![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঘুমোতে পারিনা
(উৎসর্গঃ নৃশংস হত্যাকান্ডে নিহত লেখক অনন্ত বিজয় দাশ-কে)
শ্বাপদ নিঃশ্বাসে ভারি চারিপাশ
ঘাতকের রক্তমাখা নখরে
নৃশংস হত্যার বিভৎসতা
মানুষখেকো অপজীবগুলির সূচালো দাত
আমার ভাইয়ের খুনে টগবগে লাল ।
একাত্তরের পরাজয়ের গ্লানিতে
প্রতিহিংসায় উন্মত্ত রক্তাভ চোখ
তাদের নর্তন কুর্দনে
আমি ঘুমোতে পারিনা ।
চোখের সামনে প্রিয় অনন্তের
নির্মল মুখখানি ভাসে
মায়াভরা চোখদুটি কত কথা বলে
প্রচন্ড আক্রোশে অজান্তেই মুষ্ঠিবদ্ধ হয় হাত
দ্রোহের আগুনে পুড়ে চোখ
পরক্ষনেই নিস্ফলা বৃষ্টিতে ভিজে যায় চোখের পাতা
বুকের ভিতরে শুনি হাপরের শব্দ
আমি ঘুমোতে পারিনা ।
©somewhere in net ltd.