![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈশবকালে গাঁয়ের ধারে
ছিল এক বুড়ো বটগাছ,
ছায়ার নিচে কত শতখেলা
ভুলিয়ে দিত সব কাজ।
গ্রামের মানুষ ঘুরিয়া ফিরিত
সন্ধ্যা নেমে এলে।
জুড়ায়ে যেত সবার ক্লান্তি
ফিরিয়া সেই বটমূলে ।
এই বিটপীর নিচে বসে বসে
গান বাধিত বাউল লালন।
সেই গাছ কেটে আজ সাবাড় করিল
কোন সে পাপী,লোভী জন।
পথের ধারেতে কতশত পথিক
ছায়ায় পড়িত বসে।
আজ সে পথে ধুলি উড়ে শুধু
হাহাকারে মিলেমিশে।
সবুজের ডালি তুলে নিলি
যারা, ওরে উম্মাদ, চন্ডাল,
বটমূলে নয় নিজের পায়েতে
সজোরে মেরেছিস কুড়াল।
শুনরে ও পাপী, নরকের কীট,
বটমূল নয়, কেটেছিস তুই আস্থা।
নিজের হাতেই নিজে করেছিস
নরকে যাবার রাস্তা।
মনে রাখিস, যেদিন বুকে টান
পড়িবে, ক্ষয়ে যাবে সব আয়ু,
সেদিন মূর্খ কেঁদে কেটে বটমূলে
পাবি নাকো কোন বায়ু।
উৎসর্গঃ সেই বটগাছটিকে।
ছবিঃ গুগল।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন| শেষদিকে বেশি ভাল লেগেছে| শুরুটা বাজে|
বটগাছের ব্যাপারটাই আলাদা| এখন হয়ত সারাদেশে দুশো বট নেই
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
ভ্রমরের ডানা বলেছেন: মুল্যবান মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। হ্যা, আপনি সঠিক বলেছেন। সেইখানে, যেখানে আমার বন্ধু বটগাছটি ছিল তার স্থানে আমি আরেকটি বটচারা লাগিয়েছি। বেশ বড় হয়েছে। বটবৃক্ষগুলি আমাদের সম্পদ। যে হারে এই বৃক্ষ গুলি কমে আসছে তাতে তাদের সংরক্ষনের ব্যবস্থা নেওয়া উচিত।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ মাহাবুবুল আজাদ ভাই। শুভ সন্ধ্যা।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। পাঠে ও কমেন্টে কৃতজ্ঞতা।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অামাদের এখানেও একটা বটবৃক্ষ ছিলো । বছর দেড়েক অাগে সেটা কেটে ফেলা হয়েছে । বৃক্ষটির জন্য এখনো অামার মন পুড়ে । অাপনার লেখা পড়ে সেই কথা মনে পড়ে গেলো ।
অার লেখার ব্যাপারে বলবো, সাধু-চলিত মিশ্রণ না ঘটানোই ভালো; যদিও কবিতায় এটা জায়েয কিন্তু দৃষ্টিকটু লাগে । অার মাত্রা সমান হলে অারো ভালো লাগতো । শুভ কামনা রইলো ।
পুনশ্চঃ অাপনার নিকটা খুব সুন্দর । এই নামে একটা পদ্য লিখতে চেয়েছিলাম, কিন্তু মাত্রাগত সমস্যার কারণে সেটার "প্রজাপতির ডানা" নাম দিয়েছি । ধন্যবাদ ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
ভ্রমরের ডানা বলেছেন: আপনার বটবৃক্ষ প্রেম আমার সাথে মিলে গেছে। এই ২১ শতকে এসে মানুষ কবিতায় হররোজ বাংলার সাথে ইংলিশ মিশায়ে লেখছে, আমি না হয় সাধুর সাথে চলিত মিশালাম, হা হা হা। আমি প্রমথ চৌধুরীকে ফলো করি না। রবীন্দ্রনাথ অনেক কবিতায় সাধু চলিত মিশিয়ে লেখেছেন। আমি তো সেখানে একটা পুটি মাছ বলতে পারেন।
আপনার কবিতাটা খুঁজলাম মশাই, পেলুম না। কি করি! কই সে "প্রজাপতির ডানা" হাজার হোক আমার সিউডোনাইমের সাথে মিল আছে বটে। খুব খুশি লাগছে যে এই অধমের নামের সাথে মিলায়ে আপনি লেখেছেন।
অনেক ধন্যবাদ সাধু ভাই।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছায়ার
ছায়ায় হবে সম্ভাবত।
আমারো শেষটা ভালো লাগল। শুরুটা খুব একটা দাগ কাটে নি।
শুভকামনা।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
ভ্রমরের ডানা বলেছেন: ছায়ার নিচে লেখা যায় কিন্তু ছায়ায় নিচে কেমন যেন বেমানান মনে হয় আমার কাছে। আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ রাজপুত্র ভাই।
কবিতাটি ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছায়ার পড়িত বসে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: ছায়ার নিচে কত শতখেলা
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট করিনি এখনো । কাল পুলিশ নিয়ে একটা পদ্য দেবো, পরবর্তীতে ঐ লেখাটা দেওয়ার অাশা রাখি ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
খাইছে! পুলিশ নিয়ে!!!
ওকে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: পথের ধারেতে কতশত পথিক
ছায়ার পড়িত বসে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
ভ্রমরের ডানা বলেছেন: প্রিন্টিং মিস্টেক!
