নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

কিছু বলার ছিলো

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

প্ল্যান তো সেই অনেক আগে থেকেই, যেদিন প্রথম দেখেছিলাম, কত সাল হবে, উম্মম্মম্মম্ম মনে নেই। দেখছিলাম একটা ভিডিওতে, মনে পরে ? “ Not Ok BangladeSh” নামে একটা গ্রুপে ভিডিও করছিলো সবার ছবি নিয়ে, ওখানেই………… তারপর অনেক দিন গেছে, ফেসবুকে পরিচয় হইছে, প্রেমে পড়া হইছে, বলা আর হয় নি……।

কাল রাত তো ঘুম ও হয়নি টেনশনে, আজ কি যে হবে, আজ বাস ছিলো সেই ভোরে, জানো তো আমি আবার দুপুরের আগে জাগতে পারিনা, আজ কিভাবে জানি জেগে গেছি, তুমি জানোনা আমি কোথায় যাচ্ছি। যদিও কাল চ্যাটে অনেক বার জিগেস করছো আমি এত এক্সাইটেড কেনো,কই যাবো বিকেলে, আমি নাকি ঘরকুনো,বের হইনা দিনে। আরে পাগলি তখন কি বলা যায় কোথায় যাইতেছি?গেছলাম টীকেট করতে…।।

আজ বাস থেকে নামলাম ১১ টার দিকে, নেমে মনে পড়লো শেভ করা হয়নি,তোমার তো আবার আমার দাড়ি সহ্য হয়না, একটা সেলুনে ঢূকলাম, জানো শেভ করতে ব্যাটা ১৫০ টাকা নিয়ে গেছে আমি বেকার ছেলেটা থেকে 

তারপর না তোমাকে ফোন দিলাম, এই তোমার আরেক বদঅভ্যাস ।৩ বারের কমে ফোন ধরোনা, এটা কিন্তু আমার ভালো লাগে না বলে দিলাম। মনে থাকে যেনো। আজ অবশ্য ২ বারেই ধরলা,

ঃ ওই হারামী, তোর ফোন অফ ক্যান ? সকাল থেকে ট্রাই করতেছি

 হ্যালো বৌ, থুক্কু মৌ কি কর ?

: চুপ কর ফাজিল, ফোন বন্ধ করছিলি ক্যান বল,

আরে আমি তর জন্য সারপ্রাইজ আনতে গেছলাম রে

ঃ আমার জন্য ! কি শুনি ?

কমু না, কইলে কি দিবি ?

ঃ উষ্টা দিমু, ক কইতেছি

আমি ময়মন্সিং বাস স্ট্যান্ড এ খারায় আছি, আয়া নিয়া যা, দুই পোলা কেম্নে জানি তাকাইতেছে, শিওর ছেলেধরা,আমারে ধইরা নিয়া আরবে বেইচা দিবো B-)B-)

ঃ ফাজলামি রাখ, সত্যি কইরা ক, কই তুই।

আমি মিছা কথা কই না, জানস না?Unsocial ever Lied?

: তুই সত্যি সত্যি আসছিস ?

হু সত্যি সত্যি আইছি, মিথ্যা মিথ্যা আইনাই।

ঃ ফাজিল,শয়তান,ইতর,বদ আগে কস নাই X(X(ক্যান……………………………………………………………।।

তারপর সারাটা দিন একসাথে থাকা, তোমার হাতে ফুচকা খাওয়া,……।।রিকশায় করে ঘুরে বেড়ানো, রাস্তায় তোমার বড় ভাই কে দেখে আমার আড়ালে মুখ লুকানো………।।

……………………

বিদায় বেলা তোমার চোখের দিকে কিছুক্ষন তাকিয়ে থাকায় তোমার জিগাসা “ কিরে কিছু কবি?”

তখন আমার উত্তর , নারে দোস, কি কমু, ভালো থাকিস, যাইগা রে, বাড়ি যাইতে কইলি না হালা………………।।বলে চলে আসা

এই একটা মুহুর্ত আমাকে মিথ্যাবাদী করে দিলো, আজীবনের জন্য, আমার অনেক কিছু বলার ছিলোগো……।।অনেক কিছু……।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫১

In2the Dark বলেছেন: আহারে :p

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৭

কিছুটা অসামাজিক বলেছেন: বছর দুয়েক আগে আমি অতি মাত্রায় লুতুপুতু ছিলাম আজ বুঝতে পারছি :দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.