নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

একটা মোবাইলীয় ঝগড়া

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৫

আজকের গল্প টা একটু সন্দেহ নিয়া।

খেতে বসছি মিরপুর ১ এ একটা রেস্টুরেন্টে। আইটেম খুব বেশী কিছু না, ভাত,আলু ভর্তা আর ডিম ভাজি। আসলে সারাদিন ছিলাম একসাথে, টাকা পয়সা শেষের দিকে। আজ সারাদিন বসে ছিলাম একটা আলাদা ভঙ্গিতে। ম্যাডাম পার্কের বেঞ্চে,আমি নিছে হাটু গেরে বসে উনার হাত নিয়ে আমার গালে রেখে। কিভাবে বিকেল ৪ টা বেজে গেছে খেয়াল ই হয়নি।এক সময় পেটে জানান দিলো সময় শেষ।ঘরির দিকে তাকায় আমার গেলো মন খারাপ হয়ে, আর উনি চমকে উঠলেন, “এই রে ৩.৩০ বাজে, ৫ টার মধ্যে বাসা যাওয়া লাগবে , আব্বু চলে আসবে, উঠো তো, ও বাবু উঠো না, খিদু লাগছে না আমার বাবু টার ?

ঃ উম্মম্ম লাগছে, খাওয়ায় দিবা ? তাহলে উঠবো

উনিঃ ইস ছোট বাবু তুমি?

আমিঃ হুম্মম্ম, ( পায়ের উপর থুতনী রেখে চোখ বুজলাম )

উনিঃ আহা উঠো না, আমার ক্ষিদে পাইছে তো।

যাহোক এরপরে হাত ধরে হেটে হেটে এখানে এসে বসলাম। কে জানি বলছিলো বউ বিষ খাইয়ে দিলে তাও খেতে মজা লাগে, কথা টা সত্য, বুঝছেন ?

খাইতেছি এমন সময় আমার একটা ফোন আসলো।

উনিঃ ঐ কে ফোন করছে ?

আমিঃ চিনিনা, আননোন নাম্বার

উনিঃ চেননা মানে ? ফাযলামী করো ? কে ফোন দিছে ?

আমিঃ সত্যি চিনিনা, দেখো।

উনিঃ দাও আমারে দাও, আমি রিসিভ করবো

আমিঃ তুমি ক্যান করবা, আমার দরকারী ফোন হতে পারে না?

উনিঃ ওহ তাই, ধরো, ঐ লাউড স্পিকার দাও

আমিঃ লাউড দিবো ক্যান ? সমস্যা কি ?

উনিঃ দিবা না আমি উঠে যাবো?

বাধ্য হয়ে লাউড দিলাম, ফোন দিছে সমাপ্তী, কথা হইলো……।

আমিঃ তুমি আমারে এত সন্দেহ করো ক্যান ? সব কিছুর মাঝে সন্দেহ ক্যান ? সমস্যা টা কি তোমার? ট্রাস্ট নাই ক্যান আমার উপর ?

(ফলাফল উনি উঠে দারিয়ে ব্যাগ কাধে নিয়া হাটা দিলেন গটগট করে)

পরের দৃশ্য………

সন্ধ্যা…… ফুটপাত দিয়ে হাটতেছি দুজন হাত ধরে…… ঐ দিনের উনার একটা কথা মনে পড়লো আজ লেখার সময়।

“””ঃ বাবু আমি আর বাসা না গেলে কেমন হয় ? চলো তোমার সাথে চলে যাবো……… না না থাক আজ না, আরেকদিন……………””””” আরেকদিন কবে যে আসবে………………………………

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৩

In2the Dark বলেছেন: ভেরি ভেরি সুইট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.