নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

বিপিএল এর ২য় পর্ব শেষে সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলার

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

গত ৩রা ডিসেম্বর শেষ হয়ে গেল বিপিএল এর চট্টগ্রামের ২য় পর্ব। নভেম্বরের ৩০ তারিখ থেকে ডিসেম্বরের ০৩ তারিখ পর্যন্ত চারদিনে মোট ম্যাচ হয়েছে আটটি। এই আট ম্যাচে সর্বমোট রান হয়েছে ২১৮৮ ও সর্বমোট উইকেট পড়েছে ৮৩টি।

এখন দেখে নেওয়া যেতে পারে সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলারদের তালিকা।

সেরা পাঁচ রান সংগ্রাহকারীর নাম- দল- ম্যাচসংখ্যা- রান গড়

তামিম ইকবাল- চিটাগং ভাইকিংস- ৮ -২৯০- ৪১.৪২

তিলকারত্নে দিলশান- চিটাগং ভাইকিংস- ৮- ২২৮- ৩২.৫৭

কুমার সাঙ্গাকারা- ঢাকা ডায়নামাইটস্‌- ৬- ২২৪- ৪৪.৮০

দিলশান মুনাবীরা- সিলেট সুপারস্টার্স- ৬- ১৭৩- ২৮.৮৩

মুশফিকুর রহিম- সিলেট সুপারস্টার্স- ৬- ১৪৫- ৩৬.২

সেরা পাঁচ উইকেটশিকারী বোলার নাম- দল- ম্যাচ- উইকেট- ইকোনমি গড়

সাকিব আল হাসান- রংপুর রাইডার্স- ৬- ১৩- ৫.৭১- ৯.২৩

আবু হায়দার রনি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ৭- ১৩- ৬.৮৩- ১৪.৫৩

কেভন কুপার- বরিশাল বুলস্‌- ৫- ১১- ৪.৯৪- ৮.৫৪

মোহাম্মদ আমির- চিটাগং ভাইকিংস- ৮- ১১- ৫.৭১- ১৪.৪৫

আল-আমিন- বরিশাল বুলস্‌- ৬- ১১- ৮.৬৬- ১৮.৯০

ধন্যবাদ সবাইকে বিপিএল এর সাথে থাকার জন্য।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

খোলা মনের কথা বলেছেন: সাথে থাকার জন্য আপনাকে ও ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

উচ্ছল বলেছেন: বাংলাদেশের বন্ধু ভারত তাদের দেশে খেলার আমন্ত্রণ জানায় না,
বিপিএল-এ তাদের কেউ আসে না,
বিপিএল-এ স্বাধীনতার শত্রু পাকি ক্রিকেটার সেরাদের তালিকায় নাম লেখায়,
আমরা হাতে তালি দেই।
দ্বিচারিতা দেখলে শরীরটা জ্বইলা যায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

খোলা মনের কথা বলেছেন: অসুস্থ মস্তিস্কের মন্তব্য দেখলে আমারও শরীরটা জ্বইলা যায়। সবার সব চিন্তা আর মুচির ছেড়া জুতার চিন্তা। সামুতে কিছু আবাল বলদ আছে যারা রাজনীতি ছাড়া কিছুই বোঝে না। অাহাম্মক মার্কা পোলাপান।

ভারত বাংলাদেশের বন্ধু হল কবে জানলাম নাতো। এখনি সব আওলায় গেছে???

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

মোজাহিদুল ইসলাম সেলিম বলেছেন: ভালো

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

খোলা মনের কথা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

খোলা মনের কথা বলেছেন: কষ্ট করে সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

খোলা কলম বলেছেন: ধন্যবাদ আমার পক্ষ থেকে।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

খোলা মনের কথা বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল খোলা কলম ভাই।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: কিরে, তোর খবর কি? সেই যে আমার তাড়া খাইয়া পালাইলি............
প্রেস ক্লাবের সামনে তো আইলি না!!

আইবি?? টাই ক, তারিখ ক।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

খোলা মনের কথা বলেছেন: হাহাহা সামুর মরিচে এতো ঝাজ আগে জানতাম নাতো। কবে দেওয়া হলো ডোজ আর এখনো কাম দেয় ;) ;) ;) । খোকা বেশি জ্বলে রাতে না দিনে??? :P

অনেক দিন পরে কেমন জানি পঁচা গন্ধ পায়। এতো ‍দিন সমুটা বিশুদ্ধ ছিল। দুষিত হওয়ার হাওয়া পাচ্ছি।
বি: দ্র: একটা ফিরতি পোড়া পোড়া কমেন্ট যেন পাই। শুনতে কুব মুন চাই।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


এই ডাংগুল্লি'কে কোনদিন ভালো লাগলো না; আমি ফুটবল খেলি।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

খোলা মনের কথা বলেছেন: সবার সব কিছু ভাল লাগবে না এটাই স্বাভাবিক। ডাংগুল্লি আমার কিন্তু খারাপ লাগে না তবে ফুটবলও আমি খুব পছন্দ করি। ধন্যবাদ

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
কি রে হারামী জামাতি জঙ্গী, আচোস কেমন??

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

খোলা মনের কথা বলেছেন: চুলকানী একটু বেশী মাথা চাড়া দিয়েছে মনে হচ্ছে। একটা বিনাশ মলম কিনতে পারিস না???

মুত্রমনারা খুব মনে মনে সুখী আছে এটা জানি। দুদিন পর সবাই গাট্টি বোঝকা নিয়ে নাকি আম্রিকা যাচ্ছে শুনলাম???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.