![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিকতা কি একটা ধর্ম যে সেটা সমাজে ছড়িয়ে দিতে হবে ? আমার ধারনা তা না । আপনি নাস্তিক , ধর্মের শিকল থেকে মুক্ত , এ তো আপনার পরম পাওয়া । কয়েক বছর আগের কথা চিন্তা করেন , জূম্মার দিন মসজিদ যেতেন না ? সত্য হলো যেতেন . না গেলেও ঈদের দিন ?
এখন তো আমাকে মৌলবাদী বলে গালি দেবেন , আমি নাস্তিক কিনা জানিনা ,তবে আমার জীবনে ধর্মের দরকার নাই । আর স্রষ্টারে না দেইখা তারে মনে মনে ডাকূম না । তাই আমারেও নাস্তিক বলা যায় হয়তো । তবে ভাই আমি সেটা নিজের মাঝে রাখছি , আপনাগো মত কারো ধর্ম নিয়া নুরানি চাপা মারি নাই । ভাই আমার বাপ মারে আগে নাস্তিক বানাই , পরে সমাজ দেশ ।
ও একটা প্রশ্ন , আপনি একজন নাস্তিক । আপনার পরিবারে কতজন নাস্তিক যে আপনি তাগো গালি দিতেছেন ?
গালাগালি দিয়া কাজ হবেনা ভাই , বুঝান । ব্যাবহার দিয়া দুনিয়া জয় করা যায়
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৫
In2the Dark বলেছেন: হাহা
এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য 
ভাই আল্লাহর উপর আমার অনেক ক্ষোভ আছে তাই বলে নাস্তিক না।
আপনার কথাটা একবার চিন্তা করে দেখেন হয়তো আমার মত কিছুই হবে।
আমি জুম্মার নামাজ পড়িনা :p গত ৫বছর ধরে ঈদের নামাজ পড়িনা কিন্তু আমি জানি বুড়া হইলে ঠিকই এই নামাজ তো পড়বোই সাথে পাঁচ ওয়াক্তও পড়ব