নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজল ছায়ায় পরাণ জুড়ায়

Iআপন মনে

ভািটর সুর

আপন মনে

ভািটর সুর › বিস্তারিত পোস্টঃ

ড. অভিজিৎ হত্যাকান্ড ও কিছুকথা

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৫

ড. অভিজিৎ রায়কে অবশেষে খুনই করা হলো। একেবারে বলে কয়ে খুন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফারাবী সাইফুর রহমান নামের একটি একাউন্টে ০৯ ফেব্রুয়ারি একটি স্টেটাসে লিখা হয়,'অভিজিৎ রায় আমিরিকা থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।' ঠিক তাই করা হলো। গত ২৬ ফেব্রুয়ারি বাংলাএকাডেমীর অমর একুশে বই মেলা থেকে ফেরার পথে রাত ৯.৩০মিনিটের সময় দূর্বৃত্তরা অতর্কিতে পেছন থেকে লেখক অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে আঘাত করে, তাকে ক্ষত বিক্ষত করে নৃশংসভাবে হত্যা করে । এতে তার স্ত্রীও গুরুতর আহত হন এবং সৌভাগ্যক্রমে তিনি বেচে যান । এরই মধ্যে " আনসার বাংলা সেভেন" নামে একটি জঙ্গি সংগঠন এই হত্যার দায় দায়িত্ব স্বীকার করে টুইটার একাউন্ট থেকে টুইট করে ।
অভিজিৎ হত্যা কান্ড বিচ্ছিন্ন কোন ঘটনা নয় । এর আগেও ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল এই গোষ্টিটি একই কায়দায় বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের উপর হামলে পড়েছিল, তাকে চাপাতির আঘাতে ক্ষত বিক্ষত করেছিল । তিনি সাময়িকভাবে সুস্থ্ হয়ে উঠলেও পরবর্তিতে মারা যান । ধারনা করা হয় এই আঘাত তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল । গতবছরের ১৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যা করা হয় । ২০১৩ সালের ১৪ জানুয়ারি ব্লগার আসিফ মহিউদ্দিনকে কুপিয়ে মারাত্মক জখম করে দূর্বৃত্তরা । পরবর্তিতে ব্লগার রাজিব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয় । এ সমস্থ হত্যাকান্ডে জঙ্গিসংগঠন জড়িত থাকার প্রমান পাওয়া গেছে । তারা প্রতিনিয়ত দেশের মুক্তমনা, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বুদ্ধিজীবীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং হত্যা করে চলেছে ।
১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার মানসে যেমনিভাবে এদেশের বুদ্ধিজীবী সূর্যসন্তানদের বেছে বেছে হত্যা করেছিল, স্বাধীন বাংলাদেশে আজ একই কায়দায় ধর্মনিরপেক্ষ চিন্তা চেতনার প্রতিভূ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে । পাকিস্তানের প্রেতাত্মা ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল মৌলবাদী জঙ্গি গোষ্টিকে এই মুহুর্তে সমূলে উৎপাটন করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্ব সবকিছুই বিপন্ন হবে ।
তাই এব্যাপারে এদেশের সকল মুক্তিকামী জনসাধারণকে সজাগ ও সোচ্চার হতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.