নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইলেন্ট মঙ্ক জাস্ট গট ইন ইওর টাউন

₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠

যোগী

গরীব থাক, মূর্খ থাক, অবশ্যই পথে থাক। . . . . . . . . . . . . যোগী

যোগী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে জংগীদের জন্য এখন পর্যন্ত হয়তো এটাই ছিল সবচেয়ে নিরাপদ কিলিং।

০১ লা মে, ২০১৬ রাত ৯:৪৩



(ছবিটা প্রতিকী)


একেতো ধর্মীয় সংখ্যালঘু (শব্দটা ইউজ করতে চাইনি) সম্প্রদায়ের লোক, তার উপর ছিল গ্রামের দরিদ্র প্রায় বৃদ্ধ একজন দর্জি, দুই কন্যা সন্তানের জনক।
অতীতে কোন একদিন নাকি সে চায়ের আড্ডায় মহানবী (সা.) নিয়ে শুধু একটা খারাপ মন্তব্য করেছিল। তার জন্য তাকে পেটানো হয়েছিল, তার দোকান পুড়িয়ে দেয়া হয়েছিল, কিছু দিন জেলও খেটেছিল। এখন সে জামিনে ছিল। যদিও তার পরিবার বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল মিথ্যা।
গতকাল দিনের বেলায় জংগীরা তিন জন এসে তাকে কুপিয়ে মেরেফেলে গেছে। কত হাই প্রফাইল লেখক সাহিত্যিক প্রকাশক প্রফেসর কে কুপিয়ে মেরে ফেলল। কারো কিছুই হলো না।
আমারতো মনে হয় এই দরিদ্র দর্জি কোলটার পরিবার কোন আইনি সহায়তাতো পাবেই না উল্টা নানান ঝামেলায় পড়বে এখন থেকে। হয়তো সহায় সম্বল যেটুকু আছে সেটাও হারাবে। এমনকি এক সময় দেশ ত্যাগ করে চলেও যেতে হবে।

কি দরকার ছিল এই দরিদ্র লোকটাকে মেরে ফেলার? সেতো কখনো কোথাও কিছু লিখে বা সমাবেশে বক্তব্য দিয়ে তার মতবাদ প্রতিষ্ঠা করতে চাইতো না।
আল্লাহতো তাঁর পবিত্র কুরআনে বলেছেনই "তোমরা অবিশ্বাষীদের সাথে অতন্ত (আমি আবার বলছি অতন্ত) নরম সুরে কথা বলো।"

ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের লোক হিসাবে আমি ক্ষমা পার্থী, আমি গভীর সমবেদনা জানাই।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ রাত ৯:৪৭

বিজন রয় বলেছেন: কিছু বলার নাই।
সরকার বাহাদুর সব বলে দিয়েছেন। কোন দায় নিবেন না।

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:০১

যোগী বলেছেন:
তাই মনে হচ্ছে।

২| ০১ লা মে, ২০১৬ রাত ৯:৪৭

বিজন রয় বলেছেন: সামু আমার মন্তব্য মুছবেন না।

৩| ০১ লা মে, ২০১৬ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বাস করছি ।

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:০৩

যোগী বলেছেন:
সাম্প্রদায়িক সম্প্রীতি আছে জামাতশিবির, বাংলাটিম, হিজবুতি, হারকাতুলদের মধ্যে আর কারো মধ্যে আছে বলে মনে হয় না।

৪| ০১ লা মে, ২০১৬ রাত ১০:১৪

রাফা বলেছেন: অত্যান্ত দুঃখের সহিত লক্ষ করছি যে সর্বোচ্চ পর্যায় থেকেই এই খুন-গুলোর ব্যাপারে সরকারের তেমন মাথা ব্যাথা নেই।
এমনকি পক্ষান্তরে খুনিদের পক্ষে সাফাই গাওয়ার প্রচেষ্টা লক্ষনীয়।

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৪

যোগী বলেছেন:
ব্যাপারটা আসলেই আমাকে স্তব্ধ করে দিছে।

৫| ০১ লা মে, ২০১৬ রাত ১০:৩৫

বিজন রয় বলেছেন: পানিখোর, আহলান, মো. আলামিন সাহেবরা এই পোস্টে আসবেন না।

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৪

যোগী বলেছেন:
তারা সবাই তৃপ্তি অনুভব করছে এখন।

৬| ০২ রা মে, ২০১৬ রাত ১২:৩৮

খন্দকার আঃ মোমিন বলেছেন: রাষ্ট্র যখন বে হায়া আদালত যখন উলঙ্গ তখন এই দরজি কেন কোন ও হত্যা কাণ্ডের ই বিচার হবে না , বিশ্বজিৎ নামেও এক দরজিকে এ ভাবে ক্যামেরার সাম্নেই কুপিয়ে হত্যা করেছিল তার ও কোন বিচার হয় নাই , সে খানে নাকি কোন ও সাক্ষি পাওয়া যায় নাই , তবে এ হত্যা ক্যান্ডও গুলা কারা করে এটা কিন্তু হিন্দুরা ভালো করেই জানে কিন্তু তারা ও তাদের বৃহৎ সারথে এ নিয়ে কোন কথা বলে না ।

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৬

যোগী বলেছেন:
এই দরিদ্র ভিন্ন গোত্রীয় লোকটার জন্য হবে না কোন মানববন্ধন দেবেনা কেও বিচার চেয়ে আল্টিমেটাম।

৭| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৪

অেসন বলেছেন: প্রকাশ্য দিবালোকে জনা পঞ্চাশেক লোকের সামনে একজন লোককে কুপিয়ে হত্যা করল, সবাই নিরবে দেখল। কারন কি ?
সে একজন হিন্দু।
সে ধর্মীয় অবমাননা কারী। তার জন্য তাকে পেটানো হয়েছিল, তার দোকান পুড়িয়ে দেয়া হয়েছিল, কিছু দিন জেলও খেটেছিল।
তারপরও তাকে হত্যা করা হল।
হেফাজতের ব্লাস্ফেমি আইনের আর দরকার আছে ? আইন ছাড়াই তো চলছে ভাল। এই হত্যার বিচারের আশা নেই।

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৯

যোগী বলেছেন:
বিচারের আশা করবো কিভাবে কোন মানবাধীকার সংস্থাকে তো দেখলাম না এই লোকটার জন্য বিবৃতি দিতে।

৮| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৪

অেসন বলেছেন: প্রকাশ্য দিবালোকে জনা পঞ্চাশেক লোকের সামনে একজন লোককে কুপিয়ে হত্যা করল, সবাই নিরবে দেখল। কারন কি ?
সে একজন হিন্দু।
সে ধর্মীয় অবমাননা কারী। তার জন্য তাকে পেটানো হয়েছিল, তার দোকান পুড়িয়ে দেয়া হয়েছিল, কিছু দিন জেলও খেটেছিল।
তারপরও তাকে হত্যা করা হল।
হেফাজতের ব্লাস্ফেমি আইনের আর দরকার আছে ? আইন ছাড়াই তো চলছে ভাল। এই হত্যার বিচারের আশা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.