![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
গত কয়েক দিন থেকে আমার মোবাইল ফোনে একটা মেসেজ দেওয়া হচ্ছে, জানিনা আপনারা কেউ এ মেসেজ পাইছেন কিনা, তবে আমি ১৫-২০ টা মেসেজ পেয়েছি।
মেসেজটা হল: (একে ফজলুল হক, মাওলানা ভাসানী, শেখ মুজিব, জিয়াউর রহমান ইত্যাদি এদের নিয়ে এ দেশের রাজনীতি, তাদের জীবনদশায় কোন সম্পদ ছিলনা, আর এখন যারা রাজনীতি করে তারা কাদের আদর্শ? এরা কাদের রাজনীতি করে জনগনের না নিজেদের ?? ) আর যাই হোক, কথা গুলো সত্যে হলেও এর সমাধান কি? কে দেবে এ সমস্যার সমাধান???? তবে কোন নতুন প্রজন্ম যদি নতুন দেশ গড়ার প্রত্যয়ে ভাল উদ্দোগ নিয়ে এগিয়ে আসে তাহলে অবশ্যই আমি তাদের স্বাগতম জানাব কারণ সোনার বাংলার স্বপ্ন দেখার অধিকার আমারও আছে................
©somewhere in net ltd.