নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই অনেক দিন আগের কথা। ক্লাস ৩/৪ এ পড়ি। থাকি নাটোরের মাদ্রাশা মোড়ে।
বাসার সামনে আমি আর এক বন্ধু খেলছিলাম পুতির পিস্তল দিয়ে, মানে লোড পিস্তল বলে মনে হয়, তাই দিয়ে যুদ্ধ যুদ্ধ। আমি বুশ, ও লাদেন
আমি তাক করছি ওর দিকে বন্দুক, ট্রিগারে চাপ দিলাম, সাথে সাথে বিকট শব্দে পাশে কি জানি বাস্ট হইলো! ধ্রুম্মম !!!!!!!!!!!!!!!!!!!!
কি হলো তা দেখার সময় আছে আমাদের দুই পিচ্চির, এক দৌড়ে বাসার ভেতর। একটুই বুদ্ধি শুদ্ধি বেশী ছিলো তো আমার, তাই শব্দ টা যে আমার বন্দুক থেকে বের হয় নি এইটুকু নাহয় বুঝলাম, বাসায় এসে দেখী সবাই ভইয়ে তটস্থ। তখন আবার জ়ে এম বির যূগ। সারাদেশে একসাথে বোমা ফাটিয়েছে কদিন আগেই। আবার শিওর ওরাই আমাদের এলাকায় বোমা মারছে। ভুলেও বাইরে যাওয়া যাবে না।
বিকেলের দিকে খবর হলো, পাশের বাসায় আন্টির মাথায় অদ্ভুত আইডীয়া আসছে, প্রেসার কুকারের সব গ্যাস নাকি বেরিয়ে যায় , তাই উনি উপরের নজেলের ফুটা কোন ভাবে বন্ধ করে তাতে খিচুরী রাধতে গিয়েছিলেন, তাতেই এই লঙ্কাকান্ড
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০
যোগী বলেছেন:
হা হা হা আন্টি এত বুদ্ধি কই রাখে?
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা!