নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্রোহী হতাম!

আমি আপনারে ছাড়া .........

ভানু ভাস্কর

আই আম আ ব্যাড বয়

ভানু ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

বাংলাদেশ খেলছে। স্বভাবগত খেলা-ই খেলছে। মিসফিল্ড হলো প্রচুর। এটা মোটামুটি নিয়মিত দলীয় দৃশ্য।
একজন মুক্তিযোদ্ধা (ভুয়া সার্টিফিকেট্ধারী নন) খেলা দেখছেন। তিনি দলের বিপর্যয়ে ব্যথিত। কিন্তু তবুও তিনি বললেন, দ্যাখ, আমাদের সাথে জিততে/খেলতে ওদের কি কষ্ট হচ্ছে!
একজন ফাটকাবাজ দেশপ্রেমিক খেলা দেখছে। সে বলছে, এদের দ্বারা কিস্যু হবে না।
উপরের ঘটনাটি সত্য, এবং দেশপ্রেম ও দেশের মানুষকে ভালোবাসার তুচ্ছ উদাহরণ। তুচ্ছ, কিন্তু তুচ্ছতায়ও অসীমের আলামত থাকে।

(বাংলাদেশ হেরে যাক, কিন্তু তাই বলে নব্য গজে ওঠা দেশপ্রেমিকদের দেয়া দুয়োতে দেশপ্রেম নেই, এটা বোঝা যায়। এখন কিন্তু এই ফাটকাবাজ দেশপ্রেমিকদেরই জয়জয়কার!)

বাংলাদেশ হারতে হারতে শিখুক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

ভাঙ্গা হৃদয় বলেছেন: সমস্যা হলো বাংলাদেশ হারতে হারতে শেখে না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

ভানু ভাস্কর বলেছেন: আসলে তাই। কিন্তু একদিন শিখবে সে আশা করতে চাই :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

খেপাটে বলেছেন: গাধা জাতি চেনেন তো,,,আমরা সেটা,,,আপনিও সেটা,,,,বাংলাদেশ ২০ বছরে যতগুলো ম্যাচ হারছে,,,তার পরিসংখ্যান আপনি জানেন,,,অজ্ঞ ব্যক্তিরাই এভাবে কথা বলে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬

ভানু ভাস্কর বলেছেন: আমি অজ্ঞ বটে! পরিসংখ্যন তাই অতি সামান্য অর্থাৎ একটু একটু জানা। জাতীয় দলের দু-একজনের সাথে এক সময় খেলে দেখেছি আর বুঝেছি যে, কারা আসলে জাতীয় দলে খেলছে। আমি বা আপনি যদি জাতীয় দলে খেলতাম তবে আমরাও ওই যাকে বলে ওদের মতই খেলতাম, কারণ আমরা তো বাঙালি, ওদেরই জ্ঞাতি ভাই!
নিজেকে ওদের যায়গায় বসান, দেখুন একজন খেপাটে জাঁহাবাজ খেলোয়াড়দের কেউ হতে পারেন কি না!
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

ভাঙ্গা হৃদয় বলেছেন: না আপনি আশা করতে পারেন না। কারন রুট লেভেল এ উন্নতির জন্য ভাল কোন পদক্ষেপ বিসিবি এখনও নিতে পারে নাই। আর সেটা যদি আজকে নেয় তো উন্নতি আরও ১০ বছর পরে দেখবেন। আর খারাপ খেলার জবাবদিহিতা করা উচিত কারন ভাল খেললে জংন যদি মাথায় নিতে পারে তাহলে খারাপ খেললে আছার মারার অধিকার তারাই রাখে। বাই দা ওয়ে খারাপ খেলা মানে কন্টিনিউয়াসলি বুঝিয়েছি। একটা দুটা গেম না। আর ভাল খেলা বলতে উপরের দিকের টিম বুঝিয়েছি জিম্বাবুয়ে বা আফগানিস্থান না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.