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
ছড়ায় ছড়ায় একটি স্যাটায়ার।
আপনার মতো আমিও বলি ------শুনরে ও পাপী, নরকের কীট, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা , শুধিতে হইবে ঋন ....।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
ভ্রমরের ডানা বলেছেন: জি এস ভাই, পাঠে ও আপনার সতন্ত্র কমেন্টে হাজারো ফুলেল শুভেচ্ছা। অনেক ভাল থাকুন প্রিয় ব্লগার।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আজকাল ছাপাখানার যা অবস্থা আর কইয়েন না ভাই।
আমিও ভুক্তভোগী।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
ভ্রমরের ডানা বলেছেন: আমি কিন্তু ভাই টাইপো দেখেও না দেখার ভাল করি। বুঝে নেই লেখক যা বুঝাতে চেয়েছে। এই জন্য পার পেয়ে গেছেন।
কিন্তু আজকে যেমন কইরা ছাইপ্পা দিলেন, আই ও ছারুম না কইলাম
চাটগাঁইয়া পোলার ভাষায় আজ কইতে মুঞ্চায়,
আমি গেরামের পুয়া,
মাটিত পইল্লে লুয়া।
(ঈশৎ পরিবর্তিত)
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিজেগো মধ্যি একটুআধটু মজা না হলি হয়! কন?
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
ভ্রমরের ডানা বলেছেন: কথা ঠিক বলছেন। আজকাল যা দিন পড়ছে ভারিক্কি ডায়লগ না দিয়ে মাঝে মাঝে হাল্কা হইতে মন চায়। আপনার এই কমেন্টে দিল হাল্কা হয়ে গেল।
আসেন হামা দেই।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আর প্রতিউত্তরে বিশাল বিনুদিত।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা
ভাই, সিরিয়াসনেস সবসময় ভাল লাগে না। ব্লগে বিনুদুন চাই।
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আয়েন।
ভারিক্কি ভিড়ে ভর বেশি হয়ে যাচ্ছে আমাদের।
গতরাতে আমারে এক বল্গার ধন্যবদ শেখালো। তৃতীয়বার কথা কই নাই। শেষে ইজ্জত নিয়ে টান দিত।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
ভ্রমরের ডানা বলেছেন: কন কি? এমন লোক ও আছে নাকি? খাইছে! আমি এমন পাইলে হেতেরে ব্লক কইরা দিমু।
লজিক ছাড়া কথা নাই,
লজিক আছে, আসেন ভাই।
কুলাকুলি করি
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
মনিরা সুলতানা বলেছেন: আমার নিজের শৈশবের বট এর কথা মনে পরে গেল
কি চমৎকার ছায়া দিত ,বর্ষায় আড়াল করে রাখত ....
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: প্লিজ আপু,
একটা কবিতা লেখুন না। প্লিজ প্লিজ
বট গাছ নিয়ে লেখলে আরো খুশি হব।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: মজা পাইলাম রে ভাই
আমি হচ্ছি হটাৎ লিখিয়ে চাইলেই কি আর পারি
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
ভ্রমরের ডানা বলেছেন: অবশ্যই আপনি পারবেন। কারন যে রাধে সে চুল ও বাধে। হা হা হা।
আপনি আপু সময় করেই লেখিয়েন। প্লিজ।
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
কল্লোল পথিক বলেছেন: সবুজের ডালি তুলে নিলি
যারা, ওরে উম্মাদ, চন্ডাল,
বটমূলে নয় নিজের পায়েতে
সজোরে মেরেছিস কুড়াল।
ভাল লিখেছেন|চমৎকার কবিতা।
ধন্যবাদ কবি।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে একডালি শুভেচ্ছা রইল। শুভকামনা।
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
তার আর পর নেই… বলেছেন: যখন পড়ছিলাম কোথায় যেন 'কবর 'কবিতার ছায়া পেলাম।
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: কবর কবিতার ১১৮ টি লাইনের ব্যাপ্তি তার থেকেও বিশাল। সেই বিশালতার ছায়া প্রতিটি গ্রামীন কবিতায় থাকবে। না থাকলে সেটা পল্লি কবিতা নয়। মহান পল্লীকবি, বাংলার গর্ব, জসীমুদ্দিনের প্রভাব স্বীকার করছি। তবে এটা অবচেতন মনে হয়ে গেছে মনে হয়।
আপনার কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকবেন।
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
হাসান মাহবুব বলেছেন: পল্লীকবির ফ্লেভার পাইলাম। পেলাচ।
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
ভ্রমরের ডানা বলেছেন: মাহাবুব ভাই, গ্রামের কবিতা তো তাই এমন মনে হয়েছে। মন্তব্য খুব ভাল লেগেছে।
শুভকামনা জানবেন।
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
প্রামানিক বলেছেন: বটগাছের কাহিনী অনেক ভাল লাগল। কবিতা পড়ে মহুর্তেই গ্রামে চলে গিয়েছিলাম। ধান্যবাদ
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ প্রামানিক ভাই
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
রুদ্র জাহেদ বলেছেন:
ছোটবেলার কথা মনে করাইয়া দিলেন।গ্রামে নানুবাড়ির কাছে হিন্দুবাড়িতে এক বিশাল বটগাছ ছিল, সেই গাছতলায় কত খেলাধুলার স্মৃতি আছে। কবিতা ভাল্লাগছে ভাই।পল্লী পল্লী ভাব
প্লাস থাকল
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬
ভ্রমরের ডানা বলেছেন: কিছুটা দায়বদ্ধতা নিয়ে কবিতাটা লেখেছি। বট গাছটা নেই, কিন্তু ওর ছায়াঘন অবয়ব এখনো ভুলিনাই। ছোটবেলার কিছু জিনিস ভুলা বড় দায়।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
আরেকটি বট রোপন করেন