![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
মহাবিশ্বের সুড়িখানা ও বেশ্যালয়
_____________________
কে চায় শৃঙ্খলে আটকানো জীবন, তার চেয়ে
চলো বরং পৃথিবীকেই বানিয়ে ফেলি মহাবিশ্বের সুড়িখানা ও বেশ্যালয়
আমরা দিনভর নেশা করবো, মাদক ও যৌন
পান ও কামের মিশ্রণে প্রসারিত হবে রংধনু পথ
রঙের ভেলকিতে ত্বরান্বিত হবে উন্মাদনা
আমরা স্রষ্টা!
সদ্য বিয়ানো বেশ্যাদের ফুলে ওঠা কোমল হিমালয় হতে গলতে থাকা
উষ্ণ শালদুধ মিশিয়ে দিব সুরা সাগরে, আমরা উপভোগ করবো
মৈথুনরত অবস্থায়
আমরা সাঁতরাবো, ডুববো, ভাসবো সেইসব নবজন্মানো সন্তানদের সাথে
তারা শিক্ষানবিশ
ঘুমোতে যাবার আগে ভোগ করবো উষ্ণ-নরম ও তরল
যা ঠিক খাবারের মতো নয়, জলের মতোও নয়
অমৃতও নয়
এ এক অবাধ্য ও নগ্ন পৃথিবী
সভ্যতার মুখোশ ও পোষাক আমরা কবেই খুলে ফেলেছি
মিথ্যা ও অন্যায়ের শিশ্নগুলো সেই কবে থেকে আমাদের ধর্ষণ করছে
তাদের বীর্যগুলো মগজ ও হৃদপিন্ডের স্থানলাভ করেছে
শুধুশুধু অন্তর্বাস পরে থেকে লাভ নেই
আরাম ও শান্তি প্রিয় আমরা উলঙ্গ থাকবো, নেশাগ্রস্ত ভাবাবেগে উন্মত্ত হবো পৃথিবীর ক্রমবর্ধমান উত্তাপে
স্তন, নিতম্ব, শিশ্ন ও যোনিতে বাতাস লাগাবো, আমরা মুহুর্ত পরপর যৌন ক্রিয়ায় লিপ্ত হবো
বিপরীত বা সম লিঙ্গে
এখানে জবাবদিহীতার প্রয়োজন নেই, সবাই স্রষ্টা
সৃষ্টি ও ধ্বংস আমাদের এক ফুৎকারেই হয়, আমরা অমর
আমরা অমর
ঠিক মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত।।
_____
অদৃশ্য
_____
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কাল্পনিক ভাই... ঠিকই বলেছেন আপনি, প্রার্থনা কবুল হয়ে গেছে বহু আগেই... বাস্তবায়নও শুরু হয়ে গেছে... অবশ্যই এটি ক্ষোভের প্রকাশ, কিছুটা ভিন্ন আঙ্গিকে, তাইতো সাথে যোগ করে দিয়েছি ''এডাল্ট পেজ''... ভেবেছিলাম এই লিখাটি হয়তো নির্বাচিত পাতাতেই যাবেনা যদি লিখাটির মূল বক্তব্য নির্বাচক উপলব্ধি করতে না পারেন... নির্বাচকদের আন্তরিক ধন্যবাদ... এই লিখাটি এভাবে না লিখে অন্যভাবে লিখবার উপায় খুঁজে পাইনি অথবা অন্যভাবে লিখবার সময় করতে পারিনি... আপনার প্রথম পাঠ আনন্দদায়ক... সবসময়ই প্রেরণা পাই...
শুভকামনা...
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
চন্দ্রনিবাস বলেছেন: মিথ্যা ও অন্যায়ে শিশ্নগুলো সেই কবে থেকে আমাদের ধর্ষণ করছে
তাদের বীর্যগুলো মগজ ও হৃদপিন্ডের স্থানলাভ করেছে
শুধুশুধু অন্তর্বাস পড়ে থেকে লাভ নেই
দারুণ, একেবারে নেংটি খুলে দিলেন
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন, আপনার উপস্থিতিতে খুশি হলাম... আন্তরিক পাঠ ও মন্তব্যে ভালোলাগা... আসলে আমাদের নেংটি খোলাই তারপরেও আমাদের মনে হয় আমরা পোষাক পরে আছি... হাহ হাহ হাহ... যে দেখতে পায় সে আসলে আমাদের ন্যাংটাই দেখতে পায়...
শুভকামনা...
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
বিজন রয় বলেছেন: !!!!!! +++++!!!!!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
অদৃশ্য বলেছেন:
কি ব্যাপার বিজন দা সাংকেতিক ভাষায় কথা বলছেন কেন! ... শব্দ কি গোলমাল সৃষ্টি করছে নাকি?... যা হোক প্রিয়জনের সাংকেতিক ভাষা বুঝতে অসুবিধে হয়না... আন্তরিক পাঠ ও সাংকেতিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: এডাল্ট পেজ বটে!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
অদৃশ্য বলেছেন:
হুমমম... শুধু ওটুকুই চোখে পড়লো সাধু!... তবে এটাও ঠিক যে এটা এডাল্ট পেজই...
শুভকামনা...
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
সুমন কর বলেছেন: আসলেই এডাল্ট পেজ হয়ে গেছে !!! ...............হাহাহাহাহা
ভালো হয়েছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
অদৃশ্য বলেছেন:
সুমন দা, আমিতো লিখেই দিয়েছি এডাল্ট পেজ... এমনি এমনিতো লিখিনি... তবে কথা হলো এখান থেকে কে কি ভেবে নিচ্ছে... আপনার ভালোলাগায় সত্যই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
সজুসজীব বলেছেন: সুমন কর বলেছেন: আসলেই এডাল্ট পেজ হয়ে গেছে !!! ...............হাহাহাহাহা
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০
অদৃশ্য বলেছেন:
আর আপনারটা কপিপেস্ট হয়ে গেছে... হাহ হাহ হাহ... লিখাটি পড়েছেন নাকি সুমনদার মন্তব্য দেখেই বিদায় নিয়েছেন... হাহ হাহ হাহ...
