![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সোনার বাংলার ১৬ কোটি ভুদাইদের একজন
সারাবিশ্বের সেরা ৭০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ঠাঁই হয়নি।। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যলয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। সদ্যপ্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং’–এর বিশ্ব তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭০১তম আর এশিয়ার ৩০০ বিশ্বিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৪৩ নম্বরে।
এছাড়া ভারতের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি। তালিকায় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর তালিকায় ঠাঁই পেয়েছে চীন, জাপান এবং কোরিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়। এশিয়ার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শ্রীলংকার একটি, পাকিস্তানের সাতটি, ভারত, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ১১টি করে, মালয়েশিয়ার ১৮টি এবং তাইওয়ানের ২৯টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। এশিয়ার তালিকায় ৭৫ বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে শীর্ষে রয়েছে চীন।
বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে আমেরিকায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। বিশ্বের সেরা ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্রিটেনের ৬টি বিশ্ববিদ্যালয়ের নাম থাকায় তার তাদের সামগ্রিক সুনাম বজায় রাখতে পেরেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ালেখার সুনাম, শিক্ষক ও কর্মচারিদের সুনাম, ছাত্রছাত্রীর সংখ্যা, গবেষণা রিপোর্ট, আন্তর্জাতিক বিভাগ, বিদেশী ছাত্র-ছাত্রীর সংখ্যা, পাঠদানের জন্য বিষয় ও পেপারের সংখ্যা, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম- এরকম নয়টি মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং’ তৈরি আসছে ২০০৯ সাল থেকে।
হামাগো ছাত্রলীগ বা ছাত্রদল অথবা শিক্ষকলীগ বা শীক্ষকদলকে আরও কতো রাজনীতি করতে হবে মান উন্নয়নের জন্য।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে মান সম্মত চোর তৈরীর জন্য এখন থেকে আবার প্রাইমারী স্কুলেই নেতা নির্বাচন করা হয়।
আপনাদের মতামত দিবেন প্লিজ।।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন:
হামাগো ছাত্রলীগ বা ছাত্রদল অথবা শিক্ষকলীগ বা শীক্ষকদলকে আরও কতো রাজনীতি করতে হবে মান উন্নয়নের জন্য।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে মান সম্মত চোর তৈরীর জন্য এখন থেকে আবার প্রাইমারী স্কুলেই নেতা নির্বাচন করা হয়।
একদম সত্য কথা
ছাত্র রাজনীতি এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস যতদিন থাকবে ততদিন এর
মানোন্নয়ন আরও নিচের দিকে নেমে আসবে ।।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮
ভুদাই আমি বলেছেন: দেশের সার্বিক উন্নয়নে তথা মানব সম্পদ উন্নয়নে এটা মোটেই কাম্য নয়।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ৭০০ টা নামই প্রকাশ করছে?????? আর করে নাই???????
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ভুদাই আমি বলেছেন: ভাই, বাংলাদেশের নাম দিতে আর কতো নিচে নামাতে চান??
ওদেরও তো মান সম্মান বলে কিছু আছে।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
ঢাকাবাসী বলেছেন: আমাদের ছাত্রদের হাতে স্বাভাবিক দৃশ্য পিস্তল চাপাতি রামদা দেখলে যারা এই লিস্ট বানিয়েছে তারা আমাদেরগুলোকে ১০০ এর মধ্যে রাখতই রাখত।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩
ভুদাই আমি বলেছেন: হা হা গে গে পে পে ............................
মচৎকার কইছেন ভাই।।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
আশীষ কুমার বলেছেন: অসুবিধারতো কিছু নাই। বিশ্ববিদ্যালয় হলেই হলো। সেরা হতেই হবে এমন কথা নেই।!!
(সান্তনামূলক মন্তব্য)
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
ভুদাই আমি বলেছেন: সান্তনা পাইলাম ভাই।।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন: দক্ষিণ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় রুয়েট !!!
গত ৯ তারিখে কম করে হলেও ২০টি নিউজ পেপারে এই নিউজ এসেছে । আর গুগলে সার্চ দিলে ' দক্ষিণ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় ' লিখে সার্চ দেন দেখবেন শত শত লিংক আসবে ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২
ভুদাই আমি বলেছেন: ভাই, “দক্ষিন এশিয়া” বলে কথা। এটা এমন এলাকা যেখানে ভুটানে কোন মেডিক্যাল কলেজ ই নাই। মালদ্বিপে বাংলাদেশ সরকার একটা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে। আর নেপালের কথা নতুন করে বলার কিছু নাই।
এই এলাকার রেংকিং নিয়া এতো বড় কিছু ভাবার কিছু নাই।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ভুদাই আমি বলেছেন: রাজনৈতিক যোগ্যতা বিচার করে (With minimum qualification but a political figure by omitting brilliant students) শিক্ষক নিয়োগ আরও করতে পারলে বাংলাদেশের অবস্থান আরও ১০০ বছরের জন্য পাকা পোক্ত হবে।