নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগার দের কাছে জানতে চাই

১৬ ই জুন, ২০১৪ রাত ৩:৪৭

ভাই এ্যাণ্ড বোনেরা আমার। ( সবাই ই আমার )

কোন তেল বা পানি পড়া না দিয়া ডিরেক্ট জিগেস করি।

১। অনেক দিন থেকেই সামুর লেখা গুলো পড়ি, নিজে বছর খানেক ধরে যা ইচ্ছে লিখি। আগের পোস্ট গুলোতে প্রায় ই দেখি মাইনাস দেন, মাইনাস দিলাম, মাইনাস দে, মাইনাস দিছি।

আমার সহজ একটা প্রশ্ন, মাইনাস জিনিষ টা কি ?

আমার ধারনা এটা ডিসলাইক বা আনলাইক করার মত একটা বিষয়। বাট সেটা কেমনে করে ? নাকি আগে ছিলো, এখন সিস্টেম টা নাই ? নাকি কয়জনের কমেন্ট দেখছি পোস্টে প্লাস, সেরকম কমেন্টে পোস্টে মাইনাস ই লেখা হয়। আমাকে জানাবেন প্লিজ, একজন অভিজ্ঞ ব্লগার জানাইলেই হবে।

২। সামু মডুঃ এটা কি জিনিষ, মডূ মানে মডারেটর এটা জানি বা বুঝছি, বাট তারা কারা ? কেন গোপন থাকেন তারা, বুঝলাম নিরাপত্তা বা ব্লগের সচ্ছতা বজায় রাখতে এটা করা, তবু তাদের অন্য নামে আইডী তো থাকা উচিত, তারা অবশ্যি সম্মানীয় অন্যদের থেকে, আর নিজেদের যোগ্যতায় ই মডারেটর হইছেন। এখন তারা বা তিনি কে না জানলে সম্মান করে কিভাবে ?

এ নিয়ে সবার মন্তব্য আশা করতেছি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩

হেডস্যার বলেছেন:
২ নম্বর পয়েন্টের শেষের কথা গুলায় কইষ্যা মাইনাস।

২| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৬

আমি তুমি আমরা বলেছেন: মাইনাস নিয়ে জানতে হলে এই পোস্টটা পড়ুন। বিস্তারিত ইতিহাস পাবেন।

মডুদের পরিচয় না জানানোটা ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এটা নিয়ে কিছু বলার নেই।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:২৫

কিছুটা অসামাজিক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.