শুভকামনা...
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাপরে !!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
অদৃশ্য বলেছেন:
কিসে যে ভয় পেলেন বা বিস্মিত হলেন সেটাই ভাবছি... আপনার উপস্তিতিতে খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২
রাশেদ সিমান্ত বলেছেন: সাবধান নিজেকে!!!!!!!
যদি কেউ আরো কিছু দেখে মজা পেতে চান, তাহলে এখানে লগ ইন করুন--
Bangla funny video রিক্সাওয়ালা
এইটি আমাদের দেশীয় কমেডি ভিডিও
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
অদৃশ্য বলেছেন:
খুব বেশি মজার কিছু হয়নি... আরও মজার হওয়া চাই... আমি ফানি ভিডিও প্রায়ই দেখি... কার হাসতে ভালো না লাগে বলুন...
শুভকামনা...
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮
অনিন্দ্য অবনী বলেছেন: আমরা অমর
ঠিক মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত।
ভালো লাগল.।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনার ভালোলাগায় খুশি হলাম...
শুভকামনা...
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা চিন্তায় ফেলেদিলো
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
অদৃশ্য বলেছেন:
আমিও আপনার মতো চিন্তায় পড়ে গেছি যে কেন আমি লিখাটিকে আরও প্রখরভাবে প্রকাশ করতএ পারলামনা... আরও চিন্তায় পড়ে গেলাম যে কি ভেবে আপনি খুব চিন্তায় পড়ে গেলেন?... আপনার উপস্তিতি পাঠ ও মন্তব্যে খুশি হয়েছি, আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
লেখায় কিছু টাইপো রয়েছে! চাইলে শুধরে নিতে পারে।
তরান্বিত < ত্বরান্বিত
স্রষ্ঠা < স্রষ্টা
মুখোস < মুখোশ
সভ্যতার মুখোস ও পোষাক আমরা কবেই খুলে ফেলেছি
আসলেই তাই! শুভকামনা!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
অদৃশ্য বলেছেন:
লিখাটিতে যে টাইপো থাকবে তা আমি জানতাম, কেননা লিখাটি এক বসাতেই শেষ করেছিলাম এবং কিছুটা ঠিক করে নিয়েই পোষ্ট দিয়েছিলাম... আমার নিয়মিত বানান ভুল হয়... ভেবেছিলাম পরে খেয়াল করে ঠিক করে নেব... আর তার আগেই আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন... এখন আশাকরি ঠিক আছে... আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যে খুব খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩
হাসান মাহবুব বলেছেন: আপনার অন্যান্য কবিতা থেকে ভিন্ন। ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
অদৃশ্য বলেছেন:
খুশি হলাম আপনার উপস্থিতিতে হাসান ভাই... লিখাটিতে এমন শব্দের সাহায্য নিতেই আমার মন চাইছিলো, নির্দিষ্ট ক্ষোভের দৃশ্যপট তৈরি করতে ও অনুভূতির প্রকাশ করতে লিখবার সময় এর বাহিরে আর কোন শব্দ আসেনি... আপনার ভালোলাগায় আপ্লুত হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
অতঃপর তুমি বলেছেন: এ এক অবাধ্য ও নগ্ন পৃথিবী
সভ্যতার মুখোস ও পোষাক আমরা কবেই খুলে
ফেলেছি
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৭
অদৃশ্য বলেছেন:
আপনার কোট করা অংশে কিন্তু টাইপো আছে, আমি কিন্তু ঠিক করে নিয়েছি... হাহ হাহ হাহ... আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তবে খুশি হয়েছি, আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
বিলিয়ার রহমান বলেছেন: আমরা অমর
ঠিক মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত।।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন... সময়করে উপস্থিতি পাঠ ও মন্তব্যে ভালোলাগা... খুশি হয়েছি...
শুভকামনা...
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কোট করতে পারছি না। পুরোটা জুড়েই ভালো লাগা।।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন রাজপুত্র... এমন আন্তরিকতা কার না ভালো লাগে বলুন... লিখাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো... আপনাদের ভালোলাগা আমাকে আরও ভাবতে সাহায্য করে...
শুভকামনা...
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
জেন রসি বলেছেন: তীব্র আঘাত হানার মত কবিতা........
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২
অদৃশ্য বলেছেন:
আমার অনুভূবের কিছুটা বা অনেকটা আপনার অনুভবে পার হয়ে গেছে... আমার শব্দ বা কথাগুলোকে আপনি ফিল করতে পেরেছেন, এমনটা আনন্দের... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... খুশি হয়েছি খুব...
জন রেসির জন্য
শুভকামনা...
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
কানিজ রিনা বলেছেন: তবে তাই হোক, আদিম যুগে পৌছে যাক, থাকবেনা
কোন প্রেম থাকবেনা সংশার সমাজ,
কার কোন সন্তান থাকবে নাজানা, ভূসম্পত্যি হোক
হোক সবার পদচারনা, পদদলিত করা হোক কোট
কাচারী থানা পুলিশের অন্যায় ব্যবস্থাপনা।
হাল ধরুন গরু ছাগল হাঁস মুরগীর হিংস্র পশুত্বের
সমাজ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
অদৃশ্য বলেছেন:
হিংস্র পশুত্বের হালতো আমরা সেই কবে থেকে ধরে বসে আছি... আর পৃথিবীর ( পৃথিবী বাসীর ) নগ্নতা উপভোগ করবার জন্য স্রষ্টার সৃষ্টি মানুষকে শয়তান তার যাদুবলে কৌশলে খুব আপন করে নিয়েছেন, নিচ্ছেন... অমানুষ করে ফেলেছেন, ফেলছেন... আমি সেই শয়তানের ভ্রাতা, ভগ্নি, শ্যালক, দুলাভাই ও ভায়রাভাইদের ( আরও সম্পর্ককে আপনি যোগ করে নিতে পারেন ) কথাই লিখাটিতে বলতে চেয়েছি... যারা তেমনটা চায়, নিজেদের অমর মনে করে... সম্ভবত আপনি ঠিকই বুঝেছেন...
