নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিক্সেল গেলো, গ্যালাক্সী গেলো, আইফোন টাই বাদ থাকে কেন, এটার রিভিউ ও দিয়া দেই, এটলিস্ট ডিভাইস টা পছন্দ আমার।
এই বছর এপলে নতুন আছে ক্যামেরা টা, ডিসপ্লে কেমন দেখছেন ই, না দেখলে কমেন্টে দেখে নেন, উপরে ক্যামেরা, স্পিকারের জণ্য একটু যায়গা কেমন কেটে বের করা হয়েছে। অনেকেই কথা বলছে, তবে আমার কাছে ইউনিক লেগেছে ব্যাপার টা। ডিসপ্লে টা ভালো। স্যামসাং এর থেকে কিনেছে , প্রতিটা আইফোন ১০ এর ডিসপ্লের জন্য স্যামসাং ২১০ ডলার করে নিয়েছে।অর্থাৎ স্যামসাং এপল কে বানিয়ে দিয়েছে। এ দামে মিড রেঞ্জ ফোন ই পাওয়া যায়। বাজারে থাকা যেকোন অর্গানিক এল ই ডি ডিসপ্লের থেকে ওটা স্মুথ, সম্ভবত একটু ব্রাইট।
হোম বাটন বিলুপ্ত, সামনের প্রায় পুরোটাই ডিসপ্লে। এ বছর ও, পৃথিবীর সবথেকে ফাস্ট ফোন আইফোন। এপলের A11 বায়োনিক চিপ এ বছর ও আগের সব রেকর্ড ব্রেক করেছে। সর্বোচ্চ স্পিড, সর্বোচ্চ পারফমেন্স। ব্যাপার টা অনেকেই জানে না, বা ভুলে যায় এপলের দুর্নাম করার সময়। হ্যা, আমি দুনিয়ার সবথেকে ফাস্ট ফোন টার কথা বলছি।
কত জিবি র্যাম, কি চিপ, কি প্রসেসর দেখার দরকার নাই। এখনো দুই তিন বছরের পুরনো একটা আইফোন, মার্কেটে থাকা যেকোন ফ্লাগশীপের থেকে ফাস্ট।
একটা ফোন, যেটা আপনার এন্ড্রয়েড এর মত স্লো হয়ে যায় না, হ্যাং করে না। কথা টা সত্য, এপল ইউজার রা জানেন ই না ল্যাগিং , হ্যাং, ভাইরাস এগুলো কি :p
এইবছর, ইতিহাসে প্রথম বার কোন ফোনে বিল্ট ইন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আছে পার্সোনাল এসিস্টেন্ট হিসেবে। ইতিহাসে প্রথম কোন ফোন তার মালিক কে চেনে। সিরিয়াসলী, ম্যাসিভ ফেস ডিটেকশন টেকনলজি থাকতেছে ফিংগার প্রিন্টের বদলে, ফেস আইডি। আপনার চেহারাই আপনার আইডেন্টিটি। মুখোস, ছবি দিয়ে ওটাকে ধোকা দেয়া যাবে। ( জমজ ভাই বোন থাকলে কি হবে জানি না :p )
আরগুমেন্টেড রিয়েলিটি নিয়া সেপারেট একটা আর্টিকেল না লিখলে তো বুঝানো সম্ভব না। পোকেমন গো দেখছেন ? ক্যামেরা দিয়ে কোন দৃশ্যের দিকে তাক করে লাইফ স্ক্রিনের সেখানে একটা অবজেক্ট বসিয়ে দেয়া গেলে ? ফোন টার ক্যামেরা আকাশের দিকে তাক করলে প্রতিটা তারাকে ও যদি চেনে , আপনার ডিসপ্লে তারাগুলোর পাশে সেগুলোর নাম ধাম দেখা গেলে ? বা ফোন টা আপনার বিছানায় তাক করে সেখানে একটা মানুষ কে শুয়ে থাকতে দেখা গেলে ফোনের স্ক্রিনে ? ব্যাপার টা জটিল, আমি খুলে লিখবো, এটাও এ বছর আইফোনে প্রথম।
আইফোন 5s চিনিয়েছিলো ফিংগার প্রিন্ট, ৭ চিনিয়েছিলো ডুয়েল ক্যামেরা, যেগুলো নিয়ে অন্য ব্র্যাণ্ড গুলো নাটক শুরু করে সামনে। এ বছরের ফিচার গুলো নিয়ে শুরু করবে খুব জলদি। নকল কিছু বানাবে, আপনেরা কেউ কিনবেন, তারপর সেই ফোন দিয়ে এসে লিখবেন আইফোন ভালা না :p
আইফোন ভালা না নিয়েই কিছু বলা দরকার।
১। আইফোনে অমুক অমুক ফিচার নাইঃ ডু ইউ থিংক পিপল কেয়ারস ? গীক রা এন্ড্রয়েড ইউজার ? টেক ইউটিউব চ্যানেল গুলা ঘুইরা আসেন, কার পকেটে কি ঘাটতে গেলেই বোঝা যাবে।
২। আমার এন্ড্রয়েড এই এই করতে পারে, আপনার আইফোন পারে ?
- এগেইন, ইউ থিংক পিপল কেয়ার ? যে ভদ্রলোক বাংলাদেশের এভারেজ ৬ মাসের বেতন দিয়ে একটা ফোন কিনতে পারেন, তিনি কয়টা এন্ড্রয়েড ব্যাবহার করতে পারেন ভুলে যান কেন !
৩। আইফোন জাস্ট ভাবঃ রাইট ডুড। আইফোন ইফেক্ট বলে একটা ব্যাপার আছে। একটা রেস্টুরেন্টে ঢোকেন, টেবিলের উপর উলটে ফোন টা রাখেন, একটা অদ্ভুত ব্যাপার দুই মিনিটে টের পাবেন। কি একটা লোকারন্য যায়গায়, কি ক্লাসে, কি অফিসে কি ডেটিং এ। বের করে রাখেন টেবিলের উপর উলটে, ওটা বলে দিবেঃ
" ইনি আশেপাশের ১০০ জনের থেকে আলাদা।তার ফ্যাশন সেঞ্জ, ডিভাইস সেন্স আলাদা। উনি নিজে সেটা সম্পর্কে সচেতন, এবং উনার সাথে কথা ভেবেচিন্তে বলা উচিত :p "
তো, এইবার দাম অবশ্য আগের সীমা ছারিয়ে গেছে। ১১০০ ডলার অনেক গুলো টাকা। বাংলা টাকায় ৯০ হাজার টাকা, তবে ট্যাক্স, ভ্যাট দিয়ে এক লাখ ২০-৩০ হাজার টাকা পর্যন্ত চলে যাবে। এ দামে সত্যি ই ১২৫ সিসি মটরসাইকেল পাওয়া যায়।
ওকে এখন প্রশ্নঃ
তো, জাস্ট ডিভাইস টার পারিপার্শিক ইফেক্ট বাদ দিয়ে দিলেও, দুনিয়ার সবথেকে বেটার ডিজাইন এন্ড ফাস্টেস্ট ডিভাইস টার জন্য লাখ দেড়েক টাকা, আপনার কাছে থাকলে আপনি কিনতেন ?
[ ফেসবুক স্ট্যাটাসের জন্য লিখছিলাম, বেশী বড় হয়ে গেছে, সামুতে পোস্ট ] [ আমার বিয়ে টা আটকায় গেছে। শুনেছি কন্যা খাটো, শ্যামলা, দেখে আম্মুর নাকি পছন্দ হয়নি, আমাকে দেখানো ও হয়নাই। চেপে যান ]
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭
কিছুটা অসামাজিক বলেছেন: *******মুখোস, ছবি দিয়ে ওটাকে ধোকা দেয়া যাবে না।