নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখে আছি, সুখে আছি সখা, আপন মনে।

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

শান্তির দেবদূত

নিজের কথা কি আর বলবো ...... নিজে সুখী মানুষ, পৃথিবীর সবাই সুখী হওক এই কামনা করি...... কয়লার মধ্যে কালো খুঁজি না, হীরা খুঁজে বেড়াই .......

শান্তির দেবদূত › বিস্তারিত পোস্টঃ

সায়েন্স ফিকশন বই

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩২

এবারের বই মেলায় আমার দুটি বই বের হয়েছে। একটি পূর্নাঙ্গ উপন্যাস; আরেকটি একক গল্প সংকলন। পুরাতন ও নতুন সহব্লগারবৃন্দ, যারা আমার লেখা পড়তে আগ্রহী তাদের সুবিধার জন্যে এই পোষ্টটি করছি।

সায়েন্স ফিকশন উপন্যাসটির নাম "পার্পেচুয়াল আতংক।" এটি ডিস্টোপিয়ান হার্ড কোর সায়েন্স ফিকশন। প্রকাশিত হয়েছে বাতিঘর প্রকাশনী থেকে। পাওয়ার যাচ্ছে বইমেলা বাতিঘর স্টল নং-১৭৩-১৭৪ এবং অনলাইন সকল বুকশপে।

সংকলটির নাম "কলম্বাসের মহাজাগতিক প্রেতাত্মা।" এটাতে ছোটবড় মিলিয়ে পনেরোটি সায়েন্স ফিকশন গল্প স্থান পেয়েছে। বের হয়েছে আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে। পাওয়া যাচ্ছে বইমেলা স্টল নং-১৩৯-১৪২

কারও পড়া হলে যথাযথ সমালোচনা করার অনুরোধ রইলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

শেরজা তপন বলেছেন: অভিনন্দন আপনাকে। ব্লগে আরেকটু নিয়মিত হবার অনুরোধ রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৬

শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ।
নিয়মিত হতে ইচ্ছে করে, কিন্তু ব্লগ এখন অনেক নিঃসঙ্গ মনে হয়। একযোগে পুরাতন জনাবিশেক ব্লগার ফিরে এলে বেশ হতো কিন্তু।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: বিজ্ঞান কল্প কাহিনী আমার ভালো লাগে। সংগ্রহ করবো। পড়বো। রিভিউ লিখব।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৭

শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার সুচিন্তিত মতামতে অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.