আপনার আগমন আন্তরিক পাঠ ও প্রতিক্রিয়াতে আমার ভেতরে এক অন্যরকম ভালোলাগা ছড়িয়ে পড়লো... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
নতুন বলেছেন: এ এক অবাধ্য ও নগ্ন পৃথিবী
সভ্যতার মুখোশ ও পোষাক আমরা কবেই খুলে ফেলেছি
মিথ্যা ও অন্যায়ের শিশ্নগুলো সেই কবে থেকে আমাদের ধর্ষণ করছে
তাদের বীর্যগুলো মগজ ও হৃদপিন্ডের স্থানলাভ করেছে
শুধুশুধু অন্তর্বাস পরে থেকে লাভ নেই
ভাই পুরা পাঙখা লাইন.... ++
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন নতুন... খুব খুশি হলাম আপনাকে দেখে... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য ভালোলাগার... কিছু কথা যদি আপনার ভালো লেগে থাকে তবে তা আমার জন্য আনন্দের...
শুভকামনা...
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬
রাইসুল নয়ন বলেছেন: ক্ষোভের দাহে আদতে কেউ পুড়ছে কিনা এ নিয়ে ভাববার অবকাশ নেই।
কবিতাটি ইচ্ছে হলেই ছেলেবেলার পুকুরে মাটির ঢ্যালা ছুড়ে আরেক দিকে তাকিয়ে থাকার মতো অথবা তরঙ্গ গুনে অস্থির হবার মতো, দুই ভাবেই অনুভব করা যায়।
একেক মস্তিষ্কের একেক দর;
এখন শুধু কায়া আছে, বিবেক বুদ্ধি ক্ষণে ক্ষণে বীর্যপাতে নেমে যায়; মানুষ কি অদ্ভুত, কি আশ্চর্য;
অন্যকে ঘেন্না করার সুযোগ কই, নিজেকে থুঃ দিতেই দিন কেটে যায়।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
অদৃশ্য বলেছেন:
বাহ্! কি চমৎকার ভাবনা ও কথা... সময়ের সাথে সাথে কবি রাইসুল নয়নের সাধারণ শব্দগুলোও অতি ধারালো হয়ে উঠছে আর ভাবনাগুলো জটিল পথের ভেতরে সুক্ষ্ম রাস্তা চিনে নিচ্ছে... চোখ থাকলেও সবাই সবসময় সঠিক পথের দিশা পায়না, যে দেখতে পায় তার উচিৎ অন্যকে তা দেখানোর চেষ্টা করা... এমনটা আমি অন্তত পছন্দ করি নয়ন... নিজের ভান্ডারে এমন কিছু শব্দ অস্ত্র তৈরির মেশিন সচল রাখুন, যখন যেখানে যার প্রয়োজন তারই ব্যবহার যেন করা যায়... যেহেতু শুধুমাত্র কোমলতা/নম্রতা দিয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ সম্ভব নয় বা বৈশ্বিক শব্দযুদ্ধে শামিল হওয়া সম্ভব নয়, তাই মিস্টি শব্দের সাথে ধারালো শব্দ অস্ত্র বা পারমানবিক শব্দ অস্ত্রের মতো কিছু থাকালে দারুন হয়... আমি চাই আপনার কাছেও থাকুক শব্দের সেরা অস্ত্রগুলো...
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে খুবই খুশি হয়েছি... আপনার আগমন আন্তরিক পাঠ ও চমৎকার মন্তব্য লিখাটির সৌন্দর্য কিছুটা বৃদ্ধি করলো... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
প্রিয় নয়নের জন্য
শুভকামনা...
২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আন্তরিক পাঠ.........
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
অদৃশ্য বলেছেন:
সেটা সবসময়ই আনন্দদায়ক ও ভালোলাগার... খুব ভালো লাগলো লিখাটিতে আপনাকে পেয়ে... আপনার উপস্তঃিতি আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৪
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: খুব ভাল হয়েছে!
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্য আনন্দদায়ক... আপনার ভালোলাগায় প্রিত হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১
নেক্সাস বলেছেন: এ এক অবাধ্য ও নগ্ন পৃথিবী
সভ্যতার মুখোশ ও পোষাক আমরা কবেই খুলে ফেলেছি
মিথ্যা ও অন্যায়ের শিশ্নগুলো সেই কবে থেকে আমাদের ধর্ষণ করছে
তাদের বীর্যগুলো মগজ ও হৃদপিন্ডের স্থানলাভ করেছে
শুধুশুধু অন্তর্বাস পরে থেকে লাভ নেই
শক্তিশালী কবিতা
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
অদৃশ্য বলেছেন:
অনেকদিন পর আপনাকে আমার লিখাতে পেয়ে খুবই খুশি হলাম নেক্সাস... মাঝে আমিও অনিয়মিত ছিলাম আর আপনিও... যা হোক আবার এসে লিখালিখি শুরু করেছেন দেখে খুবই ভালো লাগলো... আর আমার এই লিখাটির আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
ভালো থাকুন, সুস্থ থাকুন
শুভকামনা...
২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন: দ্রোহের আগুন।
ভালো লাগলো রে।
ভালো থাকো।
শুভেচ্ছা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
অদৃশ্য বলেছেন:
আপনজন আপনজনের ব্যথা বুঝতে পারে... অনুভূতি বুঝতে পারে দ্রুত... আপনি হলেন সেই জন যিনি কিনা সবাইকে খুব দ্রুত আপন করে নিতে পারেন... খুব খুব খুশি হলাম সাজি আপু লিখাটিতে আপনাকে পেয়ে...
