![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
ফরিদপুরের কুখ্যাত রাজাকার নুরুমিয়া রাজাকারের পূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই মোশারফ রাজাকার এটা নিয়ে যথেষ্ট কথা চালাচালি হয়েছে। কথাটি সত্য না অসত্য সেটা আজও প্রমান হয়নি। মোটামুটি বলা চলে দেশে এখন রাজাকারের ফাঁসির একটা ধুম পাড়ে গেছে। আমিও চাই যুদ্ধ অপরাধীদের বিচার হোক কিন্তু সেটা নিরপেক্ষ হোক। কেউ থাকবে ফাঁসির দঁড়িতে কেউ থাকবে আলিশান বাড়িতে তা কেন??? সবার প্রতি একই আচারন হোক।
মোশারফ যে রাজাকার ছিল না তার প্রমান না পাওয়া গেলেও রাজাকার ছিল তার যথেষ্ট প্রমান পাওয়া যায়। ফরিদপুরের রাজাকারদের লিস্ট "(ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস) নামে একটা বই আছে। পাবলিক লাইব্রেরীতে খুজলে পাওয়া যেতে পারে। সেখানে রাজাকারদের ভিতর তাকেও খুজে পাওয়া যাবে।
মোশারফ স্বাধিনতা বিরোধী ছিলেন। এই জন্য ওয়াজেদ মিয়া চাননি সেখানে মেয়ের বিয়ে দিতে এমন প্রমানও পাওয়া যায় কিছু কিছু যায়গাতে। এমন কি কিছু দিন আগে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন “ রাজাকার হলেও উনার বেয়াই যুদ্ধাপরাধী নয়”। এটাও কি একটা প্রমান নয় যে সে রাজাকার ছিল???
প্রধানমন্ত্রীর বেয়ায়কে নিয়ে কম কানাঘুষা হয়নি। যদি সে রাজাকার না হয় তাহলে প্রধানমন্ত্রী কেন সত্য উন্মোচন করছে না?? সত্য মিথ্যা জাতির কাছে আজ তো তার জানানো উচিৎ এবং এটা তার দায়িত্ব বলেও আমি মনে করি।
এছাড়া শেখ সেলিমের বেয়ায় নুলা মুসা, মহিউদ্দিন খান আলমগীর সহ সরকারী দলে লুকিয়ে থাকা আরো অনেকে বিরুদ্ধে রাজাকার আছে বলে সাধারন মানুষের দাবী সেগুলো কেন উন্মোচন হয়না??? অনেকে বলে আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগের বিরোধীতা করলেই রাজাকার। কথাটি সত্য না মিথ্যা এগুলো প্রমান করলেই তো সাধারন মানুষ মনে আর সন্ধেহ থাকে না। একমাত্র জামাত আর বিএনপির ভিতর যদি রাজাকার থাকে তাহলে আমি বলবো সরকার নিজ স্বার্থ সিদ্ধ করার জন্য নিরপেক্ষ রুপ নিচ্ছেনা বরং সরকার তার স্বার্থর জন্য কখনো জুডিসিয়াল কিলিং করতে কোন দ্বিধাবোধ করবে না???
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
খোলা মনের কথা বলেছেন: পত্রপত্রিকা, মিডিয়ার কাছে আমার তথ্য তেমন গ্রহনযোগ্য বলে আমার মনে হয়নি তাই নির্দিষ্ট রেফারেন্স দেয়নি। গুগলে সার্চ করুন হাজার হাজার তথ্য পাবেন। ধন্যবাদ
২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪
আব্দুল্যাহ বলেছেন: হবে, বাকিগুলোর বিচার খালেদা জিয়া আসলে হবে। কিন্তু যুগ্ধাপরাধীর বিচার হবে।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
খোলা মনের কথা বলেছেন: খালেদা জিয়া কি আসবে???
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮
নতুন বলেছেন: বিয়াইয়ের বাবা নুরু মিয়া শান্তি কমিটির সদস্য ছিলেন।
কিন্তু তার বিরুদ্ধে হত্যা/ধষনের অভিযোগ শুনি নাই।
কিন্তু লুলা মুসার সম্পত্তির শুরু ৭১এর লুটতরাজ... সেটার বিচার যোগ্য।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
খোলা মনের কথা বলেছেন: ভাই এখন কেউ শুনা কথা কান দেয় না। আমিও তো অনেক কিছু শুনি নাই তাহলে সেগুলো সত্য না মিথ্যা যাচায় করবো কি করে??? ধন্যবাদ আপনাকে
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯
মাধব বলেছেন: সবটাই রাজনীতির মারপ্যাঁচ।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩
খোলা মনের কথা বলেছেন: এ প্যাঁচে যে কবে পড়ে যাবো সে চিন্তা করি। খুব মারাত্বক জিনিস। ধন্যবাদ
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: এটাই তো রাজনীতি।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১
খোলা মনের কথা বলেছেন: জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: এটাই তো রাজনীতি। ধন্যবাদ আপনাকে
৬| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
বিপরীত বাক বলেছেন: মিয়া পইড়া অাছেন অাদ্দিকালের মান্ধাতা যুগে। হালের খবর কিছু রাখেন?
