নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

আসুন সমাজকল্যাণ মন্ত্রীর ধারাবাহিক নাটকের নতুন অংশ দেখি, সাথে থাকছে একটি চমৎকার গান।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী 'আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা...নাইবা তুমি এলে।' গানটির কয়েকটি লাইন গাইছেন। সেসময় তার সামনে বসে আছেন চার জন নারী ও দুইজন পুরুষ। আর অন্য একজন পুরুষকে গানটির সাথে নাচতে দেখা যায়।

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর কার্যালয়ের অভ্যন্তরে এমন গোপনে ধারণকৃত দাবি করে, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। আসুন উপভোগ করি ভিডিওটি।

ভিডিওটি

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহবা বাহবা ব্রেশ ব্রেশ!!!

এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ!!!

সমাজকল্যান মন্ত্রীনা-- উনাকেতো একটু কোমল কোমল টাইপই হতে হবে!!! ;)

পুরাই তব্দা!


২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭

খোলা মনের কথা বলেছেন: আরও কোমল !!!! একই ব্যাক্তির কাছ থেকে কিন্তু গান আর নাচ আশা করা মোটেও ঠিক না ;) ;) ;)

২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

কাগজের নাও বলেছেন: ওস্তাদ দেখি অফিসে বাইসা 'লেডি বয়' -এর ঝাকানাকা নাচসহ 'মুজরা'র আয়োজন করছেন! শাব্বাস উস্তাদ, চালায়া যান!

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

খোলা মনের কথা বলেছেন: আপনার উস্তাদের চালানোর পুরা কেরামতিই আলাদা। উস্তাদ তো উস্তাদই। চালানোর ভঙ্গীমাটা আলাদা হলেও সুদর্শন বটেও।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫২

রক্ত পলাশী বলেছেন: কায়সার হামিদকে দেখলাম মনে হয় ,,,,,,,,,

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬

খোলা মনের কথা বলেছেন: মর্মহত হওয়ার মত কিছু নাই ব্রাদার। বড় ছোট সব হামিদই এ স্তরে আছে। কাউকে ভিডিওতে দেখা যায় কাউকে দেখা যায় না।

৪| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৩

আয়রোন বাবা বলেছেন: একজন মানুষ ব্যক্তিগত রুমে কি করবে সেই নিয়ে মাতামাতি...
বুকচুদ বাঙালি ...

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২২

খোলা মনের কথা বলেছেন: একটি মন্ত্রনালয় যদি ব্যক্তিগত রুম হয় তাহলে বেডরুম না জানি কি বলেন বকচদ আয়রোন বাবা। আপনার মত কিছু রামপা..া সারা দেশকেই ব্যক্তিগত রুম ভাবে। আজাইড়া বকচদ লোক।

৫| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

গ্রীনলাভার বলেছেন: @আয়রোন বাবা, অফিস তো আপনার বাসার ডাইনিং রুম যে একটু নেচে কুদে নিলেন।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮

খোলা মনের কথা বলেছেন: বাবাতো সেকেলে তাই ডাইনিং রুমের অর্থ জানেনা। বাংলায় তর্জমা চাই তিনি ;) ;)

৬| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

তিক্তভাষী বলেছেন: সত্যিই একটি প্রতিভা!

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

খোলা মনের কথা বলেছেন: একটি পাইলেন কোথায়??? নাচ আর গান কি আলাদা আলাদা মনে হয়নি??? কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না।

৭| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রতিভাকে মূল্যায়ন করতে হয় । নতুবা হারিয়ে যায় ।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

খোলা মনের কথা বলেছেন: সাধু বাবা এতো সধুবাদ করার জন্য ধন্যবাদ। এমন প্রতিভাকে আমরা লালনপালন যে করতে পারছিনা সেটা আমাদের ব্যর্থতা। দাঁত গেলে দাঁতের মর্ম সবাই বুঝবে আরকি।

৮| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

বটপাকুড় বলেছেন: এই নাচ গান দেখে আজকে মন ভরে গেল.. অয়াসাম....ওস্তাদ। বুঝতেছি না, ভালো বললেও যদি ৫৭ ধারায় ধরিয়ে দেয় :)

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

খোলা মনের কথা বলেছেন: সাবধানে থাকবেন, কথায় আছে না? “সাবধানের মার নাই”। এখন ধরনীতে ধারার বাহার চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.