বুঝে গেছি এই পৃথিবী মোটেও সুখ শান্তির জায়গা নয়, শুধুমাত্র কিছু মুহুর্ত ছাড়া... ঠিক ধরেছেন আপু, অনুমান করতে পারছি যে এ আগুন মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত মনে হয় নিভাতে পারবোনা...
আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য আমার জন্য সবসময়ই অনুপ্রেরণার...
শুভকামনা আপু...
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭
গেম চেঞ্জার বলেছেন: এই কবিতা যদি ঐসব মানুষদের ভেতরে একটা ভুমিকম্প সৃষ্টি করতে পারতো তাহলে খুব ভাল হতো! আফসোস!! তারা কবিতাও পড়ে না।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২
অদৃশ্য বলেছেন:
যা বলেছেন!... শব্দের ঘর্ষণে বা বিষ্ফোরণে কম্পন হয়, পৃথিবীতে এর উদাহরণ আছে... সবথেকে বেশি কম্পন জাগানো শব্দগুলো এসেছে ধর্মগ্রন্থ থেকে... এরপর আরও অনেক টুকরো টুকরো কম্পন হয়েছে শব্দের মাধ্যমে... কথা হলো শব্দের বিষ্ফোরণ ঘটানোর জন্য শক্তিশালী শব্দের বোমা তৈরি করতে হবে, সেটা ক'জন পারে বলুন... শব্দ দিয়ে বোমা বানাতে পারে এমন মানুষ পৃথিবীতে ভুরিভুরি ঘুরে বেড়াচ্ছেনা... আমরা সর্বশক্তিমান স্রষ্টার শব্দগুলোকেই অমান্য করি বা বিশ্বাস করতে চাইনা বা ভয় পাইনা, সেখানে সাধারণ মানুষের তৈরি শব্দগুলোকে আর সব মানুষেরা কিভাবে নিবে বুঝতেই পারছেন... তারপরেও দেখা যায় সময়ের সাথে সাথে কেউ না কেউ দারুন কিছু শব্দ নিয়ে হাজির হয়ে যায়, তার শব্দে কারও কারও বা অনেকের হৃদপিন্ড কম্পিত হয়... কেউ না কেউ তা কোন না কোন সময় করবেই, আমাদের অপেক্ষায় থাকা ছাড়া আর কোন উপায় নেই...
কেউ কোন দৃশ্য না দেখে থাকলে তাকে সেটার প্রকৃতভাব বুঝানো সম্ভব নয় ঠিক তেমনি কেউ যদি না পড়ে বা না শোনে তবে শব্দ দিয়ে তার অন্তর স্পর্শ করাও সম্ভব নয়... পৃথিবীর মানুষ দেখুক এবং পাঠ করুক সত্য ও ন্যায়, এমনই প্রত্যাশা...
সময়করে আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্য খুবই ভালোলাগার... খুশি হলাম... আন্তরি ধন্যবাদ জানবেন... কেউ কথা বললেই তার সাথে কথা বলে মজা পাওয়া যায়... যেমন আপনার কথায় মজে পেয়ে আমি এতোগুলো বকবক করলাম...
''গেমু ভাইয়া''র জন্য ( শায়মাপুনির নকল করে )
শুভকামনা...
২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৮
গেম চেঞ্জার বলেছেন: আপনার আন্তরিক ব্লগিং খুব ভাল লাগে। খুব কম লোকই এই কাজটা করে থাকে।
শুভকামনা রইল!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
অদৃশ্য বলেছেন:
এটা একটি প্রচেষ্টা... এটা শুধুমাত্র এই ভার্চূুয়্যাল লাইফেই নয় বাস্তব জীবনেও আমি চেষ্টা করে থাকি... আমি একজন আন্তরিক মানুষ হবার চেষ্টা করি এবং মানুষের অনুভূতিকে বুঝবার চেষ্টা করে থাকি...যদিও অনেক ভুল হয়ে যায় এর ভেতরেই... আপনার এই প্রশংসা আমাকে আরও সাবধান হতে সাহায্য করবে...
জীবন খুবই ছোট, আমরা কখন, কোথায়, কিভাবে মারা যাব তা কেউই জানিনা... তাই বেঁচে থাকতে থাকতে যতটুকু ভালো কিছু শেখার চেষ্টা করা যায়... যতটুকু ভালো মানুষ হওয়ার চেষ্টা করা যায়... যতটুকু সম্ভব নিজেকে সরল পথে পরিচালনার চেষ্টা করা যায়...
আপনিও অত্যন্ত আন্তরিক, না হলে এভাবে আবারও এসে বলে যেতেননা... আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম...
শুভকামনা...
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
নীলপরি বলেছেন: বাস্তব চিত্র ।
কবিতায় ++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন নীলপরি... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যে খুব খুশি হলাম... আশাকরছি শব্দগুলো থেকে আপনি দৃশ্য অঙ্কন করতে পেরেছেন...
শুভকামনা...
২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
মাহমুদ০০৭ বলেছেন: ভিন্নধারার শক্তিশালি কবিতা । কবিতায় আপনার প্রতিভা ও দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কবিতা নতুন নতুন
রাজতিলক পরিয়ে যাক আপনাকে ..... এই কামনা রইল ।
ভাল থাকবেন প্রিয় কবি ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
অদৃশ্য বলেছেন:
অনেকদিনবাদে আপনাকে আমার ঘরে দেখতে পেলাম প্রিয় মাহমুদ!... এটা খুবই আনন্দের এবং খুবই ভালোলাগার... এমন উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্য আমার জন্য সবসময়ই অনুপ্রেরণার... যা বললেন তা স্রেফ আপন জনের কথা, এভাবে বললে সত্যই আমি খুবই লজ্জা পেয়ে যাই... আমি কিছু একটা ভাবছি, যখন সে ঘনবদ্ধ হয় তখনই তাকে শব্দের মাধ্যমে প্রকাশ করাবার জন্য ভেতরটা ছটফট করতে থাকে... আমি চেষ্টা করি তা প্রকাশ করবার, তবে ছটফটানি কমে না... কারন যেভাবে ভাবি সেভাবে যে প্রকাশ করতে পারিনা, কমতি থেকেই যায়... তারমানে এই নয় কি যে আমি কবিতায় মোটেও প্রতিভাধর বা দক্ষ নই...
