![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লামা সাঈদীকে হত্যার চক্রান্ত.........।।।
মিথ্যা মানবতা বিরুধী অপরাধে আটক জামায়াত নেতা ও কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোওয়ার হোসাঈন সাঈদীকে আওয়ামী ক্যাঙ্গারু ট্রাইব্রুনাল কতৃক ফাঁসির রায় দেয়া হয়, এর পর এর বিরুদ্ধে আপিল করে আসামী পক্ষ এবং রাষ্ট্র পক্ষ
এর পর আপিল বিভাগ আল্লামা সাঈদীকে যাবজ্জ্বীবন কারাদণ্ড দেন,
২ বছরের কাছাকাছি হল আল্লামা সাঈদী সাজাভোগ করতেছেন, এমতাবস্থায়, খুনি সরকার আল্লামা সাঈদী কে হত্যা করার জন্যে আপিলের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন করবে। একজন সাজাপ্রাপ্ত আসামীর রিভিউ করে রায় পরিবর্তন করার মত জগন্য কাজ আমি এই প্রথম বাংলাদেশেই দেখতে পারছি, এইটা কি আইন লঙ্গন নয়,?
এইটা কোন ধরণের সৈরাচার আমি জানতে চায়.........???
আমি নির্লজ্জ্ব পরিহাসের তীব্র নিন্দা জানায়
আল্লামা সাঈদীকে হত্যা করার চেষ্টা করা হলে, আর ছাড় দেয়া হবে না,
আমি আওয়ামী সরকারের উদ্দেশ্যে বলতেছি, মরণ কামড় দিয়েছে আপনাকে,
তাই এমন জগন্য হত্যাকান্ডে জড়িয়ে পড়েছেন, দয়া করে ২৮ শে ফ্রেব্রুয়ারীর কথা ভূলে যাবেন না, এবার যদি আল্লামা সাঈদীকে আবার হত্যার করার চেষ্টা করা হয়
দাবানল জ্বলে উঠবে সারা বাংলাদেশে, নিজ হাতে নিজেরে করুন পরিনতি ডেকে আনতেছেন, হুসিয়ার...... আল্লামা সাঈদীকে হত্যার করার চিন্তা মাথা থেকে বাদ দেন
তানহলে দেখবেন ধৈর্য্য ধরা যায় আর ধৈর্য্য যখন ভেঙ্গে যায় তখন তার কতটা
ভয়াবহ দৃশ্য তৈরী হতে পারে তা আপনিও কল্পনা করতে পয়ারবেন না, অতএব আল্লামা সাঈদীকে অবিলম্বে মুক্তি দিন,
আমি আল্লামা সাঈদীর নিঃশর্ত মুক্তি দাবি করছি ।
#FreeAllamaSayedee
#SaveBangladesh
©somewhere in net ltd.