নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকতা এবং কিছুটা হতাসা

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩

নাস্তিকতা কি একটা ধর্ম যে সেটা সমাজে ছড়িয়ে দিতে হবে ? আমার ধারনা তা না । আপনি নাস্তিক , ধর্মের শিকল থেকে মুক্ত , এ তো আপনার পরম পাওয়া । কয়েক বছর আগের কথা চিন্তা করেন , জূম্মার দিন মসজিদ যেতেন না ? সত্য হলো যেতেন . না গেলেও ঈদের দিন ?

এখন তো আমাকে মৌলবাদী বলে গালি দেবেন , আমি নাস্তিক কিনা জানিনা ,তবে আমার জীবনে ধর্মের দরকার নাই । আর স্রষ্টারে না দেইখা তারে মনে মনে ডাকূম না । তাই আমারেও নাস্তিক বলা যায় হয়তো । তবে ভাই আমি সেটা নিজের মাঝে রাখছি , আপনাগো মত কারো ধর্ম নিয়া নুরানি চাপা মারি নাই । ভাই আমার বাপ মারে আগে নাস্তিক বানাই , পরে সমাজ দেশ ।

ও একটা প্রশ্ন , আপনি একজন নাস্তিক । আপনার পরিবারে কতজন নাস্তিক যে আপনি তাগো গালি দিতেছেন ?

গালাগালি দিয়া কাজ হবেনা ভাই , বুঝান । ব্যাবহার দিয়া দুনিয়া জয় করা যায়

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৫

In2the Dark বলেছেন: হাহা :D

ভাই আল্লাহর উপর আমার অনেক ক্ষোভ আছে তাই বলে নাস্তিক না।

আপনার কথাটা একবার চিন্তা করে দেখেন হয়তো আমার মত কিছুই হবে।


আমি জুম্মার নামাজ পড়িনা :p গত ৫বছর ধরে ঈদের নামাজ পড়িনা কিন্তু আমি জানি বুড়া হইলে ঠিকই এই নামাজ তো পড়বোই সাথে পাঁচ ওয়াক্তও পড়ব :D এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.