![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ করেছে যুদ্ধ, আর কেউ করেছে
তাঁদের সাহায্য। কেউ জন্মভূমিকে
শত্রুর হাত থেকে রক্ষা করতে, স্বজনের
মায়া ছিন্ন করে বেরিয়ে এসেছিলো রাজপথে।
কেউ স্বজনকে দূরে পেলে, দেশকে স্বাধীন
করতে; অস্রহাতে করেছে যুদ্ধ শত্রু
হানাদারের বিরুদ্ধে। কেউ আবার আহত
যুদ্ধাদের করেছে সেবা মাতৃস্নেহে। কেউ রাতের
অন্ধকারে চুপিসারে এনেছে খবর শত্রু হানাদারের।
কেউ হয়েছে নির্যাতিত, হারিয়েছে মান।
আর কেউ কিছু না পারলেও
মনে মনে করেছে মঙ্গল কামনা
দেশ মাতৃকার বীর সন্তানদের।
তাইতো একাত্তরে স্বাধীনতা কামী
সকল বাঙ্গালীরা ছিলেন,
একেক জন মুক্তিযুদ্ধা,
এনেছিলেন স্বাধীনতা।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: শব্দটা হবে মুক্তিযোদ্ধা।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
পাঠক১৯৭১ বলেছেন: খুবই ভালো বিষয়বস্তু, কবিতা ভালো লেগেছে: আপনি জাতির বীর সন্তানদের স্মরণে লিখেছেন; শুভেচ্ছা নেবেন।