নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

ডালিম কুমার এর সকাল টা

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪২

শতাব্দী ভাইয়া......।

ছোট করে একটা ডাক, আমাদের শতাব্দী সাহেবের যেহেতু মনে রাখার ক্ষমতা কম, উনি ডাক শুনেই ভুলে গেলেন কে তাকে ডাকছে। এবার শতাব্দী সাহেবের উন্নত শ্রেনীর মস্তিস্কের ক্ষমতা কাজে লাগানো যাক। চিকন গলার ডাক, এ ডাক খুব ভয়ানক, শত শত পুরুষ রোজ এ ডাকের কবলে পুরুষত্ত হারান। শতাব্দী নিজে মায়ায় জড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

ঘার না ঘুরিয়ে দারিয়ে থাকলো শতাব্দী , যে ডেকেছে তার ডাকের গুরুত্ত বা প্রয়োজনীয়তা বেশী হলে সে নিজেই আসবে। এভাবে খানিকক্ষন হয়তো ধরে রাখা যাবে নিজেকে।

নাহ পেছনে কোন হরিনীর পদশব্দ নাই, একবার ঘুরেই দেখা যাক।

পেছনে তাকিয়ে চৈতী কে দেখা গেলো। ইনি এই এলাকার একজন গুরুত্তপুর্ন ব্যাক্তি তা বোঝা যায়। তারা এই পাড়ায় আসার পরে জনসঙ্খা কেমন হু হু করে বেড়ে গেছে। রসুল মিয়ায় ফেলে রাখা ইটসুরকীর মাঠের এখন ছেলেপেলেদের ক্রিকেট খেলার আগ্রহ বেরে যাবার পেছনে চৈতী ম্যাডামের কোন হাত আছে কিনা শতাব্দী জানে না।

জানে কি ?

ভোরের সুর্যের আলোয় এক তরূনীর হাসি, এ হাসি উপেক্ষা করা অসম্ভব কাজের তালিকায় পরে। হাত নেড়ে কিভাবে জানি ডাকলো চৈতী। এভাবে কিভাবে ডাকা যায় ? শতাব্দী কি পারবে এভাবে হাসিমুখে হাত নেড়ে ডাকতে, নাকি বিধাতা এ ক্ষমতা সুধু মেয়েদের কেই দিয়েছেন।

ভাইয়া আপনাকে ডাকলে আপনি স্তম্ভের মত দারিয়ে যান কেন ?

- কই না, আমার ভুড়িটা নিয়ে নড়তে সময় লাগে।

হিহিহিহি, ভালো বলছেন, পেছন থেকে দারিয়ে থাকা আপনাকে দেখলে একটা গাছ মনে হয়। কলা গাছ।

- কলা গাছ ?

না না, কলা গাছ না। আপনার তো ভূড়ি আছে, আপনি হলেন ডালিম গাছ।

- আমি ডালিম গাছ ?

ঠিক তা না, আপনার বাবা হলো ডালিম গাছ।

- বাবা ডালিম গাছ কেনো ?

আমি তাকে সালাম দেই নি বলে আমার দিকে না তাকিয়ে চলে গেলেন কাল, উনি ডালিম গাছ না বলেন ?

- হু।

আর আপনি হলেন ডালিম কুমার।

- এটা সুন্দর ছিলো

জী, আমার মত। বলেন আমি সুন্দর না ?

- আপেক্ষিক

থাক, আপনার আপেক্ষিকতার লেকচার শোনার কোন ইচ্ছে আমার নাই।

- ধন্যবাদ

ধেত, নাহ আপনার সাথে কথা বলে দিন টাই মাটি জনাব ডালিম কুমার

- হু

তা জনাব ডালিম কুমার, আপনি ঘোড়া কিনবেন কবে ?

- ঘোড়া কিনবো কেনো !!!

বাহ রে, আপনি ডালিম কুমার না, আপনি ঘোড়ায় চরে রাজকন্যা কে উদ্ধার করে নিয়ে আসবেন।

- হু

আপনি একটা , আপনি একটা

- হু।

থাকেন গেলাম। আপনি দারায় দারায় আকাশ খান, এখান থেকে নড়বেন না বলে দিলাম।

- হু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.