নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাথে বলে যাওয়া কথাগুলো ছাপার অক্ষরে প্রকাশ করি।নিজের কল্পনা গুলোকে একটা রূপ দেওয়ার চেষ্টা করি।নতুন লিখছি, আপনাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে।

নিঃশব্দের কথামালা

নিজের সাথে বলে যাওয়া কথাগুলো ছাপার অক্ষরে প্রকাশ করি।নিজের কল্পনা গুলোকে একটা রূপ দেওয়ার চেষ্টা করি।নতুন লিখছি, আপনাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে।

নিঃশব্দের কথামালা › বিস্তারিত পোস্টঃ

নিজের সাথে কথামালা ০১

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৯


০১

: কি চাও?
: একটা খুন; হত্যা কিংবা আত্মহত্যা।
: একটা থাপ্পড় দিব। মশকরা কর আমার সাথে?
: আজব! মশকরা করব কেন? তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস?
: আমি জানি না। আর তোমাকে তো বলেছি, তোমার যা খুশি তুমি কর, প্লিজ, আমাকে মুক্তি দাও।
: হা হা হা হা হা .......... এত সহজে কি আর মুক্তি মিলে রে পাগলা! মুক্তির জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়।
: তোমার যা খুশি তুমি কর ... প্লিজ, আমাকে আর বিরক্ত করবা না।
: কি যে বল ... তোমাকে কেন্দ্র করেই তো সব পরিকল্পনা। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? সমস্ত ব্যাপারটা সাজানো হবে আত্মহত্যার মত করে। এটা তো আত্মহত্যাই, সাক্ষী রেখে আত্মহত্যা। তোমার চিন্তার কোন কারণ নেই, তোমার এস্কেপ প্ল্যান রেডি করা আছে, তুমি জাস্ট এক্সিকিউট করবা, ব্যস।।।
: আমি যদি না আসি?
: সেক্ষেত্রে একটা কিডন্যাপিং মঞ্চস্থ করতে হবে।
: তুমি আমাকে কিডন্যাপ করবা!!??
: আরে ধুর ... তোমাকে কেন কিডন্যাপ করব? রিভলভারের টার্গেট থাকবে তোমার আব্বু।
: You know what, I don't love you anymore.
: হা হা হা .... ওই মুহূর্তে তোমার আব্বুকে ভালবাসলেই চলবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে। :)

তবে অল্প সময়ের ব্যবধানে একোধিক পোস্ট না করাই বেটার!! :)

০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৮

নিঃশব্দের কথামালা বলেছেন: হা হা ... ওকে ... মাথায় রাখব। ধন্যবাদ। :)

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৬

বিলিয়ার রহমান বলেছেন: হ্যাপি ব্লগিং। :)

মসৃণ হোক আপনার পথচলা। :) :)

০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:১৮

নিঃশব্দের কথামালা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.