![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ বৃক্ষের গায়ে আটকে আছে
দু'টো প্লাস্টিকের বল
কবে কখন থেকে তা কেউ বলতে পারে না।
বলকে ফুল ভেবে কীট-পতঙ্গ পোকামাকড় প্রজাপতি ভ্রমর
চারপাশে সারাক্ষণ ভীর করে- উড়ে এসে জোরে বসতে চায়
কিন্তু বলদু'টোতো আর ফুল নয়।
প্লাস্টিকের বল দু'টো বালকটিকেও হাতছানি দিয়ে ডাকে
তার মন কেমন জানি আকুপাকু করে।
তৈলাক্ত বাশ বেয়ে বানরের উপরে উঠার মত উঠা-নামা করতে করতে
একদিন সে বৃক্ষের গা বেয়ে উপরে উঠে বলদু'টোকে
নিজের হাতের মুঠোয় পুরে অন্য রকমের সুখ পায়।
বলদু'টোতে ঠিক জাদু আছে
ঘষে দিলেই ঝড় আসে বৃষ্টি হয়;
কখনও চকচক করে সোনালী রোদ্দুর
ঝড়ের তান্ডবে বালকটি কোথায় যেন হারিয়ে যায়
কখনও সে অঝোর ধারার বৃষ্টিতে ভিজে
আবার কখনও নরম রোদ্দুর থেকে শুষে নেয় ভিটামিন ডি।
বালকটি আজ নিতান্তই বল-পাগল
বল ছাড়া তার চলেই না!
©somewhere in net ltd.