নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনের গরম হাওয়া

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০

নির্বাচনের গরম হাওয়া

দেশটা জুড়ে বইছে,

প্রার্থীরা আছে যারা

মজার কথা কইছে।





এবার যদি নির্বাচনে

করতে পারি পাশ,

সবার বাড়ি পৌছে দিব

একটা করে বাশ।





আরো দিবো কলকারখানা

নদীর উপর ব্রীজ,

গমের টাকা পাইলে কিছু

কিনবো একটা ফ্রিজ।





মা বোনদের সবার কাছে

একটু দোয়া চাই,

নির্বাচনের মাঠে যেন

সকল ভোট পাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

মিলন মাযহার বলেছেন: ঠিকাছে, জনসংযোগ চালাইয়া যান। পাশ করুন! শুভ কামনা । ছড়াটাও ভাল লেগেছে।

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

খোলা মনের কথা বলেছেন: ভাই শুধু শুভ কামনা করলে চলবে না, একটা ভোট কিন্তু চাই চাই........ধন্যবাদ আপনাকে

২| ২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


লোহার আন্ডু পরেন, গরম হাওয়ায় আন্ডু পুড়তে পারে।

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

খোলা মনের কথা বলেছেন: ভাই আপনার ভাষা গত ও বোধ শক্তি একটু কম আছে বলেই মনে হচ্ছে... কোথায় কি বলতে হয় এটা বোঝার পর দয়া করে কমেন্ট করলে খুশি হবো....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.