আমি কবিতার একজন অতি সাধারণ শ্রমিক, চেষ্টা করি... আর আপনাদের মতো বিজ্ঞজন ও প্রিয়জনেরা যখন এসে লিখা সম্পর্কে কিছু বলে যান তখন তা থেকে কিছু অনুমান করে নিই, সতর্ক হই...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... নিয়মিত হোন, নতুন লিখা দিন খুব তাড়াতাড়ি... অপেক্ষায় থাকছি...
প্রিয় মাহমুদের জন্য
শুভকামনা...
২৮| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার দর্শন তারিত বিবেকের জন্য, আফসোছ আমি কি নিজেকে সুধরাতে পেরেছি এই মোহ -কামনার লোভাতোর লুলুপুলুদের দল থেকে। বার বার হেরেছি বিবেকের কাছে, যখনই সুধরাতে চাই বিবেক কর্মবর্ধমান আবার মষ্কিকের ন্মিগামিতায় নিজেকে দেখতে হয় কুৎসিত বিভৎস্য রুপে!
আপনার প্রত্যেকটি শব্ধ একেটি ধারালো খুর যদি চিন্তাশিলদের বিবেকের তরে।আমরা যারা পথ ভুলা তারা মজা ছাড়া বৈ কি নিব।
ভাল থাকবেন সবসময় ।
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
অদৃশ্য বলেছেন:
দারুনভাবে কথাগুলো বলে গেলেন... ঠিক, আমরা বারবার হেরে যাই... ইচ্ছাতে বা অনিচ্ছাতে... যাদের ভাবা দরকার তারা ভাবেননা... তারা মনে করেন এতোসব ভাবনার কাজ তাদের নয় !... স্বার্থের জন্য গা বাঁচিয়ে চলাটা আমাদের স্বভাব মানে আমাদের মতো সাধারণ মানুষদের স্বভাব তবে কথা হলো যারা সাধারণ নন তাদেরতো গা বাঁচিয়ে চলাটা অন্যায়... সেইসব অসাধারণ মানুষদের স্বার্থে আঘাত না লাগা পর্যন্ত তারা খোলস থেকে আসল চেহারা বেরই করতে চাননা...
মজা নেওয়াটা সম্ভবত আমাদের স্বভাব...
আপনার আগমন, আন্তরিক পাঠ ও দারুন মন্তব্যে আবারো মুগ্ধ হলাম... আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: এমনভাবে কবিতা লেখা যায় তা জানা ছিল না। জানতাম না।
ভিতর থেকে কি একটি জেগে উঠেছিল, তাই সেদিন কোন কথা বলতে পারিনি।
বিভ্রম!!
আমার অপারগতার।
২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭
অদৃশ্য বলেছেন:
আপনাকে লিখাটিতে আবারো দেখে খুবই খুশি হলাম বিজন দা... আসলে কবিতা কিভাবে লিখতে হয় আর কিসে কবিতা হয় এ বিষয়টা নিয়ে মতপার্থক্যের অভাব নেই... আর আমিতো লিখি আমার মন যা চায় তাই... এতে কবিতা হলো কিনা অন্যের কাছে তা প্রশ্নের হলেও আমার কাছে তা কবিতা... কবিতা লিখবার জন্য সম্ভবত সুষ্পষ্ট কোন নিয়ম অথবা বিষয় নেই তাই আপনিও চাইলে এমন থিম নিয়ে লিখতে পারেন...
আমরাতো জীবনের বেশিরভাগ সময়ই বিভ্রমে থাকি বিজন দা... বেশিরভাগ মানুষের ভ্রম কাটতে কাটতে জীবন শেষ প্রানতে এসে যায়... অনেকের আবার কাটেই না... আর যাদের জীবনের প্রথম দিকেই তা কেটে যায় তারা অন্য মানুষ অথবা প্রকৃত মানুষ হয়ে যান...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... ইদানিং ব্যস্ততার জন্য সময় করতে পারছিনা ঠিকমতো... নিশ্চয় আপনার অনেক লিখা জমা হয়ে আছে... কথা হবে...
শুভকামনা...
৩০| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
সুপান্থ সুরাহী বলেছেন: এমন করতে করতেই পম্পেই এবং হারকুলেনিয়ামের অন্তিম সময় এসেছিল। আমাদেরও কি আসছে?
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
অদৃশ্য বলেছেন:
বিশ্বাসতো বলে সেই সময় আসবেই... কবে বা কখন তাতো আমরা জানিনা... আর জানিনা বলেই আমাদের পাখা দিনকে দিন বেড়েই যাচ্ছে... যদিও তা সীমাবদ্ধ জানবার পরেও আমরা মানতে নারাজ... এজন্য যে স্বপ্ন বা কল্পনা ক্ষমতা জীবনের চাইতেই অধিক, যা বাস্তবতাকে পাশ কাটিয়ে চলতে মনকে আগ্রহী করে থাকে...
অনেকদিনপর সুপান্থকে দেখে খুবই খুশি হলাম... এটা আমার জন্য সবসময়ই আনন্দের যে সুপান্থ আমার লিখা পড়েছে, ফিল করেছে এবং আন্তরিক মন্তব্য করেছে... আর আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার জন্য, সবসময়ই...
শুভকামনা...
