নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা বুঝি...

আমিও ভাই কিছু বুঝি

আমরা বুঝি... › বিস্তারিত পোস্টঃ

সুপ্রিয় প্রধানমন্ত্রী

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৪

সুপ্রিয় প্রধানমন্ত্রী,
আপনার আজকে বঙ্গভবন এ সম্ভবত ইফতারির দাওয়াত ছিল ।
এটা আপনি নিশ্চয়ই আরও আগে থেকেই জানতেন ।
তারপরও কেন যে আপনার ইফতারির সময়ের আধাঘণ্টা আগে বঙ্গভবনে যেতে হল সেটা খুব জানতে ইচ্ছে করছে । ...
ওই সময়ে ঢাকা শহরে কি পরিমান জ্যাম থাকে তা হয়তো তোষামোদকারীদের ভিড়ে থাকা আপনার পক্ষে জানা সমভব নয়, কিন্তু আজকে তো আপনি নিজের চোখেই দেখেছেন কতগুলো মানুষকে রাস্তায় আটকে রেখেছিলেন।

যদি দেখে না থাকেন তাহলে বলবো আপনার মাথার পেছনের রেটিনা আপনাকে কোন সিগ্নাল দেয় না ... রেটিনা বদলানোর জন্য দেশের আরও যত টাকা লাগে খরচ করুন , নিজের চিকিৎসা করান।

আর যদি দেখে থাকেন , আপনার রেটিনা আপনাকে সিগ্নাল দিয়ে থাকে তাহলে বলবো মানসিক ভারসাম্যহীনতা নামক রোগ আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এই রোগের চিকিৎসার জন্যও দেশের যত টাকা লাগে খরচ করুন । আমি, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাকে ওই পরিমান টাকা খরচের অধিকার দিচ্ছি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৬

নুর ইসলাম রফিক বলেছেন: সরি ভাই ওই পরিমান টাকা খরচের অধিকার দেব না।
কারণ উনি অসুস্থ্য নন, সুস্থ্যই আছেন শুধু বিবেকটাকে ঘুম পারিয়ে রেখেছেন ইচ্ছে করেই।

২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

হামিদ আহসান বলেছেন: কালো গ্লাসের ভেতর থেকে কিছু দেখা যায় না৷ বা এসব দেখতে নেই৷

৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৫৩

মোহাম্মদ জামিল বলেছেন: সাধারন মানুষ এর ভোগান্তি নিয়ে ভাবার সময় কই উনাদের, উনারা সব সুইস ব্যাংক এ অর্থ পাচার এ ব্যস্ত, পাছে কোন সময় দেশ ছেড়ে পালাতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.