নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উইলভার

উইলভার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসাবাসি আজো ঝড় তোলে

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০


দূরে ছিলে তুমি, দেখেছি চোখ তুলে
আমার সৈকতে তোমার উচ্ছল ছুটে চলা।
তোমার চঞ্চলা পা-দু’খানি আমার জলে ভেজেনি তখনো...
বেলা শেষে হেঁটে গেলে আনমনে অনেকটা পথ,
আনত নয়নে সৈকত ধরে, বহু বছর!

পৃথিবীর সব তারা যখন নিভে গেলো,
চাঁদ গেলো নিদ্রিত খোকার ললাটে এঁকে দিতে টিপ;
আনমনে হেঁটে চলা তোমার পা-দুখানি ভিজে গেলো জলে!
ঘুমন্ত হৃদয়ের ঢেউ পেল জীবনের স্বাদ...
উদ্দাম আনন্দে তোমায় অনেকটা ভিজিয়ে দিয়ে
আঁছড়ে পড়েছি বালুকা বেলায় সাদা ফেনা হয়ে!

জীবনের ঢেউ-এ হেঁটে গেলে গভীরে, আরো গভীরে...
আকন্ঠ নিমজ্জীত হলে শেষে
গহীন সাগরে, আমার হৃদয়ের অন্তঃস্থলে।
জলপরীর মত তোমার মিষ্টি জলকেলী
আমায় করে তোলে নিস্তরঙ্গ, ধ্যানী- তোমার আলিঙ্গনে বেঁচে থাকার স্বপ্নে।

এখানে এখন সৈকতের বালুকাবেলায় আঁছড়ে পড়ার
উদ্দামতা নেই, নেই ঢেউ ভাঙ্গার চটুল শব্দ!
তবু চার নয়নে আছে ভালবাসার আকুলতা, গভীরতা, বিশালতা...
আমাদের ভালবাসাবাসি আজো ঝড় তোলে সৈকতে, বহু উপরে
সেখানে এখনো মাদক ছন্দ তুলে আঁছড়ে পড়ে ঢেউ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.