![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তুই যে আমার ভাদ্র মাসের পূর্ণিমারই চাদ! যতই তরে ভালবাসি মেটে না মেটে না সাধ।
জরুরী প্রয়োজনে একটা ওয়ার্ড (ওয়ার্ড ২০০৭) ডকুমেন্টকে পিডিএফ করতে হবে। গত ৩ দিন অনেক চেষ্টা করলাম, পরিচিত ২/১ জনের সাথেও আলাপ করলাম কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আবার কাজটা আমার ভীষণ জরুরী দরকার।
যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হলোঃ
- ইন্সটল করা এক্রোবেট ৬ বলে যে প্রিন্টার ড্রাইভার নাই
- অন লাইনে পিডিএফ করতে গেলে ফন্ট হিবিজিবি ইংলিশ হয়ে যায়
- ফ্রি সফটওয়্যার ডাউনলোড করেছি, প্রথম ৩ পেজ করে তারপর বাই/রেজিস্ট্রি/ড্রাইভার ইনস্টল নানা ধরনের নাটক করে। গুগল মামা আজেবাজে সব ফালতু সফটওয়ারের লিঙ্ক দেয় ইত্যাদি ইত্যাদি
যে সাহায্য চাইঃ
- বুদ্ধি দেন কি করা যায়, যেন বাংলা ফন্ট না ভেঙ্গে পিডিএফ ফাইল তৈরী করা যায়।
- কোন ভাল সফটওয়ারের লিঙ্ক দেন (আপনি নিজে কাজ করে সন্তুষ্ট হয়েছেন এমন)
- অথবা আপনার কোন পরামর্শ থাকলে দেন।
ভাই/ আপারা, বিগ বস এসাইনমেন্ট দিয়েছে। একটা বুদ্ধি বাইর করতে পারলে গরীবের চাকরীর উপকার হইতো।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
গ্রামের মানুষ বলেছেন:
বস অফিসিয়াল জিনিস তো তাই একটু ইয়ে আর কি......
দেখেন না খুইজ্জা পান কি না!
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
নতুন বলেছেন: http://www.primopdf.com/
এইটা নামাইয়া ট্রাই করেন... কাজের ..
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
গ্রামের মানুষ বলেছেন:
ডাউনলোড দিতেছি...!
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
চেয়ারম্যান০০৭ বলেছেন: Click This Link এই ভাইকে বলেন।উনিও ব্লগার। হেল্প করার জন্য সবসময় দেখি এক পায়ে খাড়া
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
গ্রামের মানুষ বলেছেন:
আ কইয়ো না চেয়ারম্যান ভাই, পড়ছি একটু ঝামলায়!!!
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
আবিরে রাঙ্গানো বলেছেন: আপনি তো পড়েছেন গ্যাড়াকলে। আপনার ওয়ার্ড ২০১০ দরকার। এক ক্লিকে পিডিএফ হয়ে যায়। সেভ এজ পিডিএফ করতে হয় ঐখানে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
গ্রামের মানুষ বলেছেন:
আমি তো ওয়ার্ড ৭
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: ১) ওয়ার্ড ২০০৭ এর বিরনের শেষ ট্যাবে (Acrobat) যান। সবার বামে Create PDF নামে একটা বাটন আছে।
২) Solid Converter PDF নামে একটা সফটওয়্যার আছে। ব্যবহার করে দেখতে পারেন।
৩) Click This Link দেখতে পারেন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
গ্রামের মানুষ বলেছেন:
আমারটায় আসে না
ডাউন লোড দিমু একটু পরে!!!
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
যাযাবরমন বলেছেন: ওয়ার্ড ২০১০ এ সরাসরি পিডিএফ করা যায়
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
গ্রামের মানুষ বলেছেন:
আমার টাতো ওয়ার্ড ৭। দেখি ১০ ইন্সটল দিমু কিছু দিন পর!
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: ১) ওয়ার্ড ২০০৭ এর রিবনের শেষ ট্যাবে (Acrobat) যান। সবার বামে Create PDF নামে একটা বাটন আছে।
২) Solid Converter PDF নামে একটা সফটওয়্যার আছে। ব্যবহার করে দেখতে পারেন।
৩) Click This Link দেখতে পারেন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
গ্রামের মানুষ বলেছেন:
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
কালমেঘ বলেছেন: ওয়ার্ড ফাইলটা ওপেন করে save as "something.pdf" নাম দিয়ে সেভ করুন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
গ্রামের মানুষ বলেছেন:
ভুল করলাম না কি ভাই, কাজ হইলো না তো। একটু বুঝাইয়া বলবেন!
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
নতুন বলেছেন: http://www.primopdf.com/
এইটাদিয়া তো আপনারকাজ হবার কথা... আমি মেলা করছি...
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
গ্রামের মানুষ বলেছেন:
ইয়া হু!! কাজ হইছে। বাসায় মানুষজন দেখতেছিল কাজটা নিয়ে আমি কেমন দৌড়াদৌড়ি করতেছি! এখন ব্লগার ভাইয়ের সাহায্য নিয়ে হয়ে যাওয়ার বাসার সবার কাছে আমার সামুর ইজ্জত অনেক বৃদ্ধি পাইলো!!!!
থ্যাংকু সবাইকে, থ্যাংকু,থ্যাংকু,থ্যাংকু........
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
নতুন বলেছেন: এখানে অনেক বিষয়ে খুবই দ্রুত সাহাজ্য পাবেন...
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
নতুন বলেছেন: ইমেল করেন... পিডিএফ কইরা দেই...
একটা সফটয়ার আছে... খুজতেছি...