নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা

অাল অামীন

ভেজা মেঘ হয়ে শুধু নীল আকাশে ভেসে বেড়াতে ইচ্ছে করে.........

অাল অামীন › বিস্তারিত পোস্টঃ

জেগে ওঠো বাংলাদেশ!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

আহ! এভাবে আর নয়! হরতাল, অবরোধ নয়। কুক্ষীগত ক্ষমতার পদলেহনের দিনও শেষ। এবার ঝাড়ু– হাতে দুর্নীতি, সন্ত্রাস আর মৌলবাদের জঞ্জাল সাফ করতে হবে। পথে নামতে হবে। সবার আগে নামতে হবে আপনাকেই।

দিল্লী থেকে প্রতিদ্বন্দ্বীদের ঝেঁটিয়ে বিদায় করে পাওয়া ভূমিধ্বস এমন বিজয়ের পরে কেজরিওয়াল কী বলেছেন, শুনুন : “যখন সত্যের পথে থাকবেন, দেখবেন দুনিয়ার সকল শক্তি আপনাকে সাহায্য করছে। এই জয়, সত্য এবং সততার জয়।” জানিয়েছেন, কংগ্রেস-বিজেপির হারের কারণ তাদের ঔদ্ধত্য। দলীয় কর্মীদের কাছে তাঁর আবেদন, ঔদ্ধত্য নয়, সত্যের পথে থাকুন।

দিল্লীর ক্ষমতার মসনদ যেমন আম আদমীরা! তেমনি পৃথিবীর সকল মসনদই জনতার, কিন্তু প্রায় সব জায়গাতেই আমজনতাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাংলার মসনদও কারো কাছে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়নি। জাগতে হবে।

সকল শুভ শক্তির সম্মিলন এখন জরুরি। সকল দুর্বলের ঐক্য এখন সময়ের দাবি। দিনে-রাতে বারবিকিউ হওয়ার জন্য তো এতো মূল্যবান প্রাণের সৃষ্টি হয়নি। এমন পৈশাচিকতা আর হতে দেওয়া যায়না। দোর বন্ধ করে আর কতোকাল আমরা এই সব ‘মজা’ দেখবো।

‌‌'অসম্বব'! একদম ভুলে যান এই শব্দটি। না ! অসম্ভব শুধু বোকা, অলস আর ভীরুদের অভিধানেই লেখা থাকে। আপনি কি বোকা ! অাপনি কি অলস! আপনি কি ভীরু ! যদি তাই না হয়ে থাকেন...তবে....হ্যা, আপনাকেই বলছি, জনাব! বুকে হাত রাখুন, সবটুকু একাগ্রতা দিয়ে কল্পনায় নিজেকে শুদ্ধপ্রাণ অরবিন্দ কেজরিওয়ালের জায়গায় দেখার চেস্টা করুন।

বাংলার মানুষ আপনাকেই খুঁজছে।

আর দেরি নয়! বিড়ালের গলায় ঘন্টাটা আপনাকেই বাধতে হবে। আজ ! এক্ষুনি !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

সুমাইয়া রহমান বলেছেন: বাংলাদেশ ঘুমাইলো কবে..

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

অাল অামীন বলেছেন: জেগেই বা থাকলো কবে। চুয়াল্লিশ বছর ধরে তো পড়ে পড়ে ঘুমাতেই দেখতেছি !

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

আহলান বলেছেন: ...আমরা এভাবেই জাগিয়া থাকি ..মনে হয় ঘুমাই, আসলে পুরা সজাগ ......;)


৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

অ িনর্বাি চত বলেছেন: খুব মিস করছি সামুর বন্ধুদের!

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

অরিন্দম চক্রবত্রী বলেছেন: aap member হিসাবে বোলচি এটা সাদারোন মানুশের জয়।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

রক্ত পলাশী বলেছেন: অামরা জেগেই অাছি, শুধু একত্রিত হভে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.