অামাদের দেশের সোনার সন্তানেরা নতুন একটা ডিজিটাল মেশিন অাবিস্কার করেছে।
এটার ভিতরে যাই ( অাসল রাজাকার, নকল রাজাকার, প্রাক্তন রাজাকার, নব রাজাকার, হবু রাজাকার, দলত্যাগী রাজাকার, পতিত স্বৈরাচার, বিতাড়িত স্বৈরাচার, পরিত্যক্ত বাম, রাম বাম, মডার্ণ বাম, হাওয়া মিঠাই....) হয়ে ঢোকেন না কেন অাপনি অন্যদিক দিয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হয়ে বের হবেন। শর্ত একটাই... মেশিন টাতে ঠিকঠাক মতো ঢুকতে হবে। একবার ওই মেশিনের সিল গায়ে লাগাতে পারলে বাকি কাজ ওই মেশিনই করে দিবে।
এক্কেরে অাসল জাদুর মেশিন। তেলেসমাতি কারবার।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
খোলা মনের কথা বলেছেন: সাকা চৌধুরীর কথার গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে??? দারুন হয়েছে। ধন্যবাদ ভাই।
৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
ফারুক এহসান বলেছেন: আওয়ামী লীগ একটি মুক্তিযোদ্ধা বানানোর মেশিন। এর এক পাশে রাজাকার দিলে অন্যপাশে মুক্তিযোদ্ধা বের হয়। সুতরাং "চেতনায়" আঘাত দিবেন না
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭
খোলা মনের কথা বলেছেন: হাহাহা চমৎকার বলেছেন। ধন্যবাদ আপনাকে
৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমিও চাই যুদ্ধ অপরাধীদের বিচার হোক কিন্তু সেটা নিরপেক্ষ হোক।
সহমত।
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আপু আপনাকে।
৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
বাংলার ফেসবুক বলেছেন: আরে ধুত হাসিনার বেয়াই কেন রাজাকার হবে। সব রাজকার তো জামায়াতে। মোশারফ যদি জামায়াত করতো তাহলে সম্ভাব হতো তার বিচার করতে। কোথায় পাবেন ন্যায় বিচার।
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০
খোলা মনের কথা বলেছেন: আওয়ামী লীগ একটি মুক্তিযোদ্ধা বানানোর মেশিন। এর এক পাশে রাজাকার দিলে অন্যপাশে মুক্তিযোদ্ধা বের হয়।[/sb
কথাটি ভুলে গেলে চলবে না। । ধন্যবাদ বাংলার ফেসবুক ভাই/বোন (বুঝতে পারলাম না তো তাই
)
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
খোলা মনের কথা বলেছেন: হুমমমম ধন্যবাদ
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: পবিত্র রাজাকার
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
খোলা মনের কথা বলেছেন: হাহাহা খুব চমৎকার কথা বললেন। ধন্যবাদ আপনাকে
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
দিশেহারা আমি বলেছেন: ক্ষমতার বলেই যদি বিচার হয়, তাহলে কিসের আইন কানুন?
আইনের একটা নিজস্ব গতি থাকার দরকার যা আমাদের দেশে নেই।
বাই এনি চান্স, আপনি কি খিলগাঁও থাকেন?
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
খোলা মনের কথা বলেছেন: আপনার সাথে আমি একান্ত একমত। আইন এখন তামাশার ব্যাপার হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।
আমি শাহবাগ থাকি দিশেহারা আমি ভাই।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
জিসান সালীম বলেছেন: অনেক সুনদুর লিখা
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০
খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
ডিজ৪০৩ বলেছেন: আপনার কাছে যদি এমন কোন তথ্য থাকে তাহলে এখানে পেশ করলে ভাল হত । আমরা সবাই এটা আদালতে দেখাতে পারব । আর যদি না পারেন তাহলে চিলে কান নিয়ে যাওয়ার কথা বলবেন না ।