নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

আবার এই বিদায়ে

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১২

অনেক গুলো জমাট বাধা মুহুর্তের শেষ টা খুব সাদামাটা ভাবেই হইলো। ছেলে টা বললো আর কথা বলা উচিত হচ্ছে না।
মেয়েটা জিগেস করলো কেনো ?
ছেলেটা জানালো আমাদের দিন ফুরিয়ে গেছে, ব্যাক্তিগত ভাবে আমারো। এখন সময় নতুন কে সুযোগ করে দেয়ার
মেয়েটা গভীর ভাবে গম্ভীর হয়ে রইলো। ছেলে টা আবার বললো এবার বিদায় দাও, মেয়েটা অবাক করা একটা প্রশ্ন করে বসলো।
- আবার কারো হবা কি ?
- হবো হয়তো অনেক দিন পর, ভেসে বেড়াবো আকাবাকা নদীটার পথ ধরে সন্নাসী সেজে। কোন একদিন হয়তো ভিরতেও পারি কোন কুলে।
- যদি ফিরি, পাবো খুজে তোমাকে ? ঠিকানা রেখে হারাবা তো ?
- ফেরার হলে যেতে বারন।
- এই দেখো আমার চোখ ভিজে গেছে, তোমার খারাপ লাগছে না ?
- পুরুষ তো
- ........................।
- যাই ?
- যাও, যা দিতে পারিনি, যা পাওনি তা খুজো না।
- খুজবো না।
- খাওয়া দাওয়া ঠিক করে করো।
- খাবো
- উলটো পালটা কিছু খেও না।
- খাবো না
- কেউ জিগেস করলে কি বলবা ?
- তুমি মরে গেছো।
- আমি জীবিত মানুষ টাকে মেরে ফেলবা ?
- তুমি অনেক দিন আগেই মরে গেছো।
- ও
- Dear life, I have no complains anymore. But i will never forget you, never, ever
- জানি
ঃ জানবা তবু যেতে দিবা ?
- টিকে থাকতে হলে ধরে রাখার উপায় নেই।
- since there is no tomorrow come together, let us kiss and say goodbye dear life.

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫৪

In2the Dark বলেছেন: ভাল লাগলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.