নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে ভালোবাসি, ভালো থাকেত এবং রাখতে চেষ্টা করি ।

ইয়াকুবুল হাসান রুপম

ইয়াকুবুল হাসান রুপম › বিস্তারিত পোস্টঃ

একটি শিশু

৩১ শে মে, ২০১৮ রাত ২:৫৭

একটি শিশু......

আমার কছে থেকেই শেখে, আমাদের কাছে থেকেই শেখে।

খুব ছোটবেলাতেই আমি তার হাতে প্রতিযোগীতার বই ধরিয়ে দিয়েছি। বুঝিয়ে দিয়েছি জিততে হবে, প্রথম হতে হবে। নয়তো কেউ মনে রাখবে না। আসলে কি এ পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে?

খুব ছোটবেলা থেকেই কোন দামী খাবার আনলে আমি আমার শিশুকে আলাদা করে খেতে দেই। সবার সাথে ভাগাভাগি করে খাওয়াতেই যে আনন্দ এই মূল সত্যটা থেকে আমি তাকে অনেক আগেই সরিয়ে দিয়েছি!

খুব ছোটবেলাতেই শিশুটি যখন তার বন্ধুর সাথে মারামারি করে ; তখন আমি তাকে প্রতিশোধ নেয়া শিখিয়েছি। ক্ষমা যে মহৎ ধর্ম আমি তাকে বুঝেতই দিইনি। সে আমাকে কেন ক্ষমা করবে?

খুব ছোটবেলাতেই আমি আমার শিশুর সামনে আমার বাবার কথা মানিনি, বড় ভাইয়ের কথা রাখিনি। এখন সে আমার কথা শুনবে কেন!!

খুব ছোটবেলা থেকেই আমি আমার শিশুসহ আলাদা থাকি। একটা ফ্লাট, দুটো রুম, ডাইনিং, কিচেন, বাথরুম ব্যাস। এতটুকু আমাদের পৃথিবী। সে খোলা আকাশ দেখেনি, মাঠে ঘুরে বেড়ানোর সুযোগ পায়নি। নিঃসঙ্গতা তার ভেতর জেঁকে বসেছে। আমি কিছুই করতে পারিনি। আমাকে সঙ্গ দিতে তাই এখন সে আগ্রহ বোধ করেনা!

খুব ছোটবেলাতেই আমি আমার শিশুর ভেতর ভয় ঢুকিয়ে দিয়েছি। রাস্তায় চলাচলের ভয়, অপরিচিত লোকের ভয়, সাপ, ব্যাঙ, বাঘের। ভয়ে ভয়ে তার জগৎকে ছোট করে দিয়েছি!

খুব ছোটবেলা থেকেই আমি আমার শিশুর সামনে আন্যের গিবত করেছি। একজনের গোপন কথা অন্য জনকে বলেছি। এখন যদি সে ধাপ্পাবাজ হয়, তার জন্য কি আমি দায়ি নই?

খুব ছোটবেলা থেকেই আমি আমার শিশুসহ একক পরিবারে থাকি। বছরে বড়জোড়া দুবার সে তার দাদা-দাদি, নানা-নানি, ফুফা-ফুফুদের সাথে দেখা করার সুযোগ পায়। এখন যদি সে সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে আমার কি করার আছে?

খুব ছোটবেলা থেকেই আমি আমার শিশুকে শত্রু চিনিয়েছি। মিশতে দিই নি; যাদের সাথে আমার মানসিকতা মেলে না। এখন সে সমস্যার সমাধান খোজে না, এড়িয়ে যায়!

প্রাপ্তি- দর্শন
উৎসর্গ - সুবোধ তুই পালিয়ে যা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.