৩১| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
সারাফাত রাজ বলেছেন: আপনার এই কবিতাটা অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
অদৃশ্য বলেছেন:
রাজের মন্তব্য পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের... ভ্রমণ পিয়াসীদের সবসময়ই আমার পছন্দ, আর আপনার ভ্রমণকাহীনিতো সেই প্রথম থেকেই আমার খুবই পছন্দের... আমার বক্তব্য হলো আপনি ঘুরাঘুরি আর লিখালিখি চালিয়ে যান নাছাড়া মুশকিল আছে আপনার, কেননা শুধুমাত্র দৈহিক ক্ষুধা মিটিয়ে আপনি টিকে থাকতে পারবেন না... আত্মিক ক্ষুধা মেটানোও আপনার জন্য জরুরি...
সময়করে লিখাটি পাঠ ও আপনার আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... কোন কিছুকে ছাপিয়ে যাবার চিন্তা নিয়ে যদিও লিখাটি লিখেছিলাম না তবে চেয়েছিলাম যে লিখাটি অনেকের চোখে পড়ুক, অন্তরে আঘাত করুক... উপস্থাপনাটাএকটু 'র' হয়ে গেছে এই যা... অবশ্য এভাবেই প্রকাশ করতে চেয়েছিলাম, ভাবনার সবটা প্রকাশ করতে না পারলেও কিছুটা পেরেছি অন্তত...
শুভকামনা...
৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: কবিতার বেশ্যালয়ে শুধু কি কবিদের প্রবেশাধিকার? অন্যরা তবে কি করবে?
নারী-পুরুষ যদি বেশ্যা হতে পারে তাহলে কবিতাও কি বেশ্যা হতে পারে?
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১
অদৃশ্য বলেছেন:
কবিতার বেশ্যালয় যদি কখনো হয় ( আছে নাকি? ) তবে তাতে প্রবেশাধিকার সংরক্ষিত না হলেও শুধুমাত্র প্রাপ্তবয়স্ক / কবি / কবিতা প্রেমিদের জন্যই তা উন্মুক্ত হওয়া উচিৎ... অন্যরা যারা অপ্রাপ্ত বয়স্ক / কবি নয় / কবিতা প্রেমি নয় তাদের সেখানে প্রবেশ না করাই উত্তম... কেননা না বুঝার কারনে তাদের ভাবনার স্থলন হতে পারে... তারা ধৈর্য্য ধরুক...
অবশ্যই কবিতা বেশ্যা হতে পারে... এমন কবিতা হতেই পারে যে আপনাকে প্রতিনিয়ত ডেকে যাবে তার ও আপনার বাসনা পূরণে... কি হতে পারে নাকি পারেনা? একটি বেশ্যা কবিতা লিখবার চেষ্টা করুন...
আলো আছেন আশাকরি... আপনার নতুন লিখাটি দেখেছি, চমৎকার হয়েছে... শুধু মন্তব্য করা হয়নি এই যা... ব্লগে ঢুকে আছি ঠিকই তবে অন্য কাজ নিয়ে আছি... কথা হবে...
বিজন দা'র জন্য
শুভকামনা...
৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ দ্রুত উত্তর করার জন্য।
মৈথুনরত অবস্থায় আমারও থাকতে ইচ্ছা করে। শৃংগাররত অবস্থায় কোন নারীতে আমারও কবিতা লিখতে ইচ্ছা করে।
হ্যাঁ, বেশ্যাদের নিয়ে একটি কবিতা লেখা আছে অনেক দিন আগে। ভাবছি ওটাকে এডিট করে পোস্ট দিব।
তবে একটু দেরী হবে।
ব্লগে কথা বলার লোক কম।
আপনার সাথে কি আমার আরো কথা হবে?
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩
অদৃশ্য বলেছেন:
না, তা তো হবেনা... পুরাতন লিখা বা ভাব সেখানেই থাকুক... নতুন ভাবের সাথে কিছু নামান... একটি সুন্দর সম্পর্ক যখন ভেঙ্গে যায়, দূরে সরে যায়, হারিয়ে যায় তখন স্বাভাবিক ভাবেই মনে ব্যাথা তৈরি হয়... হতাশা প্রভাব বিস্তার করে...
ব্লগে কথা বলার লোক বরাবরই কম ছিলো এখনো তাই তবে মনে হয় এখন কিছুটা বেশি... মারামারি কাটাকাটিতে অনেক লোক পাবেন তবে সুন্দর কথা ও প্রেরণা দানের জন্য খুব বেশি লোক খুঁজে পাবেননা... অবশ্য এখানেও কথা আছে, হুট করে কেউ কথা বলতে চাননা, সুন্দর সম্পর্ক তৈরি করে নিতে হয়... এমনটা করবার মতো ইচ্ছাই হয়তো আমাদের সবার নেই তাই ফলাফলটাও বিরূপ...
অবশ্যই কথা হবে... আমার কথা বলতে ভালো লাগে... আপনাদের সাথে কথা বলে অনেক কিছু জানবার, বুঝবার ও শিখবার চেষ্টা করি সবসময়... এই যে আপনি মন্তব্যের পর মন্তব্য করে যাচ্ছেন অথচ আমি আপনার নতুন লিখাটিতে এখনো কোন মন্তব্য করিনি, তারপরেও আপনি আমার সাথে কথা বলেই যাচ্ছেন... এটাই সম্পর্ক...
শুভকামনা...
৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯
গোফরান চ.বি বলেছেন: সদ্য বিয়ানো বেশ্যাদের ফুলে ওঠা কোমল হিমালয় হতে গলতে থাকা
উষ্ণ শালদুধ মিশিয়ে দিব সুরা সাগরে, আমরা উপভোগ করবো
মৈথুনরত অবস্থায়
আমরা সাঁতরাবো, ডুববো, ভাসবো সেইসব নবজন্মানো সন্তানদের সাথে
তারা শিক্ষানবিশ
ঘুমোতে যাবার আগে ভোগ করবো উষ্ণ-নরম ও তরল
যা ঠিক খাবারের মতো নয়, জলের মতোও নয়
অমৃতও নয়।
দারুণ লিখেছেন।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
অদৃশ্য বলেছেন:
অনেকদিনবাদে আপনাকে দেখে খুব খুশি হলাম... ইদানিং কিছুটা অনিয়মিত হবার কারনে জবাব দিতে দেরি হয়ে গেলো, আন্তরিকভাবে দুঃখিত...আপনার পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখানে জবাবদিহীতার প্রয়োজন নেই, সবাই স্রষ্টা
সৃষ্টি ও ধ্বংস আমাদের এক ফুৎকারেই হয়, আমরা অমর
আমরা অমর
ঠিক মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত।।
আমাদের অধ:পতন আর আমাদের বাস্তবতার সীমা দারুন তুলে ধরেছেন।
নগ্নদ্রোহে শুভেচ্চা! সকল সত্য নগ্নই বটে
২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮
অদৃশ্য বলেছেন:
আপনার পাঠ ও মন্তব্যে খুশি হলাম খুব... ঠিক ধরেছেন, সীমারেখার কথাটা মাথায় রেখেই লিখাটি শুরু হয়েছিলো এবং শেষ হয়েছে... দারুন বললেন '' নগ্নদ্রোহ ''... ঠিক এমনটাই... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: আপনার চিন্তাভাবনার জায়গাটা ভিন্ন। চমৎকার লিখেন।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫
অদৃশ্য বলেছেন:
কেমন আছেন ইলিউশনিস্ট... খুব ভালো লাগলো আপনাকে দেখে এবং লিখাটিতে আপনার মন্তব্য পেয়ে... অনেকদিন আপনার ওদিকটাতে যাওয়া হয়নি, অনিয়মিত বলে... প্রত্যেক মানুষেরই একান্ত অনুভূতিতে চিন্তা ভাবনার জায়গা থাকে কিন্তু ভেবে দেখুন এইসব অনুভূতি ও ভাবনা এক পৃথিবীর ভেতর থেকেই ... মানুষ পৃথিবীর বাইরের যা কিছু দেখে সেসবকে পৃথিবীতে জন্মানো অনুভূতিতে ভাবে... এই অনুভূতুতির বাইরে তারা ভাবতে পারেনা... সে ক্ষমতা মানুষের এখনো হয়নি... যদি কখনো হয় তবে কি হতে পারে তা নিশ্চয় অতিমাত্রায় বিস্ময়ের হবে... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
এবার নতুন পোস্ট চাই।
০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩
অদৃশ্য বলেছেন:
শুভেচ্ছা... নতুন পোষ্ট নিশ্চয় দিব, তবে আরও কিছুটা পরে... লিখা নেই এমন না, আছে... তবে কেন জানি মনের কোথাও কেমন একটা জট পাকিয়ে আছে... আশাকরি ঠিক হয়ে যাবে...
বিজন দা'র জন্য
শুভকামনা...
৩৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০
অন্তরন্তর বলেছেন: অনন্য। বহুদিন পর এত সুন্দর একটা কবিতা পরলাম। বারবার পরার মত।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপনার উপস্থিতি ও পাঠের জন্য... আশাকরছি লিখাটি আপনি অনুভব করতে পেরেছেন... কেননা, গভীরভাবে অনুভব না করলে বা লিখাটির ভেতরে না ঢুকলে আপনি ওভাবে বলতে পারতেন না...
শুভকামনা...
৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
অন্ধবিন্দু বলেছেন:
কবি অদৃশ্য,
অন্তরস্থিত ভালবাসা নিন। আশাকরি ভাল আছেন।
মহাবিশ্বের সুঁড়িখানা ও বেশ্যালয়ের সৌহার্দ্য যোজনা করেছেন যেন কবিতায়। হতশ্রী নির্লজ্জ-নেপথ্য হতে দিবালোকের ডাঙার ওপর উঁচু করে ধরেছেন। যা উপেক্ষা করা যায় নে। সৌজন্য প্রকাশার্থে ভালোলাগার কথাটি বলতে পারতেম। সভ্যতার মুখোশ ও পোশাক খুলে ফেলা এই নগ্ন পৃথিবীর গগনচুম্বি সন্তান হয়ে সে সৌজন্যের কি-আর দরকার আছে!
ক্ষোভস্ফুর্রতির ক্ষুধাতুর স্থবিরতার ঘর্ষণে ঘর্ষণে জ্বলে বিস্ফোরণ হয়েছে বলেই, কবিমানস লিখেছেন, পান ও কামের মিশ্রণে প্রসারিত হবে রংধনু পথ/ রঙের ভেলকিতে ত্বরান্বিত হবে উন্মাদনা.... বিকৃত না হয়েও অকুণ্ঠ বিগলিত ব্যঞ্জনা। পৃথিবীর ক্রমবর্ধমান উত্তাপে সমসাময়িকতার দূষিত হৃদস্পদন।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮
অদৃশ্য বলেছেন:
আপনার ভালোবাসায় প্রিত হলাম অন্ধবিন্দু... আর আপনি মন্তব্যে যেমন লিখেন তা বরাবরই উপভোগ্য ও প্ররণাদায়ক... অনেকদিন এদিকে সময় দিতে না পারার কারনে আপনার মন্তব্যের জবাবও দেরিতে করতে হলো, এজন্য আন্তরিকভাবে দুঃখিত...
ভালো থাকবেন সর্বদা
শুভকামনা...
৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক দিন নতুন পোস্ট নাই।
নতুন পোস্ট দিন।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯
অদৃশ্য বলেছেন:
বিজন দা, ভালোতো নাকি?... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... লিখা আসবে সময় করে...
শুভকামনা...
৪১| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: আপনি আসলেন তবে!!!
নিয়মিত থাকুন, অনেক কথা হবে।
আমি আসলে তেমন লোক পাই না কথা বলার।
সবাই শুধু ব্যস্ত থাকে অকারণে।
শুভকামনা রইল।
আবার বলছি, নিয়মিত থাকুন ব্লগে, আপনার কবিতা অনেক ভাল হয়।
৪২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫
অদৃশ্য বলেছেন:
আবারো ধন্যবাদ বিজন দা... আশাকরি সামনে কথা হবে নিয়মিত... ভালো থাকবেন...
শুভকামনা...
৪৩| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৬
লেখোয়াড়. বলেছেন: বেঁচে থাকুন।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫
অদৃশ্য বলেছেন:
ঠিকইতো, তেমনটা আপনার জন্যও... এর মধ্যে নিশ্চয় অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গ্যাছে... আপনার উপস্থিতিতে বুঝলাম আপনি বেঁচে আছেন... আর আমিও জানান দিলাম এখনো বেঁচে আছি...
সুহৃদ, শুভকামনা...
৪৪| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:২৩
নতুন নকিব বলেছেন:
ভিন্ন ধারার শক্তিমান প্রতিবাদ।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬
অদৃশ্য বলেছেন:
নকিব, শুভকামনা...
৪৫| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। ভিন্ন স্বাদের কবিতা।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭
অদৃশ্য বলেছেন:
আশরাফুল ভাই, শুভকামনা...
৪৬| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫১
বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৫০
অদৃশ্য বলেছেন:
মাঝে মাঝে ঘুরেতো যাই... আশাকরি ভালো আছেন বিজন দা...
শুভকামনা...
৪৭| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮
লেখোয়াড়. বলেছেন: বেঁচে আছেন আশাকরি।
আমার সাথে কথা বলুন।
৪৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮
অদৃশ্য বলেছেন:
যত দিন যাচ্ছে, বেঁচে থাকাটা মনে হয় ততোই কঠিন হয়ে যাচ্ছে !!... পৃথিবীতে প্রিয় বা আপন বলে আদতেও কিছু আছে কি?... এখন আমার মনে হয় এসব শুধুমাত্র সাজানো, নিজের স্বার্থে... অনেক কিছুর ভেতরেও আসলে মানুষ একা... আর অধিকাংশ মানুষ শুধুমাত্র নিজের টুকুই ভাবে...
সুহৃদ, আপনাকে এভাবে হঠাৎই পেয়ে যাওয়াটা খুবই আনন্দের... আপনাকে মাঝে মাঝে কল্পনা করবার চেষ্টা করি এবং বুঝতে পারি যে আমার কল্পনাশক্তি যথেষ্ট দূর্বল...
ভালো থাকুন... শুভকামনা...
৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
৫০| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:১০
বিজন রয় বলেছেন: আপনি তাহলে ব্লগিং বাদই দিলেন??
৫১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
লেখোয়াড়. বলেছেন:
আমি ব্লগিং করবো কেন?
আমি ব্লগিং করবো কেন?
আমি ব্লগিং করবো কেন?
৫২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:২২
অন্তিম বলেছেন: আমি ----
৫৩| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
কালো_পালকের_কলম বলেছেন: অদৃশ্য কি অদৃশ্য হয়ে গেছে....
৫৪| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৪
লেখোয়াড়. বলেছেন:
মিতা, আপনাকে দেখতে চাচ্ছি। আপনাকে পেতে চাচ্ছি!
কোথায় আছেন আপনি? সাড়া দিন।
গত দিন বছর আপনার কোন পোস্ট নেই।
ফিরে আসুন। আর সময় নষ্ট করবেন না!
৫৫| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৮
লেখোয়াড়. বলেছেন:
মিতা, আপনি ব্লগে ঢুকতে পারেন কি না জানি না।
আপনি TOR Browse ইউজ করতে পারেন।
আর সামু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এক দিন।
আপনি আসুন, আমার সাথে যোগাযোগ করুন!!!!
প্লিজজজজজজজজজজজজজজজজ...
৫৬| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৯
লেখোয়াড়. বলেছেন:
মিতা................
মিতা......................
মিতা.............................. আ
৫৭| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৫২
লেখোয়াড়. বলেছেন: মিতা আপনার জন্য অনেক টান অনুভব করি। মাঝের ২টি বছর আমার সময়টা মোটেও ভাল যায়নি, তাই ব্লগে তেমন আসতে পারিনি।
কিন্তু আপনি হারিয়ে গেলেন কেন?
চলে আসুন
ফিরে আসুন।
৫৮| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫
লেখোয়াড়. বলেছেন:
মিতা আমাকে নয় আমার আকুলতাকে একটু সন্মান করুন।
আপনাকে ভুলতে পারিনি।
সাড়া দিন।
৫৯| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:২২
ইসিয়াক বলেছেন: অসম্ভব সুন্দর ।কবিতা খুব ভালো হয়েছে ।
৬০| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫০
শেরজা তপন বলেছেন: সমস্যা কি ভ্রাতা জানতে পারি?
যত দিন যাচ্ছে, বেঁচে থাকাটা মনে হয় ততোই কঠিন হয়ে যাচ্ছে !!... পৃথিবীতে প্রিয় বা আপন বলে আদতেও কিছু আছে কি?... এখন আমার মনে হয় এসব শুধুমাত্র সাজানো, নিজের স্বার্থে... অনেক কিছুর ভেতরেও আসলে মানুষ একা... আর অধিকাংশ মানুষ শুধুমাত্র নিজের টুকুই ভাবে...
সুহৃদ, আপনাকে এভাবে হঠাৎই পেয়ে যাওয়াটা খুবই আনন্দের... আপনাকে মাঝে মাঝে কল্পনা করবার চেষ্টা করি এবং বুঝতে পারি যে আমার কল্পনাশক্তি যথেষ্ট দূর্বল...
ভালো থাকুন... শুভকামনা...
এই মন্তব্যের পরে আপনি হারিয়ে গেলেন- উই মিস ইউ ম্যান....।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রার্থনা কবুল। হয়ে গেছে বহু আগে। ক্ষোভ কাম হয়ে যাচ্ছে।