![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা মায়ের আত্মচিৎকার কি তুমি শুনতে পাও হে দেশ প্রেমিক......???
স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখনও আমরা স্বাধীন বাংলায় স্বাধীনতা পাইনি...।
জন্মের পর বুঝ হওয়ার পর থেকে এখনও আমি দেখতে পাই আমার বাংলা মায়ের মাটি এখনও রক্তে রঞ্জিত হচ্ছে, আমি এখনও দেখতে পাই স্বাধীনতার চরম অপমান ।
আমি শুধুই দেখনি আজও একটু স্বাধীনতা, ।
কাটাকাটি মারামারি দিয়েই স্বাধীনতার পর থেকে এখনও চলছে,
এই পথ চলা কি থামার নয়, ?
স্বাধীনতার নাম দিয়ে দেশ প্রেমিকের অভিনয় করে বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ব ইসলামী আন্দোলের সিপাহসালারদের যুদ্ধাপরাধী বানিয়ে মিথ্যা নাটক করে বিচারের নামে
আমাদের প্রিয়, বাংলার অহংকার, কাদের মোল্লা কে কসাই কাদের বানিয়ে কামারুজ্জামান ভাইকে রাজাকার বানিয়ে হত্যা করেছো, কোরানের পাখি, আল্লামা সাঈদী কে দেলু রাজাকার বানিয়ে জেলখানাইয় আটকিয়ে রেখেছো, আমাদের নেতাদের বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ দিয়ে হত্যার ষড়যন্ত্র করছো, এর পরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরুধের জন্য রাজপথে গেলে তাদের উপর অন্যায় ভাবে গুলি চালিয়েছো, হত্যা করেছো, ক্রসপায়ারের নামে নিরিহ ছেলেদের হত্যা করেছো,
বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে তোমরা অন্যের উপর দোষ চাপিয়েছো,
রক্তে রঞ্জিত করে রেখেছো সারা বাংলাদেশ, কেউ আজও শান্তিতে নেই,
এইসব করেও তারা শান্ত হয়নি, এখন বিশ্বের সব চেয়ে বেহায়া বেইশ্যা সানি লিওন কে
বাংলাদেশে আনা হচ্ছে, সানি লিওন যদি বাংলার মাটিতে পা রাখে তাহলে আমার বাংলা মাটি ধর্ষিত হবে, আমার বাংলা মাটি কলংকিত হবে, এই দেশ আলেমদের দেশ এই দেশ মুসলমানদের দেশ এই দেশ শেখ হাসিনার মত কুলাঙ্কারের দেশ নয়,
আমাদের বাংলার মাটিতে সানি লিওনকে
আসতে দেয়া হবে না, যদি সানি লিওন আসে তাহলে আমার বাংলা মাকে উলঙ্গ করে সারা বিশ্বের সামনে অপমান করা হবে, জেগে উঠো হে বাঙ্গালি জাতি, জেগে উঠো হে সুসিল সমাজ,
জেগে উঠো হে মুসলমান, আমাদের বাংলার মাটি কলঙ্কিত হতে যাচ্ছে, গর্জে উঠো এই দেশ দ্রোহীদের বিরুদ্ধে...
আমার বাংলার মাটি আত্মচিৎকার করে বলছে বাঁচাও আমায় বাঁচাও...!!!!
আলেমদের কে হত্যা করে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে, ইসলামী আন্দোলন কে বন্ধ করে এই সব চক্রান্ত করা হচ্ছে, সানি লিওনের মত একটা বেইশ্যা কে বাংলাদেশে এনে আমার বাংলাদেশ কে অপমান করার চক্রান্ত করা হচ্ছে ।
এই বেইশ্যা বাংলাদেশে আসলে কেবল আলেম সমাজের অপমান নয় কেবল মুসলমানদের অপমান নয় এই অপমান আমার বাংলার মায়ের, এই অপমান ইসলামের, এই অপমান ইসলামী আন্দোলনের,।
সানি লিওন কে এনে আমাদের বাংলাদেশকে বেইশ্যা বানানোর জন্য তারা এই চক্রান্ত করছে,
আজ বাংলা মাটি কাঁদছে, কাল কাঁদবে পুরা বাঙ্গালী
কাঁদো বাঙ্গালী কাঁদো.........!!!
আজো স্বাধীনতার চরম অপমান দেখতে হবে ,
এর চেয়েছে এই জাতির জন্য কি হতাশা হতে পারে......???
©somewhere in net ltd.