন অন্যরকম আরেকটি পৃথিবী, যে পৃথিবী আমাদের মত নয়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

অদৃশ্য বলেছেন:



আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে এসে লিখাটির আন্তরিক পাঠের জন্য... হ্যাঁ ঠিকই, উপলব্ধির পর অভিমান, বিষাদ, ক্ষোভ এসবই তৈরি হয়েছিলো...

সম্ভবত ''আকাঙ্খা'' সম্পর্কে ধারণা হবার পর থেকেই মানুষ নিজের মতো করে সবকিছু করতে চায়... প্রত্যেক মানুষের ভেতরেই নিজের একটি পৃথিবী তৈরির বাসনা আছে... যেহেতু এক স্রষ্ঠাই আমাদের সৃষ্টিকর্তা তাই তার গুনাবলির অতি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রর অংশানু অংশ মানুষের মাঝে থাকাই স্বাভাবিক... হৃদয় ও মস্তিস্ক মানুষের জন্য সৃষ্টিকর্তার সেরা উপহার...

আমারো লোভ হয়, তবে কথা হলো ভিক্ষুকের ঝোলার স্বপ্নবৃক্ষ দীর্ঘ হয়না, প্রতিদিন সকালে তার অঙ্কুরোদয় হয় এবং দিন শেষে তা খাদ্য ও পরিচর্যার অভাবে অস্তিত্ব হারায়... সুতরাং ভিক্ষুকের জন্য নতুন পৃথিবী বানানোর স্বপ্ন দেখাটা খুবই কঠিন...

বাহ্যিকভাবে এই পৃথিবীটা আমাদের সকলের কিন্তু অভ্যন্তরে প্র‌ত্যকেই তার হৃদয়ের শূন্যতায় নতুন পৃথিবী নির্মানের চেষ্টা করছে... সুতরাং আপনার পৃথিবীটাও আমার বা আমাদের মতো নয়... আপনার মন্তব্যের চমৎকার শেষাংশটুকুই আমাকে এসব লিখতে সাহায্য করলো...

শুভকামনা...

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪২

মেহেদী রবিন বলেছেন: "জেনে গেছি
যা তোমাদের জন্য তা আমার জন্য নয়
আমি জটিল সময়ের ফাঁদে আটকা পড়া মুমূর্ষ-হৃদয় অর্বাচীন এক, কবিতাও আমার জন্য নয়।"

আপনি জটিল সময়ের ফাঁদে, আর আমি আপনার কবিতার। অসাধারণ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

অদৃশ্য বলেছেন:


স্বাগতম আমার ঘরে... আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যে অনেক অনেক ভালোলাগা... খুশি হলাম খুব...

আন্তরিক ধন্যবাদ জানবেন... কথা হবে...
শুভকামনা ...

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অভিমানী কবিতা।

আমি জটিল সময়ের ফাঁদে আটকা পড়া মুমূর্ষ-হৃদয় অর্বাচীন এক, কবিতাও আমার জন্য নয়।। এই লাইনটা খুব ভালো লাগলো।

এই লাইনটি আমার বেশি ভালার কারণ আমি কবিতা লিখতে পারিনা। তাই কবিতাও আমার জন্য নয় :)

ঈদের আগাম শুভেচ্ছা রইল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০০

অদৃশ্য বলেছেন:



আন্তরিক ধন্যবাদ জানবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে জবাব দেবার জন্য... মাঝখানে ছুটি ও ব্যস্ততার জন্যই এমনটা হয়েছে... যাক তবুওতো আপনার ভালোলাগার মতো কিছু লিখতে পেরেছি, এটা আনন্দের... আর চেষ্টাই মানুষকে তার লক্ষ্যে পৌছাতে সাহায্য করে সবসময়... আমিও পারিনা, চেষ্টা করি... আপনার ইচ্ছা থাকলে আপনিও পারবেন...

শুভকামনা...

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

চঞ্চল হরিণী বলেছেন: শব্দের শ্লেষ্মা দিয়ে পতঙ্গ বানাবার দক্ষতা আমার নেই
জলের উপরে মাকড়সাকে হাঁটাবার যাদুটাও জানা নেই

জেনে গেছি
যা তোমাদের জন্য তা আমার জন্য নয়
আমি জটিল সময়ের ফাঁদে আটকা পড়া মুমূর্ষ-হৃদয় অর্বাচীন এক, কবিতাও আমার জন্য নয়।

আপ্লুত হয়ে গেলাম লেখাটি পড়ে।

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

অদৃশ্য বলেছেন:




আন্তরিক ধন্যবাদ জানবেন আমার ঘরে আসবার জন্য ও আন্তরিকতার সাথে লিখাটি পাঠের জন্য... ''আপ্লুত'' শব্দটা দেখে আমি আআপনার চেয়েও আপ্লুত হয়ে গেলাম... এসবই ভালোলাগার... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

২০| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: অদৃশ্য ,



সবার জন্যে সব কিছু নয় ।
তবে কবিতা কিন্তু সবার জন্যে ।
ঘা খাওয়া, পোড় খাওয়া মানুষের জন্যে যেমন কবিতা, তেমনি আনন্দোচ্ছল কারো জন্যেও কবিতা ।

কবিতা আপনার জন্যে নয় বলেও চমৎকার একটি কবিতা কিন্তু আপনি লিখে ফেলেছেন ।

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২০

অদৃশ্য বলেছেন:




আহমেদ ভাই, আপনাকে দেখতে পেলে ভালো লাগে খুশি হই... কবিতা হলো কিনা সেটা নিয়ে তর্কে বিতর্কে যেতে চাইনা আপনার সাথে তবে এভাবে বললে আগ্রহ তৈরি হয়... আরও অনেক কিছু লিখতে ইচ্ছে করে... প্রেরণা দানের জন্য আপনার মতো মানুষরা সবসময়ই এক ধাপ এগিয়ে থাকে...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
সুভকামনা...

২১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি পড়ার পড়ে মনে হল ব্লগে নিয়মিত না হলে যা হয় , অনেক সময় কত মূল্যবান পোষ্ট চোখের অন্তরালে চলে যায়। আজ একজনের কবিতা পড়তে গিয়ে মন্তব্য করতে আপনার কবিতার শিরনাম ডান সাইটে নজরে পড়তেই ক্লিক করি । পড়ে দেখলা কবিতা কাকে বলে । অনেক ভাল লিখেছেন । এ সৃষ্টি যেন অকৃত্রিম সৃষ্ট। ভাল থাকবেন।

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

অদৃশ্য বলেছেন:



স্বাগতম আমার ঘরে... আপনার আগমন, আন্তরিক পাঠ ও আন্তরিক মন্তব্যে খুবই খুশি হয়েছি... এমন কথা কার না ভালো লাগে বলুন, আমারও ভালো লাগে আর সাথে অনুপ্রাণিত হই... অন্যের ঘর থেকে এমন চমৎকারভাবে আমার ঘরে আপনার আসাটা নিশ্চয় আমার সৌভাগ্য... এমন সব আন্তরিকতার কারনেই ব্লগ আমার প্রিয়...

আমি ব্লগে বেশ কিছুদিন যাবৎ অনিয়মিত... সামনে আরও কিছুটা সময় হয়তো এমনই থাকবে... আপনার ঘরে গিয়েছিলাম, আপনিওতো চমৎকার লিখেন... সময়করে কথা হবে... দেরিতে জবার দেবার জন্য আন্তরিকভাবে দুঃখিত...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
শুভকামনা...

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

জুন বলেছেন: বহুদিন নেটওয়ার্ক সমস্যায় সামুতে আসতে পারি নি । তার জন্য চমৎকার কবিতাগুলো অদৃশ্য রয়ে গেছে অদৃশ্য ।
জেনে গেছি
যা তোমাদের জন্য তা আমার জন্য নয়
, কবিতাও আমার জন্য নয়।।

এ কথাটি আপনার জন্য প্রযোজ্য নয় । যদি কবিতা আপনার জন্য প্রযোজ্য নাই হতো তাহলে কি এমন মন কাড়া কবিতা লিখতে পারতেন ??
+

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

অদৃশ্য বলেছেন:



খুবই খুশি হলাম লিখাটিতে আপনাকে পেয়ে আপু... বরাবরই চমৎকার সব কথামালায় আমাকে অনুপ্রাণিত করে যান, এসব সব সময়ই ভালোলাগার...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.