| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"থাকবো নাকো বদ্ধ ঘরে,
দেখবো এবার জগতটাকে,
কেমন করে ঘুরছে মানুষ,
যুগান্তরের ঘুর্ণিপাকে"
কবি অনেক আগেই অজেয়কে জয় করার জন্য, অদেখাকে দেখার জন্য সাহসি হতে বলে গেছেন। সাহস আর দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে কখনোই সাফল্য সম্ভব নয়। কলম্বাসের আমেরিকা আবিষ্কার, ম্যাগিলানের বিশ্ব পরিক্রমার মাধ্যমে পৃথিবীর গোলাকৃতির প্রমাণ, ভাস্কো-দা-গামার ভারত আবিষ্কার হয়তো কখনোই হতো না, যদি না তারা সাহস করে একবার পথে না নামতেন।
বুকে মনোবল, দৃঢ় প্রত্যয়, আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসই মানুষকে সফলতার রাস্তা দেখায়। আপনি জানেন কি, শচিন টেন্ডুলকারকে যখন, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না ক্রিকেট খেলাকে বেছে নিবেন, এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো, তখন তিনি ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন বলেই আজকের শচিন হতে পেরেছেন। এ পৃথিবী শুধু সাহসীদের জন্যই, ভীরুদের কোন জায়গা এ পৃথিবীর মানুষগুলো কখনো দেয় নি, দিবেও না।
©somewhere in net ltd.