নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৯ সালের শুরুর দিকে।ক্লাস ৯ এ পড়ি মনে হয়। স্মার্ট বন্ধুদের মুখে মুখে শুনি ফেসবুকের কথা। আমাদের কাছে তখন নেট বলতে ছিলো ওয়াপট্রিক ডট কম। মাঝে মাঝে রবিতে ২০ টাকা দিয়ে ২০ মেগাবাইট নিয়ে গেমস ডাউনলোড দেই, খেলা হলে ডিলেট করে আবার নামাই, এভাবেই চলতেছিলো। একদিন সাহস করে ঢুকেই পড়লাম facebook.com এ। আইডি নাই, কেমনে কি করে জানি না। লগিন ছারাই কয়েকটা পোস্ট দেখা গেলো। এর মাঝখানে ছিলো " ফ্রেন্ডগো মাঝে কেউ ছ্যাকা খাইলে ফুচকা পার্টি দেই" নামের একটা পেইজ। নাম টা দেখেই মজা পাইলাম, নাহ এখানে আমার ঢোকা লাগবে।
এরপর কিছুদিন পরে এক বন্ধু, নাম টাও ভুলে গেছি, ও আবার সেই সময় এক গিগাবাইট মাসিক প্যাকেজ চালাইতো জিপিতে, বিশাল ব্যাপার, মাঝে মাঝে আমারে গান ডাউনলোড করে দিতো, ও একটা আইডী খুলে দিলো। নাম টাও মজার, Bonno Shimul , সাথে আবার বাটপারী করে Khan
শুরু হইলো আমার ফেসবুক।
ইমেইল সম্পর্কে কোন ধারনাই ছিলো না, প্রথম মেইল খুলে দিলো নোকিয়া এর এক স্টাফ ভাইয়া, Shimul.jtc1@...................
তখন ফেসবুক টা সামাজিক মাধ্যম ছিলো, রাত যেগে বন্ধুরা আড্ডা মারতাম, কে কি করছে তা নিয়ে গল্প হতো। জীবনের একটা অংশ ছিলো তখন আমাদের কাছে ফেসবুক। জিপিতে একটা প্যাকেজ দিলো একবার ২৩ টাকা দিয়ে একদিন সারাদিন নেট ব্যাবহার করা যেত। মোবাইল দিয়েই সারাদিন আড্ডা, ছবি তুলে আপলোড করা, কে কি খাচ্ছি সে ছবিও শেয়ার।
কয়েক টা বছর কেটে গেছে, আজকে দেশের সবথেকে বড় ডাউনলোড সাইট টা আমার, টেকটিউন্সের মত বড় সাইটের নিয়মিত আর টপ টিউনার এখন আমি, বাট এদিকে আমাদের সেই সাধের ফেসবুক টা নষ্ট হয়ে গেছে। সবাই এখন প্রেম, লাইক, ট্যাগ, রাজনিতী, গ্রুপিং, মারামারি, পিন , অমুক খানে আছি, লিটনের ফ্লাটে, অমুক জিনিষ খাচ্ছি এগুলার পেছনে দৌড়ে দৌড়ে ফেসবুক টারে নষ্ট করে ফেলছে।
©somewhere in net ltd.