![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
আজ সহ তিনবার ভূমিকম্পের কবলে পড়া হলেও মজার ব্যপার হল গত দু বার আমি বুঝতেই পারিনি ভূমিকম্প হয়েছে। মানুষের কাছ থেকে শোনার পর বুঝতে পারি ভূমিকম্প গত হয়েছে। আজ দুপুর ১:১৩ টায় যখন ভূমিকম্প শুরু হল তখন আমি স্পষ্ট বুঝতে পারলাম ভূমিকম্প নামের অদ্ভুত জিনিসটা কেমন। আমি তখন মসজিদে যোহরের নামাজে। নামাজে থাকলেও বুঝতে পারলাম কিছু মানুষ ছুটাছুটি শুরু করেছে। আমি আর কোথায় পালাবো? কারণ আমি যে নিরাপদ স্থানে আছি তার চেয়ে আর কি নিরাপদ জায়গা থাকতে পারে এ পৃথিবীতে?????
ভূমিকম্প নামে ভয়ংকার জিনিসটা কিছু দিন থেকে মাথাচড়া দিয়ে ওঠেছে। তাই সাবার কাছে অনুরোধ যখন বুঝতে পারবেন ভূমিকম্প শুরু হয়েছে তখন এটার থেকে বাচার বিকল্প পথ দেখার আগে বেশী বেশী তওবা আর আল্লাহর নাম স্বরণ করুন কারন মৃত্যু আসলে খোলা মাঠে ও আপনার মৃত্যু হবে।
২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৫
খোলা মনের কথা বলেছেন: কথা গুলো বিশ্বাসী মুসলিমদের জন্য ছিল, বেদুইন ইহুদী নাসারাদের জন্য নয়।
২| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
"ভূমিকম্প শুরু হয়েছে তখন এটার থেকে বাচার বিকল্প পথ দেখার আগে বেশী বেশী তওবা আর আল্লাহর নাম স্বরণ করুন কারন মৃত্যু আসলে খোলা মাঠে ও আপনার মৃত্যু হবে। "
-প্রথমে তওবা করে নিতে হবে, পরে বাঁচার জন্য বিকল্প পথ খুঁজতে হবে; ভালো।
২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৭
খোলা মনের কথা বলেছেন: আপনার করনীয়টা কি জানতে পারলে খুশি হতাম......
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
নেপালীগুলো তওবা করলে এই অবস্হা হতো না।