![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত হয়েছে খুব, ধূসর পৃথিবী তার
সমস্থ নিয়াছে ফিরায়ে- এ অন্ধকারে।
রাত হয়েছে আমার, সময় যাচ্ছে চলে তার গন্তব্যে
ফেলে রাখা সকাল,
বিন্দু মুক্তা শিশির সবই এখন
কালের আবর্তে আবরিত হতাশার চলে।
যে পোকা গুলো আবর্জনায় নিজেদের
জীবনের মানে পেয়েছিলো খুজে-
তাদের মহত্ত্ব থাকে নাকো মনে।
যে পোকা গুলো নিজের জীবন দিয়ে
তোমার ফসলের মাঝে হারালো
তাকে দাড়াতে হলো সময়ের কাঠগড়ায়,
সমস্থ হিসাব শেষে তার প্রকৃত দোষে
সে আজ মৃত।
২| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
গেম চেঞ্জার বলেছেন: ব্লগে স্বাগতম!
লেখাটা বেশ ভালই হয়